অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 39

0
1993

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 39

আমি ::::::::::: হুম খুব পছন্দ হয়েছে,,,
তোমার ভাইয়া ক্রিকেট,,,ফুটবল খেলে??
মানে খেলতে পারে,,,,,
সাব্বির :::::::::::::: খেলতে পারে মানে,,,,
প্রতি বলে চক্কা আর ফোর মারে,,,,
সেই লেভেলের পাক্কা খেলোয়ার,,,,
.
আমি ::::::::: মনে মনে বললাম,,,,বাহ আরো কত কি শুনবো,,,,
না জানি তার আরো কত গুণ আছে,,,
.
কর্নারের রুমটা ফুফির,,,,,
ফুফির রুমে গেলে ফুফি আমাকে বসিয়ে সাইফের ছোট বেলার ছবির এ্যালবাম দেখাচ্ছে,,,,
সাইফের খেলার ছবি হাটার ছবি সব দেখাচ্ছেন,,,,,
সাইফের মা বাবার একটা ছবি দেখলাম,,,,,,
বাহ আমার শ্বশুর খুব হ্যান্ডসাম সাইফ নিশ্চয় উনার মতোই হয়েছে,,,,,
এমা আমার শাশুরীও অনেক সুন্দর,,,,,
ঠিক সাইফের চেহেরার মতো,,,,
উনার চেহেরাটাও মায়ের মতো মায়াবী,,,,,,,,
.
সাইফের একটা ছবি দেখে আমার বড্ড হাঁসি পাচ্ছিলো,,,,
বেচারা কোনো প্যান্ট নাই,,,,
ছি ছি কি লজ্জা,,,,
এমন ভাবে ছবি তুলে,,,,,
আমার নিজেরই লজ্জা লাগছে,,,,
ছবি গুলো দেখিয়ে ফুফি পুরো কাহিনী আমাকে শুনাচ্ছে,,,,,
ফুফির কাছে আররকটা কাহিনী শুনলাম,,,,,,
জেসিয়া আপির শ্বশুর নাকি সুইসাইড করেছে,,,,,,,
কারণ আপির শাশুড়ি নাকি পরকিয়া করে অন্যকারো সাথে পালিয়ে গেছেন সব কিছু নিয়ে,,,,,
.
ইশশ মামুন ভাইয়ার উপরেও কতোটা ঝড় বয়ে গেছিলো,,,,
একটা মানুষের অতীতে কত কিছুই তো হয়ে থাকে,,,,,
হঠাৎ ফুফির রুমে সাইফ আর মামুন ভাইয়া এলো,,,,
এ্যালবাম আমার সামনে খোলা রাখা ছিলো,,,,,,,,
মামুন ভাইয়া :::::::::::::: কি করছো তোমরা,,,,,
ফুফি কি চলছে আমরাও একটু শুনি,,,,
নতুন বৌকে কি দেখাচ্ছো,,,,,
কথাটা বলেই মামুন ভাইয়া আমার সামনে থেকে ছবিটা চো মেরে নিয়ে নিলো,,,,
ইয়া আল্লাহ,,,,
ওরে সাইফরে,,, ফুফিতো তোর ইজ্জত সব শেষ করে দিলো,,,,
দেখ দেখ সানিয়াকে কি দেখাচ্ছে,,,,,
.
ফুফি ::::::::::: কি দেখাচ্ছি মানে,,,
ফ্যামিলি এ্যালবাম দেখাচ্ছি আর কি,,,
.
সাইফ দেখে চোখ বড় বড় করে,,,,
ফুফি তুমি কি করছো,,,,,
দেখি জিজু ছবিটা আমাকে দাও,,,,
.
মামুন ভাইয়া :::::::::: না না তোকে তো দিবোনা,,,,,
এটা আমার কাছে থাকবে,,,,
যদি কোনো তেড়ি মেড়ি করিস তো সানিয়াকে দেখাবো,,,,
.
সাইফ ছবিটা নিতে মামুন ভাইয়াকে তাড়া করছে আর মামুন ভাইয়া এদিক ওদিক ছুটাছুটি করছে,,,,,,,
আমি আর ফুফি ওদের কান্ড দেখে হাসছি,,,,,,,,
.
ঠিক তখনি জেসিয়া আপি পেয়াজু নিয়ে এলো,,,
গরম গরম পেয়াজু,,,
জেসিয়া আপি বানিয়েছেন,,,,
আরে তোমরা কি করছো,,,,
ছোট বাচ্ছার মতো এমন করছো কেনো,,,,,,,
মামুন সাইফ তোমাদের কিন্তু থামতে বলেছি,,,,,
.
দুজনেই থামলো,,,
সাইফ :::::::::: আপু জিজুকে বল আমার ঐ যে ঐ ছবিটা দিতে,,,,,,
.
জেসিয়া আপি ::::::::: ঐ যে ঐ ছবি মানে,,, কোন ছবি,,,
মামুন ভাইয়া ছবিটা পিছনে আড়াল করে নিলো,,,
.
সাইফ ::::::::::: জিজুর হাতে যে ছবিটা আছে,,,,
.
মামুন ভাইয়া :::::::: কই নাতো,,
আমার হাতে কোনো ছবি টবি নাই,,,
.
জেসিয়া আপি ::::::::::: মামুন,,,এখনি ছবিটা আমার হাতে দাও,,,
দাও বলছি,,,
মামুন ভাইয়া ছবিটা জেসিয়া আপির হাতে দিতেই জেসিয়া আপি সহ সবাই একসাথে হেসেঁ উঠলো,,,,
আর আমিও মুখে হাত চেপে হাসছি,,,,
সাইফ লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে গেলো,,,,,,
.
জেসিয়া আপি :::::::::: সাইফ দাড়া,,,কোথায় যাচ্ছিস,,,
পেয়াজু খাবিনা,,,,
.
কিন্তু উনি কোনো কথা না শুনেই হনহনিয়ে চলে গেলেন,,,,,
জেসিয়া আপি মামুন ভাইয়াকে বললো,,,
তুমি একটু বেশিই বাড়াবাড়ি করো,,,,
মামুন ভাইয়া প্লেট থেকে পেয়াজু নিয়ে মুখে দিয়ে,,,,
আহহহহ কি গরম,,,,,
কই বাড়াবাড়ি করলাম,,,
তোমার ভাইটা এতো লজ্জাবতী কেনো,,,,
.
জেসিয়া আপি ::::::::::: সানিয়া নাও এগুলা সাইফকে দিয়ে আসো,,,
আর হা শুনো তুমিও খাবে কিন্তু,,,,
পেয়াজুটা ভালো হয়েছে,,,,
.
আমি পেয়াজু নিয়ে রুমে এসে দেখি উনি নেই,,,,
বেলকুণিতে উকি দিতেই দেখলাম বীরপুরুষ দুহাতে ডাম্বেল নিয়ে একবার উপরে তুলছে আবার নিছে নামাচ্ছে,,,
এতো ভারী জিনিস কিভাবে উঠাচ্ছে,,,
মাশাআল্লাহ আবার নজর লেগে যাবে,,,,
.
আমি অপলক ভাবে তাকিয়ে আছি,,,
উনি আমাকে দেখতে পেয়ে বললো,,,,
আরে তুমি কখন এলে,,,,
.
আমি হকচকিয়ে,,,,, চোখ সরিয়ে বললাম,,,,
আপু পেয়াজু দিয়েছে আপনার জন্যে,,,,
.
সাইফ :::::::::: চেয়ারে রাখো,,,,
.
আমি :::::::: ঠান্ডা হয়ে যাবে তো,,,
কথাটা বলতেই সাইফ আমার দিকে তাকালো,,,,
আমি ইস্তত বোধ করে,,,,
না মানে আপু বলেছে গরম গরম খেতে,,,
নয়তো মজা লাগবে না,,,,
.
সাইফ ::::::::: তুমি খেয়েছো???
.
আমি ::::::::::: জ্বি নাহ,,,,
আগে আপনি খান,,,
.
সাইফ ডাম্বেল রেখে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে পেয়াজুর প্লেট আমার হাত থেকে নিয়ে পেয়াজু আমার মুখের সামনে তুলে ধরলো,,,,,,
আগে তুমি খাও,,,,
.
হঠাৎ আমার চোখে পানি চলে এলো,,,,
আব্বুও আমাকে আগে খাইয়ে দিতো,,,
তারপর নিজে খেতো,,,,
.
সাইফ ::::::::::: একি সানিয়া,,,তুমি কাদছো কেনো???
আমার হাতে খাইয়ে দিচ্ছি সেজন্যে নাকি????
.
আমি চোখ মুছে,,,,
নাহ তা হবে কেনো,,,
আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে,,,,
.
সাইফ মুচকি হাঁসি দিয়ে,,,
ওহহহ এই ব্যাপার তাইলে,,,,
পাগলী মেয়ে,,,,,
কাদতে হয় নাকি,,,,
আগে এটা খাও,,,,
আমাকে পেয়াজু খাইয়ে দিলো,,,,
তারপর ফোন করে আব্বু আম্মুর সাথে,,,,,,,
আপুনির সাথে আর লুৎফার সাথেও কথা বলিয়ে দিলো,,,,,,
সাইফ সবসময় আমার কেয়ার করে,,,,
কিছু খেতে না চাইলেও আমাকে জোর করে খাইয়ে দেয়,,,,,
.
একদিন আমি খুব চেষ্টা করছিলাম ডাম্বেল উপরে উঠাতে কিন্তু পারছিনা,,,,,
সাইফ কেমনে করে,,,,
অনেক শক্তি জোগাড় করেও সফল হতে পারছিলামনা,,,,
.
যখন ডাম্বেলে হাত রাখলাম হঠাৎ পেছন থেকে কেউ আমার হাতের উপর হাত রাখলো,,,,
তাকে দেখার আগেই তার স্মেলটা আমার নাকে ঢুকলো,,,,
আমাকে পাগল করার জন্যেই এটা কাফি,,,,,,,
এটা সাইফ,,,,
আমি ওর দিকে তাকাতেই ও মুচকি হাঁসি দিয়ে,,,,
কদিন থেকে খেয়াল করছিলাম তুমি এটা উঠানোর চেষ্টা করছিলে,,,,
এই শরীর নিয়ে ডাম্বেল উঠানো সম্ভব নয়,,,,,
.
তারপর সাইফ আমার হাতের উপর হাত রেখেই ডাম্বেলটা উপরে উঠালো,,,
একি এটা এতো হালকা কেনো,,,,
কত সহজেই পারলাম,,,,,
সাইফ আমার পেছনে থাকায় ওর নিঃশ্বাসের গরম হাওয়াটা আমার ঘাড়ের উপর পড়ছে,,,,,
কেমন এক শিহরণ আমার উপর বয়ে যাচ্ছে,,,,,,,,,,
পুরো শরীরটা জমে গেছে সাইফের স্পর্শ পেয়ে,,,,,
সাইফ আমার চুল গুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ছে,,,,
আর সাইফের মুখ ছুয়ে দিচ্ছে,,,,,,
আমি বুঝতে পারছি সাইফ আমার চুলের ঘ্রাণ নিচ্ছে,,,,,,
শাওয়ারের সময় যে শ্যাম্পু করেছিলাম,,,
শ্যাম্পুর স্মেলটা খুব মিষ্টি,,,,
.
আমার হাতের উপর সাইফের হাত,,,,
আমার পিটের সাথের সাইফের নজরকাড়া উন্মুক্ত বক্ষ লেগে আছে,,,,
যা যে কোনো মেয়েকে বশ করতে সক্ষম,,,,,,,,,
তার উপর সেই মাতাল করা স্মেলটা,,,,,
আমার হাত সহ ডাম্বেলটা একবার উপরে উঠাচ্ছে আবার নিছে নামাচ্ছে,,,,,
আমার শরীরটা ঝাকুনি দিয়ে উঠছে,,,,,,,,,,,
আর পারছিনা আমি,,,,,
আরকিছুক্ষণ থাকলে পাগল হয়ে যাবো,,,,,,,
আর আমার হাতটাও সরাতে পারছিনা,,,,,,
সাইফের হাতের নিচে থাকায়,,,,
.
আমি ::::::::::: আমি একটু রুমে যাবো,,,,
মনে হয় সাইফ খেয়াল করেনি,,,,,
সে তার মতোই করছে,,,,
.
এহেম এহেম,,,,,,
বাহ বাহ দারুণতো,,,,
ভাবীকে এসব শিখানো হচ্ছে বুঝি,,,,
সাব্বির কথা গুলো হাসতে হাসতে বললো,,,,,,
দাড়াও সবাইকে বলছি,,,,
জিজু,,,,,আপু,,,কই সবাই,,,
দেখে যা কি হচ্ছে এখানে,,,,,
.
সাব্বিরকে দেখে সাইফ তাড়াহুড়ো করে আমার হাত সহ ডাম্বেল রেখে দিলো,,,,,,,,,
সাইফ :::::::::::: সাব্বির,,,,,,
চুপ করবি,,,,,
.
সাব্বির ::::::::::: হুম আমিতো চুপ করেই ছিলাম,,,,
কিন্তু তোমাদের এই অবস্হা দেখে বেশিক্ষণ চুপ থাকা যায়না,,,,,
ভাইয়া আমার কিছু টাকা লাগবে,,,,
.
সাইফ :::::::::::: গতকালই তো নিলি,,,
আজ আবার কেন,,,,
এতো টাকা দিয়ে কি করিস,,,,
.
সাব্বির :::::::::: টাকা দিবে কিনা সেটা বলো,,,,
নয়তো যা দেখেছি সবাইকে বলে দিবো,,,,,,,,
.
আমি লজ্জা পেয়ে অন্য দিকে মুখ করে তাকিয়ে আছি,,,,,
কিন্তু এটা বুঝলাম সাব্বির আস্ত একটা শয়তান,,,,,
ঝোপ বুঝে কোপ মারছে,,,,,
এভাবে ব্ল্যাকমেইল করে টাকা আমিও কম আদায় করিনি কাজিনদের কাছ থেকে,,,,,,,,,,
.
সাইফ :::::::::: আমার দিকে এক পলক তাকিয়ে,,,,,
কত লাগবে বল???
.
সাব্বির ::::::::::: একটা দুষ্টুমির হাঁসি দিয়ে,,,,,,
আজ সাম ভাবিকি নাম,,,,
বেশি না মাত্র ২২ হাজার দিলেই হবে,,,,,
.
সাইফ :::::::::: এতো টাকা,,,,,,
দিতে পারবো না,,,,
ক্যাশ নেই,,,
.
সাব্বির ::::::::: তাহলে জিজুকে সবাইকে বলে দিচ্ছি কিন্তু,,,,,
.
সাইফ অসহায়ভাবে,,,,,
আচ্ছা কাল দিলে হবেনা???
.
সাব্বির :::::::::: আমার তো আজকেই লাগবে,,,,,
ফ্রেন্ডদের সাথে পার্টি দিচ্ছি,,,,
প্লিজ ভাইয়া,,,,
.
সাইফ :::::::::::: এই নে কার্ড,,,,,
তবে শুন উল্টা পাল্টা কিছু খাবিনা কিন্তু,,,,,,,,
.
সাব্বির ::::::::: ওকে ভাইয়া,,,,,
ওহ আমার কিউটি,,, লক্ষি ভাবী,,,,,,
তোমার জন্যই কিন্তু পেয়েছি,,,,
থ্যাংকস ভাবী,,,,,
বাই সি ইউ,,,,
বলেই সাব্বির চলে গেলো,,,,
.
আমি তো এসব দেখে পুরাই অবাক,,,,
সামান্য পার্টির জন্যে ২২ হাজার টাকা,,,,,,,,,,
আর আমিতো মাত্র দুই তিন হাজার টাকার জন্যে তিন চার বেলা রাগ করে না খেয়ে থাকতাম,,,,,,,
তারপরও পেতাম না,,,,
অনেক সময় পেয়েও যেতাম,,,,,
আর পেলেও পাই পাই করে হিসাব দিতে হতো,,,,,,,
আব্বু খুব হিসাবী মানুষ,,,,
অযথা টাকা নষ্ট করা পছন্দ করেন না,,,,,,
.
বার্থডে পার্টি দিবো বললে আব্বু বলতো সব ফ্রেন্ডকে ইনভাইট করতে,,,,
কিন্তু কেকের অর্ডার দিতো না,,,,
বাসাও সাজাতো না,,,,,
কয়েকটা হুজুর এনে খতম পড়াতো আর হুজুরদের বিরিয়ারি খাওয়াতো,,,,
তারপর এতিম খানার ছেলেদের ও খাওয়াতো,,,,,
আম্মু বিরিয়ানি রান্না করতো,,,,
খুব মজা হতো,,,,,
.
পরদিন সাইফ আমাকে আমাদের বাসায় নিয়ে গেলো,,,,,
আব্বু আম্মুকে দেখে আমার খুশিতে পাগল হওয়ার অবস্হা,,,,
আপুনি আর লুৎফা সহ এসেছে,,,,,
সাইফ আব্বু আম্মুদের সাথে খুব হেসেঁ হেসেঁ কথা বলছে,,,,,
উনি বুঝতেই দিচ্ছেনা তাদের যে আমরা এক রুমে দুজন দুপাশ ফিরে ঘুমাই,,,,,
আর মধ্যখানে থাকে কোলবালিশ,,,,,
বড্ড অমায়িক মানুষ,,,,,,,,
.
সারাদিন আমি আর সাইফ আমাদের বাসায় ছিলাম,,,,,
সন্ধ্যের দিকে বাসায় ফিরতে তাফসীর ভাইয়ের সাথে দেখা,,,,
সাইফকে কি কি যেনো বলছে তবে সাইফের মুখের হাসিটা বিলীন হয়ে গেছে,,,,,,,
কেমন একটা নির্বাক দৃষ্টিতে আমাকে দেখছে,,,,,,
তাফসীর গ্লাসে টোকা দিলে খুললাম,,,,,
ভাবী কেমন আছেন???
তারপর সুখবর কি খুব তারাতারি পাবো নাকি ওয়েট করাবেন???
.
আমি জোর পূর্বক হাঁসি ফুটিয়ে,,,,
না মানে,,,,
মানে,,,,
সাইফ :::::::::: আচ্ছা শোন তাফসীর,,,,
বাসায় আসিস একদিন,,,,
জমিয়ে আড্ডা দিবো,,,,,
বাসায় যেতে হবে বড্ড লেইট হয়ে গেছে,,,,,,,,
.
তাফসীর সাইফের পিটে কিল দিয়ে,,,
যাহ জলদি যাহ,,,,,
তর সইছে না বুঝি,,,,,
.
সেই তখন থেকেই সাইফের চেহেরাটা মলিন হয়ে আছে,,,, বাসায় ফুফা ফুফির সাথে স্বাভাবিক আচরণ করলেও রুমেও তার চেহেরাটা মলিন ছিলো,,,,
সাইফের এই বিষন্নতা আমাকে খুব কষ্ট দিচ্ছে,,,,,,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here