ভেজাগোলাপ❤️ #লেখিকা-মালিহা খান❤️ #পর্ব-৫

0
622

#ভেজাগোলাপ❤️
#লেখিকা-মালিহা খান❤️
#পর্ব-৫

দুপুরে ভার্সিটির পর বিকেল পর্যন্ত কোচিং করে তারপর বাড়ি ফেরে রোদ্রি।আজকে কোচিং করে বের হয়েই দেখে,ফারহান গেটের সামনে গাড়ি নিয়ে দাড়িয়ে আছে।রোদ্রি এগিয়ে যেতেই হাত টেনে গাড়িতে বসায়।
রোদ্রি তাড়াহুড়ো করে বলে উঠে,

-আমি আপনার সাথে যাবোনা।বাড়ি যাবো প্লিজ।

ফারহান সবেমাত্র সিটবেল্ট বাঁধছিলো।রোদ্রির কথায় ওর দিকে ফিরে তাকায় সে।রোদ্রির চোখে চোখ রাখে সে।চোখ নামিয়ে মাথা নিচু করে রোদ্রি।একহাত দিয়ে নিজের সিটবেল্টটা মুঁচরাতে থাকে সে।সে জানে ফারহান তার ভাই ভাবির অনুমতি নিয়েই তাকে নিতে এসেছে।তাই এই অযৌক্তিক যুক্তি দেখিয়ে লাভ নেই।
নতুন কোন বাহানা খোঁজার জন্য মস্তিস্কের মধ্য কয়েকবার চিরুনি অভিযান চালায় সে।
গাড়ি স্টার্টের শব্দে হুস ফিরে তার।করুণ চোখে ফারহানের দিকে তাকাতেই ভরাট গলায় বলে উঠে ফারহান,

-সিটবেল্টটা মুঁচরানোর জন্য নয়।ওটা বাঁধো জান।নয়তো বাঁড়ি খেয়ে বাহানা খোঁজার সেই মাথাটাই থাকবে না।
একটা শয়তানি হাসি দিয়ে ড্রাইভিংয়ে মন দিলো সে।

বাধ্য হয়ে সিটবেল্ট বেঁধে সিটে মাথা এলিয়ে দিল রোদ্রি।খুব ক্লান্ত লাগছে তার।ঘুম পাচ্ছে অনেক।

আড়চোখে একবার রোদ্রির দিকে তাকাল ফারহান।এই মেয়েটাকে দেখলে ওর কামনা জাগছে ঠি কই তবে কোথায় যেন কিছু একটা বাঁধা দেয়।অনেক মেয়ের সাথেই সম্পর্ক ছিল ওর তবে ওই প্রথম মেয়ে যার সাথে জোর করে তেমন কিছুই করতে পারে না সে।মায়া লাগে খুব।

নিজের বাসার রোডে যেয়েও গাড়ি ঘুড়িয়ে ফেলে ফারহান।রোদ্রির বাসার সামনে এসে গাড়ি থামায়।
রোদ্রির কাছে যেয়ে হাল্কা করে ডাকে।রোদ্রি একটু নড়ে আবার ঘুমিয়ে যায়।ফারহান একদৃষ্টিতে কিছুক্ষন রোদ্রির গলার তিলটায় তাকিয়ে থাকে।হাল্কা করে ঠোঁট ছুইয়ে দেয়।ঘুমের মধ্যেই কেঁপে উঠে রোদ্রি।
ফারহান নি:শব্দে হেসে গাড়ি থেকে বেরিয়ে যায়।রোদ্রিকে কোলে তুলে নিয়ে বাড়িতে ঢুকে।
রিদান আর মিরার প্রশ্ন এড়িয়ে রোদ্রির রুমে যেয়ে বিছানায় শুইয়ে দেয় আলতো করে।নরম বিছানা পেয়ে গুটিশুটি হয়ে শুয়ে পরে রোদ্রি।

ফারহান নিচে নামতেই মিরা প্রশ্ন করে,

-তুমি না বললে তোমার বাসায় নিয়ে যাবে?নিয়ে এলে যে?

-গাড়িতেই ঘুমিয়ে গেছে,ভাবি।ক্লান্ত লাগছিলো দেখে,আজকে রেস্ট নিক।অন্যদিন নিয়ে যাবোনে।

বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে আসে ফারহান।ওকে ঘুমাতে দেখে যে শান্তিটা লাগছে সেটা জোর করে বাসায় নিয়ে যাওয়ার মধ্য পেতোনা সে।

মেসেজের টুংটাং শব্দে ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়েই ফোনটা হাতে নেয় নীরাদ।
মেসেজে ঢুকে কপাল কুঁচকে যায় তার।বেশ কিছু ছবি পাঠিয়েছে ইমন।ডাটা কানেকশন স্লো তাই দেখা যাচ্ছেনা ছবিগুলো।এক মধ্যই আরিফের কল আসে।রিসিভ করে সে,

-হ্যাঁ,আরিফ বলো।

-স্যার,রোদ্রি ম্যাডাম আর উনার ফিওনসের কিছু ছবি পাঠিয়েছে আপনাকে।দেখেছেন?

-না,দেখিনি এখনো।রোদ্রি ঠি ক আছে?

-জি স্যার।

-আচ্ছা,ঠি ক আছে।তোমার পেমেন্ট পৌছে যাবে।

-আচ্ছা স্যার।খুশিমনে ফোন রেখে দিল আরিফ।

ছবি নিয়ে বেশি মাথা ঘামালোনা নীরাদ।রোদ্রি ঠি ক আছে এটাই যথেষ্ট তার জন্য।ফারহান ছেলেটার উপর ভরসা নেই তার।ফোনটা পাশে রেখে আবারও কাজে মন দিলো সে।

সন্ধ্যার দিকে ঘুম ভাঙে রোদ্রির।নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে বেশ অবাক হয় সে।সে তো ফারহানের সাথে ছিলো।তাহলে এখানে কিভাবে এল?

দরজায় নক করার শব্দ হয়।

-রোদ্রি উঠেছিস?

-হ্যাঁ,আসো ভাবি।

রুমে ঢুকে লাইট জালায় মিরা।

-ভাবি?আমি না উনার সাথে ছিলাম?এখানে কি করে এলাম?

রোদ্রির কথায় ওর পাশে বসে মিরা।মাথায় হাত বুলিয়ে তখনকার কথা বলে।রোদ্রি অবাকের শেষ পর্যায়ে পৌছে যায়।তার ছোট্ট মাথায় একটা প্রশ্নই ঘোরে,”অসভ্য লোকটা এত ভালো হলো কেমনে”?

-ফারহান তোর অনেক খেয়াল করে রোদ্রি।দেখবি ওর সাথে তুই অনেক সুখী হবি।তোর ভাই তোর জন্য সঠিক মানুষই বেঁছে নিয়েছে।

মিরার কথার জবাবে কিছু বলেনা রোদ্রি।ভাবে,এই মানুষ দুইটাকে সে কিভাবে মানা করতো বিয়ের জন্য?

রাতের বেলা ফোন নিয়ে বসে নীরাদ।রোদ্রিদের ছবিগুলো বের করে অলস ভঙ্গিতে।প্রেয়সীকে দেখার প্রবল ইচ্ছা ফুটে উঠেছে তার।সামনে থেকে না হোক ছবিতেই তৃষনা মিটিয়ে নিবে সে।
তবে হয় তার উল্টো মুখে হাসির বদলে মুহুর্তেই চোয়াল শক্ত হয়ে আসে তার।মাথাটা ভারি ভারি লাগে।

ফোনটা পাশে রেখে চোখবন্ধ করে সে।রাগ কমানোর চেষ্টা করে।চোখের সামনে রোদ্রিকে চুমু খাওয়ার দৃশ্য ভেসে উঠে।কেমন এলোমেলো লাগে তার।কিনতু এটাতো সাভাবিক তবে সে কেনো মেনে নিতে পারছেনা?রোদ্রির মত থাকলে, এটাই তো হওয়ার ছিল, সে তো জানে রোদ্রি তার না।তবে কেন এত যন্ত্রনা?কেন নিজেকে কেন গুছিয়ে বোঝাতে পারছেনা সে?কয়েকদিনে এতটা এলোমেলো কেন হয়ে গেল সে?

হাজারটা “কেন” থাকলেও উওর একটারও নেই।নিজের জীবনের “প্রিয়” টাকে অন্যকারো “প্রিয়” হতে দেখার
ব্যাথাটা বুঝি এতটা তীব্র?

চলবে??

[ভুল-ক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর কমেন্টে জানাবেন প্লিজ গল্পটা কেমন লাগছে।আমি এতবড় গল্প লিখে ফেলি তারজন্য আপনারা অত্যন্ত একটা লাইন লিখলেও আগ্রহ পাই,ভালো লাগে।ধন্যবাদ❤️]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here