অবিরাম ভালোবাসা পর্ব – ৬

0
2040

#অবিরাম ভালোবাসা
পর্ব – ৬
#Writer:-#Sajna Akther

তারপর সাগর বলতে শুরু করে..
সেদিন রাতে আমার ফোনে আন্নন নাম্বার থেকে কয়েকটা ছবি আসে এই দেখো (মোবাইল হাতে দিয়ে)
(এমা এটাতো আমার আর ওই অসব্য ছেলে রায়হান আমাকে জড়িয়ে ধরে আছে ছিঃ ওই লোকটার মনে এই ছিলো কিন্তু আমিতো ওকে তেমন চিনি না আমাকেও সে তেমন চিনবার কথা না তাও আমার সাথে এমন কেনো করলো কি লাভ হলো এসব করে(মনে মনে)

(সাগর) – আমি তোমাকে সেদিন ওর সাথে কথা বলতে দেখেছিলাম আর এই ছবি দেখে বুঝেছিলাম তোমার সাথে ওই ছেলের কোনো রিলেসন আছে আর আমার মনে হয়েছে তুমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করতে চাও না তোমার মামার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছো তাই আমি ওই রাতে ফুপির কাছে গিয়ে বিয়ে ভেঙে আসি (একটা নিঃশ্বাস ফেলে)
কিন্তু আমার ধারণা ভুল সেদিন রিমুর সাথে ওই ছেলেটাকে দেখেছি তারপর আড়াল থেকে আমি তাদেরকে ফলো করেছিলাম কিন্তু ওদের একসাথে দেখে মনে হয় ওরা একে অপরের সঙ্গে অনেক ক্লোজ তাই আমি একটা প্ল্যান করি
ওখানে আমি একটা মেয়েকে ঢেকে আনি আর ওকে আমার প্ল্যান এর কথা বলি মেয়েটির নাম সিমা
.
.
.
.
.
হেয় রায়হান তুমি আমাকে ফেলে ওই মেয়েটার সাথে কি কর (সিমা)
Excuse me মেডাম ও আমার বয়ফ্রেন্ড আমার সাথে না থেকে আপনার সাথে কেনো থাকতে যাবে (রিমু আর কিছু বলতে পারল না ওর গালে ঠাসসসস সাগর ইশারা করে ওই মেয়েটাকে চলে যেতে বলে)
(সাগর) – তারমানে এসব তোর কারসাজি ছিলো বল কেনো এমন করলি উত্তর দে (দাঁতে দাঁত চেপে)
(রিমু) – কিইই কি বলছো ভাইয়া তুমি এসব (ভয়ে ভয়ে)”
কি বলছি তাই না আর একটা থাপ্পড় পেলে সব মনে পড়বে তোর? (সাগর)
.
.
.
তারপর রিমু ভয় পেয়ে গড়গড় করে সব বলতে শুরু করে
আমি রায়হান কে বলেছিলাম তানিসা আপুর সাথে ওরকম ব্যবহার করতে আর আমি আড়াল থেকে ছবি গুলো তুলি ভেবেছিলাম আব্বু আর আম্মুকে ওই ছবি গুলো দেখিয়ে তানিসা আপুকে বাড়ি থেকে বের করে দিতে পারবো কিন্তু যখন শুনলাম তুমি আম্মুকে বলছো আপুকে তুমি বিয়ে করতে চাও তখন আমার মনে পরে তুমি আমাকে ছাদে ওই ভাবে থাপ্পড় মেরে অপমান করেছো তাই আমি ওই রাতে তোমার ফোনে ছবি গুলো পাঠিয়ে দিয়েছি আমার ভুল হয়েছে ভাইয়া প্লিজ আমাকে তুমি ক্ষমা করে করে দাও (রিমু)
.
.
.
.
.
.
আমি ভাবতেই পারছি না রিমু আমার সাথে এটা করেছে ছিঃ নিজের বোনের মতো করে ওকে দেখেছি আমি আর সেই মেয়ে (তানিসা)

দেখো যা হবার তা হয়ে গেছে এখন আসল কথায় আসি কালকে আমাদের বিয়ে হবে আমি সব ব্যবস্থা করে রাখছি

নাহ আমি আপনাকে বিয়ে করবো না যে লোক বিয়ের দুইদিন আগে একটা সামান্য ছবি দেখে বিয়ে ভেঙে দেয় তাকে আমি বিয়ে করবো না আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ

সাগর তানিসাকে কোলে তুলে বিছানায় বসিয়ে কোমরে হাত দিয়ে মুখ গুঁজে কান্না জড়িত কন্ঠে বলে, আমার এই অপরাধ কি ক্ষমা করা যায় না বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি চলে গেলে আমি নিঃশ্ব হয়ে যাবো প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না (ফুপিয়ে কান্না করে )

শুনেছি ছেলেরা এতো সহজে কান্না করে না কিন্তু ওনিতো বাচ্চাদের মতো কান্না করছেন হায় আল্লাহ এই বাচ্চাকে নিয়ে সারাজীবন সংসার করতে হবে (মনে মনে)
.
.
.
.

“” “শুনুন” ‘

হুমম (কান্না জড়িত কন্ঠে)

আমিও আপনাকে ভালোবাসি আর কালকেই আপনাকে বিয়ে করতে রাজি

সত্যিইই ??
হুমম ?
বসা থেকে উঠেই আমার কপালে আলতো করে একটা কিস করেন আমিও কম কিসের ওনার কপালে আমিও একটা কিস দেই

এভাবে লজ্জা পেও না নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে (সাগর)
ওমাগোওওওওও (পেটে হাত রেখে)

(সাগর) – কি হয়েছে তোমার(উত্তেজিত হয়ে)
(আমি) – পেটের ভিতর কে জানি চোঃ চোঃ করছে
আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি (সাগর)
আরে আরে ডক্টর এসে কি করবে আমারতো খিদে পেয়েছে
স্যরি জান তোমাকে না খাইয়ে রাখার জন্য আমি এক্ষুনি তোমাকে খাইয়ে দিচ্ছি

তারপর দুজন খেয়ে দু রুমে দুজন শুয়ে পড়েছি

একটু পরেই আমার সাথে সাগরের বিয়ে হবে সবকিছুই ঠিকঠাক আছে রিমু এসে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে গেছে আমিও ক্ষমা করে দিয়েছি আমার জীবনের বিশেষ একটা দিন আজ মামা মামি সবাই এসেছেন
.
.
কাজী এসে বিয়ে পড়িয়ে গেছে ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে
.
.
বাসর ঘরে বসে আছি……..
.
.
.
চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here