আড়ালে_কে,০৮,০৯

0
353

#গল্প — #আড়ালে_কে,০৮,০৯

[ #পর্ব – ০৮ ]
#লেখা – #সালাহউদ্দিন_তারিক [ জুনিয়র মুগলি ]

গোসলখানায় লুকিয়ে প্রেমিকের সাথে কথা বলেছে সোহনা। কথা শেষে মোবাইল ও ইয়ারফোন লুকিয়ে বাইরে আসতেই দেখে তার স্বামী সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে তার হাটুু কাঁপতে শুরু করে। নাজমুল সাহেব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, একবারের জন্যও পলক ফেলতে চাইছেন না। সোহানা কি বলবে কিছু বুঝতে পারে না। মনে মনে ভয় পায় কোথাও উনি বুঝে যায়নি তো যে সে গোসলখানায় ফোন নিয়ে ঢুকেছে। কথা বলছে অন্য কোনো এক ছেলের সাথে! তার বুকের ভিতরে ধুকধুক করে, কিন্তু চেহারায় কিছুতেই তা প্রকাশ করতে চায় না সে। মাথাটা একটু নিচু করে নাজমুল সাহেবকে পাশ কাটিয়ে ঘরে ঢুকতে চায়।

নাজমুল সাহেব পিছন থেকে তার হাত ধরে ফেলে। ভয়ে ভয়ে আস্তে করে হাত ছুটাবার চেষ্টা করে সোহানা। কিন্তু নাজমুল সাহেব আরো শক্ত করে ধরেন। আস্তে করে টেনে আনেন নিজের দিকে। সোহানা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু নাজমুল সাহেব কিছুতেই ছাড়েন না। সোহানাকে নিজের একদম কাছে টেনে নিয়ে কানে কানে বলেন, ‘ঘুমানোর সময় অনেক সুন্দর লাগে তোমাকে।’

সোহানা চমকে উঠে এমন কথায়। সে মোটেও এমন কিছু আশা করেনি। নাজমুল সাহেব আচরণ দিয়ে বারবার চমকে দিচ্ছেন সোহানাকে। সোহানা এতোক্ষণ যে ভয়ে ছিল তা এবার মূহুর্তেই কেটে যায়। নিজের কর্মে একটু ভিন্নতা আনে সে-ও। মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে একটা মন ভোলানো হাসি দেয়। নাজমুল সাহেবের চোখ আঁটকে যায় সে হাসির দিকে, হাতের বাঁধন নরম হয়ে আসে সোহানার কাছে। সে সুযোগে এক টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানার কাছে চলে যায়। বিছানায় উঠে তাড়াতাড়ি নাজমুল সাহেবের দৃষ্টির আড়ালে লুকিয়ে রাখা মোবাইল ও ইয়ারফোনটা বের করে নেয়। তারপর বালিশের নিচে এক পাশে দিয়ে অল্প করে ভিতরে ঢুকিয়ে লুকিয়ে রেখে স্বস্তির নিশ্বাস ফেলে। মনে মনে চিন্তা করে,’ বড্ড বাঁচা বেঁচে গেছি আজ।’

নাজমুল সাহেবও একটু পরেই বিছানায় উঠে। নিজের বালিশটা আরেকটু চাপিয়ে আনে সোহানার বালিশের দিকে। সোহানা রাগে ফুঁসতে থাকে ওনার এমন কাজে। কিন্তু প্রতিবাদ করার মতো কোনো সাহসই নেই তার মাঝে। উল্টো দিকে ফিরে চুপচাপ শুয়ে থাকে সে। নাজমুল সাহেব তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, সোহানা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু কোনো লাভ হয় না এতে। নাজমুল সাহেব তার কানে কানে বলে, “এতো নড়াচড়া করছ কেন! চুপচাপ শুয়ে থাকো তো।’

সোহানা কি করবে কিছুই বুঝতে পারে না। কিন্তু চিন্তা করতে থাকে হঠাৎ করেই ওনার কি হলো আবার, এতো ভদ্র হয়ে গেছেন। কি সুন্দর রোমান্টিক-রোমান্টিক কথা বলতেছেন। সোহানার মনে নতুন চিন্তার উদয় হয়, কিন্তু ভয় দূর হয়ে যায়। এভাবেই কখন ঘুমিয়ে যায় বুঝতেও পারে না সে।

সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারে নাজমুল সাহেব এখনও তাকে জড়িয়ে ধরে আছে। ঠিক রাতে যেভাবে ধরেছিল সেভাবেই আছেন তিনি। এক ইঞ্চিও যেন নড়চড় হয়নি ওনার অবস্থানের। স্বামীর হাতটা নিজের পেটের উপর থেকে সরিয়ে উঠার চেষ্টা করে সে। কিন্তু হাত দু’টো আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। কানের কাছে কিছু শব্দ ভেসে আসে, ‘আর কতক্ষণ থাকো না এভাবে। ভালো লাগছে অনেক।’

সোহানার ভ্রু কুঁচকে যায়, এ কি শুনছে সে! কি হয়েছে নাজমুল সাহেবের। এতো রোমান্টিক হয়ে গেছে হঠাৎ। কিন্তু তার এতে দূর্বল হওয়া চলবে না এটা ভালো করেই জানে সে। জোর করেই হাত দু’টো ছাড়ানোর চেষ্টা করে যায় সে। হঠাৎই নাজমুল সাহেবের ঠোঁট দু’টো তার গাল ছুঁয়ে দেয়। আকষ্মিক চুমুতে আবারও চমকে যায় সোহানা। তার হাত দু’টো ও থেমে যায়, বন্ধ হয়ে যায় জোড়াজুড়ি। নাজমুল সাহেব এবার নিজে থেকেই ছেড়ে দেয় তাকে। বিছানা ছেড়ে উঠার আগে কেবল বলে দেন, ” কত তাড়াহুড়ো উঠার জন্য। যাও তবে এক কাপ চা করে দিও প্লিজ।’

সোহানা ভ্রু কুঁচকে তাকায় ওনার দিকে। কি বলবে কিছু মাথায় আসে না ওর, নাজমুল সাহেব ওকে প্লিজ বলতেছে। অবশেষে ঘাড় কাত করে মুচকি হেসে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। নাজমুল সাহেব আরো কতক্ষণ শুয়ে থাকেন উল্টো হয়ে কিছুক্ষন পরে শব্দ পান দরজা খোলার। মাথাটা তুলে একটু দেখেন কি হচ্ছে। সোহানার হাতে চা বানানোর ছোট পাতিলটা দেখে নিজের অজান্তেই হেসে ফেলেন তিনি। মনে মনে খুশি হন। ভাবেন ‘যাক একটা কথা শুনছে আমার।’

কতক্ষণ পরে চা এনে বিছানার পাশের ছোট্ট টেবিলে রাখে সোহানা। নাজমুল সাহেব উঠে বসেন শব্দ পেতেই। সোহানাকে জিজ্ঞেস করেন, ‘তুমি খাবে না?’

সে না সূচক মাথা নাড়ে। নাজমুল সাহেব নিজের ভ্রু কুঁচকায়। আবার পরক্ষনেই মুচকি হেসে বলেন, “অল্প নিও। আমার কাপ থেকেই না হয়।’

সোহানা চোখ বড়বড় করে তাকায় নাজমুল সাহেবের দিকে। নাজমুল সাহেব বাচ্চাদের মতো হেসে উঠে। হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, ‘ চোখ ছোট করো ভয় পাবো আমি। পা*গলি আমি আমার খাওয়া কাপ থেকে খেতে বলিনি। বলেছি এখান থেকেই না হয় অল্প নাও। এতে চোখ বড় করার কি আছে।’

সোহানা নিজেও হেসে ফেলে নাজমুল সাহেবের কথায়। বুঝে পায় না কি হচ্ছে তার সাথে। নাজমুল সাহেব এভাবে পরিবর্তন হয়ে গেল কেন কিছুই বুঝে আসছে না তার। সাত পাঁচ ভেবে অবশেষে অল্প একটু চা আলাদা একটা কাপে নিয়ে নেয় সে। যদিও তার চা পছন্দ না, তবুও একটু নিল নাজমুল সাহেবের এভাবে বলার কারনে। নাজমুল সাহেব ও ততক্ষণে বিছানা ছেড়ে উঠে গিয়ে ব্রাশ শেষ করে হাত মুখ ধুয়ে আসলেন। সোহানা তখন চায়ের কাপে একের পর এক ফুঁ দিয়ে যাচ্ছে। তিনি কি ভেবে যেন সোহানার পিছনে গিয়ে দাঁড়ালেন। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, ” তুমি কি ভেবেছ চায়ে কিছু মিশিয়েছ কি-না এটা পরীক্ষা করার জন্য তোমাকেও আমার কাপ থেকে একটু নিতে বলেছি!”

উষ্ণ বাতাস কানে লাগতেই সোহানার শরীরে যে শিহরণ জাগে তা কয়েক গুণ হয়ে যায় এই কথা শুনে। স্বাভাবিক ভাবেই উত্তর দেয়, “মোটেই না, এমনটা কেন ভাবতে যাব আমি।’

নাজমুল সাহেব আর কিছু বলেন না। শুধু মাথা নাড়াতে থাকেন রহস্যময় ভঙ্গিতে। সোহানা ওনার দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। বুঝানোর চেষ্টা করে, ‘কি হচ্ছে এসব!’

নাজমুল সাহেব কিছু না বলে চায়ের কাপ হাতে নেন। একটা চুমুক দিয়ে তারপর বলেন, ‘চা অসাধারণ হয়েছে। এই না হলে আমার বউ!’

সোহানা একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নেয়। আর নাজমুল সাহেব শব্দ করে করে চুমুক দিতে থাকেন চায়ের কাপে। সোহানা তার কাপের অল্প চা টুকু ঠান্ডা শরবত বানিয়ে মুখে চালান করে। তারপর দ্রুত চেয়ার ছেড়ে উঠে চলে যায় রান্না ঘরের দিকে। তরকারি কাটে আর মনে মনে চিন্তা করে, ‘উনি কি হঠাৎ করে আমার প্রেমে পড়ে গেল না কি একদম…..।’

ছয়….

পুলিশ পোস্টমর্টেম শেষ করে সাইফার লা*শ হস্তান্তর করে তার পরিবারের কাছে। তাদের বাড়িতে শত শত মানুষের ভীর জমে কা*টা লা*শ দেখার জন্য। সাদা প্লাস্টিক ব্যাগে করে পরিবহন করা হয়েছে তার ডেট বডিটা। একদম স্বচ্ছ সাদা ব্যাগের ভেতরে থাকা র*ক্তাক্ত চেহারাটা সবারই নজরে আসে খুব সহজে। মসজিদ থেকে আনা স্টিলের খাটে রাখা হয় পলিথিন ব্যাগে প্যাকেট করা লা*শটি। পুরুষের সাথে সাথে কিছু নারীও ধাক্কাধাক্কি করে দেখার চেষ্টা করে কা*টা লা*শটি।

সাইফার বাবা একবার কেবল দেখে তার চেহারাটা। তারপর নির্বাক হয়ে নিজের ঘরে গিয়ে বসে থাকে। ওনার চোখে এক ফোঁটা পানিও কেউ দেখতে পায় না। সাইফার মা একবারও সাহস করে না লা*শটা দেখার। বিলাপ করে কাঁদতে থাকে বারান্দার এক কোণে বসে। সাইফার দুই ভাই কেবল লা*শের পাশে দাঁড়িয়ে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের কা*টা চেহারার দিকে। কপালের উপরে বড়বড় সেলাই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। চোখ দু’টো গর্তে ঢুকে আছে, মুখ শুঁকিয়ে আছে। বেশিক্ষণ লা*শের পাশে দাঁড়িয়ে থাকতে পারে না তারা। চোখ মুছে লেগে যেতে হয় কাজে। গোসল করানোর জন্য জায়গা ঠিক করতে হয়। বাড়ির উঠোনের এক পাশে একটা পুরাতন খাট বসিয়ে সেটার চারপাশে পর্দা টানিয়ে দেওয়া হয়। এলাকার ৩ জন সাহসী মহিলাকে গোসল করানোর দ্বায়িত্ব দেওয়া হয়।

লা*শের গোসল শেষে জানাজার নামাজ পড়া হয় মাগরিবের নামাজের পরপর। অন্ধকার হওয়া স্বত্বেও কবরে মাটি দেওয়ার জন্য যায় প্রায় শ’খানেক মানুষ। সাইফার বড় ভাই কবরে মাটি দেয় আর ভাবে, “তোকে হলুদ তো দিতে পারিনি বোন। কিন্তু মাটি ঠিকই দিতে পারছি। বিয়েতে যে মানুষ খাওয়ার জন্য আসত তারাও আজকে মাটি দিতে এসেছে।”

সব কাজ শেষ করে সবাই আস্তে আস্তে কবরস্থান থেকে চলে আসতে শুরু করে। সাইফার বড় ভাইয়ের বুক ফেটে যেতে চায়। হৃদপিণ্ড কেঁপে কেঁপে বাইরে বেরিয়ে আসতে চায়। দীর্ঘশ্বাসের সাথে কিছু হতাশার বাক্য বেরিয়ে আসে তার মুখ থেকে, “আহ্ আমার কলিজার টুকরা সাইফা। তোর সাথে এতোকিছু হয়ে গেল অথচ আমাকে বললি না। একটা ছোট্ট ক্লিপ কিনতে হলেই যে আমাকে বলত, সে এ-তো কিছু হওয়ার পরও আমাকে বলল না।’

বারবার দীর্ঘশ্বাস ফেলে সে। কবরস্থানে তো আর থেকে যাওয়া যায় না। তাই ফিরে আসতে হয় তাকেও। রাতে সবার পেটে খাবার ঢুকলেও তার পেটে এক টুকরা রুটিও ঢুকে না। বসে বসে চিন্তা করতে থাকে, ” যেভাবেই হোক সিয়ামকে সর্বোচ্চ শাস্তি দিয়েই ছাড়বে সে। সকাল হলে সবার আগেই থানায় যাবে, যত টাকাই খরচ হোক নিজের সামর্থ অনুযায়ী খরচ করবে। এই মামলা তাকে চালিয়ে নিতেই হবে…..।

( চলবে ইন শা আল্লাহ…)

#আড়ালে_কে [ পর্ব – ০৮ ]
#লেখক — সালাহউদ্দিন তারিক

. #গল্প – #আড়ালে_কে . [ #পর্ব – ০৯ ] (১৮+ এলার্ট ]
#লেখক — #সালাহউদ্দিন_তারিক [ জুনিয়র মুগলি ]

সাইফার পোস্ট*মর্টেম রিপোর্টে জঘন্য সব তথ্য উঠে এসেছে। ওর শরীরের প্রতিটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহালের সময় যখনই তার কাপড় কেটে পুরো বডিটা ন*গ্ন করা হয় তখনই দেখা যায় শরীরের বিভিন্ন স্থানে নীলচে / কালো দাগ হয়ে আছে। লম্বা সময় ধরে হওয়া অত্যাচারের সব আলামত পাওয়া যায় শরীরের বাইরেই। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আঘাত করা হয়েছে, এমন কি স্ত’ন ও লজ্জাস্থান ও বাদ যায়নি। সুরতহাল বর্ণনা করা মহিলা দু’জন কি করবে বুঝতেই পারছিল না। কিভাবে এসব মুখে বলবে তারা! জীবনে কত বডির কথা বর্ণনা করেছে। কিন্তু একসাথে এতো স্পর্শকাতর কথা কোনো ক্ষেত্রেই বলতে হয়নি।

যারা সুরতহাল সম্পর্কে জানেন না তাদের বলি। সুরতহাল একটা আরবি শব্দ। সুরত মানে অবস্থা এবং হাল শব্দের অর্থ বর্তমান।

তথা একসাথে এর অর্থ হচ্ছে বর্তমান অবস্থা। যখন কারো মৃত্যু অস্বাভাবিক ভাবে হয়েছে বলে ধারণা করা হয় তখন ডে*ট বডির সকল জামা কাপড় খোলা হয়। অথবা যদি নির্দিষ্ট স্থানে আঘাত হয়েছে বলে জানা যায় তবে শুধু সেই স্থানের কাপড় খোলা হয়। তারপর চামড়ার উপরে যেসব অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করা যায় সেসব লিপিবদ্ধ করেন দ্বায়িত্বরত পুলিশ নিজে। তবে লা*শ মহিলা হলে মহিলা পুলিশ সব কিছু দেখেন আর সেসব বলেন অফিসারের কাছে।

কখনো কখনো লা*শ যদি মহিলা হয় এবং হাসপাতালে অবস্থান করে। তবে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক ও একজন মহিলা পুলিশ লা*শের বডি খুঁটিয়ে দেখে। আর সেসব বলেন পুলিশ অফিসারের কাছে। তিনি সেসব লিখে নেন পর্দা/দেয়ালের আড়ালে থেকে। লা*শের এই যে বর্তমান বাহ্যিক অবস্থা, একেই বলে সুরতহাল।

সুরতহাল লেখা শেষে সাইফার লা*শ মর্গে পাঠানো হয়েছিল ময়না*তদন্তের জন্য। সেখান থেকে মৃত্যুুর কারণ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়। শরীরে অনেক আ*ঘাত থাকলেও সেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। বরং মাথার পিছনের আকস্মিক আ*ঘাতেই মৃত্যু হয়েছে সাইফার।

সাইফার ভাই বাদী হয়ে মামলা করেন সিয়ামের বিরুদ্ধে। পুলিশ প্রথম দিনেই কাজে লেগে পড়ে। সিয়ামের বাড়িতে যাওয়া হয় শুরুতেই। কিন্তু কোনো কাজ হয় না এতে। সিয়ামের বাবা জোর গলায় বলে দেন, “এই জানো*য়ারকে কবেই আমি আমার ছেলের খাতা থেকে বাদ দিয়েছি। এই বাড়ির কারো সাথে তার কোনো যোগাযোগ নেই। আপনাদের যদি তার সাথে কোনো সমস্যা হয় সেটা আপনারা তার সাথেই মিটিয়ে নিন। প্রয়োজনে ক্রস*ফা*য়ারে মে*রে ফেলুন। তার জন্য আমার কোনো আফসোস হবে না, শুধু দয়া করে আমাদের এসবের মাঝে টানবেন না।”

এতো জোর গলার কথার সামনে পুলিশ অসহায়। সিয়ামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই এটাই বিশ্বাস করে সামনে এগুতে হবে তাদের। আশে পাশের কিছু থানাতে সিয়ামের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্ত্রীকে নৃ*শংস ভাবে খু*নের দ্বায়ে পুলিশ তাকে প্রতিটি জায়গায় খুঁজে চলেছে। দিনের পর দিন চলে যায় কিন্তু হদিস মিলে না সিয়ামের।

২ দিন কেটে যায়, এরমধ্যে পুলিশ সিয়ামের অবস্থান সম্পর্কে কিছুই জানে না। সিয়াম ও সাইফা দু’জনের মোবাইল ট্রেকিং করা হয়। আলাদা আলাদা স্থানে খুঁজে পাওয়া যায় সে দু’টো। ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন উভয় ক্রেতাই আলাদা আলাদা বিক্রেতার কাছ থেকে কিনেছে মোবাইল দু’টো। পুলিশ চাইলেই ঐ মোবাইল ব্যবহারকারীদের বিশেষ নজরদারিতে নিতে পারত। পুলিশের এমন হয়*রানির নজির অনেক রয়েছে। চুরি যাওয়া সেকেন্ড হ্যান্ড ফোন অথবা পলাতক কারো সেকেন্ড হ্যান্ড ফোন কিনে অনেক ব্যবহারকারীই নিজেদের বিপদ ডেকে এনেছে ইতিপূর্বে। কেউ কেউ তো কেবলই তাদের টাকা গুলো হারিয়েছে মানে মোবাইলটা পুলিশের হাতে হস্তান্তর করেছে। আর কেউ কেউ আরো অনেক দূর্ভোগে পতিত হয়েছে।

এক্ষেত্রে উভয় ক্রেতাই যেহেতু মোবাইলের সাথে সেগুলোর কাগজ দেখিয়েছে সেজন্য পুলিশ কিছুই করতে পারে না তাদের। শুধু মাত্র সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার দ্বায়ে তো আর কাউকে জেলে নেওয়া যায় না ।
লেখক আইডি- #সালাহউদ্দিন_তারিক (salahuddin.tarik)
পুলিশ বুঝতে পারে সিয়াম অনেক ধুরন্ধর। যখন তার ঘরে এক পোয়া চাউল এবং কোনো তরকারি পর্যন্ত পাওয়া যায়নি। তখনই তাদের বুঝে আসে যে অত্যন্ত অভাবে দিন কাটছিল তাদের। আর সে অভাব থেকেই হয়তো ঝগড়া ও মারামারির শুরু। সেখান থেকে সাইফাকে চাপ প্রয়োগ করা হয় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। কিন্তু ইতিপূর্বেই যেহেতু সাইফার সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেহেতু সিয়ামের সামনে খু*ন করা ব্যতীত আর কিছুই করার ছিল না বলে ধারণা পুলিশের। অভাব তার মস্তিষ্ক বিকৃত করেছে, অস্থির করে তুলেছে তার র*ক্তকে। আর সে অস্থিরতা জন্ম দিয়েছে এই ভয়াবহ খুু*নের।

সিয়ামের পকেটে টাকা না থাকার কারণেই পালিয়ে সবার আগে নিজেদের মোবাইল সাথে নেয়। তারপর সুযোগ খুঁজে বিক্রি করার। তারপর যেই লোকের কাছে বিক্রি করে, সে লোক আবার অন্য কারো কাছে বিক্রি করে সেগুলো। এই মোবাইল দু’টো বিক্রির টাকা দিয়েই হয়তো যেকোনো ভাবে চলছে সে।

পুলিশ ৩ দিন তাদের কাজে তৎপর থাকে। তারপর পুরোদমে ঝিমিয়ে পড়ে। খোজাখুজি বাদ দিয়ে কেবল অপেক্ষায় থাকে কোনো একটা সংবাদের। যার ভিত্তিতে সিয়ামকে ধরতে সক্ষম হবে তারা….।

সাত….

সোহানা বেশ কয়েকদিন ধরেই অস্বাভাবিক ভাবে নাজমুল সাহেবের কেয়ার লক্ষ্য করছে। অফিস থেকে ফেরার সময়ে একটা চকলেট নিয়ে আসছে। কখনোবা আইসক্রিম নিয়ে আসছে। তার পছন্দের নানান জিনিস কিনে আনছে তার অজান্তেই। মাঝরাতে হুট করেই শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটা বলে। সকাল বেলাতে ঘুম থেকে উঠার আগে জড়িয়ে ধরে রাখে। সহজে উঠতে দেয় না তাকে। বেশি জোড়াজুড়ি করলে পরে কপালে বা গালে একটা চুমু দিয়ে তারপর উঠার সুযোগ দেয়।

সোহানা একবারের জন্যও চায় না নাজমুল সাহেব তাকে জড়িয়ে ধরুক। বারবার বাঁধা দেয় সে। কিন্তু একেবারে ওনার বুক ছেড়ে সরে যাওয়ার মতো ক্ষমতা হয় না তার। আজ সোহানার জন্মদিন, এদিনে ছোট বেলা থেকে নিয়ম করে কিছুই করে আসেনি সে। কিন্তু মাঝে মধ্যে বান্ধবীদের সাথে অথবা ঘরেই ছোট পিচ্চিদের সাথে অল্প পরিসরে আনন্দ অনুষ্ঠান করছে। আজ সন্ধ্যা থেকেই জন্মদিন ঘিরে যত স্মৃতি ছিল, সব কিছু চোখ বন্ধ করে কল্পনা করছে সে। নাদিয়া ঘরেই আছে, এজন্য প্রেমিককে কল দিয়ে কথা বলারও সুযোগ নেই তার। কযেকবার মেসেজে কথা বলেছিল অবশ্য। কিন্তু চ্যাটিং করে কোনো ভাবেই মন ভরছিল না তার।

কি করা যায় আজকে! এই নিয়ে অনেক চিন্তা করেছে সে। কিন্তু কোনো কিছুই করার কথা নিশ্চিত কর বলতে পারছে না। নাজমুল সাহেবের সাথে যদি ভালো সম্পর্ক থাকতো তবে অবশ্য ঘুরতে যেতে পারত। কিন্তু এখন তো তার নাজমুল সাহেবের পাশে দাঁড়ানোর ইচ্ছেটা অবদি নেই। দিনেও বাইরে যাওয়ার সুযোগ হয়নি আজকে। নাদিয়া ইদানীং কেমন যেন একটু চোখে চোখে রাখে তাকে। তাই কোনো রিস্ক নিতে চায়নি সে।

রাত ৯টার দিকেই বাড়ি ফিরে আসেন নাজমুল সাহেব। এক আকাশ বিরক্ত নিয়ে দরজা খুলে দেয় সোহানা। ওনার মুখের দিকে তাকানোরও যেন ইচ্ছে নেই তার। কিন্তু যখনই বড়সড় একটা গিফট বক্স ওর চোখের সামনে ধরা হয় তখন আর না তাকিয়ে পারে না সে। একবার গিফট বক্সের দিকে তাকায় আবার নাজমুল সাহেবের মুখের দিকে তাকায়। ওনার মুখে কি এক অনন্য হাসি লেগে আছে। সোহানা অনিচ্ছা স্বত্বেও যেন তাকিয়ে থাকে সেই হাসির দিকে। ঠোঁট চেপে কি সুন্দর হাসছে টিনএজার ছেলের মতো।

সোহানা একদম চুপ করে আছে দেখে নাজমুল সাহেবই প্রথম মুখ খুলেন, “শুভ জন্মদিন প্রিয়তমা আমার।”

কথাটা সোহানার বুকের ভিতরে হ্যামারের মতো আঘাত করে। গলা শুঁকিয়ে আসে একদম। এই প্রথম ওনার মুখে প্রিয়গমা শব্দটা শুনেছে সে। কিছু না বলে শুধু ওনার হাত থেকে গিফট বক্সটা নেয় সোহানা। নাজমুল সাহেব তাগাদা দেয়, “খুলে দেখো না কি আছে। ”

সোহানার ইচ্ছে ছিল না এখন এটা খোলার। কেমন যেন লাগছে তার বুকে। কিন্তু নাজমুল সাহেব যেহেতু বলেছেন, সেহেতু খুলতেই হবে। নীল রঙের গিফট পেপারটা আস্তে আস্তে টেনে ছিঁড়ে খুলে সে। ভিতরে দুইটা শক্ত চ্যাপটা বক্স। উপরের ছোট বক্সটার ভিতরে অনেক সুন্দর কারুকাজ করা একটা কেক। সোহানার প্রিয় চকলেট কেক। নিজের অজান্তেই খুশিতে লাফিয়ে উঠে সোহানা। বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হাসতে হাসতে ধন্যবাদ জানায় নাজমুল সাহেবকে।

বক্সটা আবার আগের মতো লাগিয়ে রেখে টেবিলের এক পাশে রেখে দেয় সোহানা। তারপর অপর বাক্সটা হাতে তুলে নেয়। তুলনামূলক পাতলা কিন্তু বড় চ্যাপটা একটা বক্স। উপরের ঢাকনাটা একদম পাতলা। সেটা খুলতেই একটা নীল শাড়ি চকচক করে উঠে। শাড়ির কাপড়ের উপরে ছোট ছোট কি যেন লাগানো আছে সেলাই করে। সেগুলো থেকেই আলোর বিচ্ছুরণ ঘটছে, চিকচিক করছে রূপার পাতের মতো।

সোহানা মাত্রাতিরিক্ত খুশি হয়েছে। নাজমুল সাহেবকে যদিও পছন্দ হয় না তার। কিন্তু এই উপহার তাকে অনন্য খুশি এনে দিয়েছে। এতো খুশিতে উচ্ছাস করতে পারে না আর। কেমন স্তব্ধ হয়ে যায় সে। নাজমুল সাহেব তার পিছনেই দাঁড়িয়ে ছিল। সে আস্তে আস্তে ঘুরে ওনার দিকে। নিচের দিকে তাকিয়ে থাকে জ্বলজ্বল চোখে। চোখের পাতাটা একবার ফেললেই হয়তো টপটপ করে পানি পড়তে শুরু করবে। নাজমুল সাহেব একবার ঘরের দরজাটা দেখে নেন। ভিতর থেকে লাগানো আছে নিশ্চিত হয়ে, নিজের দুই হাতে সোহানার মুখটা দুইপাশ থেকে চেপে ধরে আলতো করে উপরের দিকে তোলে। অতঃপর সোহানার চোখের দিকে তাকিয়ে থাকে কতোক্ষণ। সোহানা জোর করে নিজের মাথাটা নিচু করে নিতে চায়। কিন্তু সে সুযোগ দেয় না নাজমুল সাহেব। আরেকটু শক্ত করে ধরে তার মুখটা। তারপর চোখ বন্ধ করে একটা গাঢ় চুমু খায় সোহানার কপালে।

সোহানা নিজের দাঁতে দাঁত চেপে ধরে শক্ত করে। সাথে চোখ দু’টোও বন্ধ করে নেয়। টপটপ করে তার চোখের পানি গুলো গাল বেয়ে পড়তে শুরু করে। নাজমুল সাহেব কতক্ষন স্থির দাঁড়িয়ে সোহানার কান্না দেখেন। তারপর চোখের পানি মুছে দিয়ে কানে কানে বলে, ‘আজকের রাতটার জন্য অন্তত শাড়ি পরে সাজবে আমার জন্য?’

সোহানা স্তব্ধ হয়ে যায়, বারবার ঢোকর গিলতে থাকে। কি উত্তর দিবে তার স্বামীকে! কিছুই মাথায় আসে না তার…..।

( চলবে ইন শা আল্লাহ )

#আড়ালে_কে – [ পর্ব – ০৯ ]
#লেখক — সালাহউদ্দিন তারিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here