অনুভূতিহীন,পর্ব ১৮,১৯

0
364

#অনুভূতিহীন,পর্ব ১৮,১৯
#মেহেদী_হাসান_রিয়াদ
১৮

রিদ দরজার পাশে হেলান দিয়ে দাড়িয়ে। আরশিকে এভাবে কাঁদতে দেখেনি এর আগে। নিশ্চুপে কাঁন্না করা মেয়েরা হয় মায়াবতি। এরা কাঁদার সময় যেনো আশে পাশের মানুষদের মাঝে মায়া ছড়াতে থাকে।
আরশির এভাবে কাঁন্না রিদের বুকটা হাহাকার করলেও চুপচাপ দরজার পাশে দাড়িয়ে আছে সে। যেন আরশি কাঁন্না নয়, মায়া ছড়াচ্ছে। থাকুক না কিছুক্ষন এই মায়া। কাঁদুক না সে। হালকা করুক নিজেকে। কাঁদলেই তো কষ্ট গুলো হালকা হয়। মেয়েটা এখনো কাঁদছে।

শহর জুড়ে বৃষ্টি নামুক, কষ্ট গুলো দিক ধুয়ে।
কাঁন্না শেষে ক্লান্ত হয়ে, পড়বে বুকে সে নুয়ে,,,

না একধমই মিলছে না। কিসব আহাম্মকের মতো বকছি। আচ্ছা আজ বৃষ্টি হচ্ছে না কেন?
রিদের উপস্থিতি হয়তো টের পেয়েছে হয়তো আরশি। তার কান্না থেমে গেছে।

আমি কাঁদছি, আর কেও আমার দিকে চেয়ে আছে। কিছু বলছে না। ব্যাপারটা আমার জন্য লজ্জা জনক। তাই কাঁন্না থামিয়ে চুপচাপ বসে রইলাম। রিদ আমার পাশে এসে সেও দেওয়ালের সাথে হেলান দিয়ে বসলো। আমি তাকে কিছু না বলে চুপচাপ বসে আছি। সে আমায় বললো,
– মনের কষ্ট কমেছে?
আমি না বুঝার ভান করে চুপচাপ বসে রইলাম। আমার নিরবতা দেখে সে বললো,
– কাঁদলে তো কষ্ট গুলো হালকা হয়। তাই তো এতোক্ষন মন ভরে কাঁদতে দিয়েছি। তবে তোমাকে কিন্তু কাঁন্নায় খুব মায়াবি লাগে। আরেকটু কাঁদো না,,, আমি দেখবো। যাষ্ট একটু, বেশি না।

আমি তার দিকে বেকুবের মতো তাকিয়ে আছি। ওনি এমন ভাবে কথা গুলো বলছে, তাতে মনে হচ্ছে আমার এতোক্ষনের কাঁন্নায় অনেক মজা পেয়েছে সে। তাই আরেকটু মজা দেখানোর জন্য অনুরুধ করছে।
এবার আমি ভ্রু-কুচকে মুখ ফুটে বললাম,
– আমার কাঁন্না নিয়ে আপনি রসিকতা করছেন?
আমার কথায় সে হো হো করে হেসে উঠলো। মনে হয় এখানেও অনেক বিনোদন পেয়েছে। তারপর বললো,
– জানো আমি যেন কোথাও একটা কথা শুনোছিলাম যে, ছেলেরা সহজে কাঁদেনা। আর মেয়েরা তো লিপস্টিক হারিয়ে গেলেও কাঁন্না করে।
আমি সোজা সুজি ভাবে বললাম,
– আমাকে মোটেও ওসব মেয়েদের সাথে মিলাবেন না। আর আপনি ঘুমাতে যান আমায় একটু একা থাকতে দিন।
আমার কথা সে বললো,
– মানুষ তো মন খারাপের সময় একা থাকতে চায়। কিন্তু তোমার তো এখন মন ভালো হয়ে গেছে। এখন একা থাকতেও তোমার কাছে বিরক্ত লাগবে।
আমি তার দিকে চেয়ে বললাম,
– কিভাবে বুঝলেন?
– এই যে ফট ফট করে কথা বলছো, মন খারাপ থাকলে তো চুপ করে থাকতে।
ওনার কথায় নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো, সত্যি কি আমার মন ভালো হয়ে গেছে?
সে আবার আমার দিকে চেয়ে বললো,
– এই বাড়িতে সৌন্দর্য খুজতে গেলে প্রথমে আমাদের ছাট টাই চোখে পরবে তোমার। ছাদে চলো দেখবে মন অনেকটাই ভালো হয়ে গেছে।
আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমার নিরবতার মাঝে হয়তো সে সম্মতি খুজে নিয়ে উঠে আমার এক হাত ধরে হাটা ধরলো ছাদে যাওয়ার উদ্দেশ্যে। আমি হাটছি তার সাথে সাথে। মানুষটা অদ্ভুত, হুট হাট নিজের রুপ চেন্জ করে ফেলতে পারে। আগের সে আর এখনকার সে, পার্থক্য টা অনেক।

আজ আকাশ পুরোপুরি পরিষ্কার। চাঁদ টাও জ্বল জ্বল করছে আজ। চাঁদের আলো চার দিকে ফুটে উঠেছে। ছদের এক পাশে সুইমিংপুল আর অন্য পাশে ফুল গাছে ভরা আর তার মাঝে একটা দোলনা।
আমরা দুজন দোলনাটায় পাশাপাশি বসে আছি। সে আমাকে অফার করে,
– চা না কফি?
আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম,
– ইচ্ছে করছে না।
সে যেন নাছোড়বান্দা’র মতো আবার বললো,
– না বললে তো হবে না। আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝেও একটা ফিল থাকে। তুমি বসো আমি কফি’ই নিয়ে আসছি।
আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম, আচ্ছা৷

সময় টা সুন্দর। সেই সাথে সুন্দর এখানে প্রতিটি মানুষের মন। সুধু অসুন্দর ছিলো মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহুর্ত।
হুট করে মনে হলো রিদ ভাইয়ার জন্য যত্ন করে তৈরি করা জিনিস টা তো এখনো দেওয়া হয় নি। আর ওর হয়তো কফি বানাতে তার পর আনতে সব মিলিয়ে একটু সময় লাগতে পারে। এই ফাকে নিয়ে আসি তা। কারণ এখন সময় টা সুন্দর। গভির রাতে ছাদে বসে একাকি দুজন। মাথার উপর চাঁদ টা জ্বল জ্বল করে আলো ছড়াচ্ছে।
একটা গান মনে পরলো হুট করে। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার।

গানটা মনে পরলেও এমন কোনো আবেগ এই মুহুর্তে কাজ করছে না। সিড়ি বেয়ে নিচে নেমে রুমে আসলাম। বেগের ভেতর থেকে ভাজ করা পেইজ টা নিলাম।
খাটের উপর পরে থাকা ফোনটায় বার বার সবুজ বাতি জলে উঠছে। তার মানে হয়তো কেও ফোন বা মেসেজ করেছে। ফোন হাতে নিয়ে দেখলাম আন নোন নাম্বার। কল ব্যাক করবো কি না ভাবতে ভাবতে আবার ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম না নিয়ে উত্তেজিত কন্ঠে বলে উঠে,
– তুই সব সময় আমায় এভাবে চমকে দিস কেন?
আমি একটু মুচকি হেসে বললাম,
– পছন্দ হয়েছে?
– হুম খুব। কিন্তু আমার খারাপ লাগছে।
আমি একটু ভ্রু কুচকে বললাম,
– কেন?
– কারণ তুই সব সময় আমায় দিয়ে এসেছিস সেই ছোট বেলা থেকে। আমি তো তোকে কখনো কিছু দিতে পারিনি।
সাবিহা ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেলো আমার। আমি বললাম,
– তুই যেটা দিয়েছিস তা এসবের কাছে কিছুই না। আচ্ছা বাদ দে, নতুন সিম নাকি এটা?
– হুম,, বিকেলে বাসায় আসার পর বক্স খুলে দেখি ফোন। বাবা তো প্রথমে দেখে সেই ক্ষে/পেছে। ভাবলে কোন ছেলে না কোন ছেলে আমার ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য। পরে যখন বললাম, তুই দিয়েছিস তার পর আর কিছু বলেনি।
এতটুকু বলেই কিছুক্ষন হাসলো সাবিহা। আবার বললো,
– এর পর বাবাকে বললাম একটা সিম নিয়ে দিতে। তার পর বাবা সন্ধায় বাজারে গিয়ে সিমটা নিয়ে আসলো।
আমি স্বাভাবিক ভাবে বললাম,
– আচ্ছা। তো এতো রাত অব্দি জেগে আছিস কেন?
– রাতে বসে বসে ফোনটা টিপছিলাম, দেখছি কিছুই করতে পারছি না। এর পর পাশের বাড়িতে গিয়ে মাহিন ভাইয়াকে বললাম, সে সব কিছু সেটিং করে দিলো।
আমি একটু ধমকের স্বরে বললাম,
– তা কাল সকালেও তো করতে পারতি, এতো রাতে অন্য বাড়িতে যাওয়ার কি দরকার ছিলো? তাও আবার কোনো ছেলের কাছে?
– আরে ধুর, মাহিন ভাইয়া খুব ভালো, আমাকে নিজের বোন বলে ডাকে।
আমি আবারও বললাম,
– এভাবে জোসের বসে হুশ হারাস না। ফ্যামিলি ছারা কেও দুনিয়াতে আপন না। বাকি সবাই আসে আলগা দরদ দেকানোর জন্য। সুজুগ পেলে ঠিকই পেছনে ছু/রি বসায়। আচ্ছা এখন ঘুমিয়ে পর। কালকে সকালে ফোন দিবো তোকে।
– আচ্ছা,,,,

কথা বলতে বলতে ছাদে এসে বসলাম। ফোন টা রেখে দিলাম। সাবিহা খুব আনন্দে আছে সেটা তার কথা শুনেই বুঝা যাচ্ছে।
আমি পেইজ টা খুলে ছবিটা একবার দেখে নিলাম। তখনি হাতে দুইটা কফির মগ নিয়ে রিদ ভাইয়ের আগমন ঘটলো। আমার পাশে বসে একটা কপির মগ এগিয়ে দিলো। আমি তার দিকে কাগজটা এগিয়ে দিলাম।
তাতে ছিলো একটা ছবি। ওইদিনের বৃষ্টি পড়া, আর সে আমাকে কোলে নিয়ে ছাউনি তলে যাওয়ার দৃশ্যটা। আমি নিজেই এঁকেছি। এটা হতে পারে আমার একটা প্রতিভা। ছোট থেকে যা একবার দেখতাব বা অনুভব করতে তা ই আমি এঁকে ফেলতে পারতাম
রিদের মুখের ভঙ্গি দেখে বুঝতে পারলাম, সে বুঝে নিয়েছে এটা কিসের দৃশ্য। কারণ ছবিটা যে খুব যত্ন করে মনোযোগ দিয়ে আঁকা। পাঁচ দিন সময় ব্যয় হয়েছে এই ছবির পেছনে।
সে অবাক ভঙ্গিতে বললো,
– তুমি এঁকেছো, নিজ হাতে?
আমি মাথা নারালাম। সে হাস্যজ্জল মুখে বললো,
– এই দৃশ্যটা ফ্রেম বানিয়ে আমাদের খাটের মাথা বরাবর দেওয়ালে লাগিয়ে দিবো।
আমি কিছু বললাম না, কফির মগে চুমুক দিলাম। কফি শেষে মগটা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইলাম। পাশ থেকে সে বললো,
– তখন কাঁদছিলে কেন? বাবা মায়ের কথা মনে হচ্ছে?
আমি মন খারাপ করে বললাম,
– হুম, আর একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম।
সে একটু আগ্রহ দৃষ্টি নিয়ে বললো,
– কি?
– ওই দৃশ্য টা। কতগুলো ছেলে আমায় তু/লে নিয়ে যাচ্ছে, আর আমি চিৎ/কার করছি। কিন্তু কেও আমায় বাচাতে আসছে না। আবারও মনে হচ্ছিলো আমি আপনার থেকে হারিয়ে যাচ্ছি। এবার বোধ হয় ফিরতে পারবো না আপনার কাছে।
আমি কথা শেষ করার আগেই সে আমাকে তার বুকে জড়িয়ে নিলো। তার এমন কান্ডে একটু অবাক হলেও আমি একধম শান্ত ভাবে চোখ বুজে নিলাম।

চাঁদের কিরণে আরশিকে নিজের সাথে জড়িয়ে রেখেছে রিদ। দুই চোখ বুঝে চুপটি মেরে আছে আরশি। রিদ তার মাথায় হাত নারাচারা করতে করতে বললো,
– তোমার মনে আছে? সেই ছোট্ট বেলায় আমি তোমাদের বাড়িতে প্রায়ই যেতাম। আমাকে খুব ভয় পেতে তুমি। কোনো ভুল করলেই ভয়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে। প্রথম প্রথম খুজে পেতাম না। কিন্তু পরে তুমি লুকালে বুঝে যেতাম কোথায় আছো। কারণ সব সময় এক জায়গাতে গিয়েই লুকাতে। তবুও আমি খুজে না পাওয়ার ভান করে তোমাকে খুজতাম। আর তা দেখে হাসতো আরিশা। এর পর ভয় কেটে গেলে আবার আমার কাধে এসে ভর করতে। ভয়ে যখন কাঁন্না করে দিতে, তখন খুব মায়ামনি লাগতো তোমায়। চোখ মুখ লাল করে ফেলতে কাঁন্না করে। তাই বার বার ইচ্ছে করেই কাঁদাতাম। এর পর দুষ্টুমিতে যখন আমায় জ্বালিয়ে মারতে তখন মনে হতো, পৃথিবির সবচেয়ে দুষ্টু মেয়েটা বোধ হয় তুমি। এর পর বাসায় আসার পর খুব মিস করতাম তোমাকে। তুমি দৃষ্টির আড়াল হয়ে গেলে তা মনে হলেই মন খারাপ হয়ে যেত আমার। এর পর তোমাদের বাসায় আর যাওয়া হতো না। তবে সেই ছোট বেলা থেকেই মা কে বলতাম তোমাকে আমার বৌ বানিয়ে নিবো। আর দেখো সেটাই হলো। তুমি আমার খুব কাছে, অথচ এখনো মনে হয় সেই বাচ্চাই আছো। তাই তো তুমি কাঁদার সময় দরজায় হেলান দিয়ে দাড়িয়েছিলাম। মনে হচ্ছিলো আমার সামনে বসে আমার সেই পিচ্চি আরু কেঁদে চোখ মুখ লাল করে ফেলছে।

এতটুকু বলেই আরশির দিকে তাকালো রিদ। মুহুর্তেই একটা দির্ঘশ্বাস বেড়িয়ে এলো। আজও বলা হলো না মনের কথা গুলো। ভেবেছিলো অনেক রাত জেগে আজ আরশিকে তার মনের কথা গুলো বলবে।
কিন্তু আরশি যে তার আলতো পরশ পেয়ে অনেক আগেই ঘুমিয়ে গেছে।
,
,
এর পর কেটে গেলো কয়েকদিন। সকাল বেলায় নাস্তা শেষে পত্রিকা নিয়ে বসলো রুদ্র চৌধুরী। আজও একটা হতাশার খবর চোখে ভেষে উঠলো। শহরের বড় বড় বিজনেসম্যান গুলো কয়দিন পর পর একটা একটা আত্ম/হ/ত্যা করছে। আর ম/রার আগে সব প্রোপার্টি কেও একজনের নামে করে দিচ্ছে।
আজও পত্রিকার পাতার তার খুব ঘনিষ্ট বন্ধু আবরাহাম এর লা/শ দেখা যাচ্ছে স্পষ্ট। এই মাসের ভেতরেই দুইজন বিজনেসম্যান এর আত্ম/হ/ত্যা।
আর আজ আবরাহাম রাজিবের সাথে এমন হওয়ায় পত্রিকাটা ফেলে কপালে হাত রাখলেন সে।
কারণ কয়দিন আগে তার সাথে ২০০ কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিলো।
,
,
আমি তখন ফুলের টব গুলোতে পানি দিচ্ছিলাম। আর তখনই সাবিহার ফোন। রিসিভ করতেই শুনলাম মেয়েটা কাঁদছে। আমি অবাক হয়ে বললা,
– কিরে কি হলো তোর, এভাবে কাঁদছিস কেন?
– আমি ধ/রা পরে গেছিরে আরু। বাবা আমার বিয়ের জন্য উঠে পরে লেগেছে। অথচ সাব্বিরও এখনো কিছু করতে পারেনি।
আমি একটা শ্বাস নিয়ে বললাম,
– এখন কি করবি?
– আমি বুঝতে পারছি না কি করবো।
বলেই এক নাগারে কেঁদে চলছে সাবিহা। আমি ফোন হাতে চুপচাপ তার কাঁন্না শুনছি। কি বলবো ভেবে পাচ্ছি না।

To be continue,,,,,

#অনুভূতিহীন (পর্ব ১৯)
#মেহেদী_হাসান_রিয়াদ

এক কাপ চা হাতে আমার পাশে এসে দাড়ালো রিদ ভাই। আমি ফোন রেখে বিষণ্ন মনে ছাদের কর্নিশ ঘেঁষে দাড়িয়ে আছি। চায়ের কাপে চুমুক দিয়ে রিদ আমায় বললো,
– মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন, এ্যানি প্রব্লেম?
আমি গম্ভির মুখে বললাম,
– সাবিহার বিয়ের কথা চলছে।
আমার কথায় ওনি যেন খুব আনন্দ পেয়েছে। হেসে বললো,
– বাহ্ কনগ্রেচুলেশন।
– কনগ্রেচুলেশনের কিছু নেই, সে বিয়েতে রাজি না।
উনি একটু ভ্রু-কুচকে তীক্ষ্ম দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হয়তো কারণ টা জানতে আগ্রহি। তার দৃষ্টি বুঝতে পেরে আমি বললাম,
– সে আমাদের এলাকার সাব্বির ভাইকে ভালোবাসে। আর চাচা তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। কারণ সাব্বির ভাই বেকার। মাস্টার্স কমপ্লিট করে অনেক দিন ধরে চাকরির খোজ করছে বাট কোথাও চাকরি হচ্ছে না। তাই একটু আগে সাবিহা ফোন দিয়ে কাঁন্নাকাটি করছিলো।
রিদ ভাই আবারও চায়ে চুমুক দিয়ে বললো,
– সে এখন কি চায়?
– সে সাব্বির ভাইকে ছারা আর কাউকে বিয়ে করবে না। আর চাচা বলেছে সাব্বির ভাইয়ের সাথে তার বিয়ে দিবে না৷ কারণ সাব্বির ভাইয়ের কোনো চাকরি নেই।
আমার কথায় তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেলো না। সে স্বাভাবিক ভাবেই বললো,
– তো তোমার কি উচিৎ না তোমার বান্ধবিকে হেল্প করার? তোমার দুঃসময়ে সে’ই তো তোমার পাশে ছিলো।
আমি মন খারাপ করে বললাম,
– আমি চাই কিছু করতে, বাট কি করবো বুঝতে পারছি না৷
সে চা শেষ করে বললো,
– ছেলেটার নাম কি বললা? ওহ্ হ্যা সাব্বির, তাকে বলো ঢাকায় আসতে, আর বলো বাবার অফিসে একটা সিভি জমা দিতে। বাকি সব বাবাকে বলে রাখবো আমি।
তার একটা কথায় মুহুর্তেই যেন আমার চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠলো। এতো সহজেই একটা পথ পেয়ে যাবো তা আমার ধারণার বাইরে ছিলো।
আমি হাস্যজ্জল মুখে বললাম,
– আচ্ছা আমি আজকেই বলবো।
সে এবার পুরোপুরি আমার দিকে চেয়ে বললো,
– আচ্ছা বিয়ের আগে তুমি এমন কোনো রিলেশনে ছিলো না তো?
তার এমন প্রশ্নে আমার একটু রাগ হলো। একটু রাগি লুক নিয়ে বললো,
– রিলেশনে থাকলে কি আপনাকে বিয়ে করতাম? রিলেশন নিয়ে আমি কখনো ভাবতাম না। আমার একটাই ডিসিশন ছিলো যে আমার কপালে লিখা আছে বিয়ের পর তাকেই শুধু ভালোবাসবো। তাই কখনো রিলেশনে যাওয়া হয়নি।
– আচ্ছা, গুড।
– হুম, ওসব রিলেশনে জড়ালে কোনো কালেই ভালো থাকতে পারতাম না। এখন যেমন আছি ভালোই আছি। আমিও আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসেন। আর কি লাগে বলুন?
মুহুর্তেই ওনার ভাব চেন্জ হয়ে গেলো,
– আমি কখনো বলেছি তোমায় ভালোবাসি?
ওনার কথায় যেন মুখ টা হা হয়ে গেলো আমার, বলে কি এই ছেলে। এই কয়দিনে কম করে হলেও দুই তিন বার বলেছে, আর এখন জায়গায় পল্টি?
আমি আর কিছু বলার আগেই ওনি হাটা ধরলেন। আমি বির বির করে বলতে লাগলাম,
– সালা, তোর তো ডাক্তারি না করে এফ’ডি’সি তে যাওয়া উচিৎ। এতো অভিনয় এফ’ডি’সি তে কাজে লাগালেও এতো দিনে অনেক বড় অভিনেতা হয়ে যাইতি। খবিস একটা।

দুপুরের জন্য রান্না করছিলাম। কাজের মেয়েটা ছুটিতে গেছে। আর মামিকে বললাম আজ আমি রাঁধবো। এবাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে মোটামুটি রান্না শিখেছি। তখনি তার আগমন ঘটলো। তার দিকে চেয়ে বললাম,
– আজ এতো তারাতারি ফিরেছেন যে?
– জুম্মা শেষে আবার ৩ টায় চলে যাবো।
– আচ্ছা। তো এখানে এসেছেন কেন?
– আমার খুশি,,,
– আচ্ছা তাহলে আমায় হেল্প করুন।
– ওকে ফ্রি যেহেতু আছি তাহলে কা/টা/কা/টির কাজ গুলো আমায় দাও। বাকি গুলো তুমি করো।
ওর কথায় পেয়াজ, রসুন, মরিচ এগুলো তার দিকে এগিয়ে দিলাম। সে কাটছে আমি বললাম,
– সাবিহাকে বলেছি সব। জানেন ও খুব খুশি হয়েছিলো। সাব্বির ভাই হয়তো কালকে বা পরশু ঢাকায় আসবে।

বলেই আমি রান্নায় মন দিলাম। তার দিকে চেয়ে দেখি, বেচারা একটা পেয়াজ কে/টে শেষ করতে পারেনি তার আগেই কেঁদে দিয়ে দিবে ভাব। কা/টছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে এতে আরো ঝাঁঝ লাগছে, সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। আমি তার থেকে ছু/রি আর এগুলো নিয়ে বললাম,
– হয়েছে লাগবে না আর হেল্প করা৷ গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। এটা আপনার অপারেশনের কোনো রোগী না, যে কাটবেন আর সেলাই করবেন। ওয়াশ রুমে গিয়ে কতোক্ষন চোখে পানি ছিটিয়ে নেন।
,
,
পরদিন সকাল পেড়িয়ে দুপুর হবে হবে ভাব। ঘড়ির কাটা তখন ১২ টা ছুই ছুই। সূর্যি মামার দেখা আজ আর মিলেনি। বর্ষার শেষের দিকে। আকাশ মেঘলা হয়ে বৃষ্টি বর্ষন হচ্ছে। বেলকনিতে দাড়িয়ে হাত দুটু বাইরে দিয়ে বৃষ্টিকে ছুয়ে দিচ্ছি আমি। মাঝে মাঝে ভালোই লাগে এসব ছোট খাটো পাগলামি গুলো। তখনি বাড়ি ফিরলো সে। চুল গুলো ভেজা। শরিরের অনেক অংশেই বৃষ্টি ফোটা পরে ভিজে গেছে। তার হাত টা ধরে আমি বললাম,
– চলুন,,
– কোথায়?
– আজ আবারও দুজন মিলে বৃষ্টিতে ভিজবো।
– পাগল হলে তুমি? কিসব বাচ্চাদের মতো শুরু করলে?
– কেন আপনি নিজেই তো বলেন, আমি বাচ্চা। তাহলে বাচ্চামি করলে দোষ ধরেন কেন?
– দোষ ধরলাম কখন? আমি বলছি ভিজলে জ্বর আসবে,,
ওনি আর কিছু বলার আগেই আমি এক আঙুল তার ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করিয়ে বললাম,
– কোনো কথা না। আপনার ওসব জ্ঞান আজ কানে ঢুকবে না আমার। বর্ষা শেষের দিকে। আর কয়দিন পর চাইলেও এখাবে বৃষ্টিতে ভিজতে পারবো না। আপনি না চাইলেও আজ আমার সাথে ভিজতে হবে। এক সাথে ভিজবো দুজন।
তাকে আর কিছু বলতে না দিয়েই তার হাত ধরে ছাদের দিকে হাটা ধরলাম আমি। বেটা যাবি না মানে, প্রয়োজনে ফ্লোরে ফেলে পা দুটু ধরে টেনে টেনে নিয়ে যাবো। তবুও ভিজতে হবে আজ।
,
,
আজ সাব্বির ভাই আসলো ঢাকায়। মামার অফিসে সিভি জামা দিলো। রিদ ভাই মামাকে আগেই বলে রেখেছে সব। তাই আর এতো কিছু প্রয়োজন হয় নি।
রিদ ভাইয়ের সাথে আমাদের বাসায় নিয়ে এলো তাকে। দুপুরে খেয়ে বিকেলে রওনা দিবে কুমিল্লার উদ্দেশ্যে। এর পর ওখানে সাবিহার বাবার কাছে তার বাবা মাকে পাঠিয়ে কথা বার্তা এগিয়ে রেখে কয়দিন পরই চাকরিতে জয়েন করবে।

রাত আট টার পর বাসায় ফিরলো রিদ ভাই। সাধারণত দশ টার পর খাওয়া দাওয়া করে ঘুমাই আমরা।
ফ্রেশ হয়ে রুমে বসে কলম হাতে সামনে একটা বই নিয়ে কি যেন করছে। আমি তার কাছে গিয়ে সামনে থেকে বইটা সরিয়ে তার কোলে উঠে বসে গেলাম। আমার কাজে হয়তো একটু অবাক হয়েছে সে। আমি ওসব না ভেবে তাকে বললাম,
– থ্যাংক ইউ,
– কেন?
– এই যে আপনার জন্য সাবিহার স্বপ্নটা পুরণ হবে।
– তুমি খুশি?
– হুম খুব খুশি। যার কারনে আপনাকে একটা জিনিস দিবো আমি।
– কি?
– চোখ বন্ধ করেন।
– কেন?
– ওফ, করেন না,,,,
– আচ্ছা করলাম, কি দিবে দাও।
আমি একটু হেসে এক হাতে তার চোখ দুটু ধরে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম তার ঠোঁটে। সে কিছু বুঝে উঠার আগেই দৌড়ে রুম থেকে বেড়িয়ে গেলাম আমি। এক দৌড়ে মামির কাছে চলে এলাম। এসেই মুখে হাত দিয়ে হেসে দিলাম আমি।

রাতে সাবিহাকে ফোন দিলাম। মেয়েটার মনে খুব আনন্দ দেখছি আজকাল। তার সাথে কথা বলে মনেই হয় না সে এতো দিন কষ্টে ছিলো। এটা তার প্রাপ্তির আনন্দ। ফোনের মাঝে খুব হেসে হেসে কথা বলছে মেয়েটা। আজ খুব হাসি খুশি সে।
,
,
দুই দিন পর। ফেসবুকে আজ কাল তেমন একটা ঢুকা হয় না। ফ্রি সময়ে একটু ফোন হাতে ফেসবুকে প্রবেশ করলাম। কুমিল্লার কিছু বড় ভাইয়ের সাথে এড আছে ফেসবুকে।
ওখান থেকে এক বড় ভাইয়ের আইডিতে একটা পোষ্ট দেখে মাথা টা ঘুরতে লাগলো আমার। সারা শরির কাঁপছে। একপাশে একটা গলা কা/টা মেয়ের লা/শ পরে আছে, আর অন্য পাশে সাবিহার একটা ছবি।
ফোন টা হাত থেকে পরে গেলো আমার। খুব কান্না পাচ্ছে। সাথে সারা শরির কাঁপছে এক মুহুর্তের জন্য যেনো নিজের হুশ টা হারিয়ে গেছে আমার।
আমার এমন অবস্থা দেখে রিদ ভাই এগিয়ে এসে আমার পাশে বসে কিছু জিজ্ঞেস করলো। কিছুই আমি শুনতে পারছি না। রিদ ভাই কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম আমি।

To be continue…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here