অবন্তর_আসক্তি #৫ম_পর্ব,০৬

0
1481

#অবন্তর_আসক্তি
#৫ম_পর্ব,০৬
#শারমিন_আক্তার_বর্ষা
০৫

নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত চেপে ধরেছে বলে, হাতের কব্জি লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে ব্যথায় কোঁকড়াবে তারও জো নেই, হাত দিয়ে মুখ চেপে ধরে রেখেছে। আমার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে দাঁতে দাঁত কটমট করতে করতে কর্কশকন্ঠে বলল, ‘ আমার ডালের বাটিটা তে ইচ্ছে করে অতিরিক্ত লবণ মিশিয়ে ছিলি তুই যাতে আমি খেতে না পারি। কেন মিশিয়ে ছিস বলছিস না কেন? এখনও চুপ করে আছিস। ‘

ইচ্ছে করতাছে এখন উনাকে বিড়ালের ছাও এর মতোন ঘাঁড়টায় ধরে বারান্দা থেকে নিচে ফেলে দিতে, আজব ব্যাপার হাত দিয়ে মুখ চেপে রেখেছে অথচ উল্টো রাগ দেখিয়ে কথা বলতে বলছে। আজব না, মুখে হাত দিয়ে রাখলে কথা বলে কিভাবে মানুষ। আমি মানুষ ভূত পেত্নী তো নই না যে কথা বলবো৷ চোখ জোড়া খিঁচে ছোটো-ছোটো করে নিলাম। ইচ্ছে করছে হাতে তার কামড় বসিয়ে দিতে, কিন্তু ভয় হচ্ছে যদি উল্টো হাতে থাপ্পড় মারে। অভ্র ভাইয়া আমাকে অবাক করে দিয়ে আবারও বললেন, ‘ অসভ্য জংলী মেয়ে কথা বলছিস না কেন বেয়াদব৷ ‘

এতগুলা ফাউ কথা আমাকে বলল। যা কান দিয়ে শোনার পর আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাতির মতো একটা শরীর লম্বা তো লম্বাই ছয় ফুট তো হবেই আর নয়তো একটু বেশি হবে। গায়ের রং ফর্সা চোখ দুটো হরিণের চোখের মতো তবে চোখের মনি ব্রাউন কালার। চুলগুলো বেশ লম্বা লম্বা জুটি বাধা যাবে এমন। হাল্কা চাপ দাঁড়ি আছে, পরণে এশ কালারের শার্ট। শার্টের স্লিভ ভাজ করে কনুই পর্যন্ত উঠিয়ে রেখেছে। পুরো মুখ ভর্তি মায়া জুড়ানো এত কিউট সুদর্শন হ্যান্ডসাম ছেলে হয়। অভ্র ভাইয়াকে না দেখলে জানতামই না। আমি তো উল্টো ভাবতাম বাংলাদেশে কোনো কিউট পোলাই নাই। কিন্তু অভ্র ভাইয়া আমার ভাবনার থেকেও বেশি সুন্দর। তাকে প্রথম বার দেখে প্রেমে পরবে না এমন মেয়ে বোধহয় কমই আছে। মনের মধ্যে খুদখুদ করছে না জানি এর কত্তোগুলা গার্লফ্রেন্ড আছে। হুদ্দাই কি সব আজাইরা উদ্ভুত চিন্তা ভাবনা করছি আমি ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। উনি ভাই ভাইয়ের মতো থাকুক না। এত সাহস হয় কি করে আমার এত কাছে আসার? বুঝাই যাচ্ছে ওনার শক্তির সাথে আমি পেরে উঠবো না। অতএব যা করতে চাইনি তাই করতে হবে। আমার খোলা হাত দিয়ে তার হাত শক্ত করে চেপে ধরে আমার দাঁত ঢাবিয়ে দিলাম। উনি মুখ দিয়ে ‘আহ’ শব্দটি উচ্চারণ করে আমাকে ছেড়ে দেয়। দুই পা পিছিয়ে গিয়ে এক হাত দিয়ে অন্য হাতের তালুতে ঢলতে ঢলতে আমার দিকে তাকিয়ে বলল, ‘ ডাইনি, রাক্ষসী জীবনে মাংস খাসনি নাকি? ‘

আমি ইনোসেন্ট ফেস বানিয়ে অপলক চাহনিতে চাহিয়া রইলাম। মনে মনে নিজেই নিজেকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়লাম, ‘ আজব ব্যাপার আমি কি করলাম? ‘

অভ্র ভাইয়া হাত ঢলাঢলি শেষ করে সামনে তাকিয়ে হতভম্ব হয়ে গেলো। পুরো রুমে চোখ বুলালো পরক্ষণেই নিজের মাথায় হাত দিয়ে অন্য মনস্ক হয়ে বলল, ‘ সত্যিই কি ভূত বা পেত্নী নয়তো গেলো কোই? ‘

রুমে কোথাও আমাকে দেখতে না পেয়ে সেও আর এক মিনিট আমার রুমে দাঁড়ালো না। উনি চলে যেতেই আমি আলমারির পেছন থেকে বেরিয়ে আসলাম। আমার রুমে আলমারির পেছনে অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে সেখানে অনায়াসে আমি ঢুকতে পারি আর বেরোতে পারি। অতিরিক্ত ফাজলামো করার পর লুকাতে হলে এখানেই লুকাই তৎপর কেউ খুঁজেও পায় না৷ আলমারির পেছন থেকে বের হয়ে সোজা চলে গেলাম রুমের বড় আয়নার সামনে আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখে ইচ্ছে করছে আয়না টাই ভেঙ্গে ফেলতে, আমার লিপস্টিক পুরো ছিদ্রে ফেলছে। কেমন ডা লাগে আমার ঠোঁটের লিপস্টিক তার হাতের তালুতে তে উফফ। এক রাশ বিরক্তি নিয়ে ওয়ারড্রপের উপর থেকে টিস্যু বক্স টা হাতে নিয়ে নিলাম। এক এক করে তিনটা টিস্যু বের করে ঠোঁটে কষতে লাগলাম। পেছন থেকে রিয়া বলে উঠল, ‘ ঠোঁটের সাথে এত যুদ্ধ করছিস কেনো? ‘

আয়নাতে রিয়ার পানে এক নজর তাকিয়ে বললাম, ‘ দেখছিস না লিপস্টিক উঠাচ্ছি ‘

রিয়া বিছানার উপরে বসে পরল। বালিশের উপর থেকে হাত দিয়ে নিজের ফোনটা নিয়ে বলল, ‘ তা শুধু লিপস্টিক তুলতে এত প্যাড়া দিচ্ছিস তোর ওই নরম নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁট গুলোর উপরে। ওয়াশরুমে গিয়ে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেললেই তো পারিস। ‘

রিয়ার কথা ফেলে দেওয়ার মতো নয়। যা বলেছে মন্দ বলেনি। এখন নিজের উপর আরও রাগ হচ্ছে গষতে গষতে ঠোঁট গুলোর অবস্থা কি করেছি আমি ইশশ। ঠোঁট জোড়া ভাজ করে টিস্যু বক্স রিয়ার দিকে ছুঁড়ে মারলাম। আর আমি এক দৌড়ে চলে আসলাম ওয়াশরুমে। রিয়া ওয়াশরুমের দরজায় থাণ্থি মেরে বলল, ‘ তুই বের হবি না তখন দেখিস আমি তোর কি অবস্থা করি। ‘

আমি ওয়াশরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে কতক্ষণ হাসতে লাগলাম। ফ্রেশ হয়ে রুমে চলে আসি। বিছানার উপর ধপ করে শুয়ে পরলাম। শরীর বিনা কারণেই আজ অনেক ক্লান্ত লাগছে। বিছানার সাথে গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পারি বসালাম। আমি ঘুমিয়ে গেলে আমাকে কেউ ভুলেও ডাকতে আসে না। আমার ঘুম যখন পরিপূর্ণ হবে তখন আমি নিজ থেকেই উঠি, আধঘুমা রইলে আমার মেজাজ প্রচুর খিটখিটে হয়ে যায়।

ঘুম ভাঙ্গে বিকেল পাঁচ টার দিকে এর মধ্যে কেউ আমাকে ডাকতে আসেনি। হয়তো বা এসেছিল ঘুমন্ত দেখে চলে গেছে। ঘুমের মধ্যে অনুভব করছি কিছু একটা আমার শরীরে হাঁটছে। স্বপ্ন ভেবে পাত্তা দেইনি কিন্তু সেটা এখন বেশি রকম অনূভব হচ্ছে। সইতে না পেরে চোখ খুলে তাকালাম আর এত্তো এত্তো জোরে চিৎকার দিলাম, ‘ ইন্দুররররর ‘ বলে।
বিছানার উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে পরলাম। আমার একটু নাড়াচাড়াতেই ইন্দুর টা একটু দূরে চলে যায়। আর যখন চিৎকার দিয়ে খাট থেকে নিচে নামি তখন সেও মুখ দিয়ে শব্দ করতে করতে কোথায় জেনো চলে গেলো।
রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে হাঁপাচ্ছি। বুকের মধ্যে এখনো ধুকপুক করছে এক হাত কোমড়ে রেখে অন্য হাত বুকের উপর রেখে নিঃশ্বাস ফেলছি। কিছুক্ষণ নিরব থেকে পরে নিজেকে সান্ত্বনা দিলাম। ‘ আল্লাহ, ভাগ্য ভালো কেউ দেখেনি আর নয়তো সবাই জেনে যেতো আমি সামান্য ইঁদুর দেখেও ভয় পাই। এত বছর ধরে নিজের সাহসীকতার ইমেজ এক মিনিটে নষ্ট হয়ে যেতো। ‘

বলতে বলতে চোখ গিয়ে আটকে পরল দরজার সামনে, বুঝি না এই উনার সমস্যা কি সবসময় আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে কেন?

দরজার সাথে হেলান দিয়ে মিনমিন করে হেঁসে যাচ্ছে মনে হচ্ছে জেনো কোনো জোকার দেখছে। উচ্চস্বরে জিজ্ঞেস করতে যাবো এভাবে হাসছে কেন? পরক্ষণে মনে পরে গেলো। আমার নিজেরই করা উদ্ভুত কান্ডটি। গায়ে তখন ওড়না ছিল না। বিছানা থেকে নামার সময় গায়ের কাঁথা নিয়েই লাফ দিয়ে নেমে ছিলাম। কাঁথা টেনে নিজেকে ঢেকে নিলাম। কি বলবো বুঝতেই পারছি না। লজ্জায় ইচ্ছে করছে খাটের নিচে লুকিয়ে পরতে। অসভ্য ছেলে এখন শব্দ করে হেঁসে যাচ্ছে। সে হাসি থামিয়ে কোনোরকমে বলল, ‘ তুই ইঁদুর দেখে এভাবে চিৎকার করলি। ও মাই আল্লাহ,’ হাসতে হাসতে সে দেয়ালের সাথে হেলান দিয়ে ফেলছে তবুও সে হাসছে। ইচ্ছে করছে, কি ইচ্ছে করছে সেটাও জানি না। দুই মিনিট পর সে বলল, ‘ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। সবাই মিলে বাহিরে যাবো’

কথাটা বলে সে চলে গেলো আমি তার দিকে না তাকিয়েই মুখে ভেংচি কাটলাম, গায়ে মুড়ানো কাঁথার দিকে চোখ পরলে আমার স্মৃতি শক্তি লোভ পায়। আমি শোয়ার সময় আমার স্পষ্ট মনে আছে আমি কোনো কাঁথা নেইনি। তাহলে ঘুমানোর পর কাঁথা দিয়েছে কে? আম্মু নাকি রিয়া না অন্য কেউ? আর অন্য কেউ হলে সে অন্য কেউ টা কে? ভাবতে ভাবতেই কাঁথা টা বাজ করে বিছানায় পায়ের দিকটায় রেখে দিলাম। মাথার দিকটায় গেলাম আমার ওড়নাটা নেওয়ার জন্য, ওড়না টা হাতে নিতে যাবো তখন খেলাম ৪৪০ বোল্টের শকট। আমার বিছানায় আমারই বালিশের পাশে একটা ডেইরি মিল্ক চকোলেট রাখা। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে কে রাখল এই চকোলেট বাড়ির সবার জানা আমি চকোলেট মোটেও লাইক করি না। খাওয়া তো দূরের কথা। চকোলেট টা হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম। তারপর বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলাম। পাঁচ মিনিট লাগল আমার রেডি হয়ে নিচে আসতে, নিচে এসেই আমি চকোলেট টা সবার সামনে মরিয়মকে দিয়ে দিলাম। তাতে অবশ্য কেউ-ই আপত্তি জানালো না। আমার মাথায়ও ঢুকলো না আসলে চকোলেট টা কে এনেছে আর কার জন্য এনেছে?

চলবে?

#অবন্তর_আসক্তি
#৬ষ্ট_পর্ব
#শারমিন_আক্তার_বর্ষা
_______
তার দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট রিয়া কপাল চাপড় মেরে বর্ষার সামনে গিয়ে বলল,

‘ বাহ! এক জনের চকোলেট আরেকজনকে দিয়ে দিচ্ছিস। ‘

রিয়ার কথায় কুঞ্চিত ভ্রু কুঁচকালাম, অস্ফুটস্বরে বলে উঠলাম,

‘ চকোলেট তো আমি খাই না তাই মরিয়ম কে দিয়ে দিলাম। ‘

রিয়া এক শ্বাস ফেলে বলে উঠল,

‘ তোকে কে বলছো চকোলেট টা তোর খাওয়ার জন্য কেউ আনছে? ‘

‘ আমার রুমে বালিশের উপরে ছিল, ‘

‘ তোর রুমে ছিল মানে কি চকোলেট টা তোর জন্য রাখা? ‘

‘ যা বলবি সোজাসাপটা বল, কথা পেঁচাচ্ছিস কেন? ‘

‘ চকোলেট টা রিমার তুই জানিস রিমা যদি দেখে ওর চকোলেট তুই মরিয়ম কে দিয়ে দিছিস৷ তোর ১২টা রেখে ১৩টা বাজিয়ে দিবে! তুই ভালো করেই জানিস রিমা সবকিছু সবার সাথে শেয়ার করলেও চকোলেট কারো সাথে শেয়ার করে না। আর তুই ভাবলি কেমন করে তোর জন্য কেউ চকোলেট রাখবে? আমাদের বাড়ির বাহিরে পর্যন্ত সকলে জানে তোর আইসক্রিম পছন্দ। তারপরেও কি ভেবে মনে করেছিস চকোলেট টা তোর জন্য কেউ রাখছে? ‘

পাশ থেকে কেউ চেঁচিয়ে ধমকের স্বরে বলে উঠল,

‘ What the! তোরা এখনো গাড়িতে উঠছিস না কেন? ‘

চোখ দু’টো রক্তবর্ণ ধারণ করেছে, রাগি চোখে পাশে লোকটার দিকে তাকালাম। সে আমাকে দেখে বলল,

‘ খবরদার আমার দিকে ওইভাবে তাকাবি না। তোর চোখ দেখলে মনে হয় তোর চোখ দুইটা বাহির করে গুলি খেলি। ‘

‘ What the ফাউ কথা ‘ তার মুখের উপর চেঁচিয়ে বললাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না, সে তার কথা শেষ করে হাঁটতে লাগল। পেছন থেকে আমি যে কিছু বলেছি আধোও শুনেছে কিনা সন্দেহ। তবে বয়ড়া না হলে ঠিক শুনেছে।

রিয়া পাশে এসে দাঁড়িয়ে আমার হাতে গুঁতো দিয়ে বলল,

‘ What the তো অভ্র ভাইয়ার ডায়লগ, সেটাতে তুই আবার ফাউ কথা জুড়ে দিয়ে তোর বানিয়ে নিলি তাকে ‘

‘ তাকে মানে? ‘

‘ না মানে ওই ডায়লগ টা কে? ‘ রিয়া বলল

‘ তোর মাথা ‘ রাগের মাথায় এইটুকু বলতেই হলো।

খুঁজতে লাগলাম মরিয়ম কে, চকোলেট পেয়ে না জানি কোথায় চলে গেছে, ‘ আল্লাহ মালুম। ‘

ও যদি প্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলে, তাহলে রিমা আমাকে কাচ্চা চিবিয়ে খাবে। আমার মাথায় কেন আসলো না। আমাদের বাড়িতে চকোলেট পাগলি আছে রিমা উফফ, আমার মাথায়ই তখন আসেনি। আর আমি জানতাম নাকি রিমা আজকে বাড়িতে আসছে, এক মিনিট রিমা আসছে মানে বৃষ্টি ও আসছে, কিন্তু দু’জনের একজনও আমার সাথে দেখা করেনি কেনো। ‘ ইহা একটি বিগ বিগ প্রশ্ন ‘
কাউকে কোথাও খুঁজে পেলাম না। অবশেষে মাথায় আসল রিমাকে কল দেওয়ার কথা, ফোন হাতেই ছিল, ডায়ালে রিমার নাম্বার ছিল তাই খুঁজতে হয়নি। কল দিলাম দুই বার কেটে গেলো, তৃতীয় বার কল রিং হতে রিসিভ করলো, ফোনের অপরপাশে রিমার কথা শুনে আমি চমকে উঠলাম, হচ্ছে টা কি? রিমা বাজারে কি করছে?
_______
রিমার কথা শুনে শরীর খারাপ হয়ে গেলো। ইচ্ছে করছিল না তাদের সাথে আর বাহিরে যেতে তাই যাবো না বলে দিয়েছিলাম। এক বার বলছি যাবো না দ্বিতীয় বার আর কেউ সাধলো ও না তাদের সাথে যাওয়ার জন্য আজব না।

ঘন্টা খানিক পার হয়েগেছে তাদের আসার নামে খবর নেই। আমারও বাড়িতে বোরিং লাগছে, কেউ নেই বলতে আমার সমবয়সী একটাও নেই। আরও কিছুক্ষণ চুপটি মেরে বসে থাকার পর, বিছানার উপর থেকে হাত বাড়িয়ে স্মার্ট ফোনটা নিলাম। হোয়াটসএ্যাপে গিয়ে বাকিদুজন মাহিরা আনিতা দু’জনকে কল দিলাম। একে একে দু’জনেই কলে জয়েন্ট হল, তাদের সাথে কথা বলে বুঝলাম তারাও রুমে বসে থেকে বোর হচ্ছে। কি আর করার? তখন তাদের সাথে গেলেই ভালো হতো। তিনজনে মিলে প্লান করলাম বাহিরে ঘুরতে বের হবো। আধ ঘন্টার মতো৷ সময় লাগে আমাদের রেডি হতে। তারপর বাড়ি থেকে আম্মুর কাছে বলে বের হয়ে যাই। ওরা অনেক আগেই এসে বসে আছে আমাদের আঙিনায়। আমারই যা সময় লাগলো, আর সময় লাগবেই না কেন এত কষ্ট করে শাড়ি পরেছি সময় তো লাগবেই। তিনবার খুলেছি চতুর্থ বার গিয়ে ঠিকঠাক ভাবে পরতে পেরেছি।
নীল পাইরের শুভ্র সাদা রঙের শাড়ি, আঁচল একটু বড় হওয়ার জন্য মাটিতে হেঁচড়ে পরছে, শাড়ির সাথে হাই হিল না পরলে চলে? মোটেও না, দুই হাতে সাদা কাঁচের চুড়ি, চুলগুলো ছেড়ে দিয়েছি। কারণ আমার খোলা চুলই ভালো লাগে।
আনিতার সামনে আসতেই একজন দূর থেকে আমার উপর থুথু দেওয়ার ভান করে বলল, ‘ কারো নজর জেনো না লাগে? ‘

সেইম কাজটা মাহিরাও করল কিন্তু কিছুটা ভিন্ন, মাহিরা আমার চোখের গাঢ় কাজলে আঙুলের তর্জনী স্পর্শ করে কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল, ‘ কারো নজর জেনো না লাগে ‘

এই কাজল দিয়ে নজর না লাগে এই পক্রিয়া টা কিছুক্ষণ আগে আম্মু ও করেছিল, যখন চলে আসছিলাম পিছু ডেকে নিজের চোখের কাজলের থেকে কাজল হাতে ছুঁইয়ে আমার কানের পেছনে লাগিয়ে দিয়ে বলে। পরপর তিনজনে বলেছে, নজর জেনো না লাগে। আমার তো মনে কুকু ডাকছে নিশ্চয়ই আজ কারো না কারো নজর লাগবে তো লাগবেই।

আর এক মিনিটও দাঁড়ালাম না দু’জনের কপালে টুকো দিয়ে বের হয়ে গেলাম।
হাঁটতে হাঁটতে আমরা বাজারের দিকে চলে আসি। এখানে এসে জানতে পারি, উত্তর দিকে মেলা হচ্ছে।
আর কে পায় আমাদের, চলে আসলাম মেলায় কিন্তু যা ভিড় এতে গেলে নিশ্চিন্তে ঠেলা খেতে হবে। তাই মুখ ভাড়ি করে আশে পাশে হাঁটতে লাগলাম। বাহিরের দিক টা তেও অনেক কিছু বসেছে। মাটির তৈরি হরেকরকমের জিনিসপত্র, তার পাশে ছোট ছোট বাচ্চাদের খেলনা। তার পাশে মেয়েদের জন্য কসমেটিক। এই রাক্ষসী দু’টো কে নিয়ে কোথাও গিয়ে শান্তি পাই না। কোথাও গেলেই খাইখাই করে, এখন তারা হালিম খাবে, উফফ।

দুজনে গরম-গরম হালিম ফু দিয়ে খাচ্ছে আর আমি দারওয়ান এর মতো দাঁড়িয়ে আছি। সবশেষে ওরা বলল, ‘ আমরা ক্লান্ত হয়ে গেছি চল ফিরে চল, মেলা তো তিনদিন পর্যন্ত থাকবে ‘

আমার আর হাঁটতে ভালো লাগছিল না। তাই তিনজনে বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। বাজারে এক দোকান থেকে তিনটা আইসক্রিম কিনে আনলাম। রাস্তা দিয়ে হাটছি আইসক্রিম খেতে যাবো তখন পেছন থেকে একজন এসে ধাক্কা মারে। সজোড়ে ধাক্কা খাওয়ায় আইসক্রিম গেলো মাটিতে পরে, আমিও পরে যেতাম মাটিতে কিন্তু আমি গিয়ে পরি মাহিরার উপরে, তার ফলে আমি তো বেঁচে যাই কিন্তু মাহিরার আইসক্রিম বাঁচে না। রাগে শরীর জ্বলে যাচ্ছে। পাশ থেকে আনিতা বলল, ‘ ওই যে দেখ কালো শার্ট পরা ছেলেটা যাচ্ছে ওটাই তোকে ধাক্কা দিয়েছে। ‘

এক তো ধাক্কা মেরে অন্যায় করেছে আমাদের আইসক্রিম গুলা ফালাই দিছে। দ্বিতীয় তো সরিও বলেনি। শাড়ির কুঁচি এক হাত দিয়ে ধরে কিছু টা উঁচুতে তুলল।

বর্ষা ক্ষিপ্ত হয়ে যায় চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে। কোনো ভাবেই জানতো না নিয়তি কি ঠিক করে রাখছে। বর্ষাকে এখন ডাকাত রাণীর মতো লাগছে।

বর্ষা তেড়ে এসে ছেলেটার শক্তপোক্ত হাত ধরে নেয়৷ নিজের দিকে ঘুরিয়ে ঠাসস করে গালে এক চাটা মেরে বসে।

থাপ্পড় মারার পর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখলে তার চোখ বড়বড় হয়ে গেছে মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। হাত পা কাঁপতে শুরু করে। ছেলেটা চোখে মুখে হাত বুলিয়ে চারদিকে তাকাচ্ছে সকলে প্রায় এদিকেই তাকিয়ে রয়েছে। রক্তচক্ষু নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, ‘ হয়েছে আপনার ম্যাডাম ‘

বর্ষার ভয়তে বুকের ধুকপুকানি বেড়ে চলছে, পেছন বর্ষার বান্ধবী আহিতা ও মাহিরা দু’জন পেছন থেকেই পালালো।

সামনে থেকে কোনো প্রতি উত্তর না পেয়ে আবারও ধমক দিয়ে বলে, ‘ কথা বলছিস না কেন? তুই এখানে কি করছিস? তাও শাড়ি পরে। ‘

আমি ভয়ে ভয়ে মাথা তুলে তার দিকে ভীত চোখে এক নজর তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেই৷ মাথা নত করে ভয় মিশ্রিত কন্ঠে বললাম, ‘ বান, বান্ধবীদের সঙ্গে ঘুরতে এসেছিলাম ‘

ভ্রু কুঞ্চিত বাঁকা করে প্রশ্ন ছুড়ল, ‘ কোই তোর বান্ধবীরা? ‘

আমি আবারও তার দিকে এক নজর তাকিয়ে অস্ফুটস্বরে বলে উঠি, ‘আমার পেছনে ‘

বলে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে দু’জনের একজন কেও দেখতে পেলাম না। মানে স্পষ্ট, দুজনেই পালিয়েছে। এত রাগ হচ্ছে না আমার ওদের উপর কি বলব কত রাগ হচ্ছে। সিংহের সামনে আমাকে একা ফেলে গেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। মনে মনে ভাবছি ছুটে পালাবো কিন্তু তাও পারবো না। কপালের দিকে চুলের গোঁড়ায় বিন্দু বিন্দু ঘাম জড় হয়েছে।

সামনে থেকে শীতলকন্ঠে কয়েকবার আওতায় দিয়ে তার সাথে যেতে বলল, কিন্তু তাতেও বর্ষার কোনো হেলদোল নেই, সে হয়তো শুনতেই পায়নি। আর উনার এক কথা দ্বিতীয় বলার অভ্যাস নেই৷ বর্ষাকে অবাক করে দিয়ে অভ্র, তারপর দু’জনে রাস্তার পাশে হাঁটতে লাগল। বর্ষা তার হাত ছাড়ানোর চেষ্টা অনেকবার করেছে প্রতিবারই অভ্র আরও শক্ত করে হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে।

চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here