অবিরাম ভালোবাসা পর্ব – ২

0
2442

#অবিরাম ভালোবাসা
পর্ব – ২
#Writer:-#Sajna Akther

আড়াল থেকে তানিসা আর নার্স এর কথা শুনতে পায় সাগর
তারপর সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় তানিসা. আজ কলেজ মিস করেছি নিশ্চিত মামির বকা খেতে হবে
উফ কাজের সময় একটাও গাড়ি পাওয়া যাবে না এভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগেনা পা টাও চলতে চায় না কি করি

এই যে মিস চলুন আমি ড্রপ করে দিচ্ছি (সাগর)
(তানিসার সামনে কার থামিয়ে বলে)

No Thanks আমি একাই যেতে পারবো

দেখুন আপনাকে আমি জোর করবো না আপনার উপর অনেক দখল গেছে আর বুঝাই যাচ্ছে যে আপনি কলেজ স্টুডেন্ট সো কাম গাড়িতে বসুন

পায়ে প্রচুর বেথা লোকটার সাহায্য নিলে ভালো হবে
অতঃপর গাড়িতে উঠে বসলাম

আমার কেনো জানি খুব অস্বস্তি লাগছে কারণ লোকটা বার বার আয়নার দিকে তাকিয়ে থাকে
দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানেনা ?

বলি দুইটা ঘন্টা ধরেই তো আমাদের দেখা হয়েছে
এতো দেখা দেখির কি আছে আমি কি মহা সুন্দরী পাশে বসেছি আজব ঠিকানাটা জানতে চায় না আমাকে কি জাহান্নামের চওরাস্তায় নিয়ে যাবার প্ল্যান করছে (মনে মনে)

শুনুন (তানিসা)
হুমম বলুন (সাগর)
ঐ সামনেই আমার বাসা (হাতের ইশারায়) ওখানে থামাতে হবে (তানিসা)
ওহ

আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলেই কেটে পড়ি
যেভাবে থাকাচ্ছে মনে হয় গিলে খাবে অসব্য ছেলে উড়না পড়া তো ঠিক আছে তাহলে?(তানিসা)

কেনো যে বার বার তোমাকে দেখতে ইচ্ছা করছিলো তোমাকে তো আমি আগে থেকেই চিনতাম যখন আমার বোনের ফোনে তুমার ছবি দেখেছিলাম পরিচয় না হয় পরে হবে আমাদের
আমার এই ” অবিরাম ভালোবাসা ” দিয়ে না হয় তোমাকে জয়ী করি আগে.
অন্যের বিপদে এগিয়ে আসা এটাও তুমার একটা গুণ আমিতো মুগ্ধ (সাগর)

কার সাথে রঙতামাশা করে বাসায় ফেরা
হচ্ছে শুনি
” “কি বলছো মামি আমি এইসব কেনো করবো“

” ‘তা আমি যেটা দেখেছি সেটা কি ভুল ছিলো” “”
“” কি দেখেছো তুমি'””

“” কার গাড়ি থেকে নেমে এসেছিস এই জন্যই প্রতিদিন কলেজে যেতে হয়””
.
.
.

“” মামি তুমি ভুল বুঝছো আমি সেরকম কিছু করিনি আর আমি কোনো ছেলের দারে কাছে তেমন যাই না
কলেজ যাওয়ার সময় রাস্তায় একটা ছোট ছেলের এক্সিডেন্ট হয়েছিল সেখানে শুধু মাত্র আমি ছিলাম আর ওই লোকটা আমাকে শুধু সাহায্য করেছে”” “” ”

তুই কি….(তানিসার মামাকে দেখে) আচ্ছা শুন তানিসা রাতের রান্না করে রাখিশ আমি এখন বেরুবো আসতে দেরি হবে

(মামা) – কেনো এখন কোথায় যাবে তুমি?

(মামি) আজকে রূপার(মামির বোনের মেয়ে) পাকা দেখা হবে আমার বোনটা তো আর বেঁচে নেই তাই আমাকেই যেতে হবে এখন ওদের দুই ভাই বোনের আমাকে দরকার বলেই মামি মন খারাপ করে চলে গেলেন।

জাক বাছলাম মামা ঠিক সময় না আসলে ভিন্ন ধরণের গালি শুনতে হতো (মামি কিন্ত মামাকে একটু ভয় পান তাই আর বকা শুনতে হলো না)

(মামা)-কিরে মা কলেজ থেকে এসেছিস যা ফ্রেশ হ গিয়ে

জি মামা যাচ্ছি (তানিসা)
(কি আছে ছেলেটার মাঝে মাত্র কয়েক ঘণ্টার দেখা এতো ভাবাচ্ছে কেন আর তো দেখাও হবে না)

দেখতে দেখতে রূপা আপুর বিয়ের দিন চলে আসছে
আমি হলুদের দিন তাদের ওখানে যাবো মামি আগে থেকেই ওখানে
আজই রওনা দিলাম
রূপা আপুর বাসায় আমি তেমন যেতাম না ওর একটা ভাই আছে কিন্তু কখনো দেখা হয়নি

সারা বাড়িতে মেহমান আমি সোজা গিয়ে রূপা আপুর রুমে

আরে তানিসা আয় কতদিন পর তর সাথে দেখা কলেজ তো আর যাওয়া হয় না আর দেখাও হয় না (রূপা)

হে হে আমাদের রেখে এখন জামাই আদর খেতে যাচ্ছো (মন খারাপ করে)
(আমি আর আপু একদম ফ্রিতে কথা বলি)

আরে পাগলি মেয়ে তুই ও কদিনপর জামাইয়ে আদর পেতে এখানে চলে আসবি (রূপা)
মানে আমি এখানে কেনো আসবো এখানে কি আমার জামাই থাকে (ব্রু কুচকে?)

(এইরে কি বলে ফেললাম আমি (মনে মনে)
না মানে বলতে… (রূপা)

হয়েছে বিয়ের চিন্তায় তোমার মাথা গেছে আর বলতে হবে না তা দুলাভাই কেমন গো আপু (একটা চোখ টিপ দিয়ে)

লজ্জা রাঙা মুখে ভালোই ?
.
.
.
.
.

.
তারপর আমি আর আপু অনেক গল্প করি সন্ধ্যায় হলুদ ফাংশন আছে তাই আমি রেডি হচ্ছি আমরা সাত জন মিলে এক রকমের সাজ ও শাড়ি পড়েছি
অনেক দিন পর একটু আনন্দ করছি না হলে প্রতিদিন মামির গালি লেগেই থাকে

ফাংশন হবে বাসার ছাদে তাই আমি ছাদের উদ্দেশ্যে হাটছি
হঠাৎ কেউ একজন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না আমি পেছনে
কে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন (উফ শাড়িটাও মনে হয় খুলে যাবে এই খাটাশ বেটার টানে)
কি হলো কথা বলুন আপনি কি বোবা যে কথা বলতে পারেন না
দরজা আটকে রাখছেন কেনো আমি কিন্তু চিৎকার করবো

”“`আআপনি এখানে কি করে আর আমাকে এভাবে টেনে আনলেন কেনো ? (তানিসা)

“” “” তুমি আমার ছোট সেহেতু তোমাকে আমি তুমি করেই বলবো”” “‘
আর হে এভাবে টেনে আনলাম কেনো যে জিনিস দিতে পারোনা সেটা দেও কেনো (সাগর)
” মানে””
তুমি আয়না নিজেকে দেখে বের হয়েছিলে(সাগর)

“” “না আমাকে আয়না দেখতে দেয় নাই রিমু (মামির মেয়ে) আমাকে সাজিয়ে গেছে (মাথা নিচু করে)” “” ”

“” তা এখন একবার আয়না দেখো তো”
.
.
“এমা এটা আমি. কি বিশ্রী লাগছে আমায় আজকের দিনেই রিমু আমার সাথে এরকম করলো
তারজন্যই আমার মোবাইল নিয়ে গেছে আমি ভাবতেই পারছি না
(রিমু আমার ছোট. মামা আমাকে একটু বেশি আদর করে দেখে রিমু আমার সাথে শত্রুতা করে তাও সামনে না আড়ালে )
আমি যে চলনার শিকার হয়েছি (মনে মনে)
.
.
.
.

( সাগর) – তুমি তৈরি হয়ে ছাদে আসো ওই দিকে ওয়াসরুম(হাতের ইশারায়)
(বলেই চলে যায়)

যাহ আমিতো ওনাকে বলতেই ভুলে গেছি এখানে ওনি কার সাথে বা কার কি লাগেন

ঐদিকে সাগর….
.
.
.
.
.চলবে “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here