অব্যক্ত ভালোবাসার গল্প part : 5

0
3327

অব্যক্ত ভালোবাসার গল্প part : 5
writer : Lovely khanom

আমি একটা রোমান্টিক হাসিঁ দিয়ে বাসায় চলে এলাম,,,,,,
দরজা বন্ধ করেই দরজার সাথে হেলান দিয়ে বড় বড় নিশ্বাস ফেলতে লাগলাম,,,,,,,,
কি যে লজ্জা করছিলো,,,
মিহাদটা না কি,,,,,
এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে,,,,,
একটু একটু মুচকি হাসছি,,,,,
.
চোখ বন্ধ করে মিহাদের জড়িয়ে ধরার অনুভূতিটা ফিল করছি,,,,,
হঠাৎ আম্মুর কন্ঠ শুনে আমি চমকে যায়,,,,,,
চোখ মেলে দেখি সামনে আম্মু খুব রাগি ভাবে আমাকে দেখছে,,,,,
.
আমি থরথর করে কাপঁছি,,,,
আম্মু মিহাদ আর আমায় একসাথে দেকে টেকে ফেললো নাতে আবার,,,
.
আম্মু :::::::::::: তোর কি কোনো লজ্জা শরম নেই,,,
তুই এতো বেড়ে গেছিস,,,,,
খুব বড় হয়ে গেছিস তাইনা,,,
এসবের মানে কি???
.
আমি ভয়ে চুপসে গেছি,,,,,কাপাঁ কাপিটা আরো বেড়ে গেলো,,,,
বুকটা ধুক করে উঠলো,,,,
আমি :::::::: আ,,,আম্মু আমি কি,,,কিছু করিনি,,,,
.
আম্মু ::::::::::: তোকে কে বলেছে বৃষ্টিতে ভিজতে?????
এতো বড় মেয়ে হয়েছিস এখনো কান্ডব জ্ঞান কিছুই হয়নি নাকি,,,,
মানা করা সত্তেও ভিজেছিস সেটা নাহয় বুঝলাম,,,,
কিন্তু রাস্তায় কেন গেলি ভিজতে,,,,,
ছাদে কি যেতে মানা ছিলো????
তোকে মানুষে দেখেনি,,,
কি বলবে প্রতিবেশিরা,,,,,
.
আমি ::::::::::: এতোক্ষণ তো ভয়ে আমার সারা শরীল কাপঁছিলো,,,,
কিন্তু আম্মুর কথা শুনে বুঝতে পারলাম আম্মু মিহাদকে দেখেনি,,,,
তারপর স্বাভাবিক হলাম,,,
.
আমি ::::::::::: ছাদে যেতে মন চাইছিলো না,,,,,,
লামিছাদের বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে,,,,,
আমি দেখে আর থাকতে পারলাম না,,,
বৃষ্টিতে ভিজে ভিজেই বাগানে চলে গেলাম,,,,,
কিচ্ছু মনেই ছিলো না,,,,,
.
আম্মু ::::::::: কি???
.
আমি ::::::::: আম্মু তুমিতো জানোই আমার ফুল কত প্রিয়,,,,,
তাই
.
আম্মু ::::::::::: আচ্ছা হয়েছে,,,,জলদি গিয়ে মাথা,,,হাত পা সব মুছে চেন্জ করে আয়,,,,,,
আমি তোর জন্যে গরম গরম কফি আনছি,,,,,
জলদি যা নয়তো সর্দি লেগে যাবে,,,,,
.
আমি :::::::::: হাচ্ছু,,,,হা,,,,হা,,,হাচ্ছু,,,,,,
.
আম্মু :::::::::: এই যা বলতে বলতেই সর্দি লেগে গেলো,,,,,,
এখনো দাড়িয়ে আছিস কেনো যা,,,,
.
আমি রুমে চলে আসছিলাম আর পিছন থেকে আম্মু বকাবকি গুলো শুনছি,,,,
.
আম্মু ::::::::: দেখোতো মেয়ের কান্ড,,,,পুরো ঘর ভিজিয়ে ফেলেছে,,,,,
এই মেয়েকে নিয়ে আর পারি না,,,,
সবসময় নিজের ইচ্ছেমতোই করবে,,,,,
.
আমার বকাবকি শুনা আমার অভ্যেস হয়ে গেছে,,,,
আমিকি খুব বড় হয়ে গেছি,,,,,
হুহহ আম্মুটা তার মেয়েকে সবসময় শুধু বকে,,,,
.
তারপর শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম,,,,
একটু পর আম্মু এসে কফি নিয়ে এলো,,,,,,,
.
আম্মু :::::::::: কপিটা আমার হাতে দিয়ে,,,,,,,,,
একটু পর নিচে এসে স্যুপটা নিয়ে আসিস,,,,,
বলতে বলতে ঠান্ডা লেগে গেছে,,,,,
স্যুপ খেলে ভালো লাগবে,,,
.
আমি ::::::::: আম্মু আমিকি অসুস্হ রোগি নাকি যে আমাকে স্যুপ খেতে হবে,,,,
সামান্য বৃষ্টিতেই তো ভিজলাম,,,,
কদিন পরেই সেরে যাবে এমনিতে,,,,
.
আম্মু :::::::::: চুপ করতো,,,,
বেশি কথা একদম বলবি না,,,
যা বলবো তাই শুনবি,,,,
একটু পরেই কিন্তু নিচে আসবি,,,
আমাকে যেনো ডাকতে আসতে না হয়,,,,
বলে দিলাম,,,,
.
আমি :::::::::: আচ্ছা ঠিকাছে,,,,
তারপর আম্মু রুম থেকে বেরিয়ে গেলো,,,,,,,
আমি কফিটা খেতে খেতে মোবাইলটা হাতে নিলাম,,,,
৬২টা মিসড কল,,,,আর অনেকগুলা মেসেজ,,,,,,
সব সব মিহাদের,,,,
পাগল একটা,,,
ফোন সাইলেন্ট মুডে ছিলো তাই শুনতে পাইনি,,,,,
.
ফোন এলে রিসিভ করার আগেই কেটে গেলো,,,,,
একটু পর আবারো ফোন এলে রিসিভ করলাম,,,,
.
মিহাদ ::::::::: এই মেয়ে কল ধরোনি কেনো???
কি হয়েছে???
এমন কেউ করে???
পুরাই টেনশন হচ্ছিলো,,,
মনে হচ্ছিলো কি জানো,,,,
তোমার আম্মু বা আব্বু আমাদের দেখে নিয়েছে,,,,
আর তোমায় খুব বকাবকি করছে,,,,
আমার তো টেনশনে গলা দিয়ে কিছুই নামছে না,,,,
কোথায় ছিলে তুমি এতোক্ষণ??
তুমি ঠিকাছো তো???
জানো আমি কতবার তোমায় কল দিয়েছি?????
.
আমি :::::::::::: বড় একটা নিশ্বাস ছেড়ে বললাম,,,,,,
এমা এতো প্রশ্ন একসাথে,,,,,
কোনটার উত্তর আগে দিবো????
সব গুলাতো ভুলে গেছি,,,,,
রিলেক্স হও একটু,,,,,
.
মিহাদ :::::::::: রিলেক্স কেমনে হবো,,,তোমার জন্যে খুব টেনশন হচ্ছিলো যে???
তুমি ভালো আছো???
.
আমি ::::::::: হুম আমি ভালো আছি,,,,আর তুমি,,,,হা,,,,হা,,,হাচ্ছু,,,,,হা,,,,হা,,,,,হাচ্ছু,,,,,,,,
.
মিহাদ :::::::::: তুমি ভালো আছো তাইনা,,,
তোমার যে সর্দি লেগে গেছে,,,,,
ইশশশরে,,,,,সব আমার জন্যই হয়েছে সব সব,,,,,
.
আমি :::::::::: আরে না তেমন কিছু হয়নি,,,,,
আমি ঠিকাছি,,,,
তবে একটু সর্দি লেগেছে,,,,
সেরে যাবে,,,,
তুমি কেমন আছো,,,
কি করছো???
.
মিহাদ :::::::::: আমার কথা রাখো,,,
আগো তোমার কথা বলো,,,,
তুমি কিছু খেয়েছো???
.
আমি :::::::: হুম খাচ্ছি,,,,
আম্মু কফি করে দিয়েছে,,,,,
আর তু,,,,,,,
রুমে কারো আসার শব্দ শুনে ফোনটা কানের পাশ থেকে সরিয়ে পাশে উল্টে রেখে দিলাম,,,,
.
আম্মু এসে স্যুপের বাটিটা ধপ করে পাশে রাখলো,,,,
সানিয়া,,,,তোর কি সমস্যা হ্যা,,,,,,
তুই কি কানেও কম শুনছিস নাকি???
কতবার ডাক দিলাম কোনো সাড়া শব্দ নেই,,,,,,
আমার কি তোদের কাজ করা ছাড়া আর কোনো কাজ নাই???
যাবার আগে বলেছিলাম না যেনো ডাকতে নাহয়,,,
কি করছিলি তুই,,,,
.
আমি :::::::::: আমতা আমতা করে,,,,
ইয়ে মানে,,,আম্মু,,,
সানাতের সাথে কথা বলছিলাম,,,,
ওর আম্মুর নাকি অসুখ,,,,
তাই একটু খবরা খবর নিচ্ছিলাম আরকি,,,,,
.
আম্মু একটু চিন্তিত হয়ে,,,,
কি বলছিস,,,
শাহানার অসুখ??
কখন থেকে???
কই দেখি আমাকে একটু শাহানার সাথে কথা বলিয়ে দে তো,,,,
কই তোর ফোন???
.
আমার ফোনের দিকে আম্মু তাকাচ্ছিলো,,,,,,
আমি ফোনটা হাতে নিয়ে,,,,
না আম্মু তেমন বেশি কিছু না তো,,,,
এমনিতে পেশার নাকি লো হয়ে গেছিলো,,,,,,,
.
আম্মু :::::::::: এটা কোনো কথা হলো,,,,
শাহানার তো এমন প্রায়ই হয়,,,,,
আমিতো হঠাৎ টেনশনে পড়ে গেছিলাম,,,,,
কি না আবার কি হয়েছে,,,,
.
আম্মু চলে যাচ্ছিলো আবার পিছনে ফিরে বললো,,,,,
স্যুপটা খেয়ে নিস কিন্তু,,,,,
সানাত হচ্ছে আমার মেঝো খালার মেয়ে,,,,,
.
আমি মাথা নাড়িয়ে হ্যা সূচক জবাব দিলাম,,,,,
তারপর আম্মু চলে গেলে ফোনটা দেখছি,,,,,,
হয়তো লাইট কেটে দিয়েছে,,,
কিন্তু না মিহাদ এখনো লাইনে আছে,,,,,
তারপর সারারাত কথা বললাম,,,,
.
এভাবে আমাদের সম্পর্কের শুরু,,,,,
মিহাদের সাথে সারারাত কথা বলে পার করে দিই আর সকালের আজানের পরেই ঘুমাই,,,,,
আমরা মাঝে মাঝে দেখা করি,,,,
তবে বেশিক্ষন সময় দিতে পারি না,,,,
কারণ আম্মু বাইরে বের হলে হাজার প্রশ্নের বন্যা বইয়ে দিতো,,,,,
.
আমি খুব সাবধানে মিহাদের সাথে কথা বলতাম,,,,,
বাসার কেউ জানতে পারলে আমায় আস্ত রাখবে না,,,,,
আর মিহাদটাও না একটা গাধা,,,,
সারাদিন শুধু বাইক নিয়ে ফ্রেন্ডদের সাথে এদিক ওদিক ঘুরাঘুরি করবে,,,,
মিহাদের বাবা সরকারি অফিসে চাকরি করেন,,,,
আর মিহাদের বড় ভাই প্রবাসি,,,,
দুবাই থাকেন,,,,
.
ভাই আর বাবার আয়ে সংসারটা কোনো রকম চলে,,,,
ওকে ওর বাবা,,,, ভাই,,, মা আর আমি এতো করে বলি ঢং ঢং না করে একটা চাকরি খুজো,,,,
.
মিহাদ ছোটখাটো কোনো চাকরি করতে চাই না,,,
বলে বড় কিছু করবে,,,,
চাকরি করে কারো শিকলে বন্ধি হয়ে থাকার চেয়ে বেকার থাকাটাই শ্রেয়,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here