অদ্ভুত_মেয়ে Part – 9
writer – #Nur_Nafisa
.
কিছুক্ষণের মধ্যে আমি কলেজ এ পৌছে গেলাম। ক্লাসে ঢুকে দেখলাম দিনা ও নিসা ১ম বেঞ্চে বসে কি যেন লিখছে, আমি আমার ব্যাগ টা ঢিল দিয়ে ওদের উপর ফেলে দিলাম।
নিসা- কোন হারামিরে…..!?
দিনা- নাফিসায়ায়ায়ায়ায়া! ???,
আমি- আরে আস্তে, না হলে মুখে হাতি যাবে ??
দিনা- তুই এখানে কি করে! তুই না কাল রাতে বললি তুই নানু বাসায়?
আমি- কাল রাতে ছিলাম নানু বাসায় , এখন কলেজে ?
নিসা- এতো তারাতাড়ি চলে এলি যে?
আমি- আমার ইচ্ছা ?
দিনা- ওকে বস।
আমি- হুম
দিনা- বৃহস্পতিবার, স্যার তোর কথা জিজ্ঞেস করছিলো।স্যার ভাবছে স্যার এর কথায় রাগ করে কলেজ আসোছনি। অইদিন যেই রাগ করেছিলি আমরা তো ভাবছি কলেজে আর আসবি না!
আমি- নাফিসা কারো সাথে রাগ করে কোনো কাজ করে না হুহ! ? ওইদিন এর নোট গুলো দে তারাতাড়ি।
দিনা- হুম নে।
আমি নোট করছি, কিছুক্ষন পর স্যার আসলো।
স্যার- Good morning everybody ?
All- Good morning sir.
স্যার- আরে নাফিসা, আজ তোমরা ১ম বেঞ্চে!
আমি- কেন স্যার, এটা কি অন্য কারো জন্য বরাদ্দ করা? ?
স্যার – না। ? ওকে, তোমাদের সবার জন্য আজ good news আছে। ৪দিন পর আমরা কলেজ থেকে বান্দরবান টূর এ যাবো। only Department of accounting all session.
সবাই – ইয়েএএএএ……???
স্যার – হুম, আমরা সেখানে ২দিন থাকব। তোমরা আজ থেকে ই প্রস্তুতি নাও। আবার বেশি উত্তেজিত হয়ে পড়ালেখা ভুলে যেও না!
আমি- স্যার, ১টা লোহার খাচার ব্যবস্থা করতে পারবেন?
স্যার – ?কেন?
আমি- স্যার বান্দরবান যেহেতু যাব, সেখান থেকে আসার সময় বান্দর ধরে নিয়ে আসবো ?
সবাই – হাহাহাহা ???
স্যার – How funny! ?
আমি- no স্যার, এটা funny না money র বেপার ?
শিহাব – নাফিসা, চিন্তা করিস না। আমি আমার টমির খাচা নিয়ে আসবো ???
আমি- ওকে আনিছ! ?
সবাই – হাহাহাহা ????
তারপর, একে একে সব ক্লাস করে নিলাম।
.
ছুটির সময়,
আমি, নিসা ও দিনা ক্লাস থেকে বের হয়ে আসছিলাম, কেন্টিনের সামনে….
একটি ছেলে – excuse me, আপু।
আমি- আমাকে বলছেন?
ছেলেটি – জি।
আমি- হ্যা, বলুন।
ছেলেটি – তোমার নাম কি?
আমি- excuse me.
ছেলেটি- মানে!!
দিনা- মানে ওর নাম excuse me.
ছেলেটি – এটা আবার কেমন নাম! ?
আমি- আপনি যেমন টা ডেকেছেন ??
দিনা- ??
নিসা- ??
ছেলেটি ভ্যাবাচেকা খেয়ে চলে গেলো, এমনিই মাহিন স্যার এসে হাজির!
স্যার – এতো হাসাহাসি কেন? ছেলেটি কে বোকা বানানোর জন্য?
নিসা- বুঝতে ই তো পেরেছেন স্যার, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন!
স্যার – ওহ হে, তাইতো! নাফিসা, sorry অই দিনের জন্য, আমি আসলে বুঝতে পারি নি। তাই তোমাকে বেশি ই বলে ফেলেছি! ?
আমি- it’s ok স্যার, না জেনে কাউকে কিছু উল্টাপাল্টা বলা ঠিক না, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমিই আপনার শিক্ষক হয়ে গেলাম ?
স্যার – হুম ? তা এই ভুলের জন্য আমার জরিমানা ধার্য করবা না?
দিনা- ?
নিসা- ?
আমি- না স্যার। আমি আপনাকে শাস্তি দিব ?
স্যার – ?কি শাস্তি?
আমি- আপনি আজ বাসায় যাওয়ার সময় কোনো ব্যক্তিকে দেখে যদি মায়া হয়, তাহলে তাকে আপনার সামর্থ অনুযায়ী সাহায্য করবেন। এটাই আপনার শাস্তি।
স্যার – ok, accepted ?. আচ্ছা 3rd year এ পড়ে শান্তা, তোমার কিছু হয়?
আমি- হুম, যেহেতু 3rd year এ পড়ে সেহেতু আমার সিনিয়র আপু হবে! ??
স্যার – আচ্ছা তার মানে চিনো না। (মাঠের দিকে দেখিয়ে) , ওই শান্তার কথা বলছিলাম।
আমি- (আমি তাকিয়ে দেখি আপু আমাদের দিকে আসতাছে! omg!! ?.)
.
আপু- আসসালামু আলাইকুম স্যার।
স্যার – ওয়ালাইকুম আসসালাম।
আপু- নাফিসা, তুই এখানে! আমি ভাবছি, বাসায় চলে গেছোছ।
স্যার – তুমি চিনো নাকি নাফিসাকে?
আপু- ?? ও আমার ছোট বোন, স্যার।
স্যার- নাফিসা তো বললো, ও তোমাকে চিনেনা।
আপু- ?
আমি- স্যার, আমি আপনাকে ১বার ও কি বলেছি, আমি আপুকে চিনি না??
স্যার – হুম সেটা বলনি ঠিক, কিন্তু তোমার কথার ভাব দেখে বুঝেছি ?
আমি- দেখেছেন স্যার, আবার ও বেশি বুঝেছেন ?।
আপু- হয়েছে, আর পাকামো করতে হবে না। চল এবার, বাসায় যাওয়ার সময় একটু শপিংমল এ যাবো ।
স্যার – আচ্ছা, তোমরা ২ বোন এটা তো কলেজের কেউ ই জানে না, আমি চেহারার মিল দেখে আজ জিজ্ঞেস করলাম । শান্তা তুমি ও পরিচয় করাও নি কেন?
আপু- স্যার, নাফিসা চায় না আমার পরিচয়ে ওকে কেউ জানুক, ও নিজে নতুন ভাবে পরিচিত হতে চায়। তাই আমাকে বলতে দেয় নি।?
স্যার – #অদ্ভুত_মেয়ে ?
আপু- হুম, স্যার আসি তাহলে। নিসা, দিনা তোমরা ও চল আমাদের সাথে।
দিনা- না আপু, দেড়ি হলে বাসায় চিন্তা করবে। তোমরা যাও। আল্লাহ হাফেজ।
আমি- আল্লাহ হাফেজ ?