অদ্ভুত_মেয়ে Part – 11
writer – #Nur_Nafisa
.
.
সকালে সবাই একসাথে নাস্তা করে, আমি কলেজের জন্য রেডি হচ্ছিলাম।
ইমরান – কিরে, তুই কোথায় যাচ্ছিস?
আমি- কলেজে।
ইমরান – আমরা আসছি সারাদিন বাইরে বেড়াতে যাবো, আর তুই আজ কলেজে যাচ্ছিস!!
আমি- যাও বেড়াতে, না করেছে কে?
ইমরান – তুই যাবি না? সবাই একসাথে যাবো। আগামী ৭ দিন কলেজে যেতে পারবি না।
আমি- ?? আমি ১ দিন ও কলেজ miss করতে পারবো না। আর তাছাড়া, আমি ২দিন পর বান্দরবান টূর এ যাবো কলেজ থেকে ?।
ইমরান – কিইইইইইই!
আমি- জিইইইইইই।☺
ইমা- কিরে কি হইছে?
ইমরান- আমরা আসলাম ৭ দিন ঘুরেফিরে মজা করতে, আর নাফিসা নাকি ২ দিন পর বান্দরবান টূর এ যাবে কলেজ থেকে।
শান্তা- হুম নাফিসা না শুধু, আমিও যাচ্ছি ?
হিমা- ??? তাহলে আমরা ৭ দিন থাকতে পারবো না!
শান্তা – থাকতে না করেছে কে?
হিয়া- তোমরা না থাকলে আমরা কিভাবে থাকবো!
আমি- আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে। আমার কলেজের জন্য দেড়ি হয়ে যাচ্ছে, আমি যাই। চাইলে তোমরা ও যেতে পারো আমাদের কলেজ দর্শন করতে ?
ইমা- ওকে, চল তোদের কলেজ এ যাবো।
সাঈদ – আপু আমিও আজ স্কুলে যাব না।
আমি- ওকে যেতে হবে না, চল।
.
আমরা ভাই-বোন রা সবাই একসাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম।
যাওয়ার সময় আমি দোকান থেকে ১ বক্স চকলেট কিনে নিলাম।
ইমা- কিরে এতো চকলেট নিয়ে কি করবি?
আমি- লুডু খেলবো ???
ইমা- কিহ!!
আমি- হুম?
ইমা- পাগলী একটা ?।
তারপর কলেজ এ চলে আসলাম।
আমি- শান্তা আপু, তুমি সবাই কে নিয়ে কলেজ ঘুরো, আমি ক্লাসে যাই।
শান্তা- ওকে যা।
ইমরান – আহ! কি বিদ্যাসাগরিনী। যা দূর হো….
আমি- ?
আমি ক্লাসে চলে আসলাম। ৭ মি. লেট হয়ে গেছে! দরজার সামনে দাঁড়িয়ে,
আমি- আসসালামু আলাইকুম স্যার, আসবো?
মাহিন স্যার – হুম আসো। আজ এতো লেট কেন?
আমি- স্যার, আসার সময় কিছু বাচ্চা কাচ্চা আমার পিছু নিল আমার সাথে কলেজ আসার জন্য। ওদের জন্য ই লেট হয়ে গেলো ?
সবাই – হাহাহা…. ??
স্যার – ?তা অই বাচ্চা কাচ্চারা কোথায়?
আমি- আছে স্যার কলেজের ক্যাম্পাসে ই। সবাইকে কলেজে ভর্তি করাবো। ছুটির সময় আপনার সাথে দেখা করিয়ে দিব।
স্যার – ওকে। ?
আজও আমরা ৩ বেস্টু ১ম বেঞ্চে বসলাম।
দিনা,নিসা- শুভ জন্মদিন, জানেমন??
আমি- কি জানে তোদের মন? ?
দিনা- এতো কিউট করে তোকে শুভেচ্ছা জানালাম, আর তুই কথা পেচানো শুরু করলি! ?
নিসা- কোথায় ১টা ধন্যবাদ দিবি, তা নয়! শুরু করছে ফাজলামো ?
আমি- ???? ধন্যবাদ, ধন্যবাদ, জানেমনেরা??
নিসা- স্যার, আজ কিন্তু নাফিসার জন্মদিন।
আমি- ? ভাইরাল করে দিলি!!
স্যার – তাই নাকি! Happy birthday, Nafisa.
সবাই – Happy birthday, Nafisa.
আমি- Thank you, all ?
.
স্যার – আজ আমরা ক্লাস করবো না। নাফিসা, গান গাইতে পারো?
আমি- গান তো সবাই গাইতে পারে, কিন্তু নাফিসার গান কেউ শুনতে পারবে না ?।
স্যার – কেন?
আমি- এটা নাফিসার ইচ্ছা ?
তারপর আমাদের ক্লাসের মেহেদী ২টা গান ও শিহাব ১টা গান গাইলো। ভালোই মজা হলো ক্লাসে। মাহিন স্যারের ক্লাস শেষ হলে তিনি চলে গেলো। আমরা বসে আছি পরবর্তী ক্লাস করার জন্য।
কিছুক্ষণ পর,
মাহিন স্যার – আরে,! ইমা না??
ইমা- আরে! মাহিন! ? কেমন আছিস?
স্যার – আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস?
ইমা- আলহামদুলিল্লাহ ভালো। ? তুই এখানে?
স্যার – আমি এই কলেজের সহকারী অধ্যাপক। তুই এখানে কি মনে করে?
ইমা- আমার ফুপাতো বোনের সাথে এসেছি।
শান্তা – আপু তুমি স্যার কে চিনো কিভাবে?
ইমা- আমার কলেজ ফ্রেন্ড ?
শান্তা- অহ আচ্ছা।
স্যার – শান্তা, নাফিসা তোর ফুপাতো বোন?
ইমা- হুম।
ইমরান – আরে মাহিন ভাইয়া, কেমন আছেন? ?
স্যার – আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ইমরান ??
ইমরান – আলহামদুলিল্লাহ ভালো ?
.
পরপর ৩টা ক্লাস করে বাইরে এসে দেখি আমার ভাইবোনেরা মাহিন স্যার এর সাথে কথা বলছে। দিনা ও নিসা কে সাথে নিয়ে আমিও সেখানে গেলাম।
.
আমি- hello sis & bro, they are my bestu Dina & Nisa.?
ইমা- কেমন আছো তোমরা??
দিন, নিসা – আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? ?
ইমা- আলহামদুলিল্লাহ ?
আমি- স্যার, আপনার সাথে কি পরিচয় করাবো, দেখে তো মনে হচ্ছে আগেই পরিচিত হয়ে গেছেন।
স্যার – হুম।
আমি- শান্তা আপু পরিচয় করিয়ে দিছে?
শান্তা- না, আমি আরও ওদের দ্বারা পরিচিত হলাম?
আমি- কিভাবে!!
স্যার – তোমার ইমা আপু আমার কলেজ ফ্রেন্ড ?
আমি- ওহ আচ্ছা। স্যার, এদের সবাই কে ভর্তি করার জন্য নিয়ে এসেছি। ?
স্যার – ওহ আচ্ছা, তাহলে এরাই সেই বাচ্চা কাচ্চা! ??
ইমরান – বাচ্চা কাচ্চা মানে??
আমি- সিক্রেট, বলা যাবে না?
স্যার – ??তা নাফিসা, শান্তা তোমরা ২ জনেই টূর এ যাচ্ছো তো?
শান্তা- জ্বি স্যার।
ইমা- কিরে আমরা যেতে পারবো?
স্যার – যেতে চাস? কত জন?
ইমা- ৮ জন।
স্যার – ? ৮ জন!! এতো জন কিভাবে নেয়া যায়! ২/৩ জন হলে মেনেজ করা যেত।?
আমি- কেন স্যার, অবিভাবক নেয়া যাবে না?
স্যার – হুম সর্বোচ্চ ২ জন।
আমি- তাহলে তো হলোই।☺️
স্যার – কি?
আমি- আমি আর আপু তো এমনিতেই যাচ্ছি শিক্ষার্থী হিসেবে। বাকি রইল ৬ জন। আমার সাথে ২ জন, আপুর সাথে ২ জন আর আপনার সাথে ২ জন। ?
সবাই – ????
স্যার – অনেক বুদ্ধি আছে তোমার মাথায়। আচ্ছা আমি ব্যবস্থা করছি। ?
আমি- মাথায় না স্যার, মগজে ?
স্যার – ?
ইমরান – ওয়াও, তাহলে আমরা সবাই যাচ্ছি! ?
আমি- আবার মামা-মামী কে ও আনতে চাচ্ছো!?
ইমরান – আরে না???।
রেহান – ইয়েএএএএএ Let’s go to Bandarban ?
সবাই – হাহাহা……?
ইমরান – নাফু, তোকে এত্তগুলা ধন্যবাদ ?
আমি- ধন্যবাদ লাগবে না, ১টা কাজ করে দিলে ই হবে।
ইমরান – ওকে করবো।
শান্তা- আরে ভাইয়া, আগে শুনে নাও পরে রাজি হও।
ইমরান – লাভ নাই রে বোন, না চাইলে ও তো করতে হয় ই। ?
সবাই – ???
আমি চকলেট এর বক্সটা ভাইয়ার হাতে দিয়ে,
আমি- ১০ মি. পর মাদ্রাসার এতিমখানার ছাত্র-ছাত্রীদের ছুটি হবে, গেইটের সামনে দাঁড়িয়ে সবাইকে চকলেট গুলো দিয়ে দিবা।?