আগুনের_তৃষ্ণা,Part.10,11

0
1224

আগুনের_তৃষ্ণা,Part.10,11
Maishara_Jahan
Part.10

সায়ন,,,, না চাচ্চু শুনার ইচ্ছে আছে হিহিহি।

সবাই হাসা হাসি করে প্রহর চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে।

প্রহর মুশকি হেঁসে বলে,,,, তা কোথায় যাওয়া হচ্ছে।

অয়ন,,,, নিউজিল্যান্ডে।

আমি লাফ দিয়ে উঠে বললাম,,,,,, নিউজিল্যান্ডে ওয়াও, যানেন আমার কতো ইচ্ছে ছিলো সেখানে যাওয়ার।

অয়ন,,,,,,তাই তো নিয়ে যাচ্ছি।

সায়ন,,,,,,, ঘুরার জন্য নিউজিল্যান্ড সেই একটা জায়গা, যতো বার গেছি মন ভরে গেছে। তা সেখানে কোথায় গিয়ে উঠবা।

অয়ন,,,,,, সেটা নীরের জন্য সারপ্রাইজ।

মারু,,,,, ইশশশ আমি আর অপেক্ষা করতে পারছি না, কখন যাবো আমরা।

অয়ন,,,,,,, যাবো যাবো, এখন তো শান্তি মতো খাও।

আমি এক্সাইটেড হয়ে বললাম,,,,, তার মানে আমি কালকে নিউজিল্যান্ডের সমুদ্রে থাকবো। সেখানে গিয়ে কি কি করবো ভাবতেই ভালো লাগছে। আর খেতে ইচ্ছে করছে না।

অয়ন,,,,,,, চুপচাপ খাও না হলে নিয়ে যাবো না।

আমি মুখ বেঁকিয়ে বললাম,,, দিলেন তো আমার এক্সাইটমেন্টে পানি ঢেলে।

প্রহর,,,,, কতো দিনের জন্য যাচ্ছিস তোরা।

অয়ন,,,,, এক সপ্তাহ।

প্রহর,,,,,, তাহলে এই কয়েকদিনের জন্য আমিও চলে যাবো ঘুরতে কোথাও না কোথাও।

অয়ন,,,,,,, হুমম তোর সাথে স্নেহা ও যাবে।

প্রহর ব্রু কুঁচকিয়ে বললো,,,,, কোন কারনে।

অয়ন,,,,, আরে স্নেহা ও আর্টস নিয়ে পড়ছে, তুই ওকে একটু হেল্প করে দিবি।

প্রহর,,,,,,, আমি কি টিচার নাকি, ওকে বল কোনো টিচারের সাথে যেতে।

অয়ন,,,,,, তুই ওর টিচার হয়ে যা,আর রহিদ আংকেল আমাকে রিকোয়েস্ট করেছে, তার কথা আমি ফেলতে পারি।

প্রহর,,,,, আংকেল কেনো তোকে রিকোয়েস্ট করবে।

অয়ন,,,,,, কারন স্নেহা তারি মেয়ে।

প্রহর,,,, তুই এসব ইচ্ছে করে করছিস, আমি জানি, খাওয়া হয়ে গেছে আমার আমি গেলাম।

প্রহর উঠে যেতে থাকে, অয়ন হেঁসে বলে,,,,, স্নেহাকে কি বলবো, আংকেল কিন্তু কষ্ট পাবে।

প্রহর যেতে যেতে বলে,,,,,, কাল আসতে বলবি, আর কম কথা বলতে বলে দিবি, আমার কিন্তু বেশি কথা পছন্দ না।

সায়ন,,,,, প্রহর ভাইয়ার যদি স্নেহাকেও মনে না ধরে।

মারু,,,,,,, আরে ধরবে ধরবে, লেখক মানুষ তাড়াতাড়ি প্রেমে পড়ে।

অয়ন আমার দিকে তাকিয়ে বলে,, এই কথা তোমাকে কে বলেছে।

আমি একটু হেঁসে বললাম,,,, এমনি বললাম।

সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে যায়। আমি পেকিং শুরু করে দিয়। অয়ন আমাকে সাহায্য করছে পেকিং করতে। পেকিং শেষ করে আমি বেলকোনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি, বাহিরে বৃষ্টি পড়ছে তাই। হাতটা বাহিরে বাড়াতেই আরেকটা হাত আমার হাত ধরে ভিতরে নিয়ে আসলো।

আমি তাকিয়ে দেখে অয়ন, আমি কপাল কুঁচকিয়ে বললাম,,,,, কি হলো।

অয়ন তার শার্টে আমার হাত মুছতে মুছতে বললো,, এই কিছু দিন আগেই জ্বর ভালো হয়েছে, আবার বাধাতে চাও নাকি৷ আর গ্রিল এর এতো কাছে দাঁড়িয়ে আছো কেনো বৃষ্টির পানি ছিটে পড়ছে না।

,,, আরে কিছু হবে না, শুধু শুধু চিন্তা করে।

,,,,, শুধু শুধু চিন্তা করি না, আপনার যে কিছু দিন পর পর কিছু হলেই ঠান্ডা লেগে যায় তাই বলি।

,,,,, আপনি জানলেন কি করে।

,,,,, হুমম জানি তো অনেক কিছুই। আচ্ছা এখন ভিতরে চলো।

আমি হাত ছাড়িয়ে দিয়ে বললাম,,,,, না যাবো না,, আমি কিছু ক্ষন এখানেই থাকবো।

,,,,,ঠিক আছি তাহলে।

,,,,থাকেন আমি কি মানা করছি নাকি।

আমি আবার গ্রিলের বাহিরে হাত বাড়ায়, অয়ন আবার আমার হাত ধরে ভিতরে এনে টান দেয়। আমি কিছুটা এগিয়ে যায় অয়নের দিকে। চোখে চোখ পড়ে। অয়নের আমার দিকে এভাবে তাকানো দেখে আমি আমার চোখ আস্তে আস্তে নিচে নামিয়ে নিচ্ছি, আমার চোখ আটকে যায় অয়নের গলার আমর্স আপেলের দিকে।

আমি সে দিকেই তাকিয়ে আছি, অয়ন বার বার ডোগ গিলায় আমর্স আপেলটা বার বার উপর নিচ করছে। আমি সে দিকে তাকিয়ে একটা ডোগ গিলে ঐ দিকে হাত বাড়ায়, ঐটা স্পর্শ করার আগেই অয়ন আমার হাত ধরে গ্রিলের সাথে লাগিয়ে ফেলে, আমি অয়নের দিকে তাকায়, সে নেশা ভরা চোখে আমার দিকেই এগিয়ে আসছে।

আমিও মনে হয় সে দিকেই যাচ্ছি। অয়ন আমার ঠোঁটের কাছে আসতেই আমি চোখ বন্ধ করে ফেলি, ঠিক তখনি দরজায় টোকা পড়ায় দুজনে লাফ দিয়ে আলাদা হয়ে যায়৷ দুজনেই আমারা ঘন ঘন নিশ্বাস নিচ্ছি। আবারো দরজায় টোকা পড়ায় আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখি প্রহর দাঁড়িয়ে আছে। আমি লজ্জায় তাকাতে পারছি না। অয়ন ও বেলকোনি থেকে বের হয়ে আসে।

প্রহর ভিতরে এসে বলে,,,,, কি হলো মারু তোমার চেহেরা এমন লাল হয়ে গেছে।

আমি তাড়াহুড়ো করে বললাম,,,,, কই না তো,, আমার নিচে একটু কাজ আছে, আমি আসছি।

বলে চলে যায়৷ প্রহর ওদের দিকে তাকিয়ে একটু হলেও বুঝে যায়। অয়ন প্রহরের কাঁধে হাত দিয়ে বলে,,,একদম ঠিক টাইমে এসেছিস না হলে,,

,,,, না হলে।

,,, কিছু না,, কিসের জন্য এসেছিস সেটা বল।

,,,,, পেকিং করেছিস কিনা সেটাই দেখতে এলাম।

অয়ন,,,,, হুমম করে ফেলেছি

প্রহর একটু সংকোচ বোধ করে বলে,,,,,,, তোদের মধ্যে কি এখনো তেমন কোনো সম্পর্ক গড়ে উঠেনি।

অয়ন একটা লম্বা নিশ্বাস ছেড়ে বলে,,, আমি চাই না নীরের অজানতে কিছু হোক,, আমি চাই সব সত্যিটা জেনেই নীর আমাকে ভালোবাসোক।

প্রহর,,,,, কিন্তু এটা বিপদজনক হতে পারে নীরের জন্য।

,,, হুমম জানি, তবে আমি আমার বেস্ট ট্রাই করবো।
,,,,,,,

আমি রুম থেকে বেরিয়ে বাড়ির অন্য সাইডে চলে যায়। ইশশশ কি হতে যাচ্ছিলো তাই ভেবে ভেবে লজ্জা পাচ্ছি। আল্লাহ আমি এতোটা নির্লজ্জ হয়ে তাকিয়ে ছিলাম কিভাবে তাই ভাবছি।

একটু আগে গিয়ে দেখি সায়ন আবার কার সাথে কথা বলছে। একটু এগিয়ে যেতেই, দিয়ার বুঝার চেষ্টা করো, বলছে সায়ন শুনতে পেলাম। আমাকে দেখেই সায়ন থেমে গিয়ে বলে,,,,, আরে ভাবী তুমি।

আমি একটা হাসি দিয়ে বললাম,,,, দিয়ার সাথে কথা বলছো বুঝি।

সায়ন মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিলো, আমি বললাম,,,তা কি বুঝানোর চেষ্টা করা হচ্ছিলো।

সায়ন,,,,, আসলে ও একটু অভিমান করে আছে।

,,, কেনো, কি করেছো।

,, আরে করিনি কিছু, হাতে ব্যাথা পেয়েছি তাই, কোথায় একটু সান্ত্বনা দিবে, তা না, ওনি কষ্ট পেয়ে অভীমান করে বসে আছে।

,,, সরি আমার জন্য,,।

,,,আরে ভাবী আপনার জন্য কিছু হয়নি। শুধু শুধু নিজেকে দোষ দিবেন না। আমি তো এটা বুঝতে পারছি না এগুলো করছেটা কে।

,,, হুমম,,, আচ্ছা তাহলে আমি যায় তুমি কথা বলো।

,,,,ঠিক আছে ভাবী।

সন্ধ্যায় আমরা রেডি হয়ে নিচে বসে আছি, একটু পরেই বের হবো। সবাই এক সাথে বসে কথা বলছি।

অয়ন,,,,, সায়ন তুই কিন্তু চিকিৎসা চালিয়ে যাবি, ড.আলো তোর খেয়াল রাখবে।

সায়ন,,,,, ভাইয়া কোনো দরকার নেয়, আমি অন্য কোনো ডক্টর দেখিয়ে দিবো।

,, বেশি বুঝিস না, কাল যাবি, গিয়ে দেখিয়ে আসবি।

সায়ন মন খারাপ করে বলে,,, ঠিক আছে।

প্রহর,,,,,, টাইম হয়ে গেছে চল, তোদের দিয়ে আসি।

অয়ন,,,, হুমম চল।

ওরা বেরিয়ে পড়ে, এক ঘন্টায় এয়ারপোর্টে পৌঁছে যায়। প্রহর আমাদের বিদায় জানাচ্ছে। আমি আর অয়ন প্রহরকে বাই বলে প্লেনে উঠে যায়। প্রহর অনেক ক্ষন এয়ারপোর্টে মাথা নিচু করে বসে ছিলো।

আমি আর অয়ন বসি,প্লেনটি আকাশে উড়তেই মনে হলো যেনো কান দুটি স্তব্ধ হয়ে গেছে, ভিতরটা কেমন খালি খালি মনে হচ্ছে। কিছু ক্ষন পরে ঠিক হয়ে যায়।

আমি কাঁচের জালানা দিয়ে বাহিরে দেখার চেষ্টা করছি, অয়ন আমাকে জিজ্ঞেস করে,,, কি করছো।

মারু,,,, আরে আমি আকাশ দেখার চেষ্টা করছি।

,,,এখন কিভাবে দেখবে এখন তো রাত।,এখন দেখা যাবে না।

আমি মুখ ফুলিয়ে বললাম,,,,,,, তাহলে আমাকে রাতে কেনো আনলে, দিনের সময় আনলে কি সমস্যা হতো হুমম৷

,,,আচ্ছা বাবা আসার সময় আমরা দিনে আসবো ঠিক আছে।

,,,হুমম ওকে। আচ্ছা শুনেছি নিউজিল্যান্ড নাকি স্বর্গের মতো সুন্দর।

,,,,স্বর্গ কেমন সেটা তো কেও দেখেনি, কিন্তু এটা ঠিক সেখানটা অনেক সুন্দর। যেমন সুন্দর সমুদ্র তেমন সুন্দর তার পাহাড়। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা৷ আর একজন আমাকে বলেছিলো সে অনেক গুলো ডলফিনকে এক সাথে দেখার অনেক ইচ্ছে। আর বিকেলে সূর্য ডোবার আগে সমুদ্রের মাঝখানে তাদের দেখা যায়।

,,,, কে বলেছিলো।

,,,, জানি না, আমার স্বপ্নে বলেছিলো কেও একজন।

,,,, আপনি স্বপ্ন একটু বেশিই দেখেন।

,,,কি করবো স্বপ্ন ছাড়া বাঁচা যায় নাকি।

অয়নের সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। অয়নের বুকে কখন মাথা রেখে ঘুমিয়ে গেছি। যখন চোখ খুলে নিজেকে একটা রুমে পায়, অসাধারণ কাঠের কারিগরি মনে হচ্ছে। রুমে আশেপাশে কেও নেয়।

বারান্দা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আমি দৌড়ে যায়, গিয়ে দেখে আশেপাশে মাটি নেয়, সমুদ্রের পানি। প্রথমে একটু ভয় পেয়ে যায়, বাড়িটাকি সমুদ্রে ভেসে আছে নাকি, আমি তো সাঁতার ও জানি না।

অয়ন বলে চিৎকার করতেই অয়ন এসে হাজির, আমার হাত ধরে বলে কি হয়েছে। আমি একটু ভয়ে উত্তর দিয়,, আমরা কি সমুদ্রে ভেসে আছি নাকি, কোথায় আমরা ডুবে যাবো নাতো আবার।

অয়ন হেঁসে উওর দিয়ে বলে,, পাগল মেয়ে চলে আমার সাথে। বলে আমার হাত ধরে রুমের বাহিরে নিয়ে যায়। ড্রয়েং রুম পেরিয়ে বাহিরে তাকিয়ে দেখি। আমরা একটা ছোট্ট রিসোর্ট এ৷ আছি, যেটা সমুদ্রের উপরে তৈরি করা হয়েছে। দেখে আমার মন জুরিয়ে গেলো এতো সুন্দর।

অয়ন হেঁসে বলে,,,, তুমি ডুববেনা, নিচে কমড় পর্যন্ত পানি। আমি বললাম,,,, তাহলে আমার তো বুক পর্যন্ত হবে, আপনি যা লম্বা।

,,, কেনো তোমার কি খাটো ছেলে পছন্দ নাকি। আর হলেও কিছু করার নাই, এখন তো পা কেটে ফেলতে পারবো না।

আমি হেঁসে দিয়ে বললাম,,,,, আমি কি তা বলেছি নাকি। আচ্ছা এখানে আর কেও নেয়।

,,না পুরো রিসোর্ট বুক করে ফেলেছি, শুধু যা যা দরকার পড়বে ফোন করলেই দিয়ে যাবে।

,,,,, ওহহহ ওকে,, কোনে বিপদ হবে না তো আবার।

,,,, না ,, আশেপাশে অনেক লোক আমাদের খেয়াল রাখছে, তুমি বুঝতে পারবে না।

,,, হুমম,,ওকে,, জায়গাটা ঠিক আমার মনের মতো, আপনার এমন জায়গায় আসার ইচ্ছে ছিলো নাকি।

,,,, ঠিক আমার না, কোনো একদিন একজন এমন জায়গার কথা বণনা করেছিলো।

,,,,, তাও আবার স্বপ্নে তাই তো।

অয়ন শুধু হাসলো। দুজন রুমের ভিতরে যায়। আমি একটা টানা দিয়ে বলি,,, রুমটা খুব সুন্দর আর অনেক বড়ো তাই না।

,,, হুমম। এক কাজ করো তুমি ফ্রেশ হয়ে আসো, আমি একটু ঘুমায়।

,,,এখানে আমরা ঘুমানোর জন্য আসছি।

,,,,, তুমি তোহ সারা রাত ঘুমালে আমি তো পারিনি, এখন মাত্র ৯ টা বাঝে, আমরা ১১ টার দিকে বের হবো ওকে।

,,,, হুমম ঠিক আছে।

,,,,,,

একজন সার্ভেন্ট প্রহরের দরজা ধাক্কাচ্ছে, প্রহর দরজা খুলতেই বলে কেও একজন তার জন্য অপেক্ষা করছে। প্রহর নিচে যায়, গিয়ে দেখে স্নেহা বসে আছে, প্রহরকে দেখে দাঁড়ায়।

প্রহর,,,,,, আপনি এখানে।

,,, হুমম, আপনি তো আমাকে আসতে বলে ছিলেন, কয়েকদিন আপনি সেখানে যাবেন আমি আপনার সাথে সাথে যাবো।

,,,, তাই বলে এতো সকাল সকাল এসে পড়বেন।

,,,, হুমম, আমি আমার ভাগের সময় নষ্ট করতে চাই না। আচ্ছা আপনার বয়স কতো।

প্রহর ব্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে,, কেনো।

,,,, আচ্ছা আপনার বয়স কতো এটা বলবেন না ঠিক আছে, তাহলে কি আমাকে আপনার বড় মনে হয় নাকি।

,,,,, না কেনো।

,,,,, এই যে আপনি আমাকে আপনি আপনি করে ডাকছেন। নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হয়। তুমি করে ডাকতে পারেন না।

,,,,,, অফফ,,, ঠিক আছে তুমি করেই বলবো।

,,,,ঠিক আছে এখন রেডি হয়ে আসেন,তাড়াতাড়ি আমাদের লেইট হয়ে যাবো।

,,,,,, ঠিক আছে,,, (আজ সারা দিন এর সাথে কাটাতে হবে অফফ)

,,,,,,,
আমি গোসল করে এসে দেখি অয়ন ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে একদম কোনো বাচ্চা। আমি অয়নের কাছে গেলাম, আরেকটু কাছে যাতে ইচ্ছে করছে। তো আমি আরেটু কাছে গেলাম। মনের মধ্যে জানি কেমন লাগছে। জানি না কেনো মনে হচ্ছে আজ কিছু তো একটা হবে, যাই হবে ভালোই হবে।

হঠাৎ আমার চুলের এক ফোঁটা পানি অয়নের গালে গিয়ে পড়ে, অয়ন চোখ খুলে, আমি সরে যেতে নিয় অয়ন আমার মাথায় একহাত দিয়ে ধরে কাছে নিয়ে আসে।

চলবে,,,,,,,,,

ভালে লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ।

#আগুনের_তৃষ্ণা
#Maishara_Jahan
Part………..11

আমি গোসল করে এসে দেখি অয়ন ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে একদম কোনো বাচ্চা। আমি অয়নের কাছে গেলাম, আরেকটু কাছে যাতে ইচ্ছে করছে। তো আমি আরেটু কাছে গেলাম। মনের মধ্যে জানি কেমন লাগছে। জানি না কেনো মনে হচ্ছে আজ কিছু তো একটা হবে, যাই হবে ভালোই হবে।

হঠাৎ আমার চুলের এক ফোঁটা পানি অয়নের গালে গিয়ে পড়ে, অয়ন চোখ খুলে, আমি সরে যেতে নিয় অয়ন আমার মাথায় একহাত দিয়ে ধরে কাছে নিয়ে আসে।

ওনার চোখ খুলাতে আমি ভয়ে চোখ বন্ধ করে দিয়। অয়ন মারুকে দেখে মুশকি হেঁসে দুহাত দিয়ে ওর মাথায় হাত দিয়ে কাছে এনে কপালে কিস করে। অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে।

আমি চোখ খুলে নিজের অজান্তেই হেঁসে দিয়। ওনাকে ঘুমাতে দিয়ে আমি চুল মুছতে মুছতে বাহিরে যায়, গিয়ে বাহিরের দৃশ্য দেখছি, খুবি মনোরম একটা জায়গা, এই জায়গায় কোনো আন রোমান্টিক কেও আসলেও রোমান্টিক হয়ে যাবে নিশ্চিত, নিউ কাপালদের জন্য একদম পার্ফেট।

আমি সমুদ্রের দিকে তাকিয়ে আছি, একদম হালকা ঢেউ, কিন্তু রোদটা প্রখর, তবে জোরে বাতাস বয়ে যাওয়ার কারনে রোদ এতোটা প্রভাব ফেলতে পারছে না। আমি এই এই ঢেউয়ের মধ্যেও অয়নের চেহেরা দেখতে পারছি৷ ওর কথায় ভাবছি, ভাবতে ভালো লাগছে।

তবে কি আমি অয়নকে ভালোবেসে ফেলেছি। এটা নিয়ে আমি অনেক কনফিউজড,, তবে এই কনফিউশান আমার ভালো লাগছে। এ সময় অয়ন আমাকে পিছন দিক থেকে জরিয়ে ধরে বলে,,,কি ব্যাপার কি এমন ভাবছো, যার কারনে তোমার মুখে এমন লজ্জা মাখা হাসি।

আমি কিছুটা অয়নের ছুঁয়ায় মগ্ন হয়ে বললাম,, জানি না। অয়ন আমাকে আরেকটু শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে বললো,, আমি জানি তোমার কি হয়েছে।

আমি একটু শান্ত ভাবে জিজ্ঞেস করলাম,,,, কি হয়েছে।

অয়ন আস্তে করে আমার কানে বললো,,, আমার ভালোবাসার ছোঁয়া লেগেছে তোমার, এটাকে প্রেমঘোর বলে। প্রেমের নেশায় আছো।

আমি চোখ বন্ধ করে আছি, সত্যি প্রেমঘোর এ চলে যাচ্ছি আমি। অদ্ভুত একটা শিহরন ছুঁয়ে যাচ্ছে আমার মন, শরীরে কম্পনের মতো হচ্ছে। অয়ন কিছুটা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়ে বলে,, তুমি রেডি হও আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা ঘুড়তে যাবো।

আমি শুধু হুমম বললাম। কিছু ক্ষন পর আমি প্যান্ট আর একটা লম্বা টপ পড়ি সাথে ওড়নাটাও প্যাচিয়ে নিয়। আমিও সাদা টপ পড়ি আর অয়ন ও সাদা শার্ট পড়ে।

আমরা দুজন বেরিয়ে পড়ি ঘুরতে। এদিকের চারদিক ফাঁকা তাই আমরা অন্য দিকে যাবো। আমরা বাইকে গেলাম। একটু দূরেই মানুষ দেখা যাচ্ছে। অয়ন যেখানে বাইক থামালো জায়গাটা অসম্ভব সুন্দর, একদম পার্কের মতো করে তুলেছে বিচটাকে।

বিচের কাছে গিয়ে মূহুর্তেই লজ্জায় আমি অয়নের দিকে তাকাতে পারছি না। কারন সেখানের মেয়েরা বিচে যা যা পড়ে আছে বলার মতো না। অয়নের দেখি সব স্বাভাবিক ভাবে নিচ্ছে, আর নিবে নাই বা কেনো, এতো দিন বিদেশে ছিলো এসব দেখে অবস্থ।

অয়ন সামনে তাকিয়ে বলছে,,, জায়গাটা অনেক সুন্দর তাই না, জায়গাটা আমার খুব ভালো লাগে।

আমি একটু মুখ বেকিয়ে বললাম,,,, হুমম,,ছেলেদের এই জায়গা তো খুব ভালো লাগবেই।

অয়ন আমার কথার কিছু না বুঝে বলে,,মানে।

,,, নাহহ মানে কিছু না।

অয়ন তার শার্ট খুলতে খুলতে বললো চলো ঐদিকে যায়। আমার হাত টেনে ঐদিকে নিয়ে যায়। কিছু মেয়েরা ডেব ডেব করে তাকিয়ে আছে, আমার রাগ হচ্ছে, তাই আমি বললাম,,, অয়ন আপনি শার্ট কেনো খুললেন, শার্টটা পড়ে নিন।

,,, আরে গরম লাগছে, প্রবলেম কি।

আমি রাগে বললাম,,, গরম আমারো লাগছে। আর তাছাড়া এতো বাতাসে গরম লাগে।

,,আরে দেখো কারো গায়ে শার্ট নেয়, এখনে সব ছেলেরাই শর্ট পড়ে আছে।

আমিও রেগে বললাম,,,,, এখানে সব মেয়েরাও প্রায় খালি গায়ে আছে আমিও জামা কাপড় খুলে ফেলবো নাকি।

এই কথা শুনে অয়ন আমার দিকে তাকিয়ে আছে, ওর তাকানো দেখে আমি বুঝতে পারলাম যে আমি কি বলছি। রাগে হুশ না থাকলে যা হয় আরকি। এখন তো নিজেকে নিজে পিটাতে মন চাইছে। অয়ন চুপচাপ শুধু আমার দিকে তাকিয়ে আছে।

একটু পর অয়ন শার্ট পড়তে পড়তে বললো,,,, এমন কথা আর যেনো তোমার মুখে না শুনি।

আমি অন্য দিকে তাকিয়ে বলি,,,,ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে। সরি আর বলবো না।

,,,হুমম।

,,,,, আর আপনিও ঐ মেয়েদের দিকে তাকাবেন না।

অয়ন হেঁসে দিয়ে বলে,,,,কেনো জেলেসি ফিল হয় নাকি।

,,,জানি না।

,,,,, জেলেসি ফিল করার কোনো দরকার নেয়, এমনিতেও এদের দেখে আমার কিছু ফিল হয়না।

,,,,,কেনো।

,,,, কারন এদের আমার মেয়ে মনে হয়না। মেয়ের পরিচয় তার লজ্জা আর চরিত্রে ফুটে উঠে। তোমার শরীর দেখার জন্য আমার তোমাকে বিয়ে করা লাগবে। আর ওরা এমনি সবাইকে দেখিয়ে দিচ্ছে। তাই ওদের শরীরের কোনো মূল্য নেয় বুঝলে,, এখন চলো তোমাকে অন্য দিকে নিয়ে যায়, যেখনে বেশি মানুষ থাকার কথা না।

অয়ন আমাকে অন্য সাইডে নিয়ে যায়, যেখানে আসলেও বেশি মানুষ নেয়। আমি আর অয়ন হালকা পানিতে যায়, আমি অয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড় দিয়। অয়ন উঠে আমাকে দৌড়ে ধরার চেষ্টা করতে থাকে। একটু পড়েই ধরে কোলে উঠিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে। আমি হাত পা ছুটোছুটি করে বলছি,,, সরি সরি আর করবো না, আমাকে আর পানিতে নিয়ে যাবেন না৷ আমি সাঁতার পানি না।

অয়ন কোনো কথা না শুনে হাঁটু পর্যন্ত পানিতে নিয়ে গিয়ে আমাকে ফেলে দেয়। আমি উঠতে নিয় ঢেউের ধাক্কায় আবার আমি পড়ে যায়। অয়ন হাসতে থাকে। আমি উঠে অয়নকে ধাক্কা দিয় কিন্তু সে পড়ে না।

অয়ন হাসতে হাসতে বলে,,,, পারবে না গো আমাকে ফেলতে।

,,,, এখন আমি আপনাকে পানিতে ফেলবো না , দাঁড়ান আপনি।

বলে পানির নিচ থেকে বালি নিয়ে অয়নের গায়ে মারি। অয়ন হা করে আছে, আমি হাসতে হাসতে আরো কয়েকবার ভিজা বালু ছুঁড়ে মারি। অয়ন এসে আমাকে কাঁধ উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি ঐ ছাড়েন ছাড়েন করছি।

অয়ন পাড়ে নিয়ে গিয়ে আমাকে বালির মধ্যে গড়াগড়ি করাচ্ছে। আমিও বালি নিয়ে অয়নকে মাখাচ্ছি। যেনো আমরা পানি না বালি দিয়ে খেলতে আসছি। একটু পড়ে দুজন দুজনকে দেখে বসে বসে হাসছি। দুজনে পুরো বালু দিয়ে মাখামাখি।

অয়ন,,,,, বালি দিয়ে খেলা হলে এবার পানি দিয়ে খেলা যাক। আবার দুজনে পানির মধ্যে লাফালাফি করতে থাকি৷
,,,,
প্রহর রেডি হয়ে আসে। এসে দেখে মিস্ স্নেহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের বিভিন্ন অঙ্গী ভঙ্গি করছে৷ এটা দেখে প্রহর হেঁসে দেয়, নিজের হাসিটাকে কন্ট্রোল করে বলে,,,,, কি করছেন এসব৷

স্নেহা ঠিক হয়ে দাঁড়িয়ে বলে,,,,,, টাইম পাস করছিলাম।

,,,,,এভাবে।

,,,হুমমম।

,,,, আচ্ছা চলেন।

,,,, কোথায় যাবো আমরা।

,,,সেটা গেলেই দেখতে পারবেন।

,,,,আপনি এতো গম্ভুস কেনো।

,,, মানে।

,,,এই যে, মানে সবসময় মুখটাকে অফ করে রাখবে, একটু হাসলে আপনাকে আরো সুন্দর লাগবে।

,,,আপনার কথা হয়ে গেলে এখন আমরা বের হয়।

,,,হুমম ঠিক আছে।

গাড়িতে বসে স্নেহা একটার পরে একটা কথা বলতেই থাকে। প্রহর অতিষ্ঠ হয়ে বলে,,,,, একটা কথা বলো তো তুমি কি সত্যি লেখক হতে চাও।

,,,চাও মানে কি, আমি এই মূহুর্তেও একজন লেখিকা,একজন আটিস।

,,,, আর্টিস্টরা এতো কথা বলে হুমম।

,,,, কেনো তাদের মুখে কি কসটেপ লাগানো থাকে নাকি। নাকি কোনো নিয়ম এ আছে যে আর্টিস হলে কথা বলা নিষিদ্ধ।

,,, তোমার সাথে কথায় কেও পাড়বে না।

,,,,, আমার বাবাও এটা বলে।

একটু পরে তারা একটা জায়গায় থামে। স্নেহা একটা লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলে,,,,, ওয়াও,,, হোয়াট এ বিউটিফুল প্লেস,,, আই লাভ দেট।

প্রহর ও বের হয়। হয়ে বলে এই জায়গাটা অনেক শান্ত আর নিরিবিলি, সুন্দর তো আছেই।

,,,হুমম এই জায়গায় বসে যে কেও একটা কবিতা লিখে ফেলতে পারবে। ছবি আকার জন্য দারুন জায়গা।

,,,হুমম লিখার আগে জায়গাটা ফিল করতে হবে। চোখ বন্ধ করে আশেপাশে থাকা পাখির আওয়াজ গুলো মন দিয়ে শুনো, জায়গাটার গ্রান নাও, বয়ে যাওয়া বাতাস অনুভব করো, তাহলে দেখবে মনের ভিতরে থাকা ভাবনা গুলো বেরিয়ে আসবে।

প্রহর স্নেহার দিকে তাকিয়ে দেখে স্নেহা চোখ বন্ধ করে আছে। প্রহর আস্তে জিজ্ঞেস করে,,,, কি ফিল করতে পারছো, কি করতে ইচ্ছে করতে।

স্নেহা চোখ বন্ধ করে উওর দেয়,,,, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে ইচ্ছে করছে। এমন জায়গায় শুলে একমিনিটে ঘুম এসে যাবে।

,,,,,হোয়াট।

স্নেহা তাকিয়ে বলে,,, হুমম,,

প্রহর রেগে গিয়ে বলে,,, এমন জায়গায় নিজের ভালোবাসাকে অনুভব হয়, নিজের মনের খুব কাছের কাওকে মনে পড়ে৷ আর তার জন্য কিছু লিখতে ইচ্ছে করে।

,,,,হুমম কিন্তু আমার তো এমন কেও নেয়। তো আমি কি করবো, আচ্ছা ভালোবাসা কি, এটা হলে বুঝবো কিভাবে।

,,,, কিহহ তুমি ভালোবাসা কি এটাই বুঝো না। এই জন্যই তোমার লেখা এতোটা ফুটে উঠে না।

,,,, হুমমম তাই তো আপনার কাছে আসলাম শিখার জন্য। বলেন না।

,,,,,,এটা বলার না অনুভব করার জিনিস, আর এটা আমি কিভাবে শিখাবো।

,,,, আপনি বলেন আমি ঠিক শিখে যাবো।

,,,,, অন্য দিন বলবো, আজ না।

,,,, তাহলে আজ কি করবো।

,,,, ঐ যে তুমি বললে, ছবি আঁকবে, গাড়িতে দেখে ছবি আকার সব কিছু পেয়ে যাবে।

,,,,হুমম,,আমার তো ঐ গাছের নিচে সবুজ ঘাসে শুয়ে ঘুমাতে ইচ্ছে করছে।

,,,এতো ঘুমঘুম করছ কেন রাতে কি ঘুমাওনি নাকি।

,,,,,এক টানা সাতদিন ধরে ঘুমালেও আমি ঘুমের জন্য পাগল থাকবো। ঘুম তো ঘুমি। ঘুমের সাথে কি কিছুর তুলনা হয় নাকি।

,,,,আল্লাহ, তাহলে তুমি ঘুম রেখে এখানে আসলে কেনো।

,,,,,আপনার সাথে সময় কাটাতে।

,,,,,, চুপচাপ রং তুলি গাড়ি থেকে বের করে ছবি আঁকো।

,,,,হুমম,,

স্নেহা গাড়ি থেকে রং তুলি বের করতে করতে বলে,,,,আচ্ছা আপনি কি কাওকে ভালোবাসেন।

স্নেহার কথা শুনে প্রহর ওর দিকে ব্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে,, মানে।

,,মানে হলো, আপনার কথা শুনের মনে হলো ভালোবাসা ছাড়া ভালো লেখক হওয়া যায় না, তাই বললাম কাওকে ভালোবাসেন কিনা, কারন আপনার লেখায় অনেক ভালোবাসা ফুটে উঠে।

প্রহর সরাসরি উত্তর দিলো,,,, কাওকে ভালোবাসি নাকি বাসি না যেটা যেনে তোমার লাভ নেয়।

,,,, যানেন আমার কি মনে হয়।

,,,, কি মনে হয়।

,,, আমার মনে হয় আপনার মধ্যে কাওকে না পাওয়ার কষ্ট লুকিয়ে আছে।

প্রহর কিছু ক্ষন চুপ থেকে বলে,,,, এমন কিছুই না, এসব তোমার মাথার সব ভুল ধারণা, চুপচাপ ছবি আঁকো।

,,,হুমম।

দুজনে ছবি আকা শুরু করে। প্রহর মন দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে আর আঁকছে, স্নেহার দুচোখ শুধু প্রহরকে দেখছে আর কাগজে সেই চিত্র ফুটে তুলছে।
,,,,,,,,

আলো সায়নের বাসায় গিয়ে সোজা সায়নের রুমের দিকে গিয়ে টুকা দিতে থাকে। দরজা খুলে সয়ন আলোকে দেখে অভাক হয়ে বলে,,,, আপনি এখানে।

,,,হুমম আমি এখানে।

,,,,মানে কেনো, আপনি এখানে আসলেন কেনো।

,,,,, আরে আপনার ভাইয়া বলে দিয়েছে, এসে যেনো ডেসিন করে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করে পরে যায়।

,,,, কোনো দরকার নেয়, আমি ঠিক আছি।

,,,,, আপনি ঠিক আছেন কি আছেন না সেটা আমি ঠিক করবো আপনি না।

বলে সোজা রুমের ভিতরে চলে যায়। সায়ন শুধু আরে আরে করতে থাকে।

আলো সোফায় বসে বলে,, চলুন এখানে বসেন, আমি ডেসিন করিয়ে দিচ্ছি।

,,,, লাগবে না।

,,,ঠিক আছে যতো ক্ষন না ডেসিন করাবেন আমি এখানেই থাকবো, আর আপনি আমাকে বের করতে পারবেন না।

,,,এই আপনি সোজা আমার রুমে আসলেন কিভাবে।

,,,,আপনার আম্মু দেখিয়ে দিয়েছে আমাকে।

,,,,, আপনি অনেক জেদি জানেন।

,,,,হুমম যানি, আমার বাবাও তাই বলে। এখন আপনি কি বসবেন নাকি বসবেন না।

সায়ন বিরক্তি ভাব নিয়ে বসে বলে,,,হুমম যা করার করেন।

আলো হাসি দিয়ে সায়নের দিকে তাকিয়ে বলে,,, আমার যা ইচ্ছে করবো।

সায়ন আলো দিকে তাকিয়ে বলে,,, শুধু ডেসিন করে দিন।

আলো সযত্নে ব্যান্ডেস খুলে জায়গাটা পরিষ্কার করছে, সায়ন ব্যাথায় মুখ দিয়ে একটু শব্দ করে। আলো মেডিসিন লাগাচ্ছে আর সায়ন এস হাতে ফু দিচ্ছে। সায়ন আলোর দিকে তাকাতেই ওর চোখ আঁটকে যায়। আলো ফু দিতে দিতে সায়নের দিকে তাকাতেই সায়ন চোখ ফিরিয়ে নেয়।

আলো মুশকি হেঁসে ডেসিন করে দেয়,আর সায়নকে চেক করে ইনজেকশন দিতে যাবে ওমনি সায়ন সরে যায়। গিয়ে বলে,,, আরে আজব আপনার কাছে আসলেই ইনজেকশন দেন।

,,,,, তো আর কি চাই আপনার।

,,, আমার কিছু চাই না।

,,, আরে এই ইনজেকশনটা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন।

,,,,লাগবে না আমার তাড়াতাড়ি ভালো হওয়া।

,,,,,আরে আপনি এতো কেনো ভয় পান।

,,,,এক্সকিউজ মি, আমি ভয় পাই না। দিন ইনজেকশন।

সায়ন অন্য দিকে তাকিয়ে আছে, আলো ইনজেকশন দিয়ে সায়নকে বলে,,,, হুমম হয়ে গেছে।

সায়ন,,,,, হুমম বাঁচা গেলো, এখন আপনার হয়ে থাকলে, আপনি আসতে পারেন।

,,,,, আসতে পারেন মানে, মেহমানকে কেও এভাবে বলে,, যান আমার জন্য কফি নিয়ে আসেন।

,,,আপনি ড্রয়িং রুমে যান, সেখানে আপনাকে সব কিছু দেওয়া হবে।

আলো মন খারাপ করে বলে,,মেহমানের সাথে কেও এমন করে বুঝি। এক কাপ কফিই তো খেতে চেয়েছি।

সায়ন,, হুমম হয়েছে, এনে দিচ্ছি।

সায়ন ফোন করে বলে দেয়, একজন কফি নিয়ে আসে। তো সায়ন কফিটা নিয়ে আলোকে দেয়, আলো একটা হাসি দেয়। কফি খেতে খেতে বলে,,, সামনে রাখা গিটারটা কার।

,,,,রুমটা আমার তার মানে এখানে রাখা জিনিস গুলোই আমারি হবে।

,,,এটা জরুরি না, আমার বোনের জিনিস আমার রুমে থাকে আবার আমার জিনিস ওর রুমে থাকে। আচ্ছা যাি হোক, এটা কি বাঝাতে পারেন নাকি এমনি রাখছেন।

,,,,,, অনেক ভালো করে বাঝাতে পারি।

,,,,, তাহলে বাজিয়ে দেখান।

,,,, পারবো না।

,,,,, পারেন না এটা বলেন।

,,,,,, পারিনা মানে

,,,,তাহলে বাজিয়ে দেখান।

,,,এখনি দেখাচ্ছি।

সায়ন বসে গিটার নিয়ে সুর তুলে, আলো কফির কাপে একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে গুন গুন করতে থাকে। সায়ন আলোর দিকে তাকিয়ে তার গুন গুনের আওয়াজের সাথে তাল মিলিয়ে সুর তুলতে থাকে। একটু পর আলে চোখ খুলে তাকিয়ে দেখে সায়ন তার দিকেই চেয়ে আছে, ওর দিকেই তাকিয়ে গিটার বাঝাচ্ছে।এটা দেখে আলো চুপ হয়ে যায়, সায়ন ও গিটার বাঝানো বন্ধ করে দেয়।

আলো উঠে দাঁড়িয়ে বলে,,,, এখন আমি আসি, পরে আবার কথা হবে।

বলে আলো চলে যায়, সায়ন আলোর যাওয়ার পরেও আবার সুর তুলতে থাকে।

,,,,,,

সারাদিন অয়ন আর আমি আনেক মজা করি, আমরা বিচের পার্টিতেও অনেক মজা করে, সব মিলিয়ে একদম অসাধারণ। অনেক শপিং ও করি। সন্ধ্যার দিকে আমরা সেখানে বিচে হওয়া একটা পার্টিতে যায়। যেখানে সবাই বোন ফায়ার জ্বালিয়ে গান বাঝনা করছে।

সবাই যার যার আনন্দে মগ্ন। সেখানে আমি আর অয়ন ও ডান্স করি।

অয়ন,,,, তুমি এখানে দাঁড়াও আমি ওয়াশ রুম থেকে আসছি।

,,, হুমম ঠিক আছে।

অয়ন কিছু ক্ষন পরে এসে দেখে মারু নেই, অয়ন নীর নীর করে ডাকছে কিন্তু কোথাও পাচ্ছে না। আরেকটু এগিয়ে দেখে মারু দাড়িয়ে আছে, অয়ন গিয়ে মারুর পিছনে হাত রাখতেই মারু অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সোজা ধরে অয়নের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়।

অয়ন অভাক হয়ে যায়, মারু তাকে কিস করতে থাকে, অয়ন মারু থেকে সরে গিয়ে বলে,,,, কি করছো নীর।

মারু একটু মাতালের মতো হাসি দিয়ে বলে একটা কাপেলকে দেখিয়ে বলে,,,, ওরা যা করছে তাই করছি।

অয়ন তাকিয়ে দেখে ওরা কিস করছে। অয়ন মারুর দিকে তাকিয়ে বলে,,,,, নীর আর ইউ ড্রাংক।

চলবে,,,,,,,,,

ভালে লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here