অবুঝ_বউ ?,পর্ব-৪
বাবা ওনাকে কিছু বলবেন না , উনি বলছেন আর কখনও এমন করবে না। আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে। কিন্ত ভাল করে মাখাতে পারেনা , আমার কপালে একটা চুমুও দিয়েছে।
বাবার মুখ চুপ , মায়ের আর দাদীর মুখে হাসি , আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনছি ।
বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে , রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছি , আমি তিথিকে বললাম সবাই কে খাবার বেড়ে দিতে।
আমি পারবো না আমার খিদে পেয়েছে। তাছাড়া মা তো আছেই মা-ই সবাইকে দিয়ে দেবে। (তিথি)
হ্যাঁ তিথি তো ঠিক ই বলেছে , ও কি পারবে এসব করতে? তুই খা মা।। (বাবা)
ওগো আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যাথা করছে।।(তিথি)
(ওর কথা শুনে সবাই মিটি মিটি হাসছে)।
নিলয় খাইয়ে দেয় তিথি কে , হাতে সুঁই ঢোকানো হয়েছিল। হয়তো ব্যাথা করতে পারে।
কি আর করার খাইয়ে দিলাম।
তারপর যার যার মত রুমে চলে এলাম।
দাদী শিখিয়ে দিছে ওটা কি আর ভুল হবে , এসে বুকে মাথা রেখে শুয়ে পড়লো ।।
ওগো আপনাকে একটা কথা বলি?(তিথি)
বলো।। (আমি)
আমার কথা শুনে সবাই হাসে কেন ?(তিথি)
ওটা তুমি বুঝবে না , আর একটু বড় হও তারপর নিজেই সব বুঝবে।।(আমি)
আপনি আমাকে বুঝিয়ে দিন তাহলেই আমি বুঝতে পারবো , আমি অনেক ভালো বুঝি , আমার স্যার রা আমাকে একবার বোঝালেই আমি বুঝে যাই।। (তিথি)
আচ্ছা পরে বোঝাবো।।(আমি)
আচ্ছা তিথি তোমার কোন বন্ধু নেই ?(আমি)
না তবে বান্ধবি আছে একটা।।(তিথি)
একটা মাত্র বান্ধবী!!!!(আমি)
ও কি প্রেম করে কার ও সাথে?(আমি)
ছি! না কি বলেন এসব?(তিথি)
ছিঃ কেন?(আমি)
ওটা ভালো না , খারাপ , মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে , আর কথাও না বলতে , আর যদি কেউ প্রেম নিযে কিছু বলে তাহলে মাকে জানাতে , তাই তো আমার কোনো বন্ধু নেই , শুধু একজন আছে। সে হলো স্যারের মেয়ে।।(তিথি)
প্রেম খারাপ কথাটা ঠিক না , প্রেম করা ভাল , প্রেম অনেক ভাল একটা জিনিস , তুমি যদি কখনও প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে। (আমি)
তাহলে আমি কি প্রেম করবো কারও সাথে ?(তিথি)
না না তোমাকে কারও সাথে প্রেম করতে হবে না , যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে , আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে, স্বামীর সাথে প্রেম করা খারাপ না। (আমি)
কিন্ত মা যদি বকে। (তিথি)
মা কিচ্ছু বলবেনা । (আমি)
সত্যি তো ? (তিথি)
আচ্ছা প্রেম করলে কি করতে হয়(তিথী)
আমি ওকে বুকের মাঝে শক্ত করে জরিয়ে ধরে বললাম , এমন করে জরিয়ে ধরতে হয়।
মাগো…….লাফ দিয়ে দূরে সরে গেলো তিথী।
কি হলো?(আমি)
আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো।ছোট বেলায় একবার কারেন্টে ধরে ছিলো।তিন ঘন্টা পর আমার হুঁশ ফিরেছে । (তিথি)
হুম তাই এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম।
মায়ের ডাকা ডাকিতে সকালের ঘুম ভেঙ্গে গেল, হাত মুখ ধুয়ে খেতে গেলাম, তিথিকে খাইয়ে দিয়ে আমি খেলাম , ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি তখন তিথি এসে আমার পাশে বসলো।বলছে শুনো না কাল রাতের মত আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভাল লাগে ।
কি আর করার আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল,
কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম, দুপুরের দিকে ফিরতেই তিথি দৌড়িয়ে আমার কাছে আসলো।।।
কোথায় গিয়েছিলেন আপনি? আপনাকে সেই কখন থেকে খুঁজছি ?(তিথি)
কেন?(আমি)
মা তো বলেছিল আমাকে আর পড়াবেনা, তাই আমি মাকে গিয়ে জিগ্গেস করব, মা যদি আবার না করে আপনি একটু মা কে বোঝাবেন।।(তিথি)
ঠিক আছে চলো।।(আমি)
মা, বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলছিল , এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকাল।।
কিরে তিথি কিছু বলবি?(মা)
হ্যাঁ মা।।(তিথি)
বল।।(মা)
মা তুমি কি সত্যি আর কোনদিন আমাকে স্কুলে যেতে দিবে না?(তিথি)
না, আমি কি কখনও মিথ্যে বলেছি?(তিথির মা)
হ্যা বলেছই তো।। (তিথি)
কি বেয়াদপ মেয়ে দেখছেন বেয়ান , মুখে মুখে কেমন তর্ক করে? ওই তো কে কবে মিথ্যে বলছিলাম?(তিথির মা)
কেন তুমি বলোনি যে প্রেম করা পাপ , প্রেম করা ভালো না , কাল রাতে তো উনি আমায় সব বলেছে , প্রেম করা ভালো ,এই যে আমার কথা শুনে তোমরা হাসো আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না ।
উনি আরও বলেছে উনি আমাকে সব শিখাবে, তার পর আমি ওনার সাথে প্রেম করব হিহি , আবার উনি আমারে বুকের মধ্যে জরিয়ে ধরছিলো।আমিতো ভয়ে শেষ।উনার সারা সরিরে কেমন জানি কারেন্ট।
তিথীর বাচ্চা…………
(এবার বাবা মাকে কিছু করতে হয়নি আমি নিজেই লজ্জায় দৌড় দিয়েছি)
সেই দিন টা কোন রকম পার করে পরের দিন সকালে কলকাতার উদ্দেশ্যে রেডি হলাম, যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো।।
কি ব্যাপার কিছু বলবে?(আমি)
না।।(তিথি)
তাহলে জড়িয়ে ধরলে যে ?(তিথি)
নানী বলল এসে জড়িয়ে ধরতে , তাহলে নাকি আপনার ভাল লাগবে , আর আমার কথা মনে পড়বে বারবার ,
আমি শুধু হাসলাম ।
খাওয়া দাওয়া ঠিক মত করবে, পড়াশুনাটাও যেন ঠিক মতো হয়, রেজাল্ট খারাপ হলে কিন্ত আমি আর বাড়িতে আসবো না। (আমি)
ঠিক আছে।।(তিথি)
আর তোমার কি কিছু লাগবে আসার সময়?(আমি)
হুমমম চকলেট আনবেন অনেক গুলা।।(তিথি)
আচ্ছা এবার ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে।।(আমি)
বাইরে পর্যন্ত যাই? আমার ভাল লাগছে , মাথায় একটু হাত বুলিয়ে দিন না।। (তিথি)
কি আর করার দিতেই হল , সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম হয়েছে এবার ছাড় পাগলী বউ আমার, বাইরের মানুষ দেখলে হাসবে।।(আমি)
তিথি তখন ছেড়ে দিয়ে আমার পেছন পেছন এলো।।
সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম,কয়েক পা যেতেই তিথির ডাকে পিছন ফিরলাম।।
শুনুন আপনি যে আমাকে জরিয়ে ধরেছিলেন,কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মত না।আমার
একট্টু একট্টু ভালো লাগছিলো।কেমন জানি গরমের মাঝে ও শীত শীত।(তিথি)
বলছিলাম কি আপনি তো চলে যাচ্ছেন তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করবো ?(তিথি)
তারপর…….
চলবে…….?