Ex_ব্রেস্টফ্রন্ড_যখন_বউ♥ #পর্ব_৭(গল্পে নতুন মোড়)

0
2374

#Ex_ব্রেস্টফ্রন্ড_যখন_বউ♥
#পর্ব_৭(গল্পে নতুন মোড়)
#লেখক_Ananta Sanny

-রাতে অনেক ঠান্ডা ছিলো, হুহ ভাগ্য ভালো তুমি পাশে ছিলে, না হলে খুব কষ্ট হতো…(তিথি)
-একসময় একবারও পাবেন না(অনন্ত)
-হাত পা কেটে রেখে দিবো যাতে, সেগুলো আমার কেয়ার নিতে পারে…(তিথি গরম হয়ে বলল)
,,
অনন্ত একটু হেসে বলল
-হাহ এগুলো বাদ দেন…বের হই এখন, আমরা এসে গেছি..
,,
সবাই ট্রেন থেকে নামলো…ট্রেন থেকে নেমে অনন্ত অনন্যাকে ফোন করলো…
কিন্তু নাম্বার এখন বন্ধ, অনন্ত বাবা মাকে ফোন করে, খোঁজ নিলো, কিন্তু অনন্যার কথা তাদের কাছে জিজ্ঞাস করলো না… অনন্ত একটু রাগই করছে, সে মনে মনে জেদ ধরে বসলো, অনন্যা ফোন না দিলে সেও দিবে না…..
,,
,,
-কি হলো হাটছো না কেন?? দাড়িয়ে থেকে কি ভাবো??(তিথি)
-কিছু না,(অনন্ত)
-তো চলো, সবাই তো যাচ্ছে
-আমরা এখন কই যাবো??
-একটা হোটেল বুকিং করা আছে, হেড অফিসের পাশেই, ওখানেই যাবো এখন
-ওহহ, ম্যাডাম একটা কথা বলি
-হুমম বলো
-আমার এখানে থাকা টা একটু কমানো যায় না???
-নাহহহ, এটা সম্ভব না, আর এখানে আমরা একটা বড় কাজে আসছি আর কিছু শিখতে আসছি
-সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে
-হ্যা এখন কথা না বাড়িয়ে চলো…
,,
,,
কিছুক্ষণ পর তারা হোটেলে পৌছে যায়…।
সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হয়। অনন্ত রুমে গিয়ে শুয়ে আছে, আর অনন্যার কথা ভাবছে..
-মেয়েটা একবারও ফোন দিলো না, আবার এখন তার ফোন বন্ধ পাচ্ছি, (অনন্ত কথা গুলো ভাবছে)
,,
,,
হঠাৎ অনন্তর ফোন আসলো, মোবাইল টা বের করে দেখে তার বাবা ফোন দিয়েছে…ফোন ধরেই
-হ্যা বাবা বলো (অনন্ত)
-বউমা বাসায় চলে যাচ্ছে, তোকে কি কিছু বলছে??(বাবা)
,,
অনন্ত ভাবছে কি বলবে?? আর অনন্যা হঠাৎ বাসায় কেনো যাচ্ছে, অনেক প্রশ্ন ঘুরছে অনন্তর মনে…
-কিরে কথা বলিস না কেনে??(বাবা)
-হ্যা বাবা বলেছে(অনন্ত)
-ওহহ, সকালে খেয়েছিস??
-হ্যা তুমি খাইছো??
-হ্যা, তো রাখছি এখন
-ঠিক আছে বাবা
,,
,,
অনন্ত আবার হতাশ হয়ে শুয়ে পড়লো, আর ভাতে লাগলো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে যায়…
,,
কিছুক্ষণ পর
,,
অনন্ত ঘুমের মধ্যেই বুঝতে পারে, তার বুকের উপর ভাড়ি কিছু আছে, অনন্ত চোখ খুলে, আর দেখে, তিথি তার বুকের উপর মাথা রাখে, মোবাইল এ গেমস খেলছে…
,,
,,
অনন্ত ধরফর করে উঠলো..
-এই এই আপনি এখানে কেনো??(অনন্ত)
-ক্যান আসা যাবে না?? (তিথি)
-এমনি
-এমনিহহহ!!!
-আরে বোঝেন না, আপনি মেয়ে মানুষ, আর সবাই কি বলবে
-তো, কে কি বলল তা দিয়ে আমি কি করবো??
-সেদিকে খেয়াল রাখতে হবে,,
-বাদ দাও তো যেটা বলতে আসছি, সেটা শোনো
-হ্যা বলেন
-আজ তো কোনো কাজ নেই,
-হুমম এটা তো আগেই বলছেন জানা আছে
-হুমমম, বিকেলে কি করবা??
-কি আর করবো!! ঘুমাবো
-না, তোমাকে নিয়ে ঘুরতে যাবো
-কি যে বলেন ম্যাডাম, আমি যেতে পারবো না, আরও যে আছে তাদের বলেন
-উফফফ আমার একটা কথাও তুই শুনিস না, তুই রেডি হয়ে থাকবি, আমি ৪ টায় এসে যেনো তোকে দেখি তুই রেডি (এটা বলে তিথি চলে গেলো..)

,,
,,
-হেহহহহ আসছে, যাবো না আমি, জীবনেও যাবোনা, যা করার করুক। এদিকে আমার উনিটা ফোন ধরছে না, আমি ওর সাথে যাবো তাই না!!!(অনন্ত কথা গুলো গুন গুন করে বলছিলো)
,,
,,
বিকেলে সঠিক সময়ে অনন্তর রুমে তিথি এসে বলে,,
-এই এখনো রেডি হও নি?? যাবে না?? (তিথি)
অনন্ত তিথির দিকে তাকায় না, অনন্ত মোবাইলে আপনাদের জন্য গল্প লিখছে…
-কি হলো যাবে না?? (তিথি)
-…..(অনন্ত তাও কিছু বলল না, তার দিকে তাকালো না)
-এই যে, যাবে না
-……..
-ওঠ বলছি
-……..
,,
,,
তিথি গিয়ে অনন্তর কলার ধরে…
-ওঠ বলছি ওঠ (তিথি)
-….(অনন্ত তাও উঠে না তিথির দিকে তাকায় না)
-উঠবেন না?? (তিথি কান্না করছে)
-……(অনন্ত তাও কিছু বলে না)
-আচ্ছা সরি(তিথি কান্না করতে করতে চলে গেলো)
,,
,,
তিথি যাওয়ার পর…
-নাহহ বেশি বেশি হয়ে গেলো মনে হয়, ঘুরতেই তো যাইতে চাইছে, এমন ব্যবহার টা করা ঠিক হয় নি, কি করি করি কি করি!!! যাবো?? নাকি যাবো না??? আবার ম্যাডাম কিছু উল্টা পাল্টা করে ফেলবে না তো..যে মানুষ হুহ যেতেই হবে(অনন্ত এটা ভেবে রেডি হয়ে তিথির রুমে গেলো)
,,
,,
সেখানে গিয়ে দেখে দরজা খোলাই আছে,,,দরজা থেকে দাড়িয়ে অনন্ত বলে
-ম্যাডাম আসতে পারি??(অনন্ত)
তিথি শোয়া ছিলো, অনন্তর ডাকায় লাফ দিয়ে উঠে দাড়ালো..
-হ্যা আসো(তিথি)
-চলেন
-কোথায়??
-ঘুরতে
-নাহহ, যাবো না
-সত্যি
-হুমম
-ওকে তাহলে আমি আরিফার (তাদের সাথে আসা একজন কলিগ) সাথেই যাই,
-আরিফার সাথে যাবে মানে??
-মানে ও বলছিলো, যে ঘুরতে যাবেন কি না, গেলে বইলেন, এখন আপনি তো যাবেন না তাই তাকেই বলি
-এই না না আমি যাবো
-না আপনি রেস্ট নেন
-না আমি যাবো
-হুহ রেডি হয়ে নিন, আমি বাইরে দাড়িয়ে আছি..

,,
,,
দুজনই ঘুরতে বের হইছে, এখানে কোনো জায়গাই কারও চেনা না,
-আচ্ছা যাবো টা কই?? (অনন্ত)
-আচ্ছা হাটতে থাকি, কোনো একটা ভালো জায়গা নিশ্চয় পেয়ে যাবো
-হুমম হাটেন
,,
,,
তিথি আগে হাটছে, আর পেছনে হাটছে অনন্ত,,,,হাটতে হাটতে তারা একটা ফাকা জায়গা খুঁজে পায়, অনেক দুর পর্যন্ত দেখা যাচ্ছে, হয়তো সামনে একটা বড় নদী আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না…
,,
,,
-আচ্ছা এখানেই বসি (তিথি)
-এখানে?? (অনন্ত)
-হুমম
-এটা কোনো জায়গা হলো
-কি আর করবে, কিছুই তো চিনি না
-হুমম একই অবস্থা, (এটা বলে অনন্ত বসে পড়লো)
,,
,,
দুজনই চুপচাপ, তিথি কিছুক্ষণ পর পর আড় চোখে অনন্তর দিকে তাকায়, অনন্ত বুঝতে পারে তবে কিছু বলে না…হঠাৎ অনন্ত প্রশ্ন করে
-আচ্ছা, আপনি পাগলামো করেন কেনো??(অনন্ত)
-কি করলাম আবার?? (তিথি)
-এই যে আমার সাথে যে ব্যবহার করেন, আবার আমাকে নাকি ভালবাসেন এটা কি ঠিক??
-হুমম ভুল এর কি আছে?? সব ঠিক,
-ওহহহ, একটা কথা বলি
-হুমম বলো
-আচ্ছা আমরা ফ্রেন্ড হয়ে থাকি,
-নাআআআআ
-আমি তো বিবাহিত
-তোমার বিয়ের আগে থেকেই, আমি তোমাকে ভালবাসি, দোষ টা তো আমার না, তোমার, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো
-তাই বলে এখনও??
-হ্যা এখনও আর সারাজীবন
-এটা যদি ও জানতে পারে
-আপনি না বললে তো জানতে পারবে না
-হুমমমমমমমমমমমমম আপনার বোনকে আমি অনেক ভালবাসি
-জানি আমি, কিন্তু আমি যে আপনাকে অনেক ভালবাসি
-ওকে ওকে ওকে অনেক হইছে বাদ দেন এসব
-ওকে দিলাম
,,
,,
-আচ্ছা এখন উঠি (অনন্ত)
-না সবেমাত্র বসলাম, এখনই উঠবে কেন??(তিথি)
-আরেকটু হাটি, নতুন জায়গা তো, ভালই লাগছে (এটা বলে অনন্ত উঠলো)
-ওকে হাত টা ধরেন
-না আপনি একাই উঠেন
-হাত ধরলেই বউ হয়ে যাবো না,
-তা ঠিক
-তো হাত টা ধরেন
(অনন্ত হাতটা ধরে তিথি কি উঠালো)
,,
,,
হাটতে হাটতে একটু দূর যেতেই অনন্যার ফোন…অনন্ত তো খুব খুশি যে অনন্যা ফোন করেছে…ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল
-সরি (অনন্যা)
-না কোনো সরি টরি চেয়ে কাজ হবে না, আমি তোমায় মাফ করতে পারবো না। তুমি আমাকে ফোন দাও নি (অনন্ত)
-তার জন্য সরি বলি নি
-তাহলে??
-আমি চলে যাচ্ছি
(কথাটা শুনে অনন্তর কেমন যেন লাগে)
-কই যাচ্ছো??(একটু নরম সুরে)
-তোমাকে পুরো ঘটনা টা বলি… আমার সত্যিই একটা সম্পর্ক ছিলো,ছেলেটা বিদেশে থাকে, তো সে আমাকে বলে, তাকে কিছুদিন সময় দিতে হবে তারপর আমাকে বিদেশে নিয়ে যাবে, এদিকে বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দেয়। আর তোমাকে সেইদিন দেখেই আমার মাথায় একটা প্ল্যান আসে, আর এতদিন যা ছিলো সব অভিনয়, আমি এখন এয়ারপোর্ট এ আছি, একটু পরেই ফ্লাইট, আমি ওকে এত্ত ভালবাসি যে, আমি সবাই কে ছাড়তে বাধ্য, যাই হোক মাফ করে দিও আর কখনো কথা হবে না… তুমি কিছু বলবে???
,,
,,
(অনন্ত দাড়িয়ে যায়, কি বলবে বুঝতে পারছেনা)
-কি হলো কিছু বলবে?? সময় নেই আমার (অনন্যা)
-ভালো থেকো(অনন্ত কল টা কেটে দেয়। আর ফোনটা রাস্তার পাশে ফেলে দেয়)

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here