অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 41
আমি এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে,,,,,,
এটা হতে পারেনা,,,,
নতুন করে কিভাবে শুরু করবো,,,
আমিতো আপনাকে ভালোবাসিনা,,,
মিহাদকে ভালোবাসি,,,,
.
সাইফ চোখ লাল লাল করে আমার দিকে তাকালো,,,,
আজ প্রথম আমি সাইফের এমন কঠিন চাহনী দেখলাম,,,,
বড্ড ভয় পেয়ে গেছি,,,,,
.
সাইফ :::::::: আমাকে কাছে টেনে নিয়ে,,,,,,,,,
বিয়ে খেলা কি পুতুল খেলা মনে হয় তোমার কাছে,,,,,
নাকি আমাকে মানুষ বলে মনে হয়না??
কেনো এমনটা করলে আমার সাথে,,,,
আমার জিবনটা এভাবে ত্যাচন্যাচ করে দিতে,,,,,,,
অবশেষে আমার মনটাই পেলে ভেঙ্গে গুড়িয়ে দিতে,,,,,,
.
আমার খুব ভয় করছে সাইফের এমন ভয়ানক রূপ দেখে,,,,
স,,,সরি,,,,,
আ,,,আমাকে ক্ষমা করে দিন,,,
.
সাইফ :::::::::::: কিসের সরি কিসের ক্ষমা,,,,,,,,
এতোদিন সব অভিনয় করেছিলে আমার সাথে,,,,,,
আমার মন নিয়ে আমার স্বপ্ন নিয়ে খেলেছো,,,,,
বেশ ভালো করেছো,,,,
ছারখার করে দিয়েছো আমাকে,,,,,
সাইফের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে,,,,,
ও আমাকে দূরে সরিয়ে দিয়ে,,,,
বিছানা থেকে সব ফুল ছিড়ে নিছে ফেলে দিচ্ছে,,,,,
পুরো রুম উলট পালট করে দিয়ে রুম থেকে চলে গেলো,,,,,
.
আমিও ফ্লোরে বসে কাদতে লাগলাম,,,
মানুষটা আমাকে কত ভালোবাসে আর তার বিনিময়ে তাকে আমি শুধুই কষ্ট দিয়ে গেলাম,,,,,,,
আমি জানি আজ অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি সাইফকে,,,,,
এটা আমি কি করলাম,,,,,
মোবাইলটা বেজে উঠলো,,,
মিহাদের ফোন,,,,
কেটে দেওয়ার পরও কল দিয়ে যাচ্ছে,,,,,,,,,,
না জানি কতোটা ঝড় বইয়ে যাচ্ছে সাইফের উপর দিয়ে,,,,,
খুব অপরাধবোধ কাজ করছে,,,,,
নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে,,,
একটা মানুষের মন ভাঙ্গা নাকি মসজিদ ভাঙ্গার সমান,,,,
উনাকে কষ্ট দিয়ে নিজেরেই কষ্ট লাগছে,,
মনে পড়ে যাচ্ছে সেই দিন গুলোর কথা,,
উনি আমাকে যে সারপ্রাইজ গুলো দিয়েছিলেন,,,,
ফানুস দেখানোর সেই রাত আমার জিবনের সবচাইতে স্মরণীয় রাত,,,
আমি কখনো ভুলতে পারবোনা,,,
.
মিহাদ আবারো কল দিচ্ছে,,,রিসিভ করলাম,,,
মিহাদ :::::::::: এই সানিয়া তুই বারবার আমার ফোন কেটে দিচ্ছিস কেন???
খুব বিজি নাকি??
.
আমি :::::::: দেখো এই মুহূর্তে তোমার সাথে কথা বলার বা ঝগড়া করার কোনো মনমানসিকতা আমার নেই,,,
.
মিহাদ :::::::::: ওহ তাই নাকি,,,
তা কোন কিসে তোর মন মানসিকতা আছে শুনি,,,,
নাকি স্বামির সাথে রোমান্টিক মুডে অনেক কিছুই,,,,,
.
আমি রেগে স্যাট আপ ইডিয়েট,,,,
তুই কখনো ভালো হবিনা,,,,
সবসময় খালি বাজে চিন্তা,,,
ধ্যাৎ এমনিতে মেজাজটা খারাপ এখন আরো খারাপ হয়ে গেলো,,,,
আমাকে আর ফোন দিবিনা বলেই ফোনটা রেখে দিলাম,,,,
মিহাদ আবারো কল দিচ্ছে আমি ফোন অফ করে বিছানার সাথে মাথাটা ঝুকিয়ে দিলাম,,,,,
আর কখন ঘুমিয়ে গেছি জানিও না,,,
এপাশ থেকে ওপাশ ফিরতেই ঘুমটা ভেঙ্গে গেলে চোখ মেলে দেখি আমি বিছানার উপর আর আমার গায়ে চাদর মেলানো,,,,,,
চমকে গেলাম আমি,,,,
আমি এখানে কিভাবে এলাম,,,,
আমিতো নিচেই শুয়েছিলাম তাহলে কে আমাকে,,,,
ভাবতে ভাবতেই খুট করে দরজা খুলে ওয়াশরুম থেকে সাইফ বের হলো,,,,
.
দুজনের চোখাচোখি হলেও উনি চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন,,,
আমার সাথে কথাও বললেন না,,,,
আমি ফ্রেশ হয়ে চুল ঠিক করছিলাম আর তখনি জেসিয়া আপি আমাকে ডাকতে এলেন,,,,,
.
জেসিয়া আপি মুচকি হেসেঁ গুড মর্নিং সানিয়া,,,,
আমি :::::::: মর্নিং টু আপু,,,
জেসিয়া ::::::::: ঘুম কেমন হলো??
.
আমি :::::::::: কথাটা শুনতেই আমার মুখটা মলিন হয়ে গেলো,,,,
হুম ভালো,,,,
জেসিয়া ::::::::::: আচ্ছা এবার চলো টেবিলে নাস্তা দিয়েছি,,,,
সাইফ কখন থেকে বলছিলো ওর ক্ষিধে পেয়েছে কিন্তু আমি তোমার জন্যে ওকে ওয়েট করিয়ে রেখেছি,,,,
বেচারা আমাকে স্বার্থপর ভাববে,,,,
.
আমি :::::::::: আপু উনাকে কেন ওয়েট করালেন,,,,
আমি নাহয় পরে খেতাম,,,
.
জেসিয়া ::::::::: বাহ স্বামির জন্যে এতো টান,,,,
চলো চলো নাস্তা করতে,,,
তোমার কি হয়েছে???
.
আমি ::::::: হুম আপু আমার হয়েছে,,,,
.
তারপর একসাথে নাস্তা করলাম,,,আমি বারবার সাইফের দিকে তাকাচ্ছি কিন্তু উনি আমার দিকে একবারও তাকালেন না,,,,,
কথাও বলছেন না,,,,
মামুন জিজু কত দুষ্টামি করছেন রাতের কথা নিয়ে কিন্তু সাইফ শুধু একটা বার আমার দিকে করুণ চাহনী দিয়েই বললো অনেক ধন্যবাদ জিজু,,, আপু,,,
গতকাল রাতের জন্যে,,,,
.
মামুন ::::::::::: আর সানিয়াকে বুঝি দিবানা????
সাইফ আমার দিকে আবারো তাকালো অভিমানের দৃষ্টিতে,,,,,
থ্যাংক ইউ সো মাচ সানিয়া,,,,,,
আমি কখনো ভুলতে পারবোনা গতকাল রাতের কথা,,,,,
মামুর জিজু হেসেঁ উঠলো,,,,
তারা তো বুঝতে পারেনি সাইফ কিসের কথা বলছে,,,,,
সাইফের মুখে কথাটা শুনে আমার বুকটা হাহাকার করে উঠলো,,,,
.
মানুষটা তো চাইলে এতোদিনে আমাকে জোর করে সব করতে পারতো,,,
আর করলেও বা আমি কিছু বলতে পারতাম না কারণ এটা উনার অধিকার,,,
কিন্তু উনি আমাকে স্পর্শ পর্যন্ত করেননি,,,,
এমন ভালো মানুষটার সাথে আমি কিভাবে এতো অন্যায় করছি,,,
কিন্তু আমিও যে বাধ্য,,,
এই মিহাদের সব দোষ,,,
কাকে ভালোবেসেছি আমি,,,
অপদার্থ একটা,,,
.
নাস্তা করতে করতে হঠাৎ ব্রেড আমার গলায় আটকে গেলে আমি কন যেনো করে উঠি,,,,
সামনে থেকে পানিটাও নিতে পারিনা,,,
সাইফ ছুটে এসে পানিটা আমাকে খাইয়ে দিলো,,,,,
পানি খাওয়ার সময় ঠোটেঁর এদিক ওদিক পড়লে টিস্যু দিয়ে মুছে দিলো,,,,
ওর এসব কান্ড জিজু আর জেসিয়া আপি দেখে মিটিমিটি হাসছে,,,,,
আমি ঠিক হয়ে গেছি তারপরও উনি অস্হিরতা করছেন,,,,,
.
আমি উনাকে বললাম,,,,আমি এখন ঠিকাছি,,,,
তারপর উনার কিছু একটা মনে পড়াতে উনি চলে গেলেন,,,,,
বিকেলে জিজু,,,, জেসিয়া আপি,,, সাইফ আর আমি আমরা সবাই মিলে পিছনের লেকটাতে ঘুরতে গেলাম,,,,
.
ওয়াও লেকটা খুব সুন্দর,,,
এখানে নাকি বিকেল বেলা মানুষজন হাটতে আসে,,,
তাইতো আশে পাশে অনেক মানুষ দেখা যাচ্ছে,,,,,
জিজু ::::::::::: তোমরা ওয়েট করো আমি এক্ষুনি আসছি,,,,
বলেই জিজু ওদিকটা কোথায় যেনো গেলেন,,,,,
.
একটা ছোট্ট মেয়ে এসে জেসিয়া আপিকে বললেন,,,,
আন্টি মামনি তোমাকে ডাকছে,,,,
জেসিয়া :::::::: ওকে মা আসছি আমি,,,
সানিয়া,,,সাইফ আমি একটু কথা বলে আসি,,,,
আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে,,,,
.
জেসিয়া আপুও চলে গেলেন,,,,
আমি সাইফের দিকে তাকাচ্ছি,,,,
উনি এক দৃষ্টিতে লেকের দিকে তাকিয়ে আছেন,,,
.
আমি উনার দৃষ্টি আকর্ষণ করতে,,,,
এহেম এহেম,,,
এই যে শুনছেন,,,
আপনি কি এখনো আমার উপর রেগে আছেন????
.
সাইফ আমার দিকে না তাকিয়েই বললো,,,,,,,
রেগে থাকার কোনো কারণ দেখছি না,,,
রাগ তার উপরই হয় যে মানুষটা কাছের,,,,,,
কিন্তু আপনিতো আমার কাছের মানুষ না,,,,,,
সো আপনার উপর কেন রাগ করবো,,,,
.
এই একটা কথাই যথেষ্ট ছিলো আমার মনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্যে,,,,,,
জানিনা কেনো কথাটা শুনেই বুকের বা পাশে চিনচিন ব্যাথা করছে,,,,
নিজেকে সামলিয়ে বললাম,,,,,
ওহহহ আচ্ছা,,,,
.
জিজুর কন্ঠস্বর শুনতে পেয়ে পিছনে দেখি জিজু দুটো সাইকেল নিয়ে দাড়িয়ে আছেন আর মুচকি হাঁসি তো লেগেই আছে উনার মুখে,,,,,
.
আমি আর সাইফ জিজুর কাছে গেলাম,,,,,,,
জিজু আপনি সাইকেল চালাবেন,,,
ওয়াও হাউ সুইট,,,,
.
জিজু ::::::::: তুমি চালাতে পারো???
.
আমি ::::::::: নাতো,,,,
তবে একটু একটু পারতাম আগে,,,
কিন্তু পড়ে যেতাম,,,,
তবে আমার মামার সাথে অনেক বার সাইকেলে চড়েছি,,,,,
খুব মজা,,,
.
জিজু সাইফের দিকে তাকিয়ে,,,,হুম খুব মজা,,,,
সাইফ ::::::::: জিজু তুমি কি সত্যিই সাইকেল রাইড দিবা???
.
জিজু ::::::::::: অফকোর্স দিবো,,,,
এগুলাকি সাজিয়ে রাখার জন্যে আনছি,,,,,,
জেসিয়া আপুও চলে এলেন,,,,,,
মামুন তুমি আজ সাইকেল রাইড দিবা???
.
জিজু :::::::::: হুম দুজনে একসাথে দিবো,,,,,,,
আজ একটা প্রতিযোগিতা হয়ে যাক,,,,
আমি আমার সালা বাবুর মধ্যে,,,,,
.
সাইফ ভ্রু কুচকে,,,,
ওহ রিয়েলী,,,,,
.
জেসিয়া :::::::::: সাইফের সাথে তুমি পারবা????
তুমিতো জানো আমার ভাই কতোটা এগিয়ে,,,,
রাইডে ফাস্ট হয়েছে আমার ভাইটা,,, তাও একবার না চার চারবার,,,,
তোমার মতো স্লো না,,,,
.
আমি অবাক হয়ে সাইফের দিকে তাকালাম,,,,,,
উনি সাইকেল রাইডে ফাস্ট হয়েছেন,,,,
ওয়াও,,,,,
.
জিজু ::::::::: সেটা আলাদা কথা,,,
কিন্তু আজকের টা আলাদা,,,,
কথা হচ্ছে,,,,,
আমি তোমার আপুকে কেরি করে আর তুমি সানিয়াকে,,,,,
তারপর দেখি কার কত দম,,,,
.
কথাটা শুনার সাথে সাথে আমি আর সাইফ দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম,,,,,
দুজনে একসাথে বলে উঠলাম,,,,
মানে????
.
জিজু দুষ্টুমির হাঁসি দিয়ে,,,,,
রোমান্টিক প্লাস রাইড,,,
দুটোই একসাথে,,,
ঐ যে ঝর্না আছেনা সেটা পর্যন্ত গিয়ে ঠিক এখানে আবার ফিরে আসতে হবে,,,,
কিন্তু যে আগে আসবে সেই ফাস্ট হবে,,,,,,,,,
.
জেসিয়া ::::::::: মামুন এটা কেমন কথা,,,
ঝর্ণা তো অনেকটা দূর,,,
আর ওখানে অনেক ঝোপঝাড়,,,,
যদি ওরা পথ ভুলে যায়,,,,
.
জিজু :::::::::: তাইতো দুজন করে দিলাম,,,,,,,
ভুলবে না,,,,
তবে একটা কথা মনে রেখো ওদিকের মানুষরা একটু ঘাড় ত্যাড়া টাইপের,,,
কোনো ঝগড়ায় পড়োনা আবার,,,,
.
সাইফ অবাক হয়ে জিজু ওকে নিয়ে রাইড করবো মানে,,,,
কি বলছো এসব,,,,
.
জেসিয়া :::::::: হে মামুন,,,,
তুমিতো জানো সাইফ কত স্পিডে রাইড করে,,,,আর সানিয়াকে নিয়ে কিভাবে,,,
সানিয়া ভয় পাবে,,,,
.
জিজু ::::::::: সানিয়া তুমি ভিতু,,,,
ভয় পাও,,,,
যদি ভয় পাও তাহলে এটা ক্যান্সেল করে দিই,,,,,,,
কি বলো,,,
.
আমি ::::::: আমার তো উনার সাথে সাইকেল রাইডে যেতে কোনো অমত নেই,,,,,
বরং ভালোই লাগছিলো,,,
সাইকেলে চড়ে প্রকৃতি দেখতে খুব মজা,,,
তার উপর ঝর্ণা দেখবো,,,,
জাস্ট ওয়াও,,,
ভাবতেই আমার খুশিতে পাগল হওয়ার অবস্হা,,,,,
না না জিজু,,,,
আমি ভয় পায়না,,,
আমার তো ভালোই লাগে,,,,
.
জিজু :::::::: তোমরা শুনেছো তো,,
সানিয়া যাবে রাইডে,,,,
সাইফ :::::::::: কিন্তু জিজু আমি রাইডে যাবো না,,,,,
ক্যান্সেল করে দাও,,,
আর নাহয় একা রাইডে যেতে হলে যাবো,,,,,,
.
আমার খুব কষ্ট লাগলো কথাটা শুনে,,,,
সাইফ শুধু আমাকে হার্ড করছে,,,,
আমাকে সাথে নিতে চাইনা,,,,
.
জিজু :::::::::: ক্যান্সেল হবেনা,,,,
তোমাকে সানিয়াকে সহ নিয়ে রাইড করতে হবে,,,,,
কোনো কথা নয়,,,,
.
জেসিয়া ::::::::: সাইফ তোর জিজু যখন এতো করে বলছে আর সানিয়ারও পছন্দ সো চল,,,,
আর না করিস না ভাই,,,,
.
অবশেষে সাইফ রাজি হলো,,,,
প্রথমে আমাদের শুরু করতে বললো,,,
সাইফ সাইকেলে উঠে তারপর আমি উঠতে গেলে উঠতে পারিনা,,,
সাইফ আমাকে টেনে বসিয়ে দেয়,,,,
.
তারপর রাইড শুরু করে,,,,
আমার কিযে ভালো লাগছিলো,,,,
এতো স্পিডে কখনো সাইকেলে চড়িনি,,,,,,,,
বাতাসের সাথে খেলতে খেলতে সামনের দিকে এগুচ্ছি,,,,
আশে পাশে সব ঝোপঝাড়,,,,,,
অনেক্ষণ রাইড করার পর সামনে উচু নিচু রাস্তা হওয়ায় আমি ভয় পেয়ে যায়,,,,
সাইফের কলার চেপে ওর বুকে মুখ লুকিয়ে রাখি,,,,,
.
সাইফ :::::::: এতোই যখন ভয় পাও আসতে বলেছে কে,,,,
.
আমি সাহস করে বললাম,,,,আমি ভয় পায়না,,,,
এবার সাইফ আরো স্পিডে রাইড করলে সাইকেল নাচতে নাচতে চলছে,,,,
রাস্তাটা মাটির আর ভাঙ্গা ভাঙ্গা,,,,,
আমি হঠাৎ চিৎকার দিয়ে উঠলাম,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,