The_boss Part : 4

0
3784

The_boss

Part : 4

Aarizona Ella

রাত প্রায় ৯ টা বাজছে,,অফিস থেকে বেশ ক্লান্ত অবস্থায় ফিরেছে ইলমাজ।।আজ একটু বেশিই দেরিতে ফিরেছে সে৷।।

নিজের রুমে ঢুকে কাপার্ড থেকে কাপড় নিয়ে সোজা ওয়াস্রুমে ঢুকে পড়লো ইলমাজ।।

গোসল সেড়ে তাওয়াল পেচিয়ে আয়নার সামনে দাঁড়াতেই খেয়াল করলো বুকের বা দিকের কিছুটা অংশ লালচে হয়ে গেছে।।সেই অংশে হাত ছোয়াতেই ব্যাথায় হাল্কা নড়ে উঠলো ইলমাজ।।
সকালে মায়ার হাতে চা ছুড়ে মারার কথা মনে পড়লো তার।।।

পাগল ছাগল,,বলেই মুচকি হাসতে শুরু করলো ।।☺

এই পর্যন্ত কয় কাপ চা গিলেছিস তুই?আর কিসের ভাবনায় এতো মগ্ন হয়ে আছিস?(ভাই)

এই পর্যন্ত ছয় কাপ চা খেয়েছি,আর চিন্তা করছি আজকে সারাদিন মিলে আমার এক কাপ ও চা খেয়ে উঠা হলো না।।?(মায়া)

মানুষ হইলি না তুই।?।।(ভাই)

তোর বোন বলে কথা?(মায়া)

??(ভাই)

কি দেখছিস?চা খাবি?(মায়া)

তুই খা,তোর চৌদ্দ গুষ্টি জীবনে চা খায় নি তাই তুই ই চা খেয়ে চৌদ্দ গুষ্টির স্বাদ মিটিয়ে নে।।?(ভাই)

আমার রুম থেকে বের হো নাহলে আরও দুই কাপ এর মতো চা এখনও স্টক আছে আমার কাছে।।?(মায়া)

আমি ওতো চা খাই না হুহ।।(ভাই)

হ স্বাধীত কপাল যে তোরে চা খাওয়ামু,,গরম চা মুখে মাইরা তোর মুখ ওই হনুমান এর মতো করে দিবো?(মায়া)

এ আবার কোন হনুমান??(মায়া)

?না মানে হনুমান বললাম।।আর কি ভাবছিস? হনুমান কি শুধু তুই একটাই?(মায়া)

আমার কপাল পুড়েছে যে তোর সাথে তর্ক করতে এসেছি।।ঝগড়াইট্টা একটা।। (ভাই)

যাবি?(মায়া)

রাগে হনহনিয়ে মায়ার রুম ত্যাগ করলো তার ভাই।

সকাল ৯ টাই অফিসের উদ্দেশ্যে রওয়ানা হলো মায়া।।

ওই হনুমান অফিস আসতে আসতে ১১ টা বাজিয়ে দেয়।।তার মানে শানসে যেতে পারবো ?।আর অফিস গিয়ে হনুমান না আসা পর্যন্ত পিংগু কার্টুন ও দেখতে পারবো?।।বাহ কিয়া লাইফ হে মায়া।।আর এমবি ও রিচার্জ করে নি ততক্ষনে।।নিজে নিজে বলছে মায়া।
দোকান থেকে এমবি রিচার্জ করে রিকশায় বসলো মায়া।।

অফিস পৌছে এসিস্ট্যান্ট এর ক্যাবিনে গেলো সে।।

গুড মর্নিং এনি ম্যাম ?(মায়া)

এতক্ষনে আপনার জন্য গুড মর্নিং হয়েছে?(এসিস্ট্যান্ট /এনি)

তো কি গুড আফটারনুন বলবো??(মায়া)

উফফফফফফ,,,চুপ করো প্লিজ আর এতো লেট এসেছো কেন মেয়ে?।।(এনি)

স্যার নিজেও তো আসে ১১ টায় তাহলে এতো তারাতাড়ি আসার কি দরকার।।আমি তো বলছি আপনারাও ১০ টায় আসুন।।

?এই মেয়ে চুপ,,তোমার জন্য আমার চাকরি ও যাবে।।(এনি)

কেউ আছে নাকি এতো আস্তে আস্তে কথা বলছেন কেন??

পিছে দেখো পিছে।।?আজকে আমি শেষ(এনি)

পিছনে ফিরতেই গলা শুকিয়ে গেলো মায়ার।।

গ,,গ,,,গুড মর্নিং স্যার?।।(মায়া)

হুম,,,খুব পরিশ্রমী আপনি আগে জানতাম না?(ইলমাজ)

থ,,থ,,থ্যাংক ইউ স্যার,উৎসাহ পেলে আরো পরিশ্রমী হতে চেষ্টা করবো।। হিহিহি।।।?চাপা হেসে উত্তর দিলো মায়া।

ইলমাজ দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।।

আচ্ছা আমার কাজ কি?আমি কোথায় বসবো??(মায়া)

সেটা স্যার জানে।।(এনি)

এনি,, উনার দিয়ে নিউ ডিলের ফাইলগুলো আমার ক্যাবিনে পাঠিয়ে দাও,আর কিভাবে রাখবে তা বুঝিয়ে দিয়ে দ্যান আমার সাথে এসো,,আমি সেকেন্ড ফ্লোরের মিটিং রুমে যাচ্ছি,নতুন ক্লাইন্ট আসছে।।।ইলমাজ রাগ নিয়ন্ত্রণ করে দাঁত দাঁত চেপে এনিকে বলে চলে গেলো।।।

এই মেয়ে ফাইলগুলো নাও আর স্যারের ক্যাবিনের টেবিলে এগুলো ভাজ করে রাখবে আর ব্লু এন্ড রেড ফাইল টা আলাদা করে অন্য পাশে রাখবে।।আমি যাচ্ছি বাই?(এনি)

কিন্তু এতগুলো ফাইল আমি একা কিভাবে ভাজ করবো ম্যাম????(মায়া)

সেটা তুমি জানো।।বাই নাউ।।বলেই এনি চলে গেলো।।

আল্লাহ পাগল নাকি,এতগুলো ফাইল!!!কিভাবে একা করবো?? ভেবেছি কি না করবো আর কি হয়ে গেছে??আমার সাথেই কেন এমন হয়??(মায়া)

আস্তে আস্তে ফাইল গুলো সব ইলমাজ এর ক্যাবিনে ট্রান্সফার করে টেবিলে একটা একটা করে ভাজ করতে শুরু করলো।।

আহহহহহহ,ক্লান্ত লাগছে আমার?আর পারছি।।ওই হনুমান কোন জন্মের শত্রুতা আদায় করছে আল্লাহ জানেন?হনুমানের মিটিং মে বি শেষ হতে আরও সময় আছে।।ততক্ষনে পিংগু দেখে আর চা খেতে খেতে মাইন্ডটা রিফ্রেস্ড করি?।।

অর্ধেক ফাইল আগোছালো রেখেই দরজার দিকে পিঠ দিয়ে মোবাইল নিয়ে চেয়ারে বসলো মায়া।। চায়ের ফ্লাস্ক বের করে টেবিলে রেখে এক এক কাপ করে খেতে শুরু করলো সে।।

আহহহহ,চায়ের চুমুক যে এতটা শান্তি সম্পন্ন এটা ক জনে বুঝে??।।।(মায়া)
ফোনে পিংগু কার্টুন দেখছে আর হাসতে হাসতে চেয়ারে গড়াগড়ি খাচ্ছে।?।।

ক্যাবিনের দরজা খুলতেই যেনো ৮৮০ ভোল্ট এর ঝটকা খেলো ইলমাজ।।

একহাত দিয়ে কপাল ঘষসে আর মায়ার কান্ড দেখছে।।

ফোনে দেখছে কি এই মেয়ে?(ইলমাজ)
কি দেখছে তা বুঝার জন্য ভিতরে ঢুকে আস্তে আস্তে মায়ার কাছে গিয়ে দাঁড়ালো।।ফোন এর দিকে লক্ষ করতেই এক ভ্রু উপরে তুলে হা হয়ে আছে ইলমাজ।।?

হাসবে নাকি রাগ করবে কিছুই বুঝতে পারছে না সে।।

হাল্কা ঝুকে মায়ার ঘাড় এর দিকে মুখ নিতেই এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো ইলমাজ।।।চোখ বন্ধ করে যেন সে মায়ার ঘ্রানে হারিয়ে গেলো।।।

মায়ার অট্টোহাসি তে জ্ঞান ফিরলো ইলমাজের৷।?

আপনার মতো পাগলেরা এখানে বসবাস করে বলেই এই গ্রহে এলিয়েন রা আসে না।।?(ইলমাজ)

?ঢোক গিলে পাশে আড়চোখে তাকাতেই যেনো কলিজার পানি শুকিয়ে গেলো মায়ার।।ইলমাজ কে দেখতেই ভয়ে ভয়ে চাপা হাসলো মায়া।??।।

স,,,স,,,স্যার আপনি?কখন আসলেন?(মায়া)

যখন আপনি কার্টুন দেখতে দেখতে অট্টোহাসিতে চায়ের সাথে ফ্রী তে গড়াগড়ি খাচ্ছিলেন তখন।(ইলমাজ)

না মানে স্যার আমি জানতামা না যে আপনি এতো তারাতাড়ি ক্যাবিনে ফিরে আসবেন।(মায়া)

আমিও জানতাম না যে আপনি কাজ না করে এই বয়সেও কার্টুন দেখতে দেখতে এভাবে গড়াগড়ি খাবেন।।দাঁত খিলিয়ে চাপা হেসে বললো ইলমাজ।

স্যরি স্যার আর হবে না।।(ইলমাজ)

কাজে হেলাফেলা আমার একদম অপছন্দ।।আমি স্ট্রেইট ফরওয়ার্ড থাকতে পছন্দ করি, ব্যাপার যদি আমার অফিসের হয়।।মায়ার দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর কন্ঠে বলছে ইলমাজ।।

ভয়ে ঢোক গিলতে গিলতে পিছাতে পিছাতে দেয়ালের সাথে গিয়ে লাগলো মায়া।।।মায়ার মাথার পাশের দেয়ালে একহাত রাখলো ইলমাজ।।মায়ার মুখের একদম কাছে তার মুখ নিতেই চোখ বন্ধ করে ফেললো মায়া?।

এতো তারাতাড়ি ভয় পেয়ে গেছেন আপনি?নেক্সট টাইম থেকে যদি এমন খামখেয়ালি পানা দেখি তো আপনি ভাবতেও পারবেন না যে ইলমাজ রেহমান কি করতে পারে।?(ইলমাজ)

স্যরি স্যার আর হবে না।।বলেই দৌড় দিয়ে ইলমাজের ক্যাবিন থেকে বেরিয়ে গেলো মায়া।

ইলমাজ ঠোঁট বেকে মুচকি হাসছে।।?

এই ভয় টায় আপনার মুখে দেখতে চেয়েছিলাম মিস মায়া।।?।।

চলবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here