#অবিরাম ভালোবাসা পর্ব – ৪

0
2160

#অবিরাম ভালোবাসা
পর্ব – ৪
#Writer:-#Sajna Akther

(সাগর)- মেয়েটা গেলো কোথায় দেখা যাচ্ছে না উফ আমার চোখের আড়াল হলেই বুকটা কেমন যেন একটা করে কি আছে ওই মেয়েটার মধ্যে (মনে মনে)

(তানিসা) -এই যে মিস্টার আমার হাত ধরেছেন কেনো এক্ষুনি হাত ছাড়েন ?(এক টানে আমাকে বুকে জড়িয়ে নিলো আমিতো স্তব্ধ হয়ে গেছি নাহ আর রাগ কন্ট্রোল করতে পারলাম না)
ঠাসসসস ঠাসসসস (দুই গালে বসিয়ে দিলাম চর)

How dare you তোমার সাহস হয় কি করে আমাকে টাচ করার একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না অসব্য” বদমাশ ছেলে আমাকে কি আপনার দুই নাম্বারি মেয়ে মনে হয় (এক নিঃশ্বাসে কথাগুলো বলেই রুমে চলে আসি, ওনি ঠিকই বলেছেন অজানা কোনো ছেলের সাথে কথা বলা ঠিক না কিন্তু আমিতো একটুও কথা বলতে চাইনি কথা বলার সুযোগ না দিয়ে চলে আসতে চাই ছেলেটার মতলব কি ছিলো ?)

(রায়হান) – কাজ হয়েছে এখন আমি যেতে পারি?

অজানা :- Now go (বাকা হেসে)
” ” ‘(এদের পরিকল্পনা না হয় পরেই জানবেন)
.
.
.
.
.
.
.

কিরে বিয়ে বাড়িতে এসে এতো বেলা করে কেউ ঘুমায় চল আমার সাথে পার্লারে
(রূপা আপুর কথায় তড়িঘড়ি করে উঠে পড়লাম কাল রাতে ওই অসব্য ছেলের জন্য না খেয়ে কখন যে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি)

আপু আমি কেনো পার্লারে যাবো তোমরা চলে যাও আমি এখানেই সেজে চলে যাবো

শুনো মেয়ের কথা তুই তো আমার একমাত্র ভা…. (কথা আটকিয়ে) বিয়ের কনে নিজে এসেছে তোকে নিতে আর বলতে গেলে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার সাথে যাবি নাতো কে যাবে শুনি (কোমরে হাত দিয়ে)

আচ্ছা আপু আমি ফ্রেশ হয়ে আসছি (ঘুম ঘুম ভাব)
“” হুমম ”

আমি আপু আর রিমু ড্রাইভারকে নিয়ে পার্লারের জন্য রওনা দিলাম
.
.
.
.

” “আমাদের সাজা কমপ্লিট গাড়ির সামনে যেতেই দেখি সাগর” গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে
“” একি আপনি এখানে কি করছেন আর ড্রাইভার কই (তানিসা)
ড্রাইভার একটা কাজে গেছে আমি নিয়ে যাবো তোমাদের গাড়িতে ওঠো (সাগর)
আপনি….. (কথা বলতে পারলাম না তখনই আপু বল্ল)
আরে তানিসা ও তো আমার ভাই সাগর তুই দেখিসনি তাই চিনতে পারছিশ না (রূপা)

(ওমা ওনি রূপা আপুর ভাই আর আমি এখন জানতে পারলাম যানবোই বা কি করে ওনিও তো আমাকে বলেননি)

গাড়ি চলছে নিজের গতিতে আমি সাগরের পাশে আর পেছনে রিমু আর আপু আমি আপুর কাছে বসতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আপু জোর করে ওনার পাশেই বসিয়ে দিলো

(সাগর) — রাতের ঐ সময়ের পর থেকে তোমায় দেখিনি সকালেও তোমায় খুঁজে পাইনি তারপর ফুপির কাছে আপুর কথা জানতে গিয়ে তোমারো খবর পেয়ে যাই তাই তো ড্রাইভারকে কাজের কথা বলে পাঠিয়ে দেই আর তোমাকে একনজর দেখেও নিলাম (মনে মনে)

( কি লুচু ছেলে একটা কখন থেকে আয়না আমার দিকে তাকিয়ে আছে দারা দেখাচ্ছি মজা
আমিও কম কিসে দিলাম আয়নার দিকে তাকিয়ে একটা চোখ টিপ )

(গাড়ির ব্রেক কষে এক সাইডে গাড়ি থামিয়ে)

পেছনে ফিরে আপুকে বললেন আপু পানি দে (সাগর)
(পানির বোতল পেছনে ছিলো তাই)

আমারতো সেই লেভেলের হাসি পেয়েছে কারণ বেটা যে হারে বিষম খেয়েছে হি হি হি মনে মনেই একটু হেসে নেই ?

মিটমিটে হাসা হচ্ছে তাই না এর মজা তোমাকেও দেখাবো just wait and wach (বাঁকা হেসে)
.
.
.

তারপর বিয়ে বাড়িতে পৌঁছে গেছি

একটু পরেই রূপা আপুর বিয়ে সবারই মন খারাপ
মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে তাই

বিয়ে সম্পন্ন হলো বিদায় সময় আপু অনেক কান্নাকাটি করে গেছেন আর আমাকে কান্না জড়িত কন্ঠে বলে গেছেন ওনার ভাইয়াকে দেখে রাখতে
আমি কিভাবে দেখে রাখবো আমিও তো এখান থেকে চলে যাবো ?আপু মনে হয় কান্না করতে করতে কাকে কী বলছেন খেয়াল করেন নি এসব ভাবছি আর রুমের দিকে যাচ্ছি সব কিছু গুছিয়ে নিতে হবে

হঠাৎ আমার সামনে…….
.
.
.

চলবে “……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here