অবিরাম ভালোবাসা পর্ব – ৭

0
1861

#অবিরাম ভালোবাসা
পর্ব – ৭
#Writer:-#Sajna Akther

বাসর ঘরে বসে আছি মাথায় একটা কথা ঘুরপাক করছে সাগরকে কিভাবে বলবো আমার সমস্যার কথা. আজকের রাত নিয়ে সাগরের হয়তো কত স্বপ্ন ছিল কিন্তু আমারও তো কিছু করার নেই আল্লাহর ইচ্ছা হঠাৎ দরজা বন্ধের আওয়াজ পাই
ধীরে ধীরে তাকিয়ে দেখি সাগর এসেছে আমি উঠে নিয়ম কানুন মেনে নেই আমাকে এই রুমের ভিতরে বসিয়ে আপু কিছু নিয়ম বলে গেছেন তাই পালন করছি আমি আবার সেই জায়গায় বসে রইলাম ওনি ধীরে ধীরে আমার কাছে এসে বসলেন
(তুমার আর আমার আজ রাত স্পেশাল একটা রাত তাই আমি ভাবছি এই রাত আমরা অন্যরকম ভাবে পার করতে চাই (সাগর)(মুচকি হেসে)
.
.
.

“” আআআমার একটা কথা আছে(ভয়ে ভয়ে) “”

“” একটা কথা কেনো একশোটা হাজারটা বলো আজ সারারাত তোমার কথাই শুনতে রাজি”” “”

“” “” আমার একটা প্রবলেম আছে”” ”

” “” “”কি প্রবলেম তোমার আমাকে বলো (অস্থির হয়ে)””
“” “” না আসলে এটা মেয়েদের একটা সমস্যা”” “”
আচ্ছা থাক আর বলতে হবে না এই নাও এই শাড়িটা এক্ষুনি চেঞ্জ করে আসো
“” কেএএ কেনো (ভয়ে ভয়ে)””
যা বলছি তাই করো কুইকলি (শান্ত গলায়)
.
.
.
.
.
তারপর শাড়ি পরে আসার সাথে সাথে আমার চোখ বেঁধে কোলে করে কোথায় যেনো নিয়ে যাচ্ছেন.
এখন গাড়িতে আছি বুঝাই যাচ্ছে হঠাৎ গাড়ি থামিয়ে আমাকে আবার কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলেন
ধীরে ধীরে আমার চোখের বাঁধন খুলে দিচ্ছেন
.
.
.
.
.
.
Wow কত্ত সুন্দর দৃশ্য নদীর ধারে একটা নৌকা খুব সুন্দর করে সাজানো হয়েছে নৌকার ভিতরে আলো আর ফুল দিয়ে রঙিন করে সাজানো

আচ্ছা আমরা কি ওই নৌকায় চরবো (আমি)
“” হুম আজ সারারাত আমরা নৌকায়
ঘুরে বেড়াবো তুমি কি আমার সাথে নৌকা ভ্রমণ করতে রাজি (সাগর)”” ”
আমিতো খুশিতে ওনাকে জড়িয়ে ধরে গালে কিস করি, হুম আমার খুব ইচ্ছে ছিলো নৌকায় চরবো কিন্তু সেই সুযোগ হয়নি আজকে সেই সুযোগ পেয়েছি তাও বরের সাথে নৌকা ভ্রমণ ?
” আমার কথা শুনে তিনি হাসিতে গড়াগড়ি খাচ্ছেন”

” “কি হল আপনি এত হাসছেন কেনো ?” ”

” ” হাসবোনা আমার বউটা এত বাচ্চামো করে আর আমি না হেসে থাকতে পারি”” “”

কি বল্লেন আমি বাচ্চা দারান দেখাচ্ছি আমি কোন ধরণের বাচ্চা বলেই ওনার সামনে এসে একটু উচু হয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নেই এই প্রথম আমি ওনার এত কাছে এসেছি
যাহ এতো কাছে এসে মহা মুশকিলে পড়লাম ওনিতো আমায় ছাড়তেই চাচ্ছেন না ঠোঁট দুটি মনে হয় আজ খেয়েই ফেলবেন না না এ হতে পারে না ঠোঁট যদি না থাকে তাহলে আমি কথা বলবো আর খাবো কি করে এসব ভেবেই ওনাকে একটা হালকা ধাক্কা দিলাম ওনি সরে গেলেন আর আমি হাপাতে হাপাতে বল্লাম কি রাক্ষস ছেলে এই যে আমার ঠোঁট আর একটু হলে খেয়েই ফেলতেন
এই যে মেডাম তুমি কিন্তু স্বইচ্ছায় তোমার ঠোঁট আমার কাছে দিয়েছো আমিতো শুধু ঠোঁটগুলো আগলে রাখার চেষ্টা করেছি ?(ডেভিল হাসি দিয়ে)
“” “হয়েছে আর কেলাতে হবে না হুম?” ”
তারপর আমাকে আবার কোলে নিয়ে নৌকায় বসিয়ে দেন
“” আরে আরে মাঝি কই”” ”
” “” আহা এতো আনরোমান্টিক কথা
কেনো বলো বউ. আজ না আমাদের বাসর এখানে অন্য মানুষ কেনো কাবাব মে হাড্ডি হবে “”
“” “” তাহলে আমরা কি ভেসে ভেসে যাবো ?”” ”
আমি থাকতে তোমাকে ভেসে যেতে দিবো না (এই বলে বৈইঠা হাতে নিয়ে নৌকা চালাতে লাগলেন)
(বাহ আমার বর তো দেখি নৌকা বেস সুন্দর চালাতে পারে (মনে মনে)

” “” ইস আপনি যদি মাঝি হতেন আমি প্রতিদিন নৌকা চরতে পাড়তাম (মজা করে ?)

“” “” “এহহ আমি যদি মাঝি হতাম তাহলে তুমি নৌকায় বসার সিট ও খালি পেতে না কারণ কত মেয়ে আমার নৌকায় উঠবে বলে বসে থাকতো ? ” ” ” “” “”
কি হল গাল ফুলিয়ে কেন বসে আছো ?”” “” “” ”

” “” “” বসব না তাহলে আমাকে আনলে কেনো দুনিয়ার সব মেয়েকে নিয়ে আসতে ?”” ” ‘

” “” “বউ আমার এতো রেগে যাচ্ছে কেনো আমি কি কাছে আসবো” “” ”
এহহহ ঢং
.
.
.
.
সারারাত অনেক মজা করে কাটালাম সদ্য বিয়ে করা স্বামী আর স্ত্রীর খুনশুটি ভরা রাত ওই নৌকায় পার করে দিলাম
.
.
সকাল সাড়ে দশটা নাগাদ ঘুম থেকে উঠে এসে রান্নার কাজ সেরে নেই কাজের লোকেরা নিষেধ করেছে কিন্তু আমি শুনিনি ঐ দিকে সাগর নাক ডেকে ঘুমুচ্ছে. এখন আমার পালা ওর ঘুমকে নষ্ট করার
কিন্তু আমার সেই আশা পূরণ হলো না ওনিতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছেন কিন্তু ওনার চোখ দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছেন আমি ওনার কাছে আসার সাথে সাথে দুই হাত দেয়ালে চেপে ধরে বললেন
“” “” কোথায় ছিলে এতক্ষণ (দাঁতে দাঁত চেপে) “”
” ” আআমিতো রান্নাঘরে ছিলাম “” ”
এবার থেকে ঘুম থেকে উঠেই যেনো আমি তোমাকে আমার পাশে দেখি (শান্ত গলায়)
জী (মাথা নিচু করে)
” “কপালে আলতো করে একটা কিস করে বললেন
আর শুনো তৈরি হয়ে নাও আমরা বেরোবো একটু পর”
“” “কোথায় যাবো” “”
পরে বলছি আগে তৈরি হয়ে নাও ”
.
.
.
তারপর আমরা একসাথে বের হয়েছি কোথায় যাচ্ছি ওনি এখনো বলেননি
একটা বাসার সামনে গাড়ি থামালেন
হঠাৎ কেউ এসে আমাকে জড়িয়ে ধরলো চেয়ে দেখি রূপা আপু তারমানে আমরা রূপা আপুর বাসায় এসেছি আসলে আমি চিনতে পারিনি আপুর শ্বশুর বাড়ি আমি এর আগে আসিনি
তারপর আপু আমাকে আর ওনাকে যত্ন সহকারে নিয়ে যান আর আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন আপুর শ্বশুর শাশুড়ি ও ননদের সাথে
আজকে এই বাড়িতে থাকতে হবে আমাদের
.
.
.
রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প গান কবিতা তারপর ওনি একটা গান ধরলেন

Mojko baarsat bana lo?
Ek lambi raat bana lo?
Apne jaaz baat banalo jaana?
Mojko alfaaz bana lo❤️
Dil ki aawaaj bana lo?
Gehra sa raaz bana lo jana?

সারাটা গান আমার দিকে তাকিয়ে গাইলেন আমিতো লজ্জায় থাকাতে পারছিলাম না তাই আমি ওখান থেকে উঠে আসি সিরি বেয়ে উপরে উঠেছিলাম হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পরে যেতে নিলে আমাকে ধরে ফেলে চোখ বন্ধ আমার ধীরে ধীরে তাকিয়ে দেখি একটা অচেনা ছেলে আমাকে ধরে আছে…….
.
.
.
.
চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here