অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 7

0
2769

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 7

আমাকে সাজানো শেষ করে আপুও নতুন ড্রেস পড়লো,,,,,
আমি নিজেকে আয়নায় দেখে চিনতে পারছি না,,,,,
আমাকে কিভাবে যে সাজিয়েছে,,,,
নয়ন দেখে বলছে নতুন বউয়ের মতো লাগছে নাকি,,,,,,,,
.
এহসান পুডিং খেতে খেতে আমার সামনে আসলো,,,
ছেলেটার পুরো মুখে পুডিং লেগে আছে,,,,,,,
আঙ্গুল গুলো সব চুষে চুষে খাচ্ছে আর আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখছে,,,
.
এহসান :::::::::: আন্টি তুমিকি আমার সানিয়া আন্টি???
.
আমি :::::::: হুম,,,,
.
এহসান ::::::::: তুমি এতো গুলা ময়দা মাখছো কেনো???
তোমাকে চেনা যাচ্ছে নাতো,,,,,
.
আমি :::::::: আপুনি তুমি আমাকে এভাবে সাজিয়েছো কেনো???
সবাই বলতেছে আমাকে নাকি সুন্দর লাগতেছে না,,,,
আমি মুখ ধুয়ে ফেলবো,,,,,,
.
আপুনি ::::::::: থাক এমন,,,ধুইতে হবে না,,,
অনেক সুন্দর লাগতেছে,,,,
.
আমি :::::::::: আপুনি আমাকে সাজাইছো কেনো বলো না,,,,,
আর কে আসবে বলো???
.
আপুনি ::::::::: তোর দুলাভাইয়ের ফ্রেন্ড আর তার ভাই,,,,
.
আমি :::::::: হুম সেটাতো বুঝলাম,,,,
কিন্তু,,,,
.
আম্মু এসে আমাকে দেখে বললো,,,
সাফিয়া ওকে দুল গুলো পড়িয়ে দে,,,,,
.
আপুনি :::::::: আম্মু আমিতো ভুলেই গেছিলাম,,,,
তুমি দুল গুলো কোথায় রাখছো,,,
আমি পাইনি তো তাই পড়াইনি,,,,
.
আম্মু :::::::::: আমার ব্যাগে আছে,,,
খুজলে পাবি,,,টিস্যু দিয়ে মোড়ানো,,,,
.
আমি ::::::::: না আম্মু আমি দুল পড়বো না,,,,
কি ভারী তোমার দুল গুলো,,,
আমার কান ছিড়ে যাবে,,,,
না আপু আমি ওসব পড়তে পারবো না,,,,
.
আম্মু :::::::::: কিছুক্ষনের জন্যেই তো পড়বি সমস্যা নেই,,,,,
ছোট ছোট এক জোড়া দুল বানিয়ে দিবো,,,,,,
আপাতত এটা পড়,,,
.
আমি আপুনির ড্রেসিংয়ের সামনে বসে আছি আর আপুনি আমাকে দুল পড়িয়ে দিচ্ছে,,,,
এমন সময় গাড়ির হরণ বেজে উঠলো,,,,
মানে গেস্টরা এসে গেছে,,,,
আপুনি জলদি করে এক কানে দুল পড়িয়ে অন্য কানের দুলটা আমার হাতে দিয়ে বললো তাড়াতাড়ি পড়ে নে,,,
মেহমান বোধহয় চলে এসেছে,,,,
তুই জলদি কর হে বোন আমার,,,
.
আমার কেমন জানি ফিল হচ্ছে,,,,
বুকটা ধুরুধুরু করছে,,,,,
.
আম্মু এসে আমাকে ভালোভাবে দেখে নিলো,,,,,
আম্মু :::::::: এভাবে নার্ভাস হয়ে আছিস কেনো,,,,
ইজি ভাবে থাক,,,
মুখে হাসিঁ রাখ,,,
.
আম্মু বেরুতেই আমি আম্মুর হাত ধরে ফেলি,,,,
আম্মু কি হচ্ছে একটু বলবা আমায়???
আমি তো কিছুই বুঝতে পারছি না,,,
.
আম্মু :::::::: তোর এত কিছু বুঝার দরকার নাই,,,,
তোকে আমি যা বলি তুই শুধু তাই করবি,,,
তাহলেই হলো,,,,
.
বোধহয় আম্মুর কথার মধ্যে আমি কিছু একটা আন্দাজ করতে পেরেছি,,,,
আমার খুব অস্বস্হি বোধ হচ্ছে,,,,
.
খাটের উপর বসে বসে শুধু মিহাদের কথাই ভাবছি,,,,
কিচ্ছু ভালো লাগছে না আমার,,,,
হঠাৎ করে আপু,,,আম্মুসহ আরো তিন চার জন মহিলা রুমে ঢুকলো,,,
.
আম্মু ইশারায় তাদের সালাম করতে বললে আমি সালাম করলাম,,,,
আমাকে অবাক করে দিয়ে চশমা দেয়া মহিলাটা আমায় জড়িয়ে ধরলো,,,,
.
তারপর একে একে সবাইকে আমার নাম,,,
কি করি,,,
সব ডিটেইলস বলতে হলো,,,
তাদের সবার চোখ আমার দিকে,,,,
আমার পুরো শরীর দেখছে তারা,,,
মাথা থেকে পা পর্যন্ত,,,,
.
মহিলাটা আমার মাথার কাপড় সরিয়ে খোপাটা খুলে দিলো,,,,
চুল গুলোতে হাত বুলিয়ে বললো,,,
মাশাআল্লাহ,,,,
চুল গুলোতো বেশ লম্বা আর সুন্দর,,,,
.
তারা আম্মুর সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললো,,,,
তারপর মহিলাটা বললো,,,
আসো মা আমাদের সাথে,,,,
তিনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন,,,
আমার আরো বেশি নার্ভাস লাগছে,,,,
.
অপরিচিত মহিলা,,,,
আপুনি এসে বললো,,,
সানিয়া ট্রে হাতে নে,,,,
সবাইকে চা টা নিয়ে দিবি,,,
আমি আপুনির হাতটা ধরে ফিসফিস করে বললাম,,,,
আপুনি,,,,
কি হচ্ছে এসব???
.
আপুনি হেসেঁ হেসেঁ বললো,,,তুই যা যা দেখছিস,,,
সব হচ্ছে আরকি,,,
.
আমি :::::::: মানে কি,,, দাতেঁ দাতঁ চেপে,,,
.
আপুনি :::::::::: তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে,,,,
.
আপুনির মুখ থেকে কথাটা শুনার সাথে সাথে আমার হাত পা পুরো অবশ হয়ে গেলো,,,,,
আমার ভিতর যেনো আমি নেই,,,
আমাকে না জানিয়ে এসব,,,,
হঠাৎ করে এখানে আসা,,,,
আমাকে এভাবে পরিপাটি করে সাজানো,,,,,,
আম্মু মিথ্যে বলে আমায় এখানে নিয়ে এসেছে,,,,,
.
আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে,,,,
চোখ ছলছল করছে,,,,
বোধহয় এখনি পানি চলে আসবে,,,,
আমি আগে জানলে কখনোই আসতাম না,,,,,,
কক্ষণো না,,,,
.
ওদের সাথে করে আমাকে হল রুমে নিয়ে এলো,,,,
আমি এক নজর দেখে কেউ একজনের সাথে চোখাচোখি হলে চোখ নামিয়ে ফেলি,,,,,
আমার আব্বুও দেখি এসেছে,,,,
তার পাশে দুলাভাই বসা,,,,
আর দুলাভাইয়ের পাশে একটা ছেলে,,,,
আরেক সোয়ায় একজন মুরব্বি টাইপের মানুষ আর তার পাশে আরো একজন ছেলে,,,,,,,
.
আব্বু আর দুলাভাই ছাড়া মোট তিনজন,,,,
তাদের কাউকে আমি চিনিনা,,, কখনো দেখিনি,,,,
.
তারাও আমার দিকে তাকিয়ে আছে,,,,
মহিলাটা বললেন,,,,
মুরব্বিকে দেখিয়ে,,,, মা উনাকে সালাম দাও,,,,
উনি তোমার ফুফা হবেন,,,
আর ওকেও সালাম দাও,,,
ও তোমার ভাসুর হবে,,,,
.
আমি দুজনকেই সালাম দিলাম,,,,
তারা আমাকেই দেখছে,,,,
কিন্তু দুলাভাইয়ের পাশে যে ছেলেটাকে দেখছি,,,,
তাহলে কি সেই পাত্র???
.
ছেলেটা কালো,,,,হেংলা,,,,,পুরো দেখেত কার্টুনের মতো,,,,,
তার সাথেই আমার চোখাচোখি হয়েছিলো,,,,,
আমাকে দেখে দাঁত দেখিয়ে হাসছিলো,,,,,,,,
পুরো চেহারাটা কালো,,,,,
শুধু দাতঁ গুলো সাদা ঝকঝকে,,,,
হাসির কারণেই দেখলাম,,,
.
ছি ছি এটা পাত্র,,,,
আমার আব্বু আম্মু,,,আপুনি,,, দুলাভাই আমাকে এমন ছেলের হাতে তুলে দিতে চাই,,,,,
তাদের পছন্দ এমন,,,,
যাকে দেখে আমার ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে,,,,
কেমন করে কালো গাধাটা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে,,,,,
.
ফুফা :::::::: তোমার নাম তাহলে সানিয়া,,,,,,,,
.
আমি ::::::: জ্বি,,,
.
ফুফা ::::::::::::: জানো আমার একটা বান্ধবী ছিলো ওর নামও সানিয়া,,,,
এবার সবাই হো হো করে হেসেঁ দিলো,,,,,,,,,,
.
আপুনি :::::::::::: সানিয়া,,,,,সবাইকে চা নিয়ে দাও,,,,
.
আমি একে একে সবাইকে চা দিলাম,,,,,
ঐ কালো গাধাটাকে চা দিতে গিয়ে আমার হাত কাপঁছে,,,,,,
.
ফুফা বললো,,,,,,সাইফ কই,,,, ও আবার কোথায় গেলো???
.
কালো গাধাটা বলে উঠলো,,,,
অফিস থেকে কল এসেছে,,, কথা বলতে বাইরে গেছে,,,,,
.
মহিলাটা বললো,,,,ঐ যে আমাদের সাইফ এসে গেছে,,,,,,
আম্মু আপুকে ফিসফিসিয়ে বলছে,,,,
এটাই কি পাত্র???
আপুনি :::::::: হ্যা
.
এই কথাটা আমার কানে বারি খেলো,,,,
মুখটা ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই দেখি,,,,,
ব্লাক শার্ট ইন করা,,,,,সাথে ম্যাচিং করা জ্যাকেট,,,,,,,,,,
ব্লাক সু,,,পা থেকেই মাথা পর্যন্ত এক ঝলকে দেখে নিলাম,,,
সানগ্লসটা বুকের পাশে ঝুলিয়ে রেখেছে,,,,,,,,
মোবাইলে কথা বলতে বলতে ঢুকছিলো,,,,,,,,
হঠাৎ আমার সাথে চোখাচোখি হয়ে গেলে আমি চোখ নামিয়ে ফেলি,,,,
.
লুকটা কিলিং,,,,,
চেহারাটা খুব মায়াবী,,,,,,
গায়ের রংটা উজ্জল,,,,,এতো বেশি ফর্সাও না,,,,,,,,
হাইটটা একটু বেশি হবে আমার চেয়ে,,,,
৬ফুট এর মতো,,,,,
ফিগারটা একেবারে বারুন সবটির মতো,,,,,,,,,
সব মিলিয়ে হেব্বি হ্যান্ডসাম,,,,,
মেয়েরা যেমন চাই,,,,
.
সে এসেই আমার আম্মু আর আপুকে সালাম দিলো,,,,
কুশল বিনিময় করলো,,,,,
মহিলাটা উনার সাথে ইশারায় কিছু বলছিলো সেইটা আমার চোখে পড়ে,,,,,
.
তাহলে উনার নাম সাইফ,,,,,
আপু কানের কাছে এসে বললো,,,
তোর উনাকেও চা টা দে,,,,
.
আমার পুরো শরীর কাঁপছে,,,,,
চায়ের কাপটা উনার কাছে নিয়ে যেতেই আরো কাপাঁকাপিঁ শুরু হয়ে গেলো,,,,,
.
উনি হাত বাড়িয়ে নিতেই উনার দিকে আমি তাকাই,,,,
আবারো চোখের সাথে চোখ মিলে যায়,,,
আর আমার হাত থেকে কাপটা ঐ কালো গাধাটার গায়ে পড়ে যায়,,,,
.
গরম গরম চা টা বেচারার এমন জায়গায় পড়লো,,,,
না জানি সব ঠিকাছে কিনা,,,,,
নাকি বাবা হতে পারবে না,,,,
ইশশশ ইচ্ছে করে করিনি তো,,,,
.
গাধাটাকে আপু ওয়াশরুম দেখিয়ে দিলো,,,,,
আম্মু :::::::: সানিয়া,,,,একটু দেখে শুনে কাজ করবি তো,,,,
ওরা নতুন মেহমান আমাদের,,,,
.
মহিলা :::::::::::: আপা এমন করে বলছেন কেনো,,,,,,
নতুন মেহমান না আমরা,,,,আজ থেকে আমরা আপনাদের ঘরের মানুষ,,,
আমরা সবাই আপন,,,,,
হয়তো খেয়াল করেনি,,,,
.
আমাকে মহিলাটা তা পাশে বসালেন,,,,
সবাইকে আপু নাস্তা তুলে দিচ্ছে,,,,,
আমাকে ঐ মহিলাটা খাইয়ে দিচ্ছে,,,,
আম্মুকে আর আপুকেও,,,,
.
তারপর মহিলাটা আব্বুকে,,,দুলাভাইকে আর সবাইকে মিষ্টি খাইয়ে দিলো,,,,
এর ভেতরে আমি একটাবারও উনার দিকে তাকায়নি,,,,
.
আমাকে আপু ভেতরে নিয়ে গেলো,,,,
আমার তো কান্না করার মতো অবস্হা,,,,,,
কি থেকে কি হয়ে গেলো,,,,,
আপুর রুমে দুলাভাই,,,, উনি আর কালো গাধাটা,,,,,,
তারপর মহিলা চারজন আর আম্মু আপুনি সবাই একসাথে এলো,,,,
.
আমাকে উনার পাশে দাড় করিয়ে দিলো,,,,,,,
মহিলাটা এসে আমার হাতে দুইটা চুড়ি পড়িয়ে দিলো গোল্ডের,,,,,
আর আরো একজন বড় আপা টাইপের মেয়ে এসে আমার গলায় গোল্ডের চেইন পড়িয়ে দিলো,,,,
আমি শুধু চুপচাপ,,,,
.
মহিলাটা ::::::::: সাইফ আংটিটা সানিয়াকে পড়িয়ে দে,,,,,
এই কথাটা শুনে আমার নিশ্বাস যেনো আটকে গেলো,,,,,
এসব কি হচ্ছে,,,,,
আমিকি নিজের মধ্যে আছি নাকি নাই,,,,
এতো কিছুর আয়োজন করে রেখেছে আগে থেকে বাট আমি টেরও পেলাম না,,,,,,,
.
উনি আমার হাতটা নিয়ে আমার বা হাতের আঙ্গুলে আংটি পড়িয়ে দিলেন,,,,,,
আংটি পড়ানোর সাথে সাথে মানে যখন উনার স্পর্শ আমার শরীরে লাগে যেনো শকড খেয়েছি,,,,
কারেন্টের ঝটকা লেগেছে এমন অনুভূতি হলো,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here