আবদ্ধ তোমার মধ্যে,১ম_পর্ব

0
5942

আবদ্ধ তোমার মধ্যে,১ম_পর্ব
নিয়াজ মুকিত

বধু বেশে বরের ছোট ভাইয়ের বাসর ঘরে বসে আছি আমি।আমার সামনে ডিবোর্স পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর্তমান বর মি.নিদ্র।তিনি ডিবোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিয়ে বেশ শান্ত গলায় বলেন,
–“আপনার মতো নিচু ক্লাসের মানুষ এই জন্মে দেখিনি।কিভাবে নিজের বরের ছোট ভাইকে বিয়ে করতে পারলেন?যাই হোক,ডিবোর্স পেপারটাতে আর চুক্তিপত্রটাতে একটা সাইন দিন”


আমি মিহিমা।সবাই আদর করে মিহি বলে ডাকে।গ্রামের মেয়ে শহরে এসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরী করি।কাল সকালে
বাবা হঠাৎ ফোন করে বলেন,

–“মিহি মা,আমরা তোর বিয়ে ঠিক করেছি।তুই আজকেই চলে আয়।ছেলে খুব বড় পরিবারের।”
বাবার মুখের উপর কোনো‌ কথা বলতে না পেরে সব গুছিয়ে চলে যাই গ্রামে।বাড়িতে গিয়ে শুনতে পারি আজকেই বিয়ে।সবাই আমাকে হলুদ মাখাতে শুরু করে।দেখতে দেখতে সন্ধ্যা ৭টা বাজলেও বরের কোনো খোঁজ পাওয়া যায় না।বাবা বেশ চিন্তিত হয়ে ঘটক আতাবুলকে ফোন করে।তার কিছুক্ষন পরই কয়েকটা গাড়ি আসে।গাড়ি থেকে নেমে একজন বৃদ্ধা বাবার কানে কানে কি যেন বলে?বাবা এসে আমাকে রেডি হতে বলে।সাথে এও বলে,বিয়েটা যার সাথে ঠিক হয়েছিল তার সাথে হচ্ছেনা।হচ্ছে তার ছোট ভাইয়ের সাথে।

তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার।বান্ধবীরা ফিস ফিস করে নানা কথা বলতে শুরু করে।একপর্যায়ে বিয়ে শেষ হয়।বিয়ে পড়ানোর শেষ হলে আমার বরের ছোট সরি মি.নিদ্র একাই ড্রাইভ করে চলে আসেন আমাদের বাসা থেকে।পরবর্তিতে আমার শশুর-শাশুড়ী আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে।

“আপনার ইচ্ছা হলে চুক্তিপত্রটা পড়ে দেখতে পারেন!” কথাটা বেশ শান্ত স্বরে বলে নিদ্র।আমি তার দিকে তাকিয়ে স্লান হেসে বলি,
–“পড়ার দরকার নেই।কি আর লেখা থাকবে,সর্বোচ্চ আমার জীবন নিতে পারবেন।আর কি?”এই বলে আমি চুক্তিপত্রটাতে সাইন করে দেই।

ডিবোর্স পেপারটাতে সাইন করতে ধরলে নিদ্র আমাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে,
–“এখনি সাইন করার দরকার নেই।চুক্তি অনুযায়ী আপনি ৮মাস আমার স্ত্রী।যদি সাইন করে দেন তবুও ডিবোর্স হবে না এত তারাতারি।আর ডিবোর্স পেপারে সাইন থাকলে এই চুক্তিপত্রটা আর কাজে লাগবে না।পরে সাইন করিয়েন।”

আমি নিরবে তার কথায় সম্মতি জ্ঞাপন করি।তিনি আমার হাত থেকে কলমটা নিয়ে গ্লাসের মধ্যে ফেলে দেন।তারপর সেটা বাম হাত দিয়ে তুলে নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর নিজের পকেটে ঢোকান।

তার এরকম ব্যবহারে আমি খুব লজ্জা পাই।হাতটা নিজের চোখের সামনে নিয়ে এসে বোঝার চেষ্টা করি কতটা নোংরা এই হাতটা।তিনি সোফায় বসে পড়েন ধপ করে।আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করি,
–“আমি কোথায় ঘুমাবো?”

আমার এই কথাটা তার রাগকে দ্বিগুণ করে দেয়।তিনি অগ্নিচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন,
–“মেঝেতে ঘুমাবেন।এত দামী বেড আপনাদের জন্য নয়।”

তার কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নেই‌ আমি।মাথা নিচু করে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা পেচিয়ে যায় আমার।সোফাটা সামনে থাকে ফলস্বরুপ ওনার গায়ে গিয়ে পড়ি আমি।চোখ তুলে তার দিকে তাকাতেই দেখতে পাই তার রক্তিম চোখ।তিনি এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দেন তার উপর থেকে।

খানিকটা উড়ে মেঝেতে পড়ে যাই আমি।হাতের কনুতে ব্যাথা পাই প্রচুর পরিমাণে।চোখ দিয়ে গড়িয়ে পড়তে শুরু করে নোনাজল।ব্যাথা নিয়ে দাঁড়িয়ে অশ্রুশিক্ত চোখে তাকাই তার দিকে।তিনি আমার দিকে তাকিয়ে নিজের চোখটা ফিরিয়ে নেন।আমি মেঝেতে শুয়ে পড়ি বালিশ বিহিন অবস্থায়।

ঘুম নামক বস্তুটা কিছুতেই ধরা দিচ্ছেনা আমার চোখে।দেবেই বা কি করে,অনবরত এরকম পানি পরতে থাকলে কি আর ঘুম ধরা দেয়?আমি চোখ দিয়ে পানি ফেলছি আর ভাবছি,যার সাথে বিয়ে ঠিক হয়েছিল,তার সাথে বিয়ে হলে নিশ্চয় এত কষ্ট পেতে হতোনা আমাকে।তিনি সোফায় বসে হাত দিয়ে কপাল চিপে ধরে বসে আছেন।আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি,

–“পাশে আমার অফিস।আমি কি কালকে অফিসে যেতে পারবো?”

আমার কথা শুনে চোখ তুলে আমার দিকে তাকান মি.নিদ্র।তারপর বেশ কড়া গলায় বলে,
–“এজ ইউর উইস,আই ডোন্ট টক আব্যাউট ইট।”

আমি আর কোনো কথা না বলে ওই অবস্থায় শুয়ে থাকি।এখন বুঝতে পারছি বেহায়ার মতো কথা বলাটা আমার ঠিক হয়নি।নিজেকে শক্ত করার প্রবল চেষ্টা করে চলেছি।একসময় ঘুমিয়ে পড়ি আমি।সেই ঘুমেই কেটে যায় রাতটা।

সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আটটা বাজে।ও মাই গড,অফিসের সময় পার হতে চলেছে।তারাতারি উঠে একটা টাওয়াল নিয়ে ওয়াসরুমে প্রবেশ করি।আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন মি.নিদ্র।আমি ফ্রেস হয়ে এসে তড়িঘড়ি করে রেডি হতে শুরু করি।আজকে অফিসে জরুরী একটা মিটিং আছে অন্য কোম্পানির সাথে।আজকে এই মিটিংটাতে সফল হতে পারলে আমার প্রমোশন হবে,না হলে বাদ দিয়ে দেবে।তারাতারি রেডি হয়ে নিচে নেমে আসি আমি।মি.নিদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ‌নিচে ‌নেমে আসেন।

নিচে নেমে এক অবাক করা দৃশ্য দেখতে পাই আমি।যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আমার শশুর।লোকটা আমার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে।এমন সময় আমার পাশে এসে দাঁড়ায় মি.নিদ্র।লোকটা কোনো‌ কথা না বলে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে।

সবাই বসে পড়ে নাস্তার টেবিলে।আমি আর নিদ্র পাশাপাশি বসে পড়ি।তখন থেকেই একটা বিষয় লক্ষ করছি,নিদ্র আমার দিকে তাকাচ্ছে ঘনঘন।তবে কিছুটা অবাক হয়ে।তিনি নিশ্চয় ভাবছেন,কালকের ভিতু মেয়েটা কিভাবে আজকে এত চালু হয়ে গেল।

বিয়ের পরেরদিন অফিসে যেতে দিতে প্রচুর আপত্তি আমার শশুর বাড়ির লোকের।তাদের বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিনই ছিল।তবে শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে রওনা হই আমি।আমার সাথে বের হন মি.‌নিদ্র।তিনি গাড়ি নিয়ে চলে যান আর আমি রিকশায় বসে পড়ি।

অফিসে এসে জানতে পারি যে মিটিং এখনো শুরু হয়নি তবে যাদের সাথে মিটিং হবে তারা চলে এসেছে।আমি তড়িঘড়ি করে বসের সাথে মিটিং রুমে প্রবেশ করি।সেখা‌নে প্রবেশ করে বেশ চমকে উঠি আমি।মি.নিদ্র বসে আছেন সেখানে।তার পাশে বসে আছে শুটকি আকৃতির একটা মেয়ে।মেয়েটা বেশ চেপে বসেছে ‌নিদ্রের সাথে।তিনিও বেশ হেসেহেসে তার সাথে কথা বলছেন।

নিদ্রও যে আমাকে দেখে অবাক হয়েছে সেটা বুঝতে পারি আমি।সাথে এটাও বুঝতে পারি,আমার চাকরীটা আজকে চলে যাবে।
কিছুক্ষন পর সত্ত্যি হয়ে যায় ভাবনাটা।মি.নিদ্র মুখের উপর ডিলটা ক্যান্সেল করে চলে যায় সেই শুটকি মেয়েটাকে নিয়ে।ফলস্বরুপ বস আমাকে বের করে দেয় অফিস থেকে।আমি বসকে নানা ভাবে বোঝার চেষ্টা করলেও প্রতিবার ব্যার্থ হই।শেষ পর্যন্ত চাকরীটা চলে যায় আমার।মাথার উপর‌ আকাশ ভেঙ্গে পড়ে।আট মাস পর ডিবোর্স তখন কি হবে আমার?

নিজের অজান্তেই চোখের কোণে নোনাজল জমে যায়।এক বুক কষ্ট নিয়ে অফিস থেকে বের হয়ে এলোমেলো পা ফেলে চলতে শুরু করি আমি।এই মুহুর্তে আমার পাশ দিয়ে চলে যায় নিদ্রের গাড়ি।গাড়ির মধ্যে নিদ্র আর সেই মেয়েটা বেশ হাসাহাসি করছে।আমি এলোমেলো পা ফেলে চলতে শুরু করি।মাথাটা খুব ঘুড়ছে,সাথে সমস্ত পৃথিবীটাও ঘুরছে মনে হচ্ছে।বহু কষ্টে ব্যাগটা চেক করে দেখি কত টাকা আছে?

সিদ্ধান্ত নেই আজকে নাইট ক্লাবে যাব।আমার এই সিদ্ধান্তটা যে মোটেও ঠিক ছিলনা সেটা ঢেড় বুঝতে পারছি।তবুও মনটাকে ঠিক করার জন্য রওনা হয়ে পড়ি নাইট ক্লাবের উদ্দেশ্য।
আগে থেকে এখানে থাকায় বেশ কিছু জায়গা চেনা ছিল।তাই নাইট ক্লাব খুঁজে বের করতে অসুবিধা হয় না আমার।

ক্লাবের সামনে নিদ্রের গাড়িটা দেখে বুঝতে পারি তারাও এখানে এসেছে।আমি ভিতরে প্রবেশ করে একটা টেবিলে বসে পড়ি।আমার ঠিক সামনের টেবিলটাতে বসে আছে নিদ্র আর সেই মেয়েটা।নিদ্র আমাকে দেখে বেশ অবাক হয়।দুজন দুজনের দিকে তাকানোর ফলে চোখাচোখি হয়ে যায় নিজেদের মধ্যে।আমি স্লান একটা হাসি দিয়ে চোখটা সড়িয়ে নিয়ে একটা ওয়েটারকে বলি বিয়ার দিতে।

ওয়েটার বিয়ার দিলে কয়েকগ্লাস খাবার পর মাথাটা ঝিম-ঝিম করতে শুরু করে।সামনের সব কিছু ঘোলা হতে শুরু করে।এমন সময় আমার সামনে এসে বসে একটা ছেলে।আমি বহু কষ্টে চোখ খোলা রেখে তাকাই নিদ্রের দিকে।নিদ্র আমার দিকে তাকিয়ে আছে এখনো।

ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে,
–“আমি কি আপনার সাথে ড্যান্স করতে পারি?”

উজবুকটার কথায় আমার রাগ উঠে যায় সপ্তম আসমানে।হাত তুলে কষে একটা থাপ্পর মারি তার গালে।ছেলেটা অবাক হয়ে আমার থাপ্পর মারার কারন বোঝার চেষ্টা করছে।আমি এবার বেশ জোরে বলি,

–“আমি অন্য সবার মতো না যে,ঘরে স্বামী রেখে এসে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করবো।মনটা খারাপ তাই এসেছি।দুর হ আমার সামন থেকে।”

ছেলেটা আমার সামন থেকে চলে যায়।সামনের টেবিলে বসায় আমার সব কথা শুনতে পায় নিদ্র।আমি তার দিকে না তাকিয়ে টেবিলে হেলান দিয়ে শুয়ে পড়ি।

যখন ঘুম থেকে উঠি,দেখি আমি বসে আছি নিদ্রর গাড়িতে।আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে নিদ্র।জানালা খোলা থাকার কারনে বাতাস এসে উঠিয়ে দিচ্ছে তার চুলগুলোকে।আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে।

একপর্যায়ে তিনি গাড়ি‌ এনে থামান বাড়ি সামনে।আমাকে কাধে করে নিয়ে হাটতে শুরু করেন তিনি।ভাগ্যটা ভালো থাকার কারণে নিচে কেউ ছিলনা।নিদ্র আমাকে নিয়ে ‌রুমে যায় চুপ করে।রুমে যেতে আমি ‌নিদ্রকে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ি।আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নিদ্র।আমার নেশার ভাব যে এখনো কাটেনি সেটা বেশ বুঝতে পারছেন তিনি।

আমি একপর্যায়ে নিজের ঠোঁটটা মিশিয়ে দেই তার ঠোটের সাথে।তিনি আমাকে ঝটকা দিয়ে সড়িয়ে দেন।তারপরেও আমার মনের ভাব পাল্টে না।এবার বেশ শক্ত করে তাকে ধরে কিস করতে শুরু করি।তিনি অনেক চেষ্টা করেও আমাকে সড়াতে পারেন না।এমন সময় দরজায় ঠকঠক শব্দ হয়।

নিদ্র আমাকে ঝটকা দিয়ে সড়িয়ে দিয়ে দরজা খুলতে যায়।দরজা খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করে নিদ্রের বড় ভাই,যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল।নিদ্র বড়ভাইকে জড়িয়ে ধরে।আমি নেশালো ভাব নিয়ে কান্ডগুলো দেখছি।নিদ্র এবার তার ভাইকে উদ্দেশ্য করে বলে,

–“ভাইয়া,তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম।কি করে সামলাস সামলা।”

এই বলে নিদ্র বের হয়ে যায় রুম থেকে।সেই লোকটা আস্তে আস্তে আমার দিকে‌ এগিয়ে আসেন।কিছুক্ষন আগে নেশায় আশক্ত থাকা মেয়েটার নেশা কেটে যায় অনেকখানি।বুঝতে পারি লোকটা কোন উদ্দেশ্য নিয়ে আমার দিকে এগোচ্ছে।কিন্তু এনার সাথে তো আমার বিয়ে হয়নি।এই লোকটার সাথে কিছু হলে সেটা ঠিক হবেনা।আমি কি করবো বুঝতে পারি ‌না?কষ্টে বুকটা ফেটে যেতে শুরু করে।আমার বর কিভাবে পারলো তার ভাইয়ের কাছে আমাকে ফেলে যেতে?আট মাস পর তো আলাদা হবোই আমরা।এদিকে লোকটা খুব কাছে চলে এসেছে।কি করবো ভাবছি আমি?লোকটার হাত থেকে কি নিজেকে রক্ষা করতে পারবো?নিজের সত্তিত্বকে পারবো আগলে রাখতে?এক পর্যায়ে লোকটা আমার কাছে চলে আসে।

চলবে….

ভুলত্রুটি ক্ষমা করবেন।কেমন হয়েছে জানাবেন।
নামাজ কায়েম করুন।আল্লাহ হাফেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here