অব্যক্ত ভালোবাসার গল্প part : 2

0
5042

অব্যক্ত ভালোবাসার গল্প part : 2
writer : Lovely khanom

আমি জাস্ট একটাই রিপ্লে দিলাম,,,,
সরি গো,,,
আজ মিট করতে পারবো না,,,,
আম্মুর সাথে আপির বাসায় যাচ্ছি,,,,
এসেই কথা বলবো,,,
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো,,,,
খোদা হাফেজ,,,,,,,,,,,,,,,,,
.
তারপর আম্মুর সাথে আপুর বাসায় চলে এলাম,,,,,
আম্মু যতক্ষণ গাড়িতে ছিলাম বারবার আমার সাজ ঠিক করে দিচ্ছিলো,,,,
টিস্যু দিয়ে ঠোটেঁর বাইরে যাওয়া লিপিস্টিক মুছে দিচ্ছে আর বলছে,,,,,
কোনো দিকেও একটু খেয়াল রাখেনা মেয়েটা,,,,,,
এতো ঘামছিস কেনো তুই,,,,,
.
আম্মুর এসব ন্যাকামো দেখে আমার খুব বিরক্ত লাগছিলো,,,,,,
এসবের মানে কি??
আমি কি আজ প্রথম সেজেছি,,,,
কোনো কিছুতে খুত ধরতে আমার আম্মুটা খুব এক্সপার্ট,,,,,
.
আমার খুব মন জলছিলো মিহাদের জন্যে,,,,,,
কথায় কথায় সানিয়া আই লাভ ইউ জানননন বলাটা তার অভ্যেস,,,,,
যার কারণে আমি বেশিক্ষণ রেগে থাকতে পারি না,,,,,
.
না জানি মোবাইলে ফোন দিতে দিতে কি অবস্হা করছে,,,,,,
আর মেসেজের তো কথাই নেই,,,,,
পাগল একটা,,,,
.
মিহাদের সাথে আমার প্রথম মিট হয় ফ্যাক্সিলোডের দোকানে,,,,,,
তাও আবার ঝগড়া দিয়ে,,,,,
শুনেছি সব ভালোবাসা ঝগড়া দিয়েই নাকি শুরু হয়,,,,,
আমার বেলায় ও তা,,,
.
আমি গিয়েছিলাম মোবাইলে রিচার্জ করাতে,,,,,
পাশে মিহাদকে দেখে দোকানিকে নাম্বারটা বলতে চাইনি,,,,,
মিহাদকে দেখে আমি ভেবেছিলাম কোনো বখাটে টাইপের ছেলে হবে,,,,
কিন্তু আসলে না,,,
চোখের দেখাও ভুল হতে পারে,,,,
মিহাদ খুব ভালো ছেলে,,,
.
আমি দোকানিকে বললাম,,,,,,
নাম্বার কি লিখে দিলে হবেনা,,,,
আশে পাশে কত মানুষজন আছে,,,,
মেয়েদের নাম্বার পেলেই হলো,,,,
শুধু ডিস্টার্ব করতেই থাকে,,,,,
.
এই কথাটা আমি মিহাদকেই উদ্দেশ্য করে বলেছি,,,,,,
আর তীরটা লেগেছেও বরাবর জায়গায়,,,,,,,,
মিহাদ প্রচন্ড রেগে গেলো,,,,,
নিজ থেকেই আমার সাথে ঝগড়া বাধিয়ে দিলো,,,
এই সানিয়াও কম কিসে,,,,,
পাল্টা এ্যাটাক করলাম,,,,
.
অবশেষে জিতলাম আমিই,,,,
মানুষ জড়ো হলে মিহাদকেই দোকান থেকে বের করে দেয়,,,,,
.
এর কদিন পরেই আমি আম্মুদের সাথে পার্কে ঘুরতে যাই,,,,,,
আমি এদিক ওদিক হাটাহাটি করতেই দেখি কিছু বাচ্ছা খেলছে,,,,,
তাদের সাথে আমিও যোগ দিলাম,,,,
ডিল ছুড়াছুড়ি,,,,,
.
আমি ডিল ছুড়তেই কিভাবে যেনো একটু দূরে আড্ডা দেওয়া সাত আটজন ছেলেদের সার্কেলের কারো গায়ে পড়লো,,,,,,,,
.
আমি সরি বলতে গিয়ে দেখি,,,,
মিহাদের বাচ্ছা মিহাদ,,,,,
নিজের দোষ থাকলেও সরি বললাম না,,,,,,,,
তারপর ব্যাটা মিহাদ রেগে গেলো,,,,
এদিক ওদিক তাকিয়ে এতো বড় একটা পাথর নিলো আমাকে মারতে,,,,
কারণ আমিও যে তাকে মেরেছি,,,,
কিন্তু আমিতো এতো বড় মারিনি,,,,
.
আমি তার হাতে বড় পাথর দেখে,,,,
ওরে বাবা এটা কি,,,,
বদলা নিতে বলেছি বলে কি এতো বড় পাথর মারবেন,,,,
আমিতো খুব ছোট ডিল ছুড়েছি,,,,
তবে আপনাকে না,,,
ভুলবশত আপনার কাছে চলে এসেছে,,,,
.
এই বজ্জাত মিহাদ আমার কথা বিশ্বাস করছে না,,,
আমি নাকি ইচ্ছে করেই মেরেছি,,,,
মিহাদ পাথরটা আমাকে মারতে নিলেই ওর ফ্রেন্ডরা ওকে ধরে রাখে,,,,
ব্যাটা বজ্জাতটা কি ধস্তাধস্তি করছে আমাকে মারার জন্যে,,,,,,
ওর ফ্রেন্ডরা ওকে আটকাতে পারছে না,,,,,,
.
আমি দূর থেকে ভেংচি কেটে দৌড়ে আম্মুদের কাছে চলে আসি,,,,,
তারপর বাসায়,,,,,
.
এর আরো কয়েকদিন পর শপিং মলে যাই,,,,,
একটা জেন্টস ওয়াচ আমার খুব পছন্দ হয়,,,,,
ভাবছি যদি মনের মানুষটা পায় তবে তাকে গিফট করবো,,,,
পছন্দ যখন হয়েছে নিয়েই ফেলি,,,,,
.
একজনকে বের করে দিতে বলতেই দেখি অন্য একজন এসে ওয়াচটা নিয়েই দেখা শুরু করলো,,,,
.
আমি এক্সকিউজমি,,,, ওয়াচ টা আমার,,,,
বলেই তার দিকে তাকাতেই অবাক,,,,,
এতো বজ্জাত মিহাদ,,,,,
.
মিহাদ ::::::::::: বাকা হাসিঁ দিয়ে,,,,
ওরে বাবা এই ওয়াচটা আপনার,,,,
লেডিস ওয়াচ কি চিনেন না???
.
আমার কপালটায় খারাপ,,,
যখনি বাইরে বের হই এই বজ্জাতটার সাথে দেখা হয়ে যায়,,,,
সকালে যে ঘুম থেকে উঠে কার মুখ দর্শন করলাম,,,,,
এই দোকানেও তার সাথে দেখা হওয়ার কোনো মানে হয়,,,,
.
আমি ::::::::::: আপনার কাছ থেকে জ্ঞান নিতে হবে,,,,
যত্তসব ফালতু,,,,,
দেন তো ওয়াচটা আমাকে,,,,
এই যে ভাইয়া ওয়াচটা আমাকে প্যাক করে দিন,,,,,
.
মিহাদ :::::::: এ্যা ভাইয়া আমাকে প্যাক করে দেন,,
বললেই হলো,,,,,
এটা আমি চুজ করেছি,,,
ফাস্টে আমার হাত লাগছে না,,, সো ওয়াচটা আমি নিবো,,,,,
ভাইয়া ওটা আমায় দিন,,,
.
আমি :::::::: আজব তো,,,,, আপনি এমন অসভ্যতামি করছেন কেনো,,,
মেয়েদের সাথে কেমন বিভেব করতে হয় জানেন না বুঝি,,,,,
ফালতু একটা,,,,
.
মিহাদ :::::::: আপনি জানেন না ছেলেদের সাথে কেমন ব্যবহার করতে হয়,,,
নিজে অসভ্য আবার অন্যকে বলে,,,,,
.
আমাদের ঝগড়া দেখে দোকানি ওয়াচটা আমাদের কাউকেই দিলো না,,,
অন্য কাস্টমারকে দিয়ে দিলো,,,,
.
কিন্তু কখন যে ঝগড়া ঝাটির মধ্যে দিয়ে দুজন দুজনের কাছাকাছি চলে এলাম ভাবতেও পারিনি,,,,,,,,
.
একটু একটু ভালো লাগা শুরু হয়ে গেলো,,,,,,
তার ভিতরেই আমার ফ্রেন্ড তিহার বিয়ে,,,,,,,,
ওর বিয়েতে গিয়ে আরেক ধাক্কা খেলাম,,,,,,,,
মিহাদের কাজিনের সাথেই তিহার বিয়ে,,,,,,,,
আমি মিহাদকে দেখে প্রথমে ভেবেছিলাম মিহাদই বর,,,,
তাই তিহাকে বলতে লাগলাম,,,,,
.
মিহাদ ছেলেটা ভালো না,,,খুব অসভ্য,,,আর ঝগড়াটে,,,,
মেয়েদের সম্মান করতে জানে না,,,,
হ্যান ত্যান বলে কান ভরিয়ে দিলাম,,,,
তিহাও তার হবু স্বামির ব্যাপারে এসব জেনে প্রচন্ড রেগে গেলো,,,,,,
এমন লোকের সাথে সে সংসার করবে কেমনে,,,,,
.
একটু পর বর এলো আর তার পাশে মিহাদ ও,,,,,
সবার ড্রেস একই হওয়াতে বুঝার উপায় নেই কে বর আর কে বরের ভাই,,,,
.
যখন বর স্টেজে তিহার পাশে বসলো আমি দেখে অবাক,,,,
তিহার কাছে জিঙ্গেস করলে সে বলে এই নাকি বর,,,,
আর মিহাদ তার বরের কাজিন,,,,
.
আমি তিহাকে বললাম,,,,,
তোর বরটাকে ঐ অসভ্যটার সাথে মিশতে দিস না,,,,,
তিহা ::::::: কেনো??? কি করেছে ঐ অসভ্যটা???
.
আমি সব খুলে বললাম তিহাকে,,,,,
তারপর তিহা হাসতে হাসতে খুটি খুটি হয়ে যাচ্ছে,,,,,
পিছন থেকে যে মিহাদ অসভ্যটা সব শুনে নিয়েছে আমি একটুও বুঝতে পারিনি,,,,
.
মিহাদ ::::::::::: আমার নামে বদনাম করা হচ্ছে বুঝি,,,,,
.
তিহা মিহাদের কান ধরে,,,,,,
ঐ দেবর জি,,,,
আমার বেস্টুর সাথে এতো অসভ্যতামি করার মানে কি???
তুমি জানো না এটা আমার বেস্টু,,,,
.
মিহাদ :::::::: আহহহ,,,,নতুন ভাবী সাহেবা,,,,,,
মানুষ তো মাত্রই ভুল,,,,
তারপর আমার দিকে বাকা চোখে তাকিয়ে,,,,,,
তোমার বেস্টুও কি আমায় কম জালিয়েছে,,,,,,
.
আমি ভেংচি কেটে চলে আসতেই মিহাদ আমার হাত ধরে টেনে তার কাছে নিয়ে গেলো,,,,,
এতো মানুষের সামনে হঠাৎ তার এমন করাতে আমি চমকে যায়,,,,
.
আমি কিছু বলতে চাওয়ার আগেই পুরো ক্লাবের লাইটটা অফ হয়ে যায়,,,,,,,
মিউজিক বেজে উঠে আর তার সাথে ধিমি ধিমি আলো জলে উঠে,,,,,
.
আমরা স্টেজের বাইরে কাউকে দেখতে না পেলেও কিন্তু সবাই আমাদের দেখছে,,,,,,,,,,
মিহাদ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করাচ্ছে,,,,,,
আমি চলে আসতে চাইলেও সে বারবার এসে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর গানের তালে তালে আমাকে ডান্স করাচ্ছে,,,,,,,
তার ছোয়া পেতেই আমার কেমন কেমন জানি লাগছে,,,,,
.
বুকটা থরথর করে কাপঁছে,,,,,,,,
গানটাও আমাদের সাথে ভালোই তাল মিলাচ্ছে,,,,
.
.
Paaya Maine, Paaya Tumhein,
Rab Ne Milaya Tumhein,
Honthon Pe Sajaya Tumhein,
Nag Mein Sajaya Tumhein
Paaya Maine, Paaya Tumhein,
Sab Se Chupaya Tumhein,
Sapna Banaya Tumhein,
Neendhon Mein Bulaya Tumhein.
Ho Tum Jo Aaye Zindagi Mein
Baat Ban Gayi
Sapne Teri Chahaton Ke,
Sapne Teri Chahaton Ke
Dekhti Hoon Ab kayi
Din Hai Sona Aur Chaandi
Raat Ban Gayi
Hoo Tum Jo Aaye Zindagi Mein
Baat Ban Gayi
.
ডান্সের শেষের দিকে হঠাৎ মিহাদ আমায় তার বুকের সাথে জড়িয়ে ধরলো,,,,,
আমি এমনিতেই তার প্রতিটা ছোয়াতে নিজেকে বারবার হারিয়ে ফেলছিলাম,,,,,,,,,,
এখন তার বুকে নিজেকে আবদ্ধ দেখে ঠেলে সরিয়ে দিয়ে জলদি করে স্টেজ থেকে নেমে সোজা বাসায় চলে এলাম,,,,,,,,,,
সেই প্রথম ছোয়াতেই শরীরটা কাঁপছিলো,,,,,,,
আর সেই কাপুঁনিটা এখনো থামেনি,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here