অপরাধ,পর্ব_০৩

0
1776

অপরাধ,পর্ব_০৩
দুষ্ট_টম

মিতালী চুপ করে থাকে আর চোখ দিয়ে নিরব অশ্রু ঝরতে থাকে!

অন্যদিকে এলাকার প্রভাবশালী ব্যাক্তি রনির বাবার কানে গত রাতের ধর্ষণের কথা চলে যায়। যেকারনে মিতালিকে হত্যার পরিকল্পনা করা হয়।
আরাক দিকে রিহাম মিতালি কে হত্যা করার পরিকল্পনা করে পুরা এলাকা যখন গরম তখন রনির বাবা একটা বিচার বাসাই বলে মা মিতালি তোমার সাথে ওই দিন কি ঘটছিলো

মিতালি ঃ কথা বলছে না।

বলো কি হয়েছে ছিল

মিতালি ভয়ে ছিল তাই পল্টি নিল সে বললো তার সাথে কিছুই হয় নাই ওই দিন অন্য একটা মেয়ে ছিল

কথা টা শোনার পরে আকাশ থেকে পড়লো মনে হয় সবাই এইসব কি বলো তুমি
হুম এই টাই সত্যি তাহলে আর বিচার করে কি হবে

সবাই ভাবতাছে মেয়ে টা কেন এমন করলো

ওই চার ধর্ষণকারী ও ভাবতাছে এমন করলো কেন ও

মিতালি ওখান থেকে কান্না কান্না করতে করতে চলে আসলো

মিতালি অনেক দিন আর কারো সাথে কথা বললো না

মিতালি ওদের কে শান্তি দেওয়ার জন্য অনেক পরিকল্পনা শুরু করলো না হলে তো আমার মতো আরও ধষর্ণ হবে

আসলে ওই বিচারে রিদয় এর বাবা মিতালি কে ভয় দেখায় যে সত্যি না বলতে।

পাওয়ার এর জন্য।

কারণ যদি জানা জানি হয়ে যায় নেতার ছেলে একজন ধষর্ণকারী আর যায় হোক কেউ ভোট দিবে না পাওয়ার এর লোভে নিজের মেয়ে কেও জারলো না ????

মিতালি শুধু বৃদ্ধি খাটাই কি করবে।

আবষেশে সে সিদ্ধান্ত নিল নিজের ফেস পরিবর্তন করবে

এবং ওই চার পশা কে এমন শান্তি দিবে যেন আর কোনো মেয়েকে ধষর্ণ না করতে পারে

তাদের নাম হলো রিহাম রিদয় রনি আর রকি

রকি কে প্রথম টার্গেট করে রকির সাথে prem এর অনেক অভিনয় করে মিতালি মিতালি এত সুন্দর ছিল যে যে কেউ ক্রাস খাবে তাই রকি ও খায়

রকি মিতালি কে নিয়ে ঘুরতে যায় তখন মিতালি বুদ্ধি করে এখন তোর খেলা শেষ জানোয়ার

মিতালিকে অনেক কিস +সেক্স করে রকি এমন সময় যখন হাঁপিয়ে যায় পানি চাই যখন রকি তখন মিতালি বলে আমি আনছি দারাও। মিতালি পানিতে ১ ঘন্টা ঘুমিয়ে থাকার পাওয়ার ফুল ওষুধ আনে ওটা খাওয়ার সাথে সাথে রকি ঘুমিয়ে পরে। তখন মিতালি অনেক শক্ত করে ওকে বাঁধে এমনিতেই শীত এর দিন তার ওপর ওর কাপর খোলা রকির। ঠান্ডা পানি শুধু ওর গায়ে মারতাছে মিতালি এক ঘন্টা পর রকি ঘুম থেকে উঠে উঠার সাথে সাথে দেখে ওর হাত পা বাধা চিল্লাতে থাকে। ঠান্ডায় কাপতাছে আর মিতালি দূর থেকে হাসতাছে। একটা ব্লেন্ড বের করে মিতালি রকির পুরুষ অঙ্গ টা ধরে এক…….
চলবে………???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here