অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 9
আমি ::::::::::: একচুয়েলী,,,,,
আমার,,,,, আমার
হঠাৎ দরজা ঠেলে কেউ প্রবেশ করলো,,,,,
উনার আপুটা,,,,,
.
কি ব্যাপার দুজনের কথা বলা কি এখনো শেষ হয়নি???
নাকি আরো সময় লাগবে,,,,
.
উনি আপুকে বললো,,,,না হয়েছে আমাদের,,,,,,
তারপর আমার দিকে তাকিয়ে,,,,
হুম বলো তারপর,,,,
.
আমি ::::::::::: না তেমন কিছু না,,,,
আপু :::::::::::: কিছু বলতে চাইচে বোধহয় তোকে সাইফ,,,,
আমার সামনে বলতে চাইছে না,,,,,
আমি বাইরে যাই,,,,,
আপু বাইরে যেতে চাইলে আমি আপুর হাত ধরে ফেলি,,,,
না আপু কিছু না,,,,
আপনি বসুন আমি একটু আসছি,,,,
.
সোজা নয়নের রুমে চলে এলাম,,,,,
কি করতে যাচ্ছিলাম আমি,,,,,
মিহাদের কথা বললে তো সব শেষ হয়ে যাবে,,,,,,
আমি কি করবো,,,
দোটানায় পড়ে গেছি,,,,,
মিহাদকে ছাড়া আমি থাকতে পারবো না,,,,,,,
পালাতেও পারবোনা,,,,,,
আর আব্বু আম্মু কেউ মিহাদকে মেনে নিবে না,,,,
কখনোই না,,,,,
বেকার ছেলের হাতে কোন বাবা তার মেয়েকে তুলে দিবে,,,,,,
কি যে করি আমি,,
.
তবে উনি যেমন ভালো,,,
উনার আপু,,,,ফুফুরা সবাই ভালো,,,,
খুব আদর দিয়ে কথা বলেছে আমার সাথে,,,,,,
আম্মু,,, আপুনি আব্বু আর দুলভাই সবাই ভিষণ খুশি,,,,
.
ছেলে নাকি আমায় খুব পছন্দ করেছে তাই ইনগেইজমেন্টটা আজই করে নিয়েছে,,,,,,,
.
আপুটা আম্মুকে বলছিলো,,,,
উনার ফুফা নাকি প্রবাসি,,,, উনি আর এক মাস আছেন দেশে,,,,
উনি চলে যাবার আগেই বিয়েটা
সেরে ফেলতে চান,,,,,,
ফুফা নাকি উনাদের বাবার মতো,,,,
উনাকে ছাড়া বিয়ে হবে না,,,,
.
আম্মু আর আব্বু দুলাভাই আর আপুনির সাথে পরামর্শ করে উত্তর দিয়ে দিলেন,,,,,,,,,
মানে হ্যা,,,,
এক সপ্তাহের মধ্যেই বিয়ে,,,,,
এতো তাড়াহুড়োর কি আছে বুঝি না,,,,
.
তারপর সবাই একসাথে নাস্তা করলাম,,,,,,,,,
ওরা যাবার সময় উনার আপুটা আমার কাছে নাম্বার চাইলো,,,,,
আমি না দেওয়ার অযুহাত দিতেই আপুনিটা এসে নাম্বারটা দিয়ে দিলো,,,,,,
আমার খুব রাগ লাগলো ব্যাপারটা,,,,,
আসবো না আমি আর কখনো আপুনির বাসায়,,,,,
.
আব্বু দুলাভাই আপুনি আর আম্মুরা সবাই গল্প করছে,,,,
আব্বু আম্মুর মুখের হাসিঁ দেখেই বুঝা যাচ্ছে তারা কতোটা খুশি,,,,
এখন আমি পড়ে গেছি এক চিন্তায়,,,,
মিহাদের সাথে কথা বলতে হবে,,,
তাকে সব জানাতে হবে,,,,
.
মনটা আকুপাকু করছে মিহাদের সাথে কথা বলাম জন্যে,,,,
বেকার হলেও,,,,সে আমার সব,,,
আমি তো তাকেই ভালোবাসি,,,,
.
আম্মু ::::::::::: বসে বসে কি ভাবছিস সানিয়া????
কোনো প্ল্যান করছিস নাতো আবার,,,,
.
আপুনি :::::::::: কি ভাববে আবার,,,,
ভাবছে আমার আপুনিতো আমার জন্যে রাজকুমার নিয়ে এসেছে,,,,
দেখেছো আম্মু ছেলে কত লম্বা,,,,,
আর চেহেরাটাও মাশাআল্লাহ,,,,
সব মিলিয়ে খুব সুন্দর,,,,
আমি তো আগেও দেখেছিলাম ছেলেকে,,,
.
ছেলের বাবার সব বিজনেস ছেলে সামলায়,,,,,
খুব ভালো আর ভদ্র ছেলে,,,,
সানিয়া কি কি কথা হলোরে তোমাদের মধ্যে???
.
আম্মু ::::::::: যা হয়েছে থাক,,,
এসব জিঙ্গেস করার দরকার নেই,,,,,
মনের মতো এই জামাইটাও পেলাম,,,
আল্লাহর দরবারে হাজার হাজার শোকরিয়া,,,,,,
আমাকে আম্মু আর তোর আব্বুকে আব্বু বলে ডেকেছে তুই শুনেছিস???
.
আপুনি ::::::::: হ্যা আম্মু,,,,আমাকেও আপুনি আপুনি বলে ডাকছে,,,,
আব্বুকে তো পায়ে ধরে সালাম করলো,,,,,,,,
আর আম্মু ওর বোনটাও খুব ভালো তাইনা,,,,,,
কোনো কিছুর অভাব নেই,,,
শুধু নেই কি বাচ্ছা,,,,
.
আম্মু ::::::::: হুম,,,,সবাই সব দিক দিয়ে সুখি হয় না,,,,,,
ওর পুরো ফ্যামিলিটাই খুব ভালো,,,,
খুব সুন্দর করে কথা বলে,,,,
বোনটাও অনেক সুন্দর,,,
ভাই বোনের চেহারায় মিল আছে,,,,
.
আপুনি ::::::::: সানিয়ার বাসাটা কিন্তু ততোটা দূরে নয়,,,,
আমার এখান থেকে মাত্র আধা ঘন্টা লাগবে,,,,,
.
আমি ::::::::::: অবাক হয়ে,,,কি আধা ঘন্টা,,,,,,,
কিচেন থেকে পোড়া গন্ধ এলে আপুনি দৌড় দেয়,,,,
আল্লাহ চুলায় কি রেখে এসেছি,,,, পুড়ে ছাই হয়ে যাচ্ছে,,,,
আমার তো মনেই ছিলো না,,,,
.
আম্মু ::::::::::::: তোরা দুই বোনই একই,,,,
একদিকে আসলে অন্য দিকের খেয়াল থাকে না,,,,,,
.
আমি :::::::::: আম্মু তোমরা যে আমাকে না বলে একা একা সব ঠিকটাক করে নিলে আমাকে আমাকে একবারো জানাওনি কেনো????
আমার অনুমতির কি কোনো মুল্য নেই তোমাদের কাছে???
আমার মতামত নেওয়ার তো দরকার ছিলো,,,,,
হুটহাট করে নিজেরা পছন্দ করে তার সাথেই আমায় বিয়ে দিয়ে দিচ্ছো,,,,
তাও আমার সপ্তাহ খানেকের মধ্যে,,,,
.
আম্মু ::::::::::: ভ্রু কুচকে মানে কি,,,,
তোর আব্বু আর আমি থাকতে তোর মতামতের কি দরকার,,,,,
তুই ছোট মানুষ নিজের ভালো মন্দ বুঝবি না,,,,,,,
আমরা যা করবো তোর ভালোর জন্যই করবো,,,,,
তাছাড়া ছেলেকে তোর আব্বু খুব পছন্দ করেছে,,,,
আর বিয়ের কথাও তাদেরকে তোর আব্বুই দিয়েছে,,,,
কিছু বলতে হলে তাকে গিয়ে বল,,,
আমাকে কেনো বলছিস,,,
.
আমি যে আব্বুকে এ সম্পর্কে কিছুই বলবো না সেটা আম্মু ভালো করেই জানে,,,,,,
তাইতো এমন করে বলছে,,,,
.
আমি ::::::::::: আমারো তো পছন্দ অপছন্দ থাকতে পারে,,,,,
সারা জিবন যার সাথে কাটাবো থাকে যদি ভালোভাবে না জানি তাহলে তার সাথে সংসার করবো কেমনে??
.
আম্মু ::::::::: তোর পছন্দ অপছন্দ মানে,,,,
ছেলে কি তোর পছন্দ হয়নি????
কি বলতে চাইছিস তুই??
.
আমি :::::::::: আমি বলতে চাইছি এখানে যে ওরা আমায় দেখতে আসবে সেটা আমায় আগে বলোনি কেনো????
.
আম্মু :::::::::::: কেনো???? আগে বললে কি হতো????
আর তুই নিজেই তো তোর আব্বুকে বলেছিলি,,,,,
যে তোমরা যাকে পছন্দ করো আমি তাকেই বিয়ে করবো,,,,,
তাহলে আবার এসব কথার মানে কি???
.
আমি :::::::::::: হুম বলেছিলাম তো,,,,,
তোমরা যেখানে বলো সেখানেই তো বিয়ে করবো,,,,,
কিন্তু এসব করার আগে একটা বার আমায় বলা উচিৎ ছিলো না নাকি,,,,
.
আম্মু ::::::::::: বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি,,,,
তো কি হয়েছে এবার সেটা বল,,,,
.
আমি ::::::::::: কিছু হয়নি,,,,বাসায় কখন যাবো???
.
আম্মু ::::::::::: আমরা চলে যাবো,,,তুই কটা দিন এখানে থাক,,,,,
বিয়ের পর তো আর থাকতে পারবি না,,,,,,,,,
.
আমি ::::::::: তোমরা চলে যাবে আর আমি থাকবো,,,
না আম্মু আমি থাকবো না,,,,
বাসায় চলে যাবো,,,,
.
বাসায় যাবার তো একটাই কারণ,,,,
মোবাইলটা যে বাসায় রেখে এসেছি,,,,,
আর আমার মিহাদ তো ফোন দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে,,,,,
মনে হয় খুব রেগে আছে,,,,,
.
কিন্তু আপু কিছুতেই আমায় ছাড়তে চাইছে না,,,,
সাথে নয়ন আর এহসান ও,,,
আন্টি তুমি যেওনা,,,,
প্লিজ আন্টি আজ থেকে যাও,,,
.
কিন্তু এসব আমার একদম ভালো লাগছে না,,,,
যদি অন্যদিন হতো তবে থেকেই যেতাম,,,,,,,,
আমি এবার আব্বুকে বললাম যে আমি বাসায় যাবো,,,
আমার এখানে ভালো লাগছে না,,,,
.
আব্বু আপুনিকে বললো,,,
সানিয়া যখন থাকতে চাইছে না,,,
তাহলে জোর করে রাখার দরকার নেই,,,
পরে নাহয় আসবে,,,,
.
আম্মু ::::::::: দুই একটা দিন থেকে যাক,,,,,,,,
সাফিয়া চাই সানিয়া কয়েকদিন থাকুক,,,
.
আব্বু :::::::::: কিন্তু সানিয়া যে বাসায় যেতে চাইছে,,,
আচ্ছা পরে আসবে আবার,,,
এখন আমাদের সাথে চলে আসুক,,,
.
তারপর আমি আপুনিকে,,, নয়ন আর এহসান,,,,কাউকে জড়িয়ে না ধরেই গাড়িতে এসে বসলাম,,,,
মেজাজ খারাপ আমার,,,
.
একটু পর আম্মু আব্বু দুজনেই এলো,,,
তারপর সোজা বাসায়,,,,
রুমে ঢুকার সাথে সাথে কাপড় চেন্জ না করে ড্রয়ার থেকে মোবাইল নিয়ে দেখি চার্জ নাই,,,,
ধ্যাত,,,,,
.
ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে,,,,,
চুড়ি,,, চেইন বা আংটি কোনোটাই খুলা যাবে না,,,
আম্মু খুব কড়াকড়ি ভাবে নিষেধ করে দিয়েছেন,,,,,,
.
চুড়ি আর চেইনটাও অনেক সুন্দর,,,
ডিজাইনটা আনকমন,,,,
আমার হাতে নাকি খুব মানিয়েছে আংটি আর চুড়ি জোড়া,,,,
উনার ফুফু আর আপুটা বলেছে,,,,
.
ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্যান স্পিডে দিয়ে কিছুক্ষণ দাড়িয়ে থাকলাম,,,,
খুব গরম লাগছে,,,,,
.
ফোন অপেন করার সাথে সাতে টুং টাং শব্দে অনেক গুলা মেসেজ এসে ভর্তি হয়ে গেছে আমার ইনবক্সটা,,,,
.
সব মিহাদের মেসেজ,,,,,
মেসেন্জারে,,,,ইমুতে আর হোয়াট’স এপেও দিয়ে ভরিয়ে ফেলেছে,,,,,
.
মিহাদের এমন পাগলামো গুলা মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে,,,,,
কই ওর সাথে তো আমি এমন করি না,,,,,,,,,
.
মিহাদের কাছে কল দিতে ওর নাম্বারটা আনলাম,,,,,,,
টাচ করবো এমন সময়ে কোনো এক আননোয়ান নাম্বার থেকে কল এলো,,,,
ধরবো কি ধরবো না ভাবছি,,,,
দুই বার কল কেটে যাবার পর আবারো কল এলে রিসিভ করি,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,