অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 38

0
1962

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 38

সত্যি তোমাকে এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মনে হচ্ছে,,,,,,,,
যে সুন্দরের মাঝে আমি অনেক আগেই হারিয়ে গেছি,,,,
ডুবে গেছি,,,,
আমার মুখে হাত বুলিয়ে দিচ্ছে,,,,,
আমি সাইফকে সরাতে কফির মগটা ওর হাতের সাথে লাগিয়ে দিই,,,,
.
সাইফের হাতে গরম লাগলে ও আহহহ বলে হাত ঝারতে লাগলো,,,
আমি একটু সরে দাড়ালাম,,,,
অবাক হয়ে মানুষটাকে দেখছি,,,,
এমন মানুষ কয়টা হয়,,,,
কাল রাতে আমি কত কি করেছি,,,,
আর এখন উনি এমন রিয়েক্ট করছেন যেনো কিছুই হয়নি,,,,
সব ঠিকঠাক আছে,,,,,
কত সুন্দর করে আমার সাথে হেসে হেসে কথা বলছেন,,,,
আমার জন্যে কফি বানিয়ে এনেছেন,,,,
.
ঘোর কাটলো সাইফের চুটকিতে,,,,
কি হলো বিউটিকুইন,,,,
কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো,,,,
.
আমি :::::::::::: কই দেখি,,,
আপনার হাতে খুব বেশি লাগেনি তো,,,,
.
সাইফ :::::::: আরে নাহ,,,,
তেমনটা লাগেনি,,,
তুমি কফিটা টেস্ট করে দেখো কেমন হয়েছে,,,,,,
.
আমি কফিতে চুমুক দিতেই চোখ বন্ধ করে ফেললাম,,,,,
বাহ অসাধারণ হয়েছে তো,,,,
আমার মতো তেতো বাজে কফি হয়নি,,,,
এতো মজার কফি মনে হয় আমি জিবনে খায়নি,,,,,
.
সাইফ এখনো তাকিয়ে আছে আমার দিকে,,,,,,
আমি চোখ খুলেই মুচকি হেসে বললাম,,,,
অতুলনীয় স্বাধ,,,,,
অনেক ভালো হয়েছে,,,,
সাইফের মুখে এখন রাজ্য জয় কার হাঁসি ফুটলো,,,,
.
কফিটা শেষ করতেই আমার হাত থেকে মগটা নিয়ে বললো,,,
ফ্রেশ হয়ে নিচে এসো,,,,
সবাই একসাথে নাস্তা করবে,,,,
.
আমি টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই সাইফ ডাক দিলো,,,,
আর শুনো,,,,
হাতের ইশারায় দেখিয়ে বললো,,,,
ওখানে কাপড় রাখা আছে,,,,,,
.
আমি :::::::::: হুম ঠিকাছে,,,,
সাইফ ::::::::: তোমার যা মনচায় পড়তে পারো,,,,,
রুম থেকে বেরিয়ে গেলো,,,,
মানুষটা আসলে অনেক ভালো,,,
কত সুন্দর করে কথা বলে,,,,
.
শাড়ি পড়তে মোটেও ইচ্ছে হচ্ছিলো না,,,,,,,,
কিন্তু একটু আগেই তো জেসিয়া আপি একটা ইয়া ভারী শাড়ি দিয়ে গেলো,,,
এটা পড়তে হবে,,,,
.
কোনো ভাবে শাড়িটা পেছিয়ে নিলাম,,,
বিয়ের দ্বিতীয় দিন বলে কথা,,,,,
মানুষজন নাকি দেখতে আসে,,,,
এতো ভারী শাড়ি পড়ে কি থাকা যায়,,,,,
কিভাবে যে মানুষ শাড়ি পড়ে থাকে আল্লাহই ভালো জানেন,,,,,
.
নিচে নামতেই দেখি সবাই নাস্তার টেবিলে বসে আমার জন্যেই অপেক্ষা করছে,,,,,
জেসিয়া আপু,,,,মামুন ভাইয়া,,,,ফুফা আর ফুফি,,,,,
তবে সাইফকে দেখছিনা,,,,
টেবিলের কাছে আসতেই জেসিয়া আপি চেয়ার টেনে দিয়ে বললো,,,
বসো সানিয়া,,,,
.
আমি এদিক ওদিক তাকাচ্ছি,,,,
হঠাৎ মামুন ভাইয়া বললো,,,
যাকে খুজছো সে কিচেনে,,,,
সবার জন্যে নাস্তা বানিয়ে আনছে,,,,
.
ঐ তো এসে গেছে,,,
এবার তো বসো সানিয়া,,,,
দেখলাম সাইফ হাতে বড় বড় দুইটা প্লেট নিয়ে এসেছে,,,,,
.
প্লেটে বিরিয়ানি দেখে আমার জ্বিবে পানি চলে এলো,,,,
বিরিয়ানি এমন একটা জিনিস যা ছোট বড় সবার প্রিয়,,,
আমারো খুব প্রিয়,,,,,
মামুন ভাইয়া :::::::::::: কিরে শালা,,,,
বউ আসতে না আসতেই কিচেনে কাজ শুরু করে দিলি,,,,
বউকে তো মনে হয় কিচেনে ঢুকতেই দিবিনা,,,,
সাজিয়ে রাখবি নাকি,,,,
.
সাইফ আমার দিকে তাকিয়ে আবার মামুন ভাইয়ার দিকে তাকালো,,,
চোখ বড় করে কি যেনো ইশারা করলো,,,,,,,
জিজু তুমি না কি বলো,,,,
এই একটু আধটু পারি তাই দেখছিলাম আর কি,,,,,,,
সাইফ ::::::::::::: কি হলো সানিয়া,,,
বসো তুমি,,,,
দাড়িয়ে আছো কেনো,,,,
.
মামুন ভাইয়া :::::::::: জামাই কিচেনে কাজ করছে আর বউ বসে বসে খাবে সেটা হয় নাকি,,,,,
তুই না বসলে সানিয়া কি খাবে,,,,
.
সাইফ :::::::::::: কেনো খাবেনা,,,,
ক্ষিধে লাগলে অবশ্যই খেয়ে নিবে,,,,,
হা সানিয়া তুমি বসো,,,,
আমার পাশের চেয়ারে সাইফ বসলো,,,,
.
মামুন ভাইয়া আরো কত মজা করছে,,,
সাইফ তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে,,,
মামুন ভাইয়া চুপ করছেনা,,,,,
জেসিয়া আপি ::::::::::: আহহহ তোমরা করছোটা কি,,,,
মামুন তুমি এতো বকবক করো কেন হা,,,,,,,
চুপ করে খেতে পারোনা,,,,
.
সাইফ ::::::::::: আপু একদম ঠিক বলেছে,,,,,,,
জিজু খাও সমস্যা নেই তবে একটু কম খেও,,,,নয়তো বেশি ফুলে গেলে টুস করে ফেটে যাবে,,,,,
সাইফ আমার প্লেটে বিরিয়ানি নিয়ে দিচ্ছে,,,,,,
দেখতে তো দারুণ মনে হচ্ছে,,,,,,,
সবাই মুখে দিয়ে খুব নাম করছে,,,,
.
আমি মুখে দিতেই এক চিলতে হাঁসি ফুটে উঠলো,,,,
খুব টেস্ট হয়েছে,,,,,
উনি এতো ভালো রান্নাও পারেন,,,,
বাহ বাহ কি চমৎকার,,,,
একটা মানুষের আর কত গুণ থাকতে পারে এটা সাইফকে না দেখলে কেউ বুঝবেনা,,,,,
.
তারপর মামুন ভাইয়া,,,, জেসিয়া আপু আর সাইফ সোফায় বসে বসে গল্প করছিলো,,,,
আমিও ছিলাম,,,,
তবে উঠে আসতেই জেসিয়া আপি বললো,,,,
সানিয়া কোথায় যাচ্ছো???
.
আমি ::::::::: রুমে যাচ্ছি আপু,,,,
আমাকে কি আরো বসতে হবে???
.
মামুন ভাইয়া :::::::::: তোমার ইচ্ছা,,,,
আচ্ছা রুমে গেলে যাও,,,
সাইফ তুইও যা,,,,
কথাটা সাইফকে চোখ মেরেই বললো,,,
সাইফ আমার দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত চোখে বললো,,,,
একটু পর যাবো,,,,
আমি রুমে এসে কি করবো ভাবছি,,,,,
দরজাটা লক করে ফোন দিলাম মিহাদকে,,,,,,
.
মিহাদ ঘুম জড়ানো কন্ঠে,,,,
হ্যালো,,,,
আমি ::::::::::: কেমন আছো তুমি???
.
মিহাদ ::::::::::::: ওহহহ সানিয়া,,,,,
মনে পড়লো তাহলে আমাকে,,,,
ভালো কিভাবে থাকি আমি,,,,
আমার ভালোবাসার মানুষটা গতকাল অন্যের বিছানায়,,,,
অন্যের সাথে বাসর করেছে,,,,,
তার মনোরঞ্জন করেছে,,,,,,
আমি কেমনে ভালো থাকি,,,,,
.
আমি :::::::::: মিহাদ তুমি ড্রাংক,,,,,
.
মিহাদ ::::::::::::::: হুম আমি ড্রাংক,,,,,,
আমার গার্লফ্রেন্ড অন্যের সাথে ইনজয় করছে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো,,,,,
সানিয়া তুমি কিভাবে পারলে এসব করতে,,,,,,,
সে তোমায় কতোটা সুখী করতে পেরেছে?????
অনেক বেশি মনে হয়,,,,
.
আমি রেগে বললাম,,,
এসব যা তা কি বলছো,,,,
তুমি এখন ড্রাংক,,,, সো পরে কথা বলবো,,,,,,
.
মিহাদ ::::::::: না না না পরে না,,,,
পরে পরে করে তো সব শেষ হয়ে যাচ্ছে,,,,,,,,
আগে বলোনা কি কি করেছে সে তোমায়,,,,,,
আমাকে তো কখনো চান্স দাওনি,,,,
সে কি খুব স্ট্রং,,,,,,
সকালের গোসলটা কি করেছো???
নাকি সে করিয়ে দিয়েছে,,,,
.
আমি দাঁতে দাঁত চেপে,,,,,কুত্তা হ্রামী,,,
তুই জিবনেও মানুষ হবিনা,,,,,
এতো বাজে কথা তোর মুখ দিয়ে আসে কেমনে,,,,,
রাখছি আমি ফোন,,,,
লাইন কেটে ফোনটা অফ করে দিলাম,,,,,,
এতো নির্লজ্জ মিহাদ,,,,
কিসব আজে বাজে কথা বলছে,,,,,
ধ্যাৎ মনটাই খারাপ করে দিলো,,,,
.
সাইফের বেলকুণির দিকে চোখ গেলো,,,,,
সেখানটাতে যাওয়া হয়নি,,,,
একটু দেখে আসি,,,,,,
.
বেলকুণিতে কয়েকটা গাছ,,,,
একপাশে একটা রকিং চেয়ার তার পাশে ডাম্বেল,,,,
আর বেলকুণি থেকে দেখা যাচ্ছে সবুজ ঘাসে ভরা একটা বড় মাঠ,,,,,
মনে হয় ওখানে ছেলেরা ক্রিকেট খেলে,,,,,
স্ট্যাম্প দেখা যাচ্ছে,,,,
বাহ খুব সুন্দর তো,,,,,
হালকা হালকা বাতাসও আসছে,,,,
অনেক ভালো লাগছে,,,,
.
রকিং চেয়ারে বসে কয়েকটা দোল খেলাম,,,,,
তারপর ডাম্বেল একটা দুহাতে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম,,,,,
কোনো ভাবেই উঠাতে পারছিনা,,,,,,
ছেলেরা কিভাবে দুহাতে দুইটা উপরে উঠায়,,,,,
বাপরে কি ভারী,,,,
.
রুমের বাইরে এসে নিচে না নেমেই সাইফকে ডাকার চেষ্টা করছি,,,,,,
গল্পে একদম ঢুকে গেছে,,,,,
দৃষ্টি এদিকে ফিরাচ্ছেই না,,,,
এই যে শুনছেন,,,,
সাইফ,,,,
ফিসফিসিয়ে ডাকলাম তাও শুনলো না,,,,,,,,
.
আমার রাগ হলো,,,,
মানুষটা কি কানে কম শুনে,,,,
একটু পর আসবে বলে এখনো এলোনা,,,,
বাধ্য হয়ে বড় করে বললাম,,,,
এই যে শুনছেন,,,,,
একটু এদিকে আসবেন,,,,
.
মামুন ভাইয়া,,,জেসিয়া আপি,,,সাইফ সবাই উপরে আমার দিকে তাকালো,,,,,
খুব লজ্জা লাগছে আমার,,,,
চুপ করে আছি,,,,
.
মামুন ভাইয়া ::::::::: যা সাইফ তোকে ডাকছে,,,,,
জলদি যা,,,,,
.
সাইফকে আসতে দেখে আমি রুমে চলে এলাম,,,,,
সাইফ রুমে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করে দিলাম,,,,
সাইফ চোখ বড় বড় করে,,,,,
আমার দিকে তাকিয়ে আছে,,,
.
ইশশরে কি করলাম আমি,,,,
দরজাটা বন্ধ দিয়েছি হয়তো উনি মাইন্ড করেছেন,,,,,,,,,,
আমি বুঝতে পেরে,,,,
ইয়ে মানে,,,,
মানে আমার না শাড়ি পড়তে ভালো লাগেনা,,,,,,,,
কেমন যেনো আনইজি ফিল করি,,,,,,
আমিকি শাড়ি না পড়ে কামিজ পড়তে পারবো????
.
সাইফ :::::::::::: ওহহহ এই কথা বলতে দরজা বন্ধ করতে হয় বুঝি,,,,,
তোমার ইচ্ছা,,,
যেটা পড়লে তোমার নিজেকে ইজি মনে হবে,,,,
ভালো লাগবে তুমি সেটাই পড়তে পারো,,,,,,,
আমি খুশি হয়ে,,,,
সত্যি,,,,,
.
সাইফ মাথা নাড়িয়ে হুম,,,,,
আমি দৌড়ে আলমারী থেকে কামিজ বের করে পড়তে শুরু করলাম,,,,,
শাড়ির আচলটা ফেলে কামিজ ভাজ থেকে খুলছি এমন সময় সাইফকে দেখে আমার কলিজা মোচড় দিলো,,,,
একি করছি আমি,,,,
উনার সামনেই কাপড় চেইঞ্জ করছি,,,,,
.
সাইফ চোখ বড় বড় করে হা করে আমার দিকে তাকিয়ে ছিলো,,,,
আমি ঢোক গিলছি,,,,,,
তারাতারি আচলটা তুলে আবার গায়ে জড়িয়ে দিলাম,,,,,,
ছি সানিয়া কি করছিস তুই,,,,
এতোবড় বেয়াক্কেল কিভাবে হয়,,,,,,
.
আমি :::::::: কাপড় ঠিক করে এক পাশে দাড়িয়ে আছি,,,,,,,,
সাইফ নিজের কপালে বারি মেরে,,,,
চোখ কচলিয়ে,,,,
যেনো সে অনেক কিছুই দেখে ফেলেছে,,,
আ,,,,আ,,,আমি বাইরে যাচ্ছি,,,,
তুমি চে,,,চেইঞ্জ করে নাও,,,,
আমি বাইরে যাচ্ছি,,,,
.
আমি এমন কেনো,,,,,,,,
কি লজ্জাটাই না পেলাম,,,,
সাইফ বাইরে গেলে আমি কাপড় চেইঞ্জ করে ফেলি,,,,
.
পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম,,,,,
খুব সুন্দর ভাবে সাজানো,,,,
একটা রুমের পাশে যেতেই কেউ ফিসফিসিয়ে কথা বলছে শুনলাম,,,,,
উকি দিতেই দেখি সাব্বির কারো সাথে কথা বলছে,,,,,
কথা শুনে তো মনে হচ্ছে কাউকে মানানোর চেষ্টা করছে,,,,,
.
আমি রুমে ঢুকে এহেম এহেম করতেই সাব্বির হুরমুরিয়ে উঠে চট করে ফোনটা কেটে দেয়,,,,,
সাব্বির :::::::: ভাবী তুমি???
.
আমি :::::::::: হুম আমি,,,
কি হয়েছে,,,,,
কার সাথে কথা বলছো,,,,,
গার্লফ্রেন্ড নাকি???
.
সাব্বির চোখ বড় বড় করে,,,,,
না মানে,,,,
একচুয়েলী,,,,
.
আমি মুখ বাকা করে,,,,,,
না মানে,,,
মানে,,
এতো মানে মানে করছো কেনো,,,,
সাব্বির তুমি এভাবে ঘামছো কেনো??
.
সাব্বির পকেট থেকে টিস্যু বের করে ঘাম মুছতে মুছতে বললো,,,
খুব গরম পড়ছে তাইনা,,,,,
তারপর ভাবী,,,,
.
আমি ::::::::::: কথা ঘুরাচ্ছো কেনো,,,,
বললে নাতো কার সাথে কথা বলছিলে,,,
কাকে মানানোর চেষ্টা করছিলে,,,,হুমমম
.
সাব্বির ::::::::::: ফোন পকেটে রেখে,,,, আরে বাদ দাওতো,,,,
তোমার কথা বলো,,,
কেমন লাগছে আমাদের বাড়িটা,,,,
মানে তোমার শ্বশুরবাড়ি,,,,,
.
আমি ::::::::::: হুম বেশ লাগছে,,,,খুব সুন্দর বাড়ি,,,,,
পাশে বোধহয় প্লে গার্ডেন আছে,,,,
.
সাব্বির :::::::::::: হে আছে,,,,
ওখানে অফ ডেতে আমি আর ভাইয়া ক্রিকেট বা ফুটবল খেলি,,,,
তারপর বাইরের ছেলেরাও খেলতে আসে,,,,,,,
কেনো কি হয়েছে ভাবী???
পছন্দ হয়নি তোমার???
.
আমি ::::::::::: হুম খুব পছন্দ হয়েছে,,,
তোমার ভাইয়া ক্রিকেট,,,ফুটবল খেলে??
মানে খেলতে পারে,,,,,
সাব্বির :::::::::::::: খেলতে পারে মানে,,,,
প্রতি বলে চক্কা আর ফোর মারে,,,,
সেই লেভেলের পাক্কা খেলোয়ার,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

গল্পের শেষটা দেখে না জানি সবাই কেমন রিয়েক্ট করে :-/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here