অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 26

0
2035

#অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 26

আমি হেসেঁ দিলাম,,,,,
তুমি,,, না আপনি,,,,
আচ্ছা তুমি,,,তুমি তুমি,,,
হয়েছে এবার???
এতো কষ্ট করছে বেচারা আমার জন্যে,,,,,,,,,
তার বিনিময়ে জাস্ট তুমিই তো শুনতে চাইছে,,,,,
আর আমিকি সেটাও পারবো না,,,,
সেটা কি হয়,,,,
তার যখন এতোই শখ তুমি করেই বলি,,,,
.
সাইফ :::::::::: হুম হয়েছে,,,,
আচ্ছা এবার চলো,,,
.
আমি :::::::: কোথায়???
.
সাইফ :::::::::: এখনো আরেকটা ধাপ বাকি আছে,,,,
চলো চলো নয়তো দেরি হয়ে যাবে,,,,
তারপর সাইফ আবারো আমার হাত ধরে আমাকে নিচে নিয়ে যাচ্ছে,,,,,
.
আমার নামতে দেরি হওয়াতে সাইফ বললো,,,,,
নামতে অসুবিধে হলে আসো কোলে নিই,,,,,,,
উনার দিকে তাকিয়ে আমি তাজ্জব হয়ে বললাম,,,
মানে কি,,,
আমার নামতে মোটেও অসুবিধে হচ্ছে না,,,,,,
তবে এমন একটা হ্যান্ডসাম ছেলের কোলে উঠতে যে কোনো মেয়েই চাইবে,,,,,
কিন্তু আমি কেনো রিজেক্ট করলাম জানি না,,,,,,,
.
উনি আমাকে একটা নদীর পাড়ে নিয়ে এলেন,,,,
ঘাটে তিন চারটা নৌকা বাধা দেখা যাচ্ছে,,,,,,
.
আমি :::::::::: আমরা এখানে কেনো এলাম?????
.
সাইফ :::::::::: তুমি এতো প্রশ্ন করো কেনো????
চুপ করে দেখে যাও শুধু,,,
ভয় করছে নাকি???
.
আমি ::::::::: নাতো,,,ভয় করবে কেনো???
.
সাইফ :::::::::: তাইলে যে বারবার প্রশ্ন করছো,,,,,
ভয় করার প্রয়োজন নেই,,,
যেহেতু আমি তোমার পাশে আছি সো তোমার ভয়টা দূরে ছুড়ে ফেলো,,,,,
মে হুনা,,,,,
হাত দুইটা দুই দিকে মেলে শাহরুখের ডায়লগটা বললো,,,,
.
আমি মুখ চেপে হাসছি,,,,,
মানুষটাকে দেখে মনে হয় খুব সিধে,,,
কিছু বুঝেনা,,,,
কিছু জানেনা,,,
কিন্তু সব তার উল্টো,,,,
কত ঢং করে সে,,,,,,
কতোটা রোমান্টিক হলে আমাকে এখানে নিয়ে আসে,,,,
তবে ভালোলাগাটা চরম পর্যায়ে চলে যাচ্ছে,,,,,
না জানি কখন লিমিট ক্রস করে ফেলে,,,,,,,,
.
আমাদের পাড়ে আসতে দেখে একটু দূর থেকেই কয়েকটা লোক ছুটে এলো,,,
কথা শুনে বুঝলাম,,,
মাঝি,,,
.
স্যার যাইবেন নি???
.
সাইফ :::::::::::: হুম যাবো,,,,সবুজ কোথায়????
.
লোকটা :::::::::::: ক্যান সবুজরে ক্যান খোজেন,,,,
আমি যামুতো স্যার,,,
.
সাইফ ::::::::::: তুমি সবুজকে ডেকে দাও,,,,,,,
তোমার যেতে হবেনা আর সবুজেরও যেতে হবেনা,,,,,
তুমি ওকে ডেকে আনো,,,
যাও,,,,
.
লোকটা ::::::: আইচ্ছা স্যার,,,,বলেই আবারো দৌড় দিলো যেখান থেকে এসেছে সেদিকে,,,,,
.
আমি :::::::::: এই যে শুনছেন আমি কিন্তু সাতার জানি না,,,
আর পানিকে ভয় পায়,,,,
আমি কখনো নৌকায় চড়িনি,,,,,,
.
সাইফ চোখ বড় করে আমার দিকে তাকালো,,,,,,
আবারো আপনি????
.
আমি ::::::::: ওহহহ সরি ভুল হয়ে গেছে,,,
তুমি,,,,,
.
সাইফ :::::::::: বললাম না ভয় পাবার দরকার নেই,,,,
আমি আছিতো,,,
.
একটু পরেই একটা ছেলে দৌড়ে এলো,,,,,,,,
হাপিয়ে বললো,,,,,
ভাইজান তুমি???
কেমন আছো???
তারপর আমার দিকে তাকিয়ে???
এইটা কেডা???
দাতঁ খেলিয়ে বললো,,,
ভাবী নাকি????
.
সাইফ ::::::::: হুম,,,, ভালো আছি,,,
তুই কেমন আছিস?????
.
ছেলেটাই তাহলে সবুজ,,,,,
কালো আর শুকনা বাশের মতো,,,,
আমার দিকে তাকিয়ে সাইফকে বললো,,,,,,,,
ভালা আছি,,,,তই
ভাইজান ভাবীতো খুব সোন্দর মাশাআল্লাহ,,,,,
.
সাইফ একটা মুচকি হাসিঁ দিলো,,,
আচ্ছা কথা বলে আর সময় নষ্ট করতে চাই না,,,,
কোথায় তোর নৌকা????
.
সবুজ :::::::::: আইজকাও বুঝি আপনি চালাইবেন???
.
সাইফ :::::::: হুম,,,,,
তুই নৌকা একটু এদিকে আন,,,,
.
আমি হা হয়ে গেলাম,,,,
সাইফ নৌকা চালাবে,,,,
ওকি নৌকা চালাইতে পারে????
সাইফ নৌকা তুমি????
মানে??
তুমি পারো???
.
সাইফ ::::::::: হুম পারি,,,,,,
কতবার রাইড করেছি,,,,
দুইহাতে দুইটা দাড় বাইবো আর কি,,,,
ব্যস আর কিছু না,,,,,,
.
সবুজ নৌকাটা এদিকে নিয়ে এলো,,,
কিন্তু নদীর পাড়ে সব কাদা,,,,
আমিতো যেতেও পারবো না,,,
.
সাইফ চিকন তত্তাটা পার করে নৌকায় উঠলো,,,,
তারপর আমাকে ইশারা করে বললো আসো,,,,,
.
আমি ওকে বললাম,,,,
আমি পারবো না,,,,
আমার ভয় করছে,,,,
ছোট বেলায় নানুর বাসায় গিয়েছিলাম,,,,,,,,
নানুর বাসা গ্রামে,,,,
আর সেখানে ছোট্ট একটা খাল সেটা পার হয়ে নানু বাড়ি,,,,
একটা এমনি চিকন তত্তা দেওয়া ছিলো মানুষ পারাপারের জন্যে,,,,,,
আমি খুব ভয় পেতাম,,,
একদিন সাহস করে পার হচ্ছিলাম হঠাৎ পা পিছলে পড়ে যায়,,,,
.
তারপর থেকে আর সাহস হয় না,,,,
এখন এই তত্তাটা দেখে মনে পড়লো সেই দিনের কথা,,,,,
.
সাইফ ইশারায় বলছে,,,,কিসের ভয়,,,পারবে তুমি,,,
আসো,,,,
তারপর সে হাত বাড়িয়ে দিলো,,,,
ধরো আমার হাত,,,
.
কিন্তু আমার যে ভয় করছে,,,,
আমি পারবো না বাবা,,,,
.
এবার সাইফ নেমে এলো,,,
চট করে আমাকে কোলে নিয়ে নৌকায় উঠতে লাগলো,,,,
আমিতো চরম পর্যায়ে অবাক,,,,
ও এমন এমন কাজ করছে যা দেখে আমি অবাক না হয়ে পারছি না,,,,,
নৌকার একটা পাশে আমায় বসিয়ে দিলো,,,,,আমি আর সাইফ এক পাশে হওয়াতে নৌকা এদিক ওদিক দুলছে,,,
তাই নৌকাকে ব্যালেন্স করতে সবুজ নৌকায় চড়ে বসে,,,,
.
নৌকা দুলে উঠলে আমি সাইফের শার্টের কলার চেপে ধরি,,,,আরেক হাতে ওর বাহ খামচে ধরি,,,,
সাইফ আমার ভয় করছে,,,,
আল্লাহ নৌকাটা এভাবে দুলছে কেনো,,,,
আহহহ,,,
সাইফ আমায় ধরো,,,,
আমি পড়ে যাবো,,,,
.
সাইফ ::::::::: এই এই কি করছো ছাড়ো,,,
ও দেখেছে যে,,,
আমি আছিতো তোমার পাশে,,,
তুমি সোজা হয়ে বসো,,,,
তুমি দুললে নৌকাও দুলবে,,,,
আমি বসছি তো,,,,,
সাইফ আমার পাশটাতে বসলো,,,
যেখানে মাঝি বসে,,,,
.
আমার কান্ড দেখে সবুজ দাতঁ বত্তিশটা দেখিয়ে হাসছে,,,,,
ভাবী দেহি ডরাই,,,
.
ভাইজান আমি নাইমা যাই,,,,
.
সাইফ :::::::::: তুই যদি নেমে যাস নৌকা ব্যালেন্স হারিয়ে ফেলবে,,,,
তুই ওপাশেই থাক,,,,
আমাকে দে দাড় আর একটা তুই নে,,,,
.
সাইফ আর সবুজ দুজনেই দু পাশে দাড় বাইছে,,,,,,
সাইফ আমার পাশে বসাতে আমার একটুও ভয় লাগছে না,,,,,,
নদীতে ফানুসের ছায়া পড়ে কি যে সুন্দর লাগছে,,,,,,
Tangled মুভিতে যখন রুপানজেল ছেলেটার সাথে নৌকায় বসে বসে ফানুস দেখে ঠিক সেই মোমেন্টের মতো মনে হচ্ছে আমার,,,,,
এখান থেকে হাজারো ফানুসকে ছোট ছোট তারার মতো মনে হচ্ছে,,,,
যা মিটমিট করে জ্বলছে,,,,,
অনেক সুন্দর লাগছে সেই দৃশ্যটা,,,,,
.
আমার ভেতরটা পরিপূর্ণ হয়ে গেছে,,,,
এতো সুখ আমি রাখি কোথায়,,,,
পরম খুশিতে কখন যে সাইফের হাত শক্ত করে চেপে ধরলাম টের পাইনি,,,,,
.
নদীর পানিটাও অনেক সুন্দর লাগছে,,,,
পানিতে ফানুসের আলো পড়ে পানি গুলো যেনো রাঙ্গিয়ে গেছে,,,,
হালকা হালকা মৃদ্যু বাতাসটাও যেনো আজ ভালোলাগাটা বাড়িয়ে দিচ্ছে,,,,
স্নিগ্ধ বাতাসে হারিয়ে যাচ্ছি,,,,,
যখনি খেয়ার করলাম সাইফের হাত আমি ধরে রেখেছি লজ্জা পেয়ে সাথে সাথে ছেড়ে দিলাম,,,,
.
ইচ্ছে করছে হাত দিয়ে পানিটা ছুয়ে দিতে,,,,,,
আমি :::::::::: একটু পানি ধরি,,,,
.
সাইফ ::::::::: না না পানিতে হাত দিয়োনা,,,,
বড় বড় সাপ আছে,,,,
টেনে নিয়ে যাবে নয়তো হাতে পেছিয়ে উঠবে,,,,,
.
আমি ::::::::: কি,,,,সা,,,সাপ,,,
সত্যিই???
.
সাইফ ::::::::: মিটিমিটি হেসেঁ ,,,, আরে না,,,,,,,
ধরতে পারো,,,,,
.
আমি পানিতে হাত দিতেও মনটা জুড়িয়ে গেলো,,,
আহহহ ঠান্ডা পানি,,,,,খুব মজা লাগছে,,,,,,,
আমাকে পানি ধরতে মানা করেছো না দাড়াও দেখো তোমায় কি করি,,,,,
হাত ভর্তি পানি নিয়ে দিলাম সাইফের গায়ে ছিটিয়ে,,,,,,
.
সাইফের মুখে আর শার্টে পানি ছিটকে পড়লো,,,
এই কি করছো তুমি,,,,
ভিজে যাচ্ছি তো,,,
আমি পানি আরো কয়েক দফা মারছি আর বলছি,,,,
আমাকে মিথ্যা বললে কেনো,,,
পানিতে সাপ আছে না,,,
এবার বুঝে মজা,,,,,,
.
সাইফ ::::::::::: আমাকে ভিজিয়ে দিচ্ছো না,,,,,,
হুমম,,,,,,আমি বুঝি পারি না,,,
সেও পানি নিয়ে আমাকে মারতে লাগলো,,,,,,
দুজনে দুজনকে পানি মেরে ভিজিয়ে দিচ্ছি আর হাসছি,,,,,,
খুব ইনজয় করছি মোমেন্টটাকে,,,,,
.
আর ওদিকে সবুজ দাত কেলাচ্ছে,,,,,,
আমি ওকেও পানি মেরে দিলাম,,,,
.
সবুজ দাত দেখিয়ে বললো,,,
ভাবী তো বহুত মশকারি করে,,,,,
ভাইজান ভাবী খুব ভালা,,,,
.
আজব,,,,, আমিতো ভালোর কিছুই করলাম না,,,,,
তারপরও বলছে কিনা আমি ভালো,,,,,
হেহে পাগল একটা,,,
.
নৌকা থেকে নামার সময় ও সাইফ আমায় কোলে করে নামিয়ে দিলো,,,,
সবুজকে টাকা দিলে সে নিতে চায়না,,,,
বলে ভাবীর জন্যি সারফারাইজ,,,,,
.
আমি ওর সারফারাইজ কথাটা শুনে মুখ চেপে হাসছি,,,,,,
.
আমি :::::::::::: সাইফ ওরে বলেন আমরা কিন্তু আবারো আসবো,,,,
তবে পুরো রাত নদীতেই কাটিয়ে দিবো,,,,,,,,,
সাইফ আমাকে বাসায় পৌছে দিতে এলে আমার কিছু শয়তান কাজিনরা ওকে দেখে ফেলে,,,,,
.
কি আর করবে,,,
আটকে রাখে,,,,
যেতে দেয়না,,,,
সাইফ যেতে চাইলেও তাকে যেতে দেয়না,,,,,,
বলে ওদের বোনকে চুরি করে নিয়া যাবার শাস্তি,,,,,
আমাকে আর সাইফকে একসাথে দেখে সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে,,,,,,,,
.
আমি জানতাম কিছুনা কিছুতো হবেই,,,
বাসায় যখন আমাকে পেলোনা,,,,
মোবাইলও সাথে ছিলোনা ওরা একটু টেনশনে পড়ে গেছিলো,,,,
যখন জেসিয়া আপুর কাছে শুনলো সাইফ ও নেই তখন তারা নাকি একটু আচ করতে পেরেছিলো,,,,
.
যখন বোরকা পড়ে বাসা থেকে বের হচ্ছিলাম লুৎফা আমাকে দেখে কেমন ভাবে তাকাচ্ছিলো,,,,,
বাসা ভর্তি মেহমান থাকলেও কি আমাকে কেউ খুজবেনা,,,,
আর কেউ না খুজলেও আম্মু আর কাজিনরা খুজবে এটাতো সিউর,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here