খড়কুটোর_বাসা #পর্বঃ১৪

0
738

#গল্পগুচ্ছ_সমগ্র
#খড়কুটোর_বাসা
#পর্বঃ১৪
# Jhorna_Islam

ইরহান নিত্য প্রয়োজনীয় সংসারের জন্য যা যা লাগে বাজার থেকে সবই এনেছে।যুথি সব ঠিক ঠাক করে ঘরে গুছিয়ে রাখছে।

চাল,ডাল,তেল,লবন,মরিচ, হলুূদ আরো নানান জিনিস। রান্না করার জন্য লা’কড়িটাও এনেছে। এসব আনতে গিয়ে মনে হয় হাতে যতো টাকা ছিলো তার বেশির ভাগ ই খরচ হয়ে গেছে।

সবকিছু সুন্দর করে গোছগাছ করে রেখে তারপর দুপুর ও রাতের খাবার রান্না করার ব্যবস্থা করে যুথি।

মাটির চুলায় ইরহানের কিনে আনা লা’কড়ি দিয়ে প্রথমে ভাত বসায়। তারপর ভাতে জ্বাল দিতে থাকে আর বসে বসে তরকারি কাটতে থাকে।

ইরহান পাশেই নতুন কিনে আনা টিন দিয়ে সুন্দর করে কল পাড়ের সাইড ও টয়লেটের চারপাশে সুন্দর করে বেড়া লাগিয়ে দিচ্ছে। এসব কাজ ইরহানের জানা আছে সেজন্য আর লোক লাগেনি এসব করার জন্য। ইরহান নিজেই পারছে করতে।

যুথি রান্না করতে করতে ঠিক করে নিলো আর লা’কড়ি কিনে আনবে না। চারপাশে অনেক গাছ পালা রয়েছে। গাছের নিচে শুকনো পাতা রয়েছে এসব সুন্দর করে রান্না করার জন্য উপযোগী করে নিবে।গাছের ডাল পালা কেটে শুকিয়ে নিবে রান্না করার জন্য। তাতে অনেকটা খরচ বেচে যাবে।

যুথি মাঝে মাঝে রান্না করতে করতে ইরহানের দিকে তাকাচ্ছে। ইরহান ও কাজ করতে করতে যুথির দিকে তাকায়। মাঝে মাঝে দুইজনের ই চোখাচোখি হয়ে যায়। বিনিময়ে একে অপরকে হাসি উপহার দিতে ভুলে না।

প্রায় অনেক সময় পর যুথির রান্না শেষ হয়।সবকিছু গোছগাছ করে ঘরে নিয়ে রাখে।কলপাড় থেকে জগ ভরে পানি নিয়ে রাখে।

ইরহানের কাজ ও বেশি বাকি নেই। যুথি সব ঠিক করে রেখে ইরহান কে এসে ডাক দেয় আগে খেয়ে নিতে তারপর অন্য সব কাজ।

এই খেতে আসুন।রান্না শেষ সব গুছিয়ে রেখে এসেছি।

আরেকটু কাজ বাকি আছে যুথি শেষ করে নেই তারপর খাবো।

পরে করবেন রাখেন কাজ।আগে খেয়ে নিন সেই কখন খেয়েছেন।এসেই কাজে লেগে পরেছেন।রাখুন এসব এখন।

— তোমার খিদে পেলে তুমি খাও যুথি রানী।আমাকে একটু কাজ টা শেষ করে আসতে দাও।

— চুপচাপ খেতে আসেন বলছি।আর আপনাকে ছাড়া আমি মোটেও খাবো না। শাক,পাতা- মাছ,মাংস সে যাই খাই না কেনো দুইজনে এক সাথে খাবো।

— তাহলে একটু অপেক্ষা করো আসতেছি।

— কোনো অপেক্ষা করতে পারবো না।এখন আসতে বলতেছি আপনাকে।

— ঠিক আছে যুথি রানী আসছি।তুমি গিয়ে বাড়ো।

যুথি মাথা নাড়িয়ে ঘরে ঢুকে যায়। ইরহান কাজ রেখে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে। যুথি একমনে খাবার সাজাচ্ছে। কাজ করার সময় যুথির ওড়না টা কোমড়ে গুজে নিলেও এখন তা নাই।স্বাভাবিক ভাবেই গলায় সুন্দর ভাবে রাখা।এখন অবশ্য মাথায় ঘুমটা নেই। পিছনের দুই পাশ দিয়ে ঝুলে আছে ওড়না টা। ইরহান গিয়ে ওড়নার এক পাশ হাতে নিয়ে নেয় মুখ মোছার জন্য। লেখিকা ঝর্ণা ইসলাম। যুথি মাথা ঘুরিয়ে ইরহানের দিকে তাকায়। তারপর নিজেই সুন্দর করে ইরহানের মুখ মোছিয়ে দেওয়া।

ঘরের মেঝেতে একটা পাটি বিছিয়ে ইরহান কে ইশারা করে বসার জন্য। ইরহান ও বসে পরে। যুথি যত্ন করে ইরহানের প্লেটে খাবার তুলে দেয়। তারপর নিজেও ইরহানের পাশে বসে পরে খাবার খাওয়ার জন্য।

দুইজন পাশাপাশি বসে খাবার খাচ্ছে। ইরহান আজ ইলিশ মাছ এনেছে।যুথি সেটা খুব সুন্দর করে রান্না করেছে। ইরহান মাছের কাটা বেছে খেতে পারে না। তার কাছে বিরক্ত লাগে তাই শুধু তরকারি নিয়েছে মাছ নেয়নি।

যুথি ইরহানের দিকে একবার তো ইরহানের মুখের দিকে একবার তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। ঐদিন ও যখন মাছের লেজ দিয়েছিলো ইরহান খায়নি।যুথি খাইয়ে দিয়েছিলো বেছে। যুথির আর বুঝতে বাকি নেই লোকটা এখন মাছ বেছে খেতে পছন্দ করে না। তাও বোঝার জন্য বলল,, কি হলো আপনি মাছ নিচ্ছেন না কেনো?

খেতে ইচ্ছে করছে না। তুমি খাও।

যুথি বাটি থেকে আরেকটা মাছের টুকরো নিজের প্লেটে তুলে নেয়। তারপর মাছ বেছে বেছে ইরহানের প্লেটে দিতে থাকে ।

ইরহান যুথির কাজে অবাক হয়। তারপর বলে, তুমি মাছ বাছতে বাছতে খাবার ঠান্ডা হয়ে যাবে তো খাবে কখন?

কিছুই হবে না এতো সময় ও লাগবে না। আপনি খান চুপচাপ।

নিজের ভালো মন্দ সুবিধা,অসুবিধা আমি যেমন আপনাকে বলবো।আপনি ও আমায় বলতে শিখুন। আমরা একে অপরের পরিপূরক।

জীবনে যতো বিপদ আপদ,সুখ-দুঃখ আছে সব একসাথে থেকে উপভোগ করবো ও সামলাবো।

এই যে আপনি বললেন আমাকে খেয়ে নিতে আপনি বাড়িতে থাকা সত্যেও এটা কখনো বলবেন না।কাজে বাইরে থাকলে অন্য হিসাব। কিন্তু বাড়িতে থাকলে সব সময় এক সাথে খাবার খাবো। কি খাবার সেটা বড় কথা না।

একসাথে খাবার খেলে,,,পান্তা ভাত আর লবন মরিচ ও মাছ,মাংসের চেয়ে সুস্বাদু মনে হবে। আমি আমার স্বামীর পাশে বসে দুমুঠো ভাত লবন দিয়ে খেতে পারলেও অনেক খুশি।

ইরহান খেতে খেতে যুথির দিকে অবাক চোখে তাকায়। তার বউটা কি সুন্দর কথা বলল।

— তুমি জানো যুথি আমি কতো ভাগ্যবান?

— যুথি প্রশ্নাত্তক দৃষ্টিতে তাকায় ইরহানের দিকে।

— ইরহান নিজের হাতের ভাতের লোকমা যুথির মুখে দিতে দিতে বলে,,,আল্লাহ আমাকে তোমার মতো বউ দিয়েছে। আমি জানি না আমি কি ভালো কাজ করেছিলাম যার জন্য তোমাকে পেয়েছি।

ইরহান আর যুথিকে আলাদা প্লেটে খাবার খেতে দিলই না।যুথির প্লেটের খাবার ও নিজের প্লেটে নিয়ে নেয়।তারপর যুথি কেও খাইয়ে দেয় নিজেও খায়।

খাওয়া দাওয়া শেষ করে যুথি সব ঠিক ঠাক করে রাখে।আর ইরহান একটু বিশ্রাম নিয়ে বাকি কাজ টুকু করে ফেলে।

সন্ধায় যুথি ঘরে বসে বসে বকুল ফুলের মালা গাঁথথে থাকে।বিকেলে কুড়িয়ে এনেছে। ইরহান একটু বাইরে গেছে।

মালা গাঁথা শেষ হলে,, টিনের দেওয়ালে রাখা ছোট্ট একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর চুল গুলো খোঁপা করে চুলে ফুলের মালাটা বাঁধার চেষ্টা করে।

অনেক বার চেষ্টা করার পর ও লাগাতে পারে না। বরং পিছনে হাত নিয়ে লাগানোর চেষ্টা করায় হাত ধরে যায়।মালাটা পরে যেতে নেয়।
ঠিক তখনই যুথির হাত থেকে কেউ মালা টা নিয়ে নেয়। যুথি ছোট্ট আয়নায় পিছনে দাড়িয়ে থাকা লোকটার প্রতিবিম্ব দেখতে পায়। এযে আর কেউ না তার বোকা পুরুষ।

ইরহান যত্ন করে যুথির খোপায় মালাটা পরিয়ে দেয়।

——————————–👉👉👉গল্পগুচ্ছ সমগ্র

রাতে খাওয়া দাওয়া শেষ করে একসাথে দু’জনে। এখন ও ইরহান যুথিকে খাইয়ে দিয়েছে।

বিছানা গুছিয়ে শুতে যাবে,,,এমন সময় ইরহান বলে উঠে,

“যুথি রানী চলো বাইরে থেকে ঘুরে আসি।সুন্দর জোছনা উঠেছে। ”

যুথি ইরহানের কথায় সায় জানায়। ঘরে তালা মেরে দুইজন ই জোছনা বিলাস করতে বেরিয়ে পরে।

রাতে তেমন কোনো মানুষ নেই।মাঝে মাঝে কয়েকজন লোকের চলাচল।

যুথি আর ইরহান হাত ধরে পাশাপাশি হাঁটছে। জোছনার আলোয় চারদিক আলোকিত। কি মনোরম শান্ত পরিবেশ।

এতোসময় হাত ধরে হাটলেও এখন যুথি দুই হাত দিয়ে ইরহানের হাতটা জড়িয়ে ধরে ইরহানের কাঁধের কাছে মাথা ঠেকিয়ে আস্তে আস্তে হাঁটছে।

ইরহান কতো শতো গল্প করছে।মাঝে মাঝে যুথিও বলছে।

নিজের একজন মানুষ দরকার যার কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে কতো শতো পথ পাড়ি দেওয়া যায় ক্লান্তি এসে গ্রা’স করতে পারে না। পথে শতো কাটা থাকলেও দুইজন মিলে সে পথ অতিক্রম করা যায়। মানুষ কখনোই একা বাস করতে পারে না।তার একটা নিজস্ব মানুষ দরকার।যে সুখে দুঃখে সব সময় ছায়ার মতো পাশে থাকবে।বিপদে ভরসা দিবে।

এখন প্রায় অনেক রাত।দোকান পাট সবই বন্ধ। দুইজন গল্প করতে করতে অনেক টা দূরে চলে আসে। সামনে একটা টং দোকান দেখতে পায়।দোকান টা এখনো খোলা।দুইজন বৃদ্ধ বসে চা খাচ্ছে আর গল্প করছে।

ইরহান যুথি কে বলে যুথি রানী চলো চা খেয়ে আসি।

এখন অনেক রাত হয়ে গেছে চলেন বাড়ি চলে যাই।চা খেতে হবে না।

তোমার সবকিছু তে শুধু না।চলো দেখবে মজাই আলাদা।

তারপর ইরহান দোকানি কে বলে চাচা দুই কাপ চা দিন তো।দোকানি এক পলক ইরহানের দিকে তাকিয়ে বসতে বলে চা বানাতে থাকে।

চা বানাতে বানাতে ঐ বৃদ্ধ লোক দুটো চলে গেছে। এখন শুধু ইরহান আর যুথি। ইরহানের হাতে লোকটা চায়ের কাপ দিতে দিতে বলে,,,, এতো বছর আমি দোকান চালাই কখনো কাউকে দেখি নাই তার বউ কে নিয়ে এসে চা খেতে।

আপনাদের দুইজন কে দেখে চোখটা জুড়িয়ে গেলো।দোয়া করি অনেক অনেক সুখি হোন।

ইরহান মুচকি হেসে ধন্যবাদ জানায়।তারপর কিছু সময় দুইজন গল্প করতে করতে চা খায়। দোকানি কে চায়ের দাম দিয়ে বাড়ির পথে রওনা দেয়।

#চলবে,,,,,,,

সবাই মিলে কমেন্ট শেয়ার করবেন।
নতুন পর্ব পেতে হলে পেজে ফলো করে রাখতে হবে 👉👉গল্পগুচ্ছ সমগ্র

গ্রুপঃ 👉গল্পগুচ্ছ সমগ্র (গল্প,গল্পের লিংক,রিভিউ, আলোচনা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here