#অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 44
সাইফ চোখ বড় বড় করে আমার থেকে অনেকটা দূরে সরে গিয়ে বললো,,,,
ওহহহ তাইতো,,,
আমিতো ভুলেই গেছিলাম,,,
তুমি অন্যকারো,,,,
ছি ছি সানিয়া তুমি এটা ভাবলে কি করে আমি তোমাকে একা পেয়ে ফায়দা নিতে চাইবো,,,
তোমরা মেয়েরা ভাবো কি,,,,
একটু হেল্প করলে বা একটু সহানুভূতি দেখালে তোমরা সেটাকে ফায়দা ভাবো তাইনা,,,,,,
যদি এমনটা চাইতাম তাহলে একটু ভেবে দেখো এর আগেও পারতাম,,,
কিন্তু আমি কিছুই করিনি,,,,
সাইফ রাগ করে অন্যপাশে শুয়ে পড়লো,,,,,,,,
.
আমি মনে মনে নিজেকে যত পারছি বকা দিচ্ছি,,,,
কি বলতে কি বলে ফেললাম,,,,
উনিতো কখনো আমাকে জোর করে বা এমনিতেও স্পর্শ করেনি,,,,
কোনোরকম কাছে আসার চেষ্টাও করেনি তাহলে কেনো আমি শুধু শুধু উনাকে এসব বলতে গেলাম,,,,,,
ধ্যাৎ সব উলট পালট করে দিলাম,,,,
কখন যে আমিও ঘুমিয়ে পড়েছি জানিনা,,,,
পাখির কিচির মিচির শব্দে আর ঝর্ণার পানি বয়ে যাওয়ার কলকল শব্দে ঘুম ভাঙ্গে আমার,,,,,
কখনো এমন পরিবেশে আর এমন জায়গায় ঘুমাইনি,,,,
আজ প্রথম,,,
তবে ঘুমটা বেশ ভালোই হয়েছে,,,,,
চোখ কচলাতে কচলাতে এদিক ওদিক তাকালাম,,,,
সাইফকে দেখতে পেলাম না,,,,
সবকানে দেকলাম কোথাও নেই,,,,
ঝর্ণার ধারে যেতেই আমার চোখ ছানাবড়া,,,,,,
.
এই মানুষটাতো মেয়েদের রাত জাগার কারণ হবে,,,,
ঘুম কেড়ে নিবে,,,,
এতো সুঠাম দেহ নিয়ে কেউ সুইমিং করে,,,,,,
ঝর্ণার পানি যেখানে থমকে গেছে সেখানে সাইফ মহাশয় সুইমিং করছে,,,
কত রকমের সুইমিং,,,,,
বাব্বাহ আমিতো একটাও পারিনা,,,,
ইচ্ছামতো উনি সুইমিং করে উঠলেন,,,,,
আমাকে দেখেও যেনো দেখলো না,,,,,,,,,,,
.
কোনো কথা বলছে না,,,,
হালকা রোদে দাড়িয়ে চুল থেকে পানি ঝাকিয়ে ফেলছে,,,,,
যদি এই মুহূর্তে ক্যামেরা থাকতো তবে অনেকগুলা ছবি তুলে নিতাম,,,,
বেশ লাগছিলো উনাকে,,,
আমিতো হা করেই তাকিয়ে ছিলাম,,,,
যখন উনার সাথে চোখাচোখি হয় লজ্জায় চোখ নামিয়ে ফেলি,,,,,,
.
আমিও পানিতে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম,,,,
খুব পিপাসা লেগেছিলো,,,,
পানি খাবার তো কোনো গ্লাসও নেই তাহলে পানি খাবো কেমনে,,,,,
.
আমি সাইফকে বললাম,,,,
সাইফ বললো পুরো পানির নফুরা তোমার সামনে,,,,
যত ইচ্ছা তত খাও,,,,
.
আমি :::::::: কিন্তু কিভাবে খাবো,,,
গ্লাস নেইতো,,,
সাইফ গাছ থেকে একটা বড় পাতা ছিড়ে এনে গ্লাসের আকৃতি বানিয়ে পানি নিয়ে দিলো কিন্তু আমি খেতে পারলামনা সব গায়ে পড়ে কাপড় ভিজে গেলো,,,
.
তারপর সাইফ নিজের হাত দুটো একসাথে করে পানি এনে আমার মুখের উপর ধরলে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি,,,,
সাইফ ::::::: আরে পানি পড়ে যাচ্চে তো,,,,,
জলদি খাও,,,,
এভাবে দুবার হাতে করে পানি এনে আমাকে খাওয়ালো সাইফ,,,,
এগুলা যেনো পানি নয়,,,,
অমৃত খেয়েছি আমি,,,,
পানির যে এতো স্বাধ হতে পারে তা আগে জানতাম না,,,,,
কখনো পাইনি তো,,,,
.
টংয়ের সামনে এসে সাইকেলের চাকার পাম ফুড়ুৎ হয়ে গেলো,,,,
টং থেকে চা বিস্কিট খেয়ে হেটে হেটে আসছি,,,,,
আমি সাইফের দিকে বারবার তাকাচ্ছি,,,,
সাইফের দিকে তাকাতেই ঠোটেঁর কোণে হাঁসি ফুটছিলো আমার,,,,,
ইচ্ছে করছে এভাবেই তাকিয়ে থাকি ওর দিকে,,,,,
কি এমন আছে ওর মাঝে,,,,
যা ওর দিকেই আমাকে টেনে নিয়ে যায়,,,,,,,
খুব ভালো লাগে সাইফকে দেখতে,,,,
.
সাইফ সাইকেল সহ নিয়ে হাটছে,,,
আর আমি ওর দিকে তাকিয়ে হাটছি,,,
হঠাৎ পায়ে কি যেনো ডুকে যায় আর আমি রাস্তায় বসে পড়ি,,,,
.
সাইফ সাইকেল ফেলে আমার কাছে দৌড়ে আসে,,,,
এতোবড় কাচের টুকরো আমার পায়ে বিধেছে,,,,,
এমন জিনিস রাস্তায় ফেলে কোন গাধারা,,,,,,
রক্ত পড়ছে অঝোরে,,,,,,
হিল পড়ে এতো হাটা যায় নাকি,,,
তাই জুতো হাতে নিয়ে খালি পায়ে হাটছিলাম আর তখনি ঘটলো এমন ভয়ানক ঘঠনা,,,,
.
সাইফ অস্হির হয়ে এদিক ওদিক কিছু খুজতে লাগলো,,,,
এদিকে ব্যাথায় আমি চিৎকার করে কাদছি,,,,,
সাইফ কাচের টুকরোটা বের করতে চাইলে আমি আরো জোরে চিৎকার করি,,,,,,
ভিষণ যন্ত্রনা হচ্ছে আমার,,,,,
.
সাইফ আমার শাড়ি থেকে একটা ছোট টুকরো ছিড়ে আমার পায়ে শক্ত করে বেধে দিয়ে আমাকে ওর দিকে তাকাতে বললো,,,,,,
কিন্তু যখনি কাচে হাত দেয় আমি সহ্য করতে পারিনা,,,,
আমি কোনো ভাবেই ওকে কাচটা বের করতে দিচ্ছি না,,,,,
সাইফ আমার দিকে তাকিয়ে বললো,,,,
সানিয়া আম সরি,,,,,,,
তারপর হুট করে আমার ঠোটেঁ নিজের আয়ত্বে নিয়ে নেয়,,,,,,
আমি বুঝতে পারছি,,,,,
সাইফ আমার কাচটা বের করছে,,,,
আমি তখনি সাইফকে খামচে ধরি,,,,,,
কাচটা টেনে নিয়েই সাইফ আমাকে ছেড়ে দিলো,,,,,
.
এদিকে আমার মাথা ভো ভো করছে,,,,,
চারোদিক অন্ধকার হয়ে আসছে,,,,,,,
অবশেষে আমি সেন্স হারিয়ে ফেলি,,,,,
.
যখন চোখ খুলি দেখি পাশে জেসিয়া আপি,,,মামুন জিজু,,,আর সাইফ বসে কথা বলছে আমাকে চোখ খুলতে দেখে জেসিয়া আপি চিৎকার করে বলে উঠলো সাইফ মামুন দেখো দেখো সানিয়ার জ্ঞান ফিরেছে,,,,,,
জেসিয়া আপি আমাকে ধরে বসালো,,,
পায়ে প্রচন্ড ব্যাথা,,,,
ব্যান্ডেজ করা,,
সাইফ আর জিজু ও এলো,,,,
জেসিয়া :::::: আমাকে জড়িয়ে ধরে,,,,
খুব কষ্ট হয়েছিলো তাইনা,,,,
এখনো কি বেশি ব্যাথা করছে???
.
আমি :::: না আপু তেমনটা করছে না,,,
কিন্তু আমি এখানে কখন এলাম???
.
মামুন জিজু,,, সাইফ আর জেসিয়া আপি একজন আরেকজনের দিকে তাকাচ্ছে,,,,,,,,
মামুন :::::::: সাইফ সাহেব তোমায় নিয়ে এসেছে,,,,
কি অস্হির হয়ে ছিলো বেচারা,,,
ডাক্তার আনিয়ে ব্যান্ডেজ করিয়েছে,,,,,,
আর তার চেয়ে বড় কথা হচ্ছে সাইফ সাহেব তো তোমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলো সাইকেল রেখেই তোমায় কোলে করে নিয়ে এসেছে,,,,
তারপর গিয়ে দেখি সাইকেল গায়েব,,,,
.
জেসিয়া আপি :::::: মামুন তুমি চুপ করো তো,,,,
সবেমাত্র সানিয়ার জ্ঞান ফিরেছে আর তুমি শুরু করে দিলা,,,,
সানিয়া বলো তুমি এখন কি খাবে???
জানিনা ওখানে কেমন করে কাটিয়েছিলে,,,,,,,,
.
আমি অবাক হয়ে,,,,,
তাহলে কি আমরা হেরে গেছি রাইডে???
কিন্তু জিজু ঝর্ণা তো অনেক দূর ছিলো,,,
আমরা যেতে যেতে রাত হয়ে যায়,,,
আর ওখানে আমাদের কাটাতে হয়,,,,
আর সাইকেলের চাকার হাওয়াও ছিলো না,,,,,,
.
জেসিয়া আপি ::::::::: আমার মাথায় হাত বুলিয়ে দিয়ো,,,
ইশশ একটা রাত না খেয়ে থেকে,,,
ওখানে কত কষ্ট পেয়েছে আমার ভাইটা আর সানিয়া,,,,,
মামুন তোমাকে কত করে বলেছি এমনটা করোনা কিন্তু তুমি আমার কথা শুনলে নাতো,,,,
.
আমি :::::::::: না আপু আমাদের কষ্ট হয়নি,,,,বেশ ভালোভাবেই কেটেছে,,,,,
খুব ইনজয় করেছি প্রতিটা মোমেন্ট,,,,
সাইফের দিকে তাকিয়ে কথা গুলো বললাম,,,,
.
জেসিয়া :::::::: তুমি তো মামুনের সাইড নিয়ে কথা বলছো,,,,
সত্যিই কি ভালো কেটেছে???
.
মামুন জিজু ::::::::: জেসিয়া কি সব পাগলের মতো কথা বলো,,,,
ভালো কেটেছে মানে,,,,
হেব্বি রোমান্টিক মুডে ছিলো দুনোটা,,,,
এমনকি আমাদের কথাও মনে ছিলোনা,,,,,,,
যদি বোরিং হতো তাহলে আমার সালা সাহেব অনেক আগেই চলে আসতো,,,
জেনেও না জানার ভান ধরে যেতোনা,,,,
সেতো চেয়েছিলো যেনো দুজন এভাবে কোথায় টাইম স্পেন্ড করতে পারে,,,,,
.
আমি :::::::: মানে কি বুঝলামনা,,,,,
আর জিতলো কে???
হারলো কে???
.
এবার তার তিনজনই হেসেঁ দিলো,,,
মামুন জিজু,,,,
সানিয়া দেখি সত্যিই পাগলী,,,,কিচ্ছু বুঝেনা,,,,,
সাইফ সাহেব সামলাবেন কেমনে এইটারে,,,,,
.
সাইফ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে,,,,,
আমি জেসিয়া আপির হাত ধরে অভিমানের সুরে বললাম,,,,,
আপু কাহিনী কি আমিতো কিছুই বুঝতে পারছিনা,,,,,
প্লিজ আপি বলেননা,,,,
.
জেসিয়া আপি দুজনকে থামতে বলে,,,,,
তোমরা চুপ করো তো,,,বেচারীকে আর জ্বালিও না,,,,
একচুয়েলী সানিয়া,,,,,
কাহিনী হচ্ছে কোনো রাইড টাইড ছিলো না,,,,,
জাস্ট রাইডের নামে একটা বাহানা ছিলো,,,,,
তোমাদের দুইটাকে একা টাইম স্পেন্ড করানোর জন্যে,,,,,,
আর এটা সম্পূর্ণ মামুনের প্ল্যান ছিলো,,,,
.
আমি হা হয়ে জিজুর দিকে তাকিয়ে আবার সাইফের দিকে তাকালাম,,,,
মানে সব মিথ্যে ছিলো,,,,
.
মামুন :::::::: হা তবে সরি মিথ্যেটা বলার জন্যে,,,,কিন্তু তোমাকে আর সাইফকে একটা স্পেশাল মোমেন্ট সারপ্রাইজ দেওয়ার জন্যে এমনটা করলাম,,,,
কজ আমরা জানি ঝর্ণাটা সম্পর্কে,,,,
আর ওখানে গিয়ে রাতে আসা সম্ভব নয়,,,,,,,
পরে সাইফকে বলি ও কিন্তু মোটেও রাগ করেনি যদি তুমি রাগ করর থাকো তাহলে স,,,,,,,,
.
ইটস ওকে জিজু,,,,
আমিও হেসেঁ দিলাম,,,,
তবে জিজু এটা আমার জিবনের খুব স্পেশাল একটা মোমেন্ট ছিলো,,,
এন্ড সারপ্রাইজ,,,,,,
এত্তগুলা ধন্যবাদ জিজু,,,,,,
.
সাইফের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো,,,,
খেয়াল করলাম সাইফের ঠোটেঁর কোণে মৃদু হাঁসির ঝলকানি,,,,,
তবে এই হাঁসির কারণটা যেনো শুধু আমিই,,,,,,
.
মামুন জিজু জেসিয়া আপিকে বাহু দিয়ে হালকা ধাক্কা দিয়ে,,,,,
দেখলেতো সুইটহার্ট সানিয়া কত হ্যাপী,,,,
সো আমি সার্থক হয়েছি,,,,
এই যে সানিয়া আমাকে শুধু ধন্যবাদ দিলে হবেনা,,,,,
.
আমি :::::::: তাহলে কি চাই আপনার চকলেট???
আইসক্রীম???
নাকি ফুচকা??
.
মামুন জিজু ::::::::: এসব চলবে না,,,,
আমি :::::::: বার্গার???
পিজ্জা নয়তো আরেকটা জেসিয়া আপি বলেই খিলখিলিয়ে হেসেঁ দিলাম,,,,,,
.
মামুন জিজু ::::::: আরে নাহ পাগলী,,,,
আমার তো এই জেসিয়াকেই চাই,,,,
তবে তোমার কাছে কি চায় জানো,,,,
সাইফের পাশে গিয়ে সাইফের হাত ধরে ছলছল চোখে বললো,,,,
আমার বেশি কিছু চাইনা মহান আল্লাহ তায়ালা আমাদের সব দিয়েছেন কিন্তু একটা সন্তান দেননি,,,,,
বাবা মা ডাকটা শুনার ভাগ্যটা আমাদের হয়নি,,,,
কিন্তু আমরা চাই আমাদের কেউ পাপ্পি আর পাপাই ডাকুক,,,,
ছোট্ট ছোট্ট পা দিয়ে হেটে হেটে আমাদের বাসায় বেড়াতে আসুক,,,,,
আমাদের জড়িয়ে ধরে আদর করুক,,,,
কি সাইফ আমাদের আশাটা পূরণ করবি না????
.
জেসিয়া আপির চোখেও পানি গড়িয়ে পড়লো,,,,,
আড়ালে মুছলেও আমি দেখে ফেলি,,,,
সাইফ অসহায় ভাবে আমার দিকেই তাকিয়ে আছে,,,,,
আমিও যেনো এই মুহূর্তে আটকে গেছি,,,,,,,,,
থমকে গেছি,,,,
নির্বাক চোখে তাকিয়ে আছি আশাহত দুটো মানুষের দিকে,,,,,
তবে আমিও নিজের চোখটাকে সরিয়ে নিলাম,,,,
এতেই সাইফ জবাব পেয়ে গেলো,,,,,
ঝাপটে ধরলো জিজুকে,,,,
.
আমিইবা কি করবো,,,কি করার আছে আমার,,,
আমিতো অসহায়,,,,
অন্য কেউ আমার অপেক্ষায় আছে,,,
সাইফের অসহায়ত্ব চাহনী আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে,,,,
হাহাকার করে উঠলো বুকের মাঝে,,,,,,
কেউ আমার উপর এতোটা আশা করে আছে,,,,,,,
কি হবে এর পরিণতি,,,,
কি করবো আমি??????
যখন আমার সত্যিটা জেসিয়া আপি জিজু জানতে পারবে তারা কি ক্ষমা করবে আমায়????
উফফফ এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাবো,,,,,
ভিতর বলছে এক কথা আর বাহির বলে আরেক কথা,,,,
কিন্তু কার কথা শুনবো আমি বুঝতে পারছিনা,,,,,,,
সাইফের ভাষাহীন চোখের দিকেও আমি।তাকাতে পারছিনা,,,,
বড্ড অভিমান আর ক্রোধ ভরা চাহনীতে আমাকে দেখছে,,,,,,
তবে জেসিয়া আপি এসে আমাকে ঝাপটে ধরে অঝোরে কেদে দিলো,,,,
বড্ড অপরাধী মনে হচ্ছে নিজেকে,,,,,
খুব ছোট মনের মনে হচ্ছে নিজের কাছে,,,,,,,,
জানিনা কেনো আজ আমি নিস্তব্ধ,,,,,,,,
আমি নির্বাক,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,