অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 42
আমি সাহস করে বললাম,,,,আমি ভয় পায়না,,,,
এবার সাইফ আরো স্পিডে রাইড করলে সাইকেল নাচতে নাচতে চলছে,,,,
রাস্তাটা মাটির আর ভাঙ্গা ভাঙ্গা,,,,,
আমি হঠাৎ চিৎকার দিয়ে উঠলাম,,,,,,,,,
.
ভয়ে আবারো সাইফকে ঝাপটে ধরে চিৎকার করতে লাগলাম,,,,
আমি সাইফকে ঝাপটে ধরাতে সাইকেল সহ আমরা দুজনে পাশের ঝোপে গিয়ে পড়লাম,,,,,,
ইশশ ব্যাথা পেয়েছি,,,,
তবে একটু,,,
সাইফ আমাকে শক্ত করে জড়িয়ে ধরাতে আমি ওর উপরে আর ও নিচে পড়ে,,,
ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি,,,
আর সাইকেল আমাদের দুজনের পাশে পড়ে আছে,,,,,
.
সাইফ ::::::::: সানিয়া উঠো,,,,
আমি উঠতে গিয়ে আবার স্লিপ খেয়ে সাইফের গায়ের উপর পড়ি,,,,
সাইফ এবার ব্যাথা পেলো,,,
সরি সরি আপনার লেগেছে বুঝি,,,,,
কি করবো আমি পারছিনাতো উঠতে,,,,
সাইফ মুখ বাকিয়ে,,,,
না না ব্যাথা পায়নি তো,,,,
তুমি আমার উপর পড়েছো ব্যাথা কেন পাবো,,,,,,
তুমিতো অনেক হালকা,,,
কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেলো,,,
তার মানে সে বলতে চাইছে আমি ভারী,,,
আর ভারী মানে মোটা,,,,
আমি রেগে উঠতে চাইলে আবারো ধপ করে ওর উপর পড়লাম,,,,,
আমার ঠোটঁ গিয়ে উনার গাল স্পর্শ করলো,,,,
আমি বুঝতেও পারিনি,,,,
এটা আচমকা হয়ে গেছে,,,,,
উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালে আমি চোখ বন্ধ করে বলি,,,,
সরি সরি,,,
ইয়ে মানে কিভাবে হলো এটা বুঝতে পারিনি,,,,
.
একটা জিনিস খেয়াল করলাম আমি বারবার উঠতে গিয়ে পড়ে যাচ্ছি কেনো,,,
কাহিনী হলো,,,
আমার পা শাড়ির সাথে আটকে গেছে,,,
তাই স্লিপ করে পড়ে যাচ্ছি,,,,,
.
এবার সাইফ হুট করে আমাকে শক্ত করে চেপে ধরে উল্টিয়ে আমাকে নিচে দিয়ে ও উপরে উঠে গেলো,,,,,
এমা কি ভারী আপনি,,,,
সাইফ উঠেন প্লিজ,,,
ওরে বাবা আপনি এতো ভারী কেনো,,,
আমি মরে যাচ্ছি,,,,
.
সাইফ উঠে আমাকেও টেনে উঠালো,,,,
এহহহহহ বলছেন আমি ভারী,,,
আমার থেকেও তো আপনি অনেক ভারী,,,,
দেখেন আমি আপনার কত টুকু বলেই সাইফের পাশে দাড়িয়ে নিজেকে মাপতে লাগলাম,,,,
ইশশ আরো পাঁচ ইঞ্চি হলে আপনার সমান হতাম,,,,
এখন তো বুক পর্যন্ত পড়ে আছি,,,,
দেখেন আমি কিন্তু মোটেও ভারী না,,,
ওয়েট মাত্র ৪৮ ছিলো আর বিয়ের পর বাসায় বসে ছিলাম তাই একটু বেড়ে গেছে,,,,,
৫২ কেজি,,,,,
আর বিয়ের খাবার দাবার প্রচুর ইয়াম্মী ছিলো তাই একটু বেশিই খেয়েছি,,,
তবে এক্সারসাইজ করে আবার ঠিক করে নিবো,,,,,,
আর দেখেন আপনার মার্সাল কত স্ট্রং আমার কি তেমন আছে নাকি যে আমি ভারী হবো,,,,,,
এতো গুলো কথা বললাম আর উনি এখনো আমার দিকে তাকিয়ে আছেন,,,,,,,,,
আমি চুপ করে মনে মনে ভাবলাম,,,
ইশশশরে সানিয়া তুই বেশি পটর পটর করিস,,,,,
এখন সাইফ ভাববে মেয়েটাতো বাচাল,,,,,,,,
.
আমি ::::::::: চোখ বড় করে,,,, ইয়ে মানে একটু বেশি বলে ফেলেছি,,, না তেমনটা বেশি বলিনি,,,,,
কিন্তু আপনি এমন হাবলার মতো তাকিয়ে আছেন কেনো,,,,
আমাকে কি আজ প্রথম দেখছেন??
.
সাইফ :::::::::::: না প্রথম না,,,,দ্বিতীয়বারের মতো দেখছি,,,,
কাপড় ঠিক করো,,,,
.
হায় খোদা,,,,
আমি নিজের দিকে তাকিয়ে লজ্জায় অন্যদিকে ঘুরে কপালে বারি দিয়ে,,,
আল্লাহ আমাকে এতো লজ্জা দাও কেন,,,,,,,
এতো দ্বিতীয়বারের মতো সব দেখে নিয়েছে,,,,
আকাশের দিকে তাকিয়ে শাড়ি ঠিক করতে করতে কথা গুলো বলছি,,,,
.
পিছনে ঘুরে তাকাতেই দেখি সাইফ সাইকেল উঠিয়ে তার উপর বসলো,,,,,,,,,
এই যে ম্যাডাম আকাশের সাথে কথা বলা কি শেষ????
বড্ড লেইট হয়ে গেছে,,,,
জিজু তো আমাকে নিশ্চিত হারিয়ে দিবে,,,,,,
.
তারপর আমি উঠলে আবারো রাইড শুরু করে,,,,
আমি চার পাশের প্রকৃতি দেখছি,,,,
বাহ বেশ লাগছে,,,,
আমি :::::::::: সাইফ স্টপ,,,,
থামান,,,,
আমি নামবো,,,
.
সাইফ সাইকেল থামিয়ে,,,,,
কি হলো??
আমি এদিক ওদিক কিছু খুজছি,,,,
সাইফ আবার বললো,,,
সানিয়া কিছু বলছো না কেনো,,,
বলছি কি হলো এখানে থামাতে বললে কেনো???
.
আমি :::::::::: মুখে বলতে লজ্জা করছে,,,,
লিখে বলি,,,,
.
সাইফ ::::::::: তুমিনা পারো বটে,,,
তোমার যেভাবে ইচ্ছা সেভাবে বলো,,,
.
আমি মাটিতে পাথর দিয়ে লিখে দিয়ে চোখে হাত দিয়ে অন্যদিকে ফিরে যায়,,,,,,,,,,
সাইফ লেখাটা দেখে খিলখিলিয়ে হেসেঁ দেয়,,,,,
সানিয়া আর উই মেড,,,,
এসব কি,,,
এটা বলতে আবার লজ্জা পেতে হয়,,,
.
ওয়েট দেখি কি করা যায়,,,,
সাইফ একটা ঝোপ দেখিয়ে বললো,,,
আর কোনো ওয়ে নেই,,,
ওখানে সেরে আসতে পারো,,,
.
আমি হা হয়ে,,,,
কি আমি ওখানে ওয়াশরুম করবো,,,
ছি ছি,,,
খোলা জায়গায়,,,
কেউ যদি দেখে ফেলে,,,
.
সাইফ :::::::::: আরে গাধী এখান কেউ নেই,,,
সন্ধ্যে হয়ে আসছে,,,,
এসময় এখানে কেউ থাকেনা,,,,
ভয় পেওনা আমি চোখ বন্ধ করে থাকবো,,,,,
.
আমি ::::::::::: যদি সাপ বা কিছু থাকে তখন???
সাইফ :::::::: আরে ওখানে কিচ্ছু নেই,,,
আমি কতবার ইউজ করেছি,,,,
.
আমি চোখ বড় বড় করে হা হয়ে বললাম,,,,,,
ছি ছি সাইফ,,,,
আপনি এখানে এসব করতে আসেন,,,,,
ইয়াক আমি যাবোনা,,,
না জানি আরো কত কে কি কি করে,,,,
.
সাইফ :::::::::: বিপদে পড়লে বাঘকেও সঙ্গী বানাতে হয়,,,,
কি মুসিবতরে বাবা,,,
কোথায় পাবো তোমার জন্যে টাইলস করা ওয়াশরুম,,,,,
আচ্ছা চলো সামনে গিয়ে দেখি,,,,,
.
কিছুদূর গিয়ে একটা দুইটা খড়ের ঘর দেখা যাচ্ছে,,,,,
এদিকটা কেমন জানি এলাকা,,,,
নিরব নির্জন টাইপের,,,,
সাইফ আমাকে নিয়ে একটা ঘরে ঢুকলো,,,,,,
তবে ওখানে কেউ নেই,,,
ওয়াশরুম বলতে ঝুলন্ত টয়লেট,,,
দেখেই আমার ভয় করছে,,,,,
.
সাইফ :::::::: যাও জলদি সেরে আসো,,,
হয়তো সামনে আর নাও পেতে পারো,,,,,,,
আমি :::::::::: আমার ভয় করছে,,,
.
সাইফ :::::::: আমিও কি তোমার সাথে ভেতরে যাবো???
ভ্রু কুচকে কথাটা বললো,,,,
.
আমি :::::::::: আরে না,,,মানে ভয় করছে,,,
এক কাজ করুন আমি ওয়াশরুম থেকে বের না হওয়া পর্যন্ত আপনি গান করেন,,,,,,,
.
সাইফ ::::::::::: পাগল নাকি,,,,
গান করবো কেনো???
.
আমি ::::::::: আমার কন্ঠস্বর শুনলে আমার আর ভয় করবে না,,,,
প্লিজ সাইফ,,,,
.
সাইফ :::::::: ওহহ আচ্ছা তাইলে এই ব্যাপার তুমি ভাবছো তোমাকে রেখে আমি পালিয়ে যাবো,,,,
এই হাতটা ধরেছিনা একবার কখনো ছাড়বো না,,,,
আমার হাতটা ওর হাতে নিয়ে,,,,
আমি চট করে হাতটা সরিয়ে বললাম,,,,
আমি আসছি,,,,,
.
সাইফ আবার মুখটা মলিন করে ফেললো,,,,,,
তারপর গান গাইতে শুরু করলো,,,,,
.
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো,,,
আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো,,,,
আমি কোনো রকম ওয়াশরুম সেরে বের হলাম,,,,,,
আর সাইফ গান থামিয়ে আমার দিকে এগিয়ে এলো,,,,
উচু হওয়াতে নামতে কষ্ট হচ্ছিলো,,,
সাইফ হাত বাড়িয়ে দিলো,,,
কিন্তু আমি ধরলাম না,,,,
নিজে নিজেই নামলাম,,,,
.
তারপর আবার রাইড শুরু করলো,,,,,
আর কিছুক্ষণ যাবার পর আমি সাইফকে থামাতে বললাম,,,,,
সাইফ ::::::::: আবার কি???
.
আমি :::::::: আমতা আমতা করে পানি খাবো,,,,,
সাইফ ::::::::::: পানি খাবে,,,
কিন্তু পানি খেলে তো সমস্যা,,,,
.
আমি :::::::::: পানি খেলে সমস্যা,,,, এটাতো কখনো শুনিনি,,,,
.
সাইফ :::::::::: হুম সমস্যা,,,,
তুমি পানি খাবে তারপর আরেকটু সামনে যাবার পর আবার বলবে ওয়াশরুম,,,,
তখন সমস্যা হবেনা,,,,
.
আমি বুঝতে পারলাম উনি আমাকে নিয়ে মজা করছেন,,,,,
ওকে ঠিকাছে পানি খাবোনা,,,
আপনার যখন আমাকে নিয়ে এতো সমস্যা,,,,,,
.
সাইফ :::::::: আরে রাগ করছো কেনো,,,,
ওয়েট সামনে একটা টং আছে,,,
পানি,, চা বিস্কুট কেকে সব আছে,,,
যা চাও তাই খেতে পারবে,,,,
.
টং থেকে পানি খেলাম,,,
সাইফ দুটো চা নিলো,,,,
চায়ে চুমুক দিতেই আমি অন্য জগতে হারিয়ে গেলাম,,,,,
বাহ দারুণতো,,,,,
চায়ের স্বাধ বলার মতো,,,,,,
অথচ টংটা দেখতে ভাঙ্গা টাইপের,,,,,
.
সাইফ :::::::::: চাটা কেমন লাগলো???
.
আমি :::::::: অসাধারণ,,,,,
তারপর টংয়ের লোকটাকে বললাম,,,,
ভাইয়া তোমাকে ধন্যবাদ এতো দারুণ একটা চা খাওয়ানোর জন্যে,,,,,
দোকানিটা হেসেঁ বলে উঠলো,,,,,
ভাবী চাটা আমি না ভাইজান বানাইছে,,,
যহন আফনে মুখ ধুইতেছিলেন,,,,
.
আমি সাইফের দিকে তাকালাম,,,, ও তখন চা খেতে খেতে মোবাইলে কি যেনো করছে,,,,,,
সাইফকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি,,,,,
এতো ভালোলাগা কখনো কাজ করেনি,,,,,,,
সত্যি আমার আজ অনেক ভালো লাগছে,,,,,,,
সাইফ এত্ত গুলা ভালো কেনো,,,,
.
সন্ধ্যে হয়ে আলোটা অন্ধকারে ডুব দিলো,,,,,,,
অবশেষে আমরা ঝর্ণার ধারে এসে পৌছালাম,,,,,,
উপরে চাঁদ আর নিচে ঝর্ণা,,,,
কলকল শব্দে মুখোরিত চারোপাশ,,,,,,
বড্ড সৌন্দর্যময় রূপ,,,,,
নজারকাড়া,,,,,, জোসনার আলোয় চারোদিকে ফকফকা হয়ে গেছে,,,,
সব কিছু খালি চোখে দেখা যাচ্ছে,,,,
চাঁদটা গোল খাসের থালার মতো হয়ে আছে,,,,
মনে হচ্ছে কেউ ধপ করে বসিয়ে গেছে,,,,,,,,,,
আমি ঝর্ণার পানি দেখে পাগল হয়ে গেছি,,,,
পানিতে চাঁদের ছায়া পড়ে সৌন্দর্যটা আরো দ্বিগুণ করে দিয়েছে,,,,,,
.
চটাং চটাং করে নেমে গেলাম কোমড় সমান পানিতে,,,,,
পানি হাতে নিয়ে খেলছি,,,,
ঠান্ডা ঠান্ডা স্বচ্ছ পানি আমার মুখে গলায় সব খানে ছিটিয়ে দিচ্ছি,,,,,
আমার যে কি ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না,,,,
এতক্ষণ সাইফ আমাকে খেয়াল করেনি,,,
আমাকে পানিতে দেখে সাইফ অধৈর্য হয়ে বললো,,,,,
সানিয়া তুমি পানিতে নামলা কেন,,,,
পানি খুব ঠান্ডা তোমার ঠান্ডা লেগে যাবে তো,,,,
জলদি উঠো,,,,
.
আমি সাইফের দিকে পানি ছিটিয়ে,,,,
আমি আপনার মতো ভীতু না,,,,
উঠবো না,,,,
আমার খুব শান্তি লাগছে,,,
আপনিও আসুন না,,,,
পানি ছুড়াছুড়ি করে দুজন খেলবো,,,,
হাহাহা করে হাসছি,,,,,
আমার হাঁসির শব্দটা পাহাড়ের সাথে বারি খাচ্ছে,,,,,
সাইফ কতবার বলছে আমাকে উঠতে কিন্তু আমি সাফ মানা করে দিই,,,,
.
কিন্তু কে শুনে কার কথা,,,,সাইফ এসে আমাকে টানতে লাগলো,,,,
আমি সাইফকে টেনে ভিজিয়ে দিয়ে হাসতে লাগলাম,,,,,,
এবার সাইফ আমাকে টেনে জড়িয়ে উপরে উঠিয়ে নিলো,,,,
উপরে উঠার পর কনেকনে বাতাস আমাকে শীত লাগিয়ে দিচ্ছে,,,,,
কাপঁছি আমি,,,,,
সাইফ ওর খুলে রাখা কোটটা আমার গায়ে জড়িয়ে দিলো,,,,
বলেছিলাম না ঠান্ডা লাগবে,,,,
এখানে আমি আজ নতুন নয়,,,
আরো বহুবার এসেছি,,,,
অনেক এক্সপিরিয়েন্স আছে,,,,,
.
তারপর সাইফ যা করছে আমি শুধু হা করে সব দেখছি,,,,,
আর যত দেখছি ততই অবাক হচ্ছি,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,