অদ্ভুত_মেয়ে Part – 5
writer – #Nur_Nafisa
.
.
বাসায়,,,,,,
কলিং বেল বাজাতে ই আপু দরজা খুলে দিলো।
কোনো কথা না বলে ই ভিতরে চলে আসলাম।
আপু- কিরে আজ এতো চুপচাপ কেন!
আমি-……..
আপু- গোলাপ চারা এনেছি, বারান্দায় রাখা আছে।
আমি সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে যোহরের নামাজ পরে নিলাম। লাঞ্চ করে দিলাম এক ঘুম।
বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পরে কিছুক্ষণ ছাদে হাটলাম ও ছাদে ১টা টবে ফুলের গাছটি লাগিয়ে দিলাম ।তারপর রুমে এসে আমার কাপড়চোপড়ের ব্যাগ গুছানো শুরু করলাম।
আপু- কিরে ব্যাগ গুছানো শুরু করলি যে? বাসা ছেড়ে চলে যাবি নাকি?
আমি- হুম।
আপু- কেন, তোর আবার কি হলো?
আমি- তোমারা তো আমার দুষ্টুমি পছন্দ কর না, তাই চলে যাবো। তোমরা শান্তিতে থাকতে পারবা।
আপু- ও বাবা! ? কার মুখে কি শুনছি!!!
আমি- নাফিসার মুখে কথা শুনছো। ইচ্ছে হলে আমার সাথে যেতে পারো।
আপু- না, তুই ই যা।
সন্ধ্যায় স্টাডি রুমে পরতে বসলাম।
আমি- সাঈদ মা কে বলেছিস?
সাঈদ – বলছে, বাবাকে বলতে।
ডিনারের জন্য মা ডাকলো। বাবা ও এসে গেছে। সবাই এক সাথে খেতে বসলাম।
আমি- বাবা কাল সকলে নানু বাসায় যাব?
বাব- কেন?
আমি- কেন আবার? বেড়াতে.
বাবা-…..
আমি- কিছু বল না কেন?
বাবা- আমি না করলে কি যাওয়া off হবে?
আমি- তারমানে কি তুমি না করতে চাইছ??
বাবা- না, যা।
সাঈদ- ইয়েসসসস?
আপু- ওওওও এ জন্য বিকেলে ই ব্যাগ গুছানো শুরু করলি! তো আমাকে আগে বললে কি হতো? ?
আমি- তোমাকে বললে এতক্ষণে ব্যাগ গুছিয়ে নিতা। আর নানু বাড়ির সবাই কে জানিয়ে দিতা।?
মা- আমি ভাই কে ফোন করে জানিয়ে দেই।
আমি- না……..! খবরদার, কেউ যাতে না জানতে পারে। ?
বাবা- কেন?
আপু- কারণ, নাফিসার কথা জানতে পারলে সবাই সাথে সাথে বাড়ি থেকে পালানো শুরু করবে ???
সবাই- ?????
আমি- হঠাৎ করে যাওয়ার মজাটা ই আলাদা। ?
সাঈদ- আমার স্কুল থেকে তো ছুটি ও নেই নি!
আমি- নাফিসা সরকার তোদের সবাই কে নানুবাড়ি যাওয়ার ছুটি দিয়েছে ??
সবাই – ????
তারপর সবাই ঘুমাতে যে যার রুমে চলে আসলাম। আমি আর আপু একসাথে থাকি।
আমি- আপু, ইমা আপুকে কল দাও।
আপু- কেন?
আমি- বল কাল নানু বাড়ি চলে আসতে। কিন্তু কাওকে যেন না বলে আমরা যাচ্ছি, এই কথা।
আপু- ওকে ?
সকাল বেলা ঘুম থেকে উঠে প্রতিদিন এর মতো কাজ করে নানু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। সবাই কে তাড়া দিয়ে আমিও রেডি হয়ে গেলাম।
নানু বাড়ি বেশি দূরে নয়। নারায়ণগঞ্জ, তাই যেতে ১ঘন্টা সময় লাগে। আমরা ১০টার দিকে রওনা দিলাম। গাড়িতে বসে আছি।
চলুন, ১ ঘন্টায় নানু বাড়ি সম্পর্কে বলে নেই……
আমার নানা-নানি নেই। ৩ মামা আছে। বড় মামার ১ ছেলে(ইমরান, মাস্টার্স এ ভর্তি হয়েছে এবার) ১ মেয়ে, ( ইমা, সবার বড় আপু, অনার্স শেষে বিয়ে হয়ে গেছে, ১টা ছেলে আছে বয়স ২বছর )
মেঝো মামার যমজ ২ মেয়ে (হিমা, হিয়া। ২জনে ই ক্লাস 7 এ পড়ে)
ছোট মামার ১ ছেলে (রেহান, ক্লাস 3 তে পড়ে)
.
আর আমাদের টা তো অনেক টা ই জেনে গেছেন, বাকিটুকু বলে দিচ্ছি
আমি হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
আমার বড় আপু শান্তা, হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।
২ জন একই ভার্সিটিতে পড়ি, কিন্তু কেউ জানে না আমরা ২ বোন। যদিও ২ জনের চেহারা দেখে অনেকে কনফিউজড থাকে ?
আর সাঈদ ক্লাস 8 এ পড়ে, তবে আচার-আচরণ দেখে বুঝা যায় ক্লাস 5 এর ছাত্র ?
অনেক কথা বলে ফেললাম, নানুর বাড়ি এসে পড়েছি। এখন গাড়ি থেকে নামতে হবে, না হলে আবার ড্রাইভার আমাকে নিয়ে চলে যাবে, টা টা ????