অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 43

0
2774

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 43

তারপর সাইফ যা করছে আমি শুধু হা করে সব দেখছি,,,,,
আর যত দেখছি ততই অবাক হচ্ছি,,,,,
ঝোপের পাশ থেকে কতগুলো শুকনো ডালপালা কুড়িয়ে আগুন জ্বালাতে লাগলো,,,,
আমার এসব দেখে মনে হচ্ছে আমরা অনেক অনেক যুগ অতীতে চলে এসেছি,,,,,,
সাইফ পাথরে পাথর ঘষে আগুন ধরিয়ে ফেললো,,,,
বাহ বাহ কি টেলেন্ট সাহেবের,,,,
.
কিছু আমিও না দেখালে নয়,,,,
আমিও কত গুলো ডালপালা কুড়িয়ে সাইফকে দিলাম,,,,
সাইফ হাসতে হাসতে কুটিকুটি হয়ে যাচ্ছে,,,,,,,
আমাকে উপহাস করে কেউ হাসলে আমার খুব রাগ লাগে,,,,,
এভাবে দাঁত দেখিয়ে হাসছেন কেনো???
.
সাইফ ::::::::: তোমাকে কে বলেছে এসব আনতে,,,,,
আর কেনোই বা আনলে এগুলা,,,
.
আমি :::::::::: কেনো এনেছি মানে,,,
এনেছি তো আগুনে পোড়াতে,,,,
আমি দিবো নাকি আপনি দিবেন,,,
.
সাইফ হাসতে হাসতে বললো,,,,
গাধী শুকনো কাট আর পাতা লাগে এসব কাচা পাতা আর কাট দিয়ে আগুন জ্বলে না,,,,,,
পাগলী একটা,,,,,
আগুনের উপর আমার শাড়িটা টানিয়ে এদিক ওদিক উল্টিয়ে শুকিয়ে নিচ্ছে,,,,,
নিজের শার্টটাও খুলে শুকাতে দিলো আগুনের উপর,,,,,
সাইফের খালি বুক দেখে আমার প্রচন্ড ভালো লাগছে,,,,
টিভি সিরিয়ালে এমন লুকে হিরোদের যেমন লাগে এখন সাইফকে ঠিক তেমন লাগছে,,,,,
.
আমি ::::::::::: আমরা কখন যাবো??
সাইফ ::::::::::: আলো ফুটলেই রওনা দিবো,,,,,
.
আমি চোখ বড় বড় করে,,,,,
মানে রাতটা এখানে থাকবো???
.
সাইফ :::::::: হুম,,,,, তাইতো এতো কষ্ট করতে হচ্ছে,,,,,
.
আমি ::::::::: এখান এতো নিরব নির্জন জায়গা,,,,
এখানে কি কেউ থাকে???
.
সাইফ ::::::::: হুম থাকে,,,,
অনেকেই আসে ঘুরতে,,, রাত হলেই এখানে কাটিয়ে দেয়,,,,
আমিও ফ্রেন্ডদের সাথে অনেকবার এসেছিলাম,,,,
জিজু আর আপুও এসেছিলো,,,
খুব ইনজয় করেছিলাম,,,,,,,,
.
আমি অবাক হয়ে,,,,,
এমন নির্জন নিরিবিলি জায়গায় আমরা কিভাবে থাকবো????
.
সাইফ ::::::: চলো ওদিকটা একটু দেখে আসি হয়তো কেউ থাকতে পারে,,,,,,,,,,,,
সাইফের মোবাইলের চার্জ কম,,,,
ফ্লাস লাইট জালিয়ে আমরা পাথরের উপর দিয়ে ঝর্ণার অপর পাশ দিয়ে হাটতে হাটতে জানিনা আমার পায়ের নীচে কি পড়লো আমি এক লাফে সাইফের গলা জড়িয়ে ঝুলে চিৎকার করতে লাগলাম,,,,,
.
সাইফ সেখানটাই লাইট দিয়ে দেখলো একটা সাপ,,,,,,
আমি সাপটাকে দেখে আরো চিৎকার করতে লাগলাম,,,,,,
সাইফ লাইট অফ করে আমার মুখ চেপে ধরে বললো সসসসসসসস,,,,
চুপ থাকো,,,
শব্দ শুনলে বা নড়াচড়া করলে এটা চোবল দিবে,,,,,
সাপটা আপনাআপনিই চলে যাবে,,,,
হুম ঠিক তাই হলো,,,
সাপটা চলে গেলো,,,
সাইফ ::::::::: আর কতক্ষণ ঝুলে থাকবে,,,,
আমার গলা কাধ যে শেষ হয়ে গেলো,,,
আমি লজ্জা পেয়ে সাইফকে ছেড়ে দিলাম,,,,
কিন্তু ভয়ে ওর হাত ধরলাম,,,,
.
আমরা আরেকটু সামনে গেলেই দেখলাম একটু দূরেই আলো জ্বলছে,,,,
সাইফ :::::::: এইতো পেয়ে গেছি,,,
.
আমি ::::::::: কি পেয়েছেন???
সাপের মনি নাকি???
সাইফ আমার দিকে তাকিয়ে,,,,
হুম তবে এই মণি সেই মণি না,,,
আমাদের জন্যে মনির থেকে কম নয়,,,
যেখান থেকে আলো জ্বলছিলো সেখান থেকে অনেক শব্দ আসছিলো,,,
অনেক ছেলে মেয়ে যেমন কথা বলে,,,,,,,,,,,,
আমরা গিয়ে দেখি সেখানে অনেক মানুষ,,,,,,
ছেলে মেয়ে অনেক জন,,,,,
কেউ কেউ আগুন জ্বালিয়ে তার চারো পাশে বসে গান করছে,,,,
অন্যপাশে ছেলে মেয়ে পাশাপাশি বসে গল্প করছে,,,,,
আর রান্না বান্নাও হচ্ছে,,,,,,
.
আমাদের দেখে ওরা চুপ হয়ে গেলো,,,
দুইটা ছেলে আমাদের দিকে এলে সাইফ তাদের সাথে কথা বললো,,,,
তাদের সাথে আমরাও পরিচিত হলাম,,,
তারা নাকি পিকনিকে এসেছে,,,
ফ্রেন্ডসার্কেল নিয়ে,,,,,
প্রায় ২০/২৫ জনের মতো এসেছে,,,,
বিরিয়ানী রান্না হচ্ছে,,,,
সাইফ সহ তাদের রান্নায় হেল্প করছে,,,,
বাহ সাইফ তাদের সাথে কত মানিয়ে নিলো,,,,
মনেই হচ্ছে না যে আমরা বাইরের কেউ,,,,,,,
কত সুন্দর করে হেসেঁ হেসেঁ কথা বলছে,,,,,,,,
রান্নার পর্ব শেষ,,,,
সবাই মিলে অনেক্ষণ গল্প গুজব করলো,,,,,,,
কিন্তু আমি শুধু সাইফকে মুগ্ধ নয়নে দেখছি,,,,,
উনি এতোটা মিশুক,,,,
কত সুন্দরভাবে মানিয়ে নিতে জানে,,,,,
চারোপাশে বিরিয়ানির সুগন্ধ ছড়িয়ে গেছে,,,,,,
হঠাৎ একটা ছেলে তাদের তাবু থেকে গিটার নিয়ে এলো,,,,
গিটার বাজিয়ে একজন গান করছে আর বাকিরা তাদের সাথে তাল মিলাচ্ছে,,,,,

“””কেহতাহে পাল পাল তুমছে,,,
হোকে দিল ইয়ে দিবানা,,,
এক পালবি জানে জানা মুজছে
দূর নেহি জানা,,,,
পিয়ার কিয়া তো নিবানা
পিয়ার কিয়া তো নিবানা,,,,,
.
একে একে সবাই গান গাইলো,,,
তারপর একজন সাইফকে বললো গান করতে,,,,
সাইফ বললো না না,,,
আমি গান পারিনা,,,
গিটারটা ওর দিকে এগিয়ে দিলে ও নেয়না,,,,,,
সবাই খুব রিকোয়েস্ট করছিলো,,,
সাইফ আমার দিকে তাকালে আমিও ইশারায় গাইতে বললাম,,,
কিন্তু ও গাইছে না,,,,
.
আমি বলার পরও গাইছে না দেখে আমার মন খারাপ হয়ে গেলো,,
উঠে চলে আসতে নিলে আবার থমকে গেলাম,,,,,
গিটারের টুং টাং শব্দে,,,,,,
পিছনে ফিরে দেখেই আমি অবাক,,,,
.
সাইফের হাতে গিটার আর ও কি সুন্দর করে গানের সুর তুলছে,,,,
আমার দিকে তাকিয়ে শুরু করলো গান,,,,,,,
.
.
” Na jiya zindagi ek pal bhi
Tujhse hoke judaa sun zara
Bin tere mujhse naaraaz tha dil
Tu mila hai toh hai keh raha

Main toh tere rang mein
Rang chuka hoon
Bas tera ban chuka hoon
Mera mujhme kuch nahi sab tera

Main toh tere dhang mein
Dhal chuki hoon
Bas teri ban chuki hoon
Mera mujhme kuch nahi
Sab tera, sab tera.
Sab tera, sab tera.
.
গানটার সব কথা যেনো আমাকেই বলছে সাইফ,,,,
ওর চোখ দুটো দেখে তো তাই মনে হলো,,,,,,,
গানটা শেষ হতেই সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো,,,
আর বলতে লাগলো ওয়ানস মোর ওয়ানস মোর,,,,
.
সত্যি অসাধারণ হয়েছে,,,,
সবাই প্রশংসা করছে,,,,
এবার খাওয়ার পালা,,,,
সাইফ বিরিয়ানি বেড়ে দিচ্ছে আর সবাই প্লেট নিয়ে লাইন ধরলো,,,,
আমি একটা জিনিস খেয়াল করছি সেই তখন থেকে,,,,
ওদের মধ্যে একটা মেয়ে মিটিমিটি লাজুক হাঁসি দিচ্ছে আর বাকা চোখে সাইফকে দেখছে,,,,
যখন গান করছিলো সাইফ তখনও মেয়েটা অপলক ভাবে তাকিয়ে ছিলো সাইফের দিকে,,,,,
আর যখন বিরিয়ানি সার্ভ করছে মেয়েটা সাইফকে হেল্প করার বাহানায় ওর গা ঘেষছে,,,,
ধাক্কাও খেলো একবার,,,
কেনো জানি আমার প্রচন্ড রাগ হচ্ছে মেয়েটার উপর,,,,,
আমিও সাইফের পাশে গিয়ে দাড়ালাম,,,
হেল্প লাগলে আমি করবো,,,,
মেয়েটা আর সাইফের মধ্যকানে এসে একটু একটু করে মেয়েটাকে সরিয়ে দিলম সাইফের পাশ থেকে,,,
কি অসভ্য মেয়ে,,,,
.
তারপর যে যার যার প্লেট নিয়ে গোল গোল হয়ে বসে খাচ্ছে,,,,
আমি সাইফের পাশে বসতে গেলে মেয়েটা চট করে গিয়ে বসে পড়লো,,,,
আমি রাগ করে অন্যদিকে বসলাম,,,
আমি যে এখানে বসেছি তার পাশে নেই এটাতো তার খেয়ালই নেই,,,,
সাইফের হেচকি উঠলে মেয়েটা তড়িঘড়ি করে পানির গ্লাস নিয়ে সাইফকে খাইয়ে দেয়,,,,
আর সাইফও ঢকঢক করে সব পানি খেয়ে নিলো,,,,
এসব দেখে আমার মুখ দিয়ে খাবার যাচ্ছে না,,,,
আর গেলেও গিলতে পারছিনা,,,
গলা দিয়ে নামছে না,,,,,
.
খাওয়া শেষ করে সবাই সাইফের প্রশংসায় পঞ্চমুখ,,,
রান্নাটা অসাধারণ হয়েছে,,,,
মেয়েটাও হেসেঁ হেসেঁ কথা বলছে সাইফের সাথে,,,,,
আর সাইফ সবার সাথে,,,,
.
হাত ধোয়ার জন্যে সাইফ এসে পানি চাই আমার কাছে,,,
কারণ পানির বোতল আমার হাতে ছিলো,,,,,,
আমি ভেতরের রাগটা দমিয়ে রাখতে পারলাম না,,,,
পানি সব সাইফের হাতে না ঢেলে মাথায় ঢেলে দিলাম,,,,,,
সাইফ মাথা ঝাকিয়ে,,,,,
সানিয়া কি করছো,,,,
তোমার চোখের কি হয়েছে,,,,
পানি হাতে ঢালতে বলেছি মাথায় নয়,,,,,
.
আমি :::::::::: ঠিক জায়গায় ঢেলেছি আমি,,,,,
আপনার পানি খাওয়ার খুব শখ তাইনা,,,,,,
চলেন ঝর্ণার পাশে অনেক পানি খাওয়াবো,,,,
মিটিয়ে দিবো স্বাধ,,,,
সাইফ অবাক হয়ে ড্যাবড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে,,,,,
আমরা আরো কিছুক্ষণ থেকে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম,,,,,
আমি রাগে সাইফের আগে আগে হাটছি,,,,,,,
জানিনা কেনো আমার ভেতরে জ্বলছে,,,,
সাইফ কত গুলো শুকনা বড় বড় পাতা নিয়ে পাথরের উপর বিছিয়ে দিয়ে আমাকে বললো,,,
এখন পারফেক্ট শুয়ে পড়ো,,,,
.
আমি অবাক হয়ে বললাম,,,,আমি এতো শক্ত জায়গায় কেমনে ঘুমাবো,,,,
তার উপর খোলা জায়গা,,,,
.
সাইফ ::::::::: খোলা জায়গা এটাই তো বেস্ট,,,,
পাশের ঝর্ণা উপরে খোলা আকাশে আর আকাশে বড় একটা চাঁদ,,,,
জোসনাময় রাত,,,,
কত রোমান্টিক একটা মোমেন্ট,,,,,
এমন একটা পরিবেশ তো সবাই পছন্দ করে,,,,,
.
আমি মুখ বাকিয়ে,,,,
কি বললে তুমি,,,,না না সরি আপনি,,,
.
সাইফ :::::::::: তুমি করে বলোনা,,,
আপনি টা মানাই না,,,,,
.
আমি ::::::::: তুমিটা সহজে আসে না,,,
হা তারপর,,,,
কি যেনো বললেন,,,
আমি এখানে ঘুমাতে পারবোনা,,,,
.
সাইফ :::::::: তাহলে আমায় পাহারা দাও,,,,
আমি খুব টায়ার্ড,,,
গুড নাইট বলে উনি শুয়ে পড়লো,,,
আজব তো,,,
আমি উনাকে পাহারা দিবো,,,,
এটা কোনো কথা হলো,,,,
.
এদিকে নির্জন নিরিবিলি জায়গা,,,,,
চারোদিকে কেমন যেনো নির্বিকার হয়ে আছে,,,,
ঝিঝি পোকার ডাকটাও খুব ভয়ানক মনে হচ্ছে আমার কাছে,,,,
আমিও আর উপায় না পেয়ে সাইফের পাশে গিয়ে শুয়ে পড়লাম,,,,,
কেমন যেনো গা শিরশির করছে,,,,,
আমি সাইফের দিকে ফিরে শুলাম কিন্তু উনিতো ওদিকে মুখ করে শুয়েছে,,,,,,
এই যে সাইফ,,,,
শুনছেন,,,,
এই সাইফ আপনিকি ঘুমিয়ে গেছেন???
উনাকে কয়েকটা ধাক্কা দিলে উনি বললেন,,,,,,
কি হলো ডাকছো কেনো,,,,
.
আমি ::::::::: আপনিকি ঘুমিয়ে পড়েছেন????
.
সাইফ ::::::::: ঘুমিয়ে পড়লে তোমার সাথে কথা বলছি কিভাবে,,,,,
.
আমি :::::: না মানে,,,
আপনি এদিক ফিরে ঘুমান,,,,,
.
সাইফ ::::::: কেনো ভয় করছে বুঝি???
আমি ::::::::: না মানে,,হা একটু করছে,,,,,,, এদিক ফিরেন প্লিজ,,,,,,,,
.
সাইফ এদিকে ফিরলে আমরা দুজন মুখোমুখি হয়ে যায়,,,,,একজনের সাথে অন্যজনের চোখাচোখি হয়ে যায়,,,,,
সাইফ আমার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে আর আমি লজ্জায় চোখ সরিয়ে ফেলি,,,,,,,
.
হঠাৎ আমি অনুভব করি আমার পাশ দিয়ে কিছু একটা যাচ্ছে,,,,
আমার হাতের সাথে ঠান্ডা শীতল কিছু একটার স্পর্শ হলো,,,,,,,
আমার কেমন জানি ভয় হচ্ছে,,,,
হঠাৎ সাইফ আমাকে জড়িয়ে ধরলো,,,,
.
আমার মুখ চেপে শক্ত করে নিজের সাথে আকড়ে ধরলো,,,,,আমার নিঃশ্বাস ওর বুকের উপর পড়ছে,,,,,সাইফের হার্টবিট আমি স্পষ্ট শুনতে পাচ্ছি,,,,,
নিজেকে সাইফের বুকে আষ্টে পিষ্টে পেয়ে আমি যেনো অন্য কোনো পৃথিবীতে হারিয়ে যাচ্ছি,,,,,,
কেনো জানিনা প্রচন্ড রকমের সুখ লাগছে আমার,,,,,
শান্তি শান্তি লাগছে,,,,,
ইচ্ছে করছে এই বুকে ঠোটেঁর বুলিয়ে দিই,,,,,,,
কল্পনার মাঝে ডুবে যাচ্ছি,,,,,
একটু পরেই ভেঙ্গে গেলো কল্পনাটা,,,,
সাইফ আমাকে ছেড়ে দিয়ে বললো,,,
চলে গেছে আপদটা,,,
এবার ঘুমাও,,,
.
আমি ::::::: কি ছিলো সেটা???
কেমন শীতল ঠান্ডা টাইপের,,,
.
সাইফ ::::::::: প্রথমে যাকে দেখে ভয় পেয়ে ছিলে সেই,,,
.
আমি :::::: মানে???
.
সাইফ ::::::: সাপ,,,,
আমি চোখ বড় বড় করে,,,,
ওরে বাবা,,,,
এখানেও সাপ আমার ভয় করছে,,,,
সাইফের সাথে আবারো লেগে গেলাম,,,
.
সাইফ ::::::: সাপকে ভয় করে আমাকে বুঝি ভয় করেনা,,,,জলজ্যান্ত মানুষ একটা তাকে ভয় পাওনা???
.
আমি ::::::::: আপনাকে কেনো ভয় পাবো,,,,,
আপনিকি আমাকে চোবল দিবেন,,,,
.
সাইফ ::::::: চোবল দিবোনা,,,,,
এমনটা একটা রাতে,,,,
নিরিবিলি জায়গায়,,,,
একটা মেয়ে আর একটা ছেলে পাশাপাশি,,,,
যদি কিছু একটা করে ফেলি,,,,,
দুষ্টুমির ভঙ্গিতে,,,,,
.
আমি ঢোক গিলে,,,,
মানে কি???
আপনাকে আমি বিশ্বাস করি,,,
আর গতকালই তো বলেছিলাম মিহাদের কথা,,,,,
ভুলে গেলেন,,,,
আর একা পেয়ে ফায়দা উঠাতে চাইছেন তাইনা,,,,
.
সাইফ চোখ বড় বড় করে আমার থেকে অনেকটা দূরে সরে গিয়ে বললো,,,,
ওহহহ তাইতো,,,
আমিতো ভুলেই গেছিলাম,,,
তুমি অন্যকারো,,,,
ছি ছি সানিয়া তুমি এটা ভাবলে কি করে আমি তোমাকে একা পেয়ে ফায়দা নিতে চাইবো,,,
তোমরা মেয়েরা ভাবো কি,,,,
একটু হেল্প করলে বা একটু সহানুভূতি দেখালে তোমরা সেটাকে ফায়দা ভাবো তাইনা,,,,,,
যদি এমনটা চাইতাম তাহলে একটু ভেবে দেখো এর আগেও পারতাম,,,
কিন্তু আমি কিছুই করিনি,,,,
সাইফ রাগ করে অন্যপাশে শুয়ে পড়লো,,,,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here