#আমার_একলা_আকাশ_তোমায়_জুড়ে-০৪,০৫
#৪র্থ_পর্ব
অর্জুন এসে বসতেই সকলের কেন্দ্রবিন্দু হলো সে। চা এগিয়ে দিতে দিতে পাড়ার মোস্ট সিনিয়র রবিন ভাই বলে উঠলেন,
“কি ভায়া, শরীর ভালো?”
“জ্বী”
“তা ভাই, প্রেমে পড়ে জ্বর হয় শুনেছি, ছ্যাকা খেয়ে জ্বর হয় প্রথম শুনলাম। দেবদাস হোক তো তোমার মতো! অন্নার পেছনে দৌড়ে কি না শেষ অবধি ক্লিনিক চলে গেলে! ভাবা যায়?”
রবিন ভাই এর কথাটা কেমন খটকা লাগলো অর্জুনের। বোধগম্য হলো না মর্মার্থ। হ্যা, সে অন্নার পেছনে ছুটেছে ঠিক কিন্তু ছ্যা’কা খায় নি। অর্জুন বোকা হাসি অব্যাহত রেখে বললো,
“ছ্যা’কা খেয়েছি মানে ঠিক বুঝলাম না রবিন ভাই!”
“আরে আরে লজ্জা পেও না, লজ্জা পেও না। ভালোবাসা তো অপরাধ নয়, আর যাকে ভালোবাসো সে না করে দেওয়াটাও অপরাধ নয়। তবে ভায়া তোমাকে স্যালুট, তুমি প্রেয়সীর জন্য ক্লিনিক অবধি চলে গেলে, এই হিমু লেনের যুবসমাজ তোমাকে সারাজীবন মনে রাখবে। শরৎচন্দ্রের দেবদাসের তুমি হলে পূর্ণাঙ্গ প্রতীক।”
“কি আবলতাবল বকছেন রবিন ভাই! ছাইপাস খেয়েছেন টেয়েছেন নাকি! আমি দেবদাস হতে যাবো কোন দুঃখে?”
অর্জুন এবার বিরক্তিমাখা কন্ঠে কথাটা বললো। এতে পাড়ার রবিনভাই এর খুব একটা যায় আসলো না। সে মোটেই তার কথাকে পাত্তা দিলো না। বরং রসিকতার ছলে বললো,
“অর্জুন, আমরা তো তোমার পাড়াতত দাদা। আমাদের কাছে এতো শক্ত হতে হবে না। বুঝি, বুঝি কষ্ট তোমার হচ্ছে। হৃদয় ভাঙ্গার কষ্ট তো যে সে কষ্ট না”
“রবিন ভাই, আপনি যা ভাবছেন তেমন না।”
রবিন মাথা নাড়লো, সে মোটামুটি পণ করেছে কোনোভাবেই অর্জুনের কথায় বিশ্বাস করবে না। এদিকে অর্জুন অধৈর্য হয়ে গেলো। মাঝখানে প্রতীক বলে উঠলো,
“তবে আমাদের প্রথমে বিশ্বাস হয় নি জানিস, এতো মেয়ে ছেড়ে কি না অন্নার পেছনে ছুটলি?”
“আমি আসলেই অন্নার পেছনে ছুটে ক্লিনিক গিয়েছি”
“আহারে! একটা মেয়ের পেছনে এতো সময় দেওয়া কি যাচ্ছে তাই কথা! আবার সে যদি হয় পড়ুয়া অর্জুন”
প্রতীকের কথার প্রতিবাদ করে রবিন ভাই বললো,
“প্রেম করেছিস জীবনে? প্রেম হলো সময়ের ব্যাপার। যেমন করে একজন মালী ফুল চাষ করে, প্রেমিককেও যেভাবেই প্রেম চাষ করতে হয়”
“রবিন ভাই, আমি না হয় প্রেম করি নি। কিন্তু আপনিও যে সফল প্রেমিক মানতে পারছি না। তানি আপুকে তো সেদিন দেখলাম। কথা বলতে গেলাম, প্রথমে ভালো করেই কথা বলছিলো। যেই আপনার কথা বললাম অমনি ঝা’ড়ি খেলাম আমি আর বিদ্যুৎ”
তানির কথা শুনতেই রবিন ভাই গলা খাকারি দিলো। তার দীর্ঘদিনের প্রেমটা এখনো ঝুলন্ত। যদিও হিমুলেনে তিনি প্রেম বিশেষজ্ঞ কিন্তু নিজের প্রেমের ই গতিপথের দিক ঠিক নেই। প্রেমিকা অভিমান করে আছে। কথা টথা বন্ধ। রবিন ভাই কথা ঘোরাবার জন্য বললো,
“আমার কথা ছাড় তো, আমার আর তানির ঠোকাঠুকি আজীবন থাকবে। শোনো, আগুন নিয়ে খেলার সাহস সবার হয় না। আমি আর অর্জুন ই করেছি। আমি যেমন বেঁছে বেঁছে উচ্চতলার গন্ডগোল একজনের প্রণয়ে মাথানত করেছি, অর্জুন ও তেমন খুঁজে খুঁজে একটা উচ্চপর্যায়ের মাথার তারছেড়া নারীতে মত্ত হয়েছি। আমি ঝু’লছি আর অর্জুনের শির কা’টা গেছে। এতোটুকুই পার্থক্য”
রবিনের কথায় করুন কন্ঠে অর্জুন বললো,
“রবিন ভাই, তোমার বোঝার ভুল আছে”
“শির কা’টা যায় নি বলছো? আবার ট্রাই করবে?”
“আরে, ধ্যাত”
বলেই উঠে গেলো অর্জুন। তার মুখশ্রীতে মহা বিরক্তির আভাস পাওয়া যাচ্ছে। প্রচন্ড রাগ হচ্ছে এই পাড়াতত ভাইদের উপর। সব কটা বেশি বোঝে, না তারা অতিরিক্ত বোঝে। বেশি বোঝার প্রতিযোগিতা হলে তারা নোবেলজয়ী হতো। প্রথমে তারা বানালো “অন্না অর্জুনের প্রেমিকা”। এখন বানিয়েছে “অর্জুন অন্নার দেবদাস”। তবে এই গন্ডগোলের মূলবিন্দু কে সেটা বুঝতে বাকি রইলো না। এজন্য ই বলেছিলো, “আম খাও, গুটি গুনো না”। সে আমের গুটি দিয়ে আমসত্ত্ব বানিয়েছে। অর্জুন হনহন করে চলে যেতে নিলে রবিন পিছন থেকে ডাকলো,
“ভায়া, চা খাবে না?”
“রাখো তোমার চা, ওতে ডু’বে যাও”
বলেই হনহন করে চলে গেলো অর্জুন। রবিন কিছুসময় হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলো অর্জুনের যাবার পানে। বিস্মিত, হতাশ কন্ঠে শুধালো,
“ও হুট করে রেগে গেলো কেনো?”
******
অন্না নতমস্তক বসে রয়েছে। তার সামনে রুদ্ররুপী অর্জুন বসে রয়েছে। তার চোখ থেকে আগুন ঝড়ছে, সেই আগুনে ঝলসে যাচ্ছে অন্না। তার সাহস হচ্ছে না মুখ খোলার। অর্জুন বুড়ো আংগুলের ঢগা দিয়ে কপাল ঘষছে। রাগ দমাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। গাল ফুলিয়ে কিছুসময় উত্তপ্ত নিঃশ্বাস ছেড়েছে, লাভ হয় নি। গটগট করে দু-তিন গ্লাস বরফ ঠান্ডা লেবুর শবরত খেয়েছে, লাভ হয় নি। পেছন থেকে ১০০ থেকে ১ গুনেও লাভ হয় নি। অন্নাকে আখের মে’শিনে দিয়ে যদি জু’স বানানো যেতো তাহলে হয়তো একটু শান্তি লাগতো। অন্না এবার একটু সাহস করে বললো,
“বই কি খুলবো?”
“তুই কি বলেছিস এবার? আমি তোর পেছনে ছুটে ক্লিনিক গিয়েছি?”
অর্জুন দাঁতে দাঁত পিষে কথাখানা বললো। অন্না মুখ সাথে সাথেই র’ক্তশূণ্য হলো। ইনিয়ে বিনিয়ে বললো,
“আমি মিথ্যে বলি নি, তুমি তো আসলেই আমার পিছনে ছুটেই বেহুশ হলে, ক্লিনিক গেলে, জ্বর ও হলো”
“তাহলে সবাই আমাকে তোমার দেবদাস বলছে কেন?”
অন্না অকপটে বললো,
“তুমি ই তো বললে, কেউ যেনো না বলে আমি তোমার প্রেমিকা”
“তাই বলে দেবদাস বানিয়ে দিবি?”
“দেখো অর্জুনদা এখানে আমার একটা প্রেসটিজ আছে, তাই তোমার কাছে দুটো অপশন খোলা। হয় আমি তোমার প্রেমিকা হবো নয় তুমি আমার দেবদাস হবে। প্রথমটা তোমার ভালো লাগে নি, এখন দ্বিতীয়টা নিয়ে নকটামি করো না তো”
অন্নার বেপরোয়া উত্তরে বেকুব বনে গেলো অর্জুন। এই মেয়ে তাকে বিনা ওয়ার্নিং এ গোলের পর গোল দিচ্ছে। অর্জুনের বুকে ব্যাথা করছে, মাথা ঝিমঝিম করছে। সে নিশ্চিত এই নারীর কারণে তার মৃ’ত্যু অনিবার্য। সে হা’তে মা”রবে না, ভাতে মা”রবে। অর্জুন আর এ পাড়ায় থাকবে না, সে হিমালয় চলে যাবে। হয়ে যাবে সন্ন্যাসী। এই পাড়ায় আর থাকা যাবে না। অর্জুনের মাথায় হাত চলে গেলো। তাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে অন্না ইনিয়ে বিনিয়ে বললো,
“তোমার কি খারাপ লাগছে অর্জুন দা?”
“ইচ্ছে করছে, তোকে…”
বলেই মুষ্টিবদ্ধ হাতটা ধরাম করে টেবিলে আঘাত করলো। অন্না ভয় পেলো কিন্তু দমলো না, ধীর স্বরে বলল,
“আমি কিন্তু তোমাকে র’ক্ত দিয়েছি”
“এবার একটু শান্তি দে”
করুন কন্ঠে বললো অর্জুন। অন্না ঠোঁট উল্টালো। এই অর্জুনদা ঠিক কি চায় সে বুঝে না। তার হাত ও যে বাঁধা, নিজের প্রেসটিজ বাঁচাতে তাকে অর্জুনদাকে দেবদাস বানাতেই হলো, নয়তো মীরজাফলের দলের কাছে মুখ থাকবে না। অর্জুনদার প্রেমিকার হবার সুবাদে যে উচ্চসম্মানটা পাচ্ছিলো সেটা তো খোয়ানো যায় না। তাই তো অর্জুনদাকে দেবদাস বানানোই শ্রেয় মনে হলো অন্না। রয়ে সয়ে বললো,
“আজ তাহলে পড়া বাদ?”
অর্জুন করুন দৃষ্টিতে চাইলো অন্নার দিকে। কোন কুলক্ষণে যে পড়াতে চেয়েছিলো, আজ আফসোস হচ্ছে। ভেবেছিলো মেয়েটিকে ইশারায় নাচাবে, এখন সেই তুর্কিনাচন নাচছে_______
*****
মহালয়া চলে এসেছে, শুভ্র মেঘের আস্তরণে পুজো পুজো গন্ধ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব। হিমুলেনের যুবসমাজেও বেশ স্পৃহা দেখা গেলো। প্রতিবছরের ন্যায় এই বছরের প্যান্ডেল যুবসমাজ নিজেই করবে। মুসলিমরা কেনাকাটা এবং পরিকল্পনায় সহায়তা করবে। মোস্ট সিনিয়র রবিন ভাই এর নেতৃত্বে একটা কমিটি গঠন হলো। যদিও রবিন ভাই সেখানের কিছুই নয় তবুও তাকে যুবসমাজ প্রচুর সম্মান করে। বিকেলে সবাই জড়ো হলো, পাড়ার মেয়েরাও এখানে এসেছে। সবাই নিজ নিজ কাজ ভাগ করে নিচ্ছে। প্রতীক এবং বিদ্যুৎ হলো কমিটি হেড। সকলকে দায়িত্ব তারাই ভাগ করে দিবে। পুজোর আর বেশি দিন বাকি নেই। তাই সবার উৎসাহের অন্ত নেই। অন্না উপস্থিত হলো শেষ বিকেলে। তাকে দেখতেই সকলের চোখ চলে গেলো অর্জুনের দিকে। বেশ বিব্রতকর একটা পরিস্থিতি। এই কারণেই অর্জুনের আসার ইচ্ছে ছিলো না। কিন্তু তার একজন অতিউৎসাহী মা রয়েছে। কাকলী দেবী ঠেলেঠুলে ছেলেকে পাঠিয়েছেন। অর্জুন ব্যাপারটা উপেক্ষা করার চেষ্টা করলো কিন্তু তার পূর্বেই বিদ্যুৎ বললো,
“আমরা যেহেতু চাকরি করি তাই সাজসজ্জার কেনার কাজটা আমরা নিতে পারবো না। এই কেনাকাটাটা অর্জুন করুক। আর অন্নপূর্ণা তাকে সহায়তা করবে। একই বাড়ির উপর নিচ থাকে। ব্যাপারটা অপ্রীতিকর ও হবে না”
বিদ্যুতের প্রস্তাবে অর্জুনের চক্ষু চড়ক গাছ। অন্নাও রীতিমতো বিষমখেলো। অর্জুন তখন চোখ ঘুরিয়ে পেছনে বসে থাকা রবিন ভাই এর দিকে তাকালো। সে মিটিমিটি হাসছে এবং হাতের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। অর্জুনের ব্যার্থ বানোয়াট প্রেমকাহিনী সফলের এটাই তার প্রথম প্রচেষ্টা……..
চলবে
মুশফিকা রহমান মৈথি
#আমার_একলা_আকাশ_তোমায়_জুড়ে
#৫ম_পর্ব
বিদ্যুতের প্রস্তাবে অর্জুনের চক্ষু চড়ক গাছ। অন্নাও রীতিমতো বিষম খেলো। অর্জুন তখন চোখ ঘুরিয়ে পেছনে বসে থাকা রবিন ভাই এর দিকে তাকালো। সে মিটিমিটি হাসছে এবং হাতের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। অর্জুনের ব্যার্থ বানোয়াট প্রেমকাহিনী সফলের এটাই তার প্রথম প্রচেষ্টা। অর্জুন ভেবেছিলো ব্যাপারখানা চায়ের দোকানের আড্ডা এবং চাঁয়ের উত্তপ্ত ধোঁয়ায় মিলিয়ে যাবে। কিন্তু রবিন ভাই এর চকচকে চোখ এবং হাস্যজ্জ্বল মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে সে মোটামুটি কোমর বেধেই নেমেছেন। অন্নার অত্যা’চার কি কম ছিলো যে এখন রবিন ভাই ও হাত ধুয়ে পড়েছেন! অর্জুন সময় নষ্ট করলো না, প্রতিবাদ করে উঠলো সাথে সাথে,
“আমার ক্লাস আছে, মিলন আর রনবীরকে পাঠাও। আমি এসবে নেই। আর আমি এগুলো বুঝিও না। চুন থেকে পান খসলে তখন আমার পেছনে পন্ডিত মশাই খ’ড়া নিয়ে ছুটবেন। আমি বাবা এগুলোর ঝামেলাতে নেই। এমনেই ক্লিনিক থেকে ফিরেছি দু সপ্তাহও হয় নি। আসবো, অঞ্জলী দিবো, ঠাকুর দেখবো, চলে যাবো”
অর্জুনের কথা মাটিতে পড়তে দিলো না বিদ্যুৎ, খপ করে ধরে বসলো,
“এ কেমন কথা অর্জুন? আর তুই বুঝিস না বললে তো বলতে হয় জেলে মাছ ধরতে জানে না, চাষী চাষ করতে জানে না। তুই আর দেবব্রত ই তো প্রতিবার এই কেনাকাটা করিস, প্যান্ডেলের লোকের সাথে কথা বলিস। তুই ই তো এসব বুঝতে বুঝতে ঝু’নো হয়েছিস। বরং তোর সামনে আমরা ন’স্যি। মিলন আর রনবীর তো গ্যা’দা বাচ্চা, ওদের পাঠিয়ে আমরা খ’ড়ার দৌড় খাবো না। থাকলো তোমার ক্লাস, সে তো পুজোর ছুটিতে বন্ধ। আমাদের মতো চাকরি করলে তো তুমি নাই হয়ে যাবে। সুতরাং তুমি ই যাবে”
অর্জুন পড়লো মহা বিপাকে। হ্যা, কথাগুলো মিথ্যে নয়। সে এবং দেবব্রত প্রতিবার প্যান্ডেলের দায়িত্ব নিয়ে এসেছে। বিদ্যুৎ এর যুক্তি একটাও ফেলনা নয়। কিন্তু সে অন্নার সাথে একটা পুরো দিন কাটাতে মোটেই ইচ্ছুক নয়। একেই মেয়েটা তার মস্তিষ্কের প্রতিটি নিউরণে প্যাঁচ লাগিয়ে দেয়। উপরন্তু রবিন ভাই তো মানুষ সুবিধার নয়। তার কাছে এই প্যান্ডেলের কেনাকাটা কখন তাদের প্রেমঘন বিকেল হয়ে যাবে সেটার নিশ্চয়তা নেই। অর্জুন অধৈর্য হয়ে বললো,
“ঠিক আছে আমি মিলন আর রনবীরকে নিয়ে যাবো, অন্না যাবে না”
এবার পেছনে ঘাপটি মেরে বসে থাকা রবিন ভাই বলে উঠলেন,
“কেনো অন্না? তোমার কি যেতে আপত্তি আছে?”
“না, রবিন ভাই। অর্জুনদার সমস্যা না থাকলে আমার সমস্যা নেই”
সাবলীল কন্ঠেই উত্তর দিলো অন্না। অন্নার উত্তরে বিদ্যুৎ এবং প্রতীক মিটিমিটি হাসছে। তাদের হাসির কারণ বুঝতে বাকি রইলো না অর্জুনের। সে সাথে সাথেই রাগান্বিত কন্ঠে বললো,
“এই তোর সামনে পরীক্ষা, একাউন্টিং এ নয় পায় আবার তিনি নাচতে নাচতে পুজোর কেনাকাটায় যাবে”
“কিন্তু পরীক্ষা তো ডিসেম্বরে”
অসহায় কন্ঠে কথাখানা বললো অন্না। সাথে সাথেই রবিন ভাই বলে উঠলেন,
“ভায়া অর্জুন, আমরা জানি তুমি তোমার ছাত্রীর প্রতি অতি সচেতন, অতি যত্নশীল। কিন্তু তা বলে তুমি বেচারীকে উৎসবের সময় পড়াবে এ ঠিক নয় ভায়া। আর রণবীর এবং মিলনের তো মন্দিরে কাজ আছে। ওরা দেবী আনতে যাবে। তুমি বরং অন্নাকেই নিয়ে যাও। আর মেয়ে মানুষ সাজসজ্জা ভালো বুঝে”
অর্জুন অগ্নিদৃষ্টিতে তাকালো রবিন ভাই এর দিকে। সে তার মিছকে হাসি অব্যাহত রাখলো। মিটিং এ হালকা কানাগোসা শুরু হলো। অর্জুন বুড়ো আঙ্গুল দিয়ে কপাল ঘষতে লাগলো। তার বুঝতে বাকি রইলো না সবার মাঝে ঠিক কি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সে ভুল ছিলো, তার জীবনকে ভাজা ভাজা করে দিতে শুধু অন্না যথেষ্ট নয়। অন্নার উপরের মানুষ তো পেছনে বসে বসে কলকাঠি নাড়াচ্ছে আর মজা নিচ্ছে। এখন আফসোস হচ্ছে, কেনো যে দেবব্রতের সাথে কলকাতা চলে গেলো না! এখন তো মনে হচ্ছে সন্ন্যাসী না হওয়া অবধি এই রবিন ভাই তাকে শান্তি দিবে না। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো অর্জুনের। অবশেষে রবিন ভাই এর পরিকল্পনা সফল হলো। অর্জুন বাধ্য হলো, একটা পুরো দিন অন্নার সাথেই কাটাতে হবে তাকে।
****
বেশ পরিপাটি হয়েই অর্জুনের বাড়িতে আজ আগমণ ঘটলো অন্নার। আজ প্রথমবার অর্জুনদার সাথে বিশেষ কাজে বের হবে সে। লোকটি তাকে অকালকুষ্মাণ্ড ভাবে, আজ তার ভাবনা ভেঙ্গেই ছাড়বে। তাই সকাল থেকেই তার সাজের ঘটা দেখে কে! ইস্ত্রী করা সেলোয়ার কামিজ পড়েছে, উশকোখুসকো কোকড়া চুলগুলো বেনীতে আটকেছে। রিতাদেবী তাকে দেখে প্রথমে বিশাল রকম ধাক্কা খেলেন। অবাক কন্ঠে বললেন,
“বা’দর আজ মানুষবেশে, ব্যাপার কি?”
“মা, তুমি কি আসলেই আমার মা? অন্য মায়েরা মেয়েকে সাজতে দেখলে কানের নিচে কালো টিপ দেয়, যেনো নজর না লাগে। আর তুমি কি না একেবারে বা’দ’র বলে দিলে?”
“আসলে তোমাকে এমন দেখার অভ্যাস নেই তো। তাই হজম হচ্ছে না। আমি তো ভুলেই গিয়েছিলাম একটা মেয়ে জন্ম দিয়েছি। আমার তো মনে হয়েছিলো সুগ্রীবের বংশধর হয়তো তুমি”
অন্না মায়ের ত্যাড়া কথার উত্তর দিলো না। মাকে ক্ষেপানো যাবে না। নয়তো বাহিরে যাওয়াটা ফাঁকতালে কেঁচে যেতে পারে। তাই প্লাস্টিকের হাসি একে বললো,
“হজম করে নাও মা। মেয়ে তোমার বড় হয়েছে। বিয়ে দিবে, এখন হজম না করলে কবে করবে?”
রিতাদেবীর মনে হলো সে যেনো “ভুতের মুখে রামনাম” শুনছেন। এই কথাগুলো অন্না ই বলছে। নাকি মেয়েকে কেউ জাদুটনা করেছে! অন্না মায়ের গালটা হালকা করে টিপে বেরিয়ে পড়লো। রিতাদেবী তখন ও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে।
কাকলী দেবী অন্নাকে দেখেই তার ভুবনভুলানো হাসি একে বললেন,
“ভেতরে আয়”
“অর্জুন দা কোথায় গো?”
“ও একটু বাহিরে গেছে, চলে আসবে। তুই বয়। আমার সাথে গল্প কর”
অন্না মাথা দোলালো। মহিলাকে তার প্রচন্ড ভালো লাগে। এতো অমায়িক মানুষ হয় তার জানা ছিলো না। মাঝে মাঝে মনে হয় নিজের মায়ের সাথে কাকীমাকে বদলে দিলে ভালো হতো। খ’চ্চর মানুষটা সোজা হয়ে যেতো। অন্না সোফায় বসলো। কাকলীদেবী বললেন,
“যখন শুনলাম তোরা একসাথে কেনাকাটায় যাবি আমার না খুব ভালো লাগলো। ছেলেটা বাসায় বসে বসে আরোও কাটখোট্টা হচ্ছে। দেবব্রত নেই, ও একা হয়ে গেছে। আচ্ছা দেব কবে আসবে? এবার কি আসবে না?”
“গতকাল কথা হয়েছে। অষ্টমীতে আসবে বলেছে। সন্ধিপুজোতে আমাদের সাথেই থাকবে।”
“কতদিন দেখি না ছেলেটাকে। ও থাকতে অর্জুনটা একটু বাহির হতো। এখন তো শুধু ঘর আর ক্লাস। পাড়ায় ও যায় না এখন। মাঝেমধ্যে তোকে পড়াতে যায়। তাও গজগজ করতে করতে বাসায় আসে। ছেলেটাকে নিয়ে চিন্তা হয় জানিস”
“তোমার ছেলেকে বলো একটা প্রেম করতে”
অকপটে কথাটা বলে উঠলো অন্না। বলেই নিজের জিভ কাটলো। কাকলীদেবী হো হো করে হেসে উঠলেন। হাসি থামিয়ে বললেন,
“হয়েছে, অর্জুন আর প্রেম। তোর মনে হয় আমার ছেলের পক্ষে সেটা সম্ভব? ওমন বই পোকার সাথে কে প্রেম করবে? তুই বয় আমি নাড়ু নিয়ে আসি”
বলেই হাসতে হাসতে হেসেলে চলে গেলেন তিনি। অন্নাও বিশ্বাস করে অর্জুনদার দ্বারা প্রেমটি হবে না। এতো কাঠখোট্টা মানুষ প্রেম বোঝার ক্ষমতা রাখে না। কাকলী দেবী না থাকায় অন্না টি-টেবিলের ম্যাগাজিন দেখতে লাগলো। তখন ই তার চোখ পড়লো নৌকাডুবি বইটির দিকে। বইটি টেবিলের উপর ই উলটে রাখা। হয়তো কাকীমা পড়ছিলেন। লোভ সামলাতে না পেরে অন্না বইটি হাতে নিলো। উল্টাতে উল্টাতে একেবারে শেষ পাতায় চলে গেলো। একদম শেষ পাতায় তার চোখ আটকে গেলো, লাল কালিতে ছোট ছোট করে একটি কবিতা লেখা,
“আধার ঘেরা রাত্রি মোর কাটে আলোর আশে,
তুমি মায়াবিনী থাকলে আমার পাশে।
প্রাণ খুঁজে পাই নিরব কবিতারা,
তুমি আমার লুকিয়ে রাখা নিরব ভালোবাসা।
তোমার দুষ্টুমিতে কাটে সারাদিন,
তুমি হাসলেই হাসে আমার প্রতিদিন।
তোমার দীঘল চুলজুড়ে,
আমার একলা আকাশ থাকে।
তুমি আসবে গোধূলীর সুরে?
আমার একলা আকাশ থাকে তোমায় জুড়ে” (জান্নাতুল মিতু)
কবিতাটি অর্জুনদার লেখা, এতে সন্দেহ নেই। অন্না তার হাতের লেখা চেনে। কিন্তু অর্জুনদার পক্ষে এমন একটি অনুভূতিপ্রবণ কবিতা লেখা সম্ভব এ যেনো বিশ্বাস হচ্ছে না অন্নার। মনের ভেতরে বিশাল একটি প্রশ্ন ডানা মেললো, পুরো বিশ নম্বরের জটিল প্রশ্ন। প্রশ্নটি হলো, এই কবিতাটি কার জন্য লেখা? কে এই মায়াবিনী! যে এই বইটি দিয়েছে সেই কি এই কবিতার জননী! কৃষ্ণা নামের নারীটি কি অর্জুনদায়ের মায়াবিনী? হুট করেই মনটা মিয়ে গেলো অন্নার। ভেতরটায় সূক্ষ্ণ একটা ব্যাথা মাথা নাড়া দিলো। ব্যাথাটা বিরক্তিকর। অহেতুক কারণ কিন্তু ব্যাথাটা প্রখর। তখন ই কলিংবেল বাজলো। অন্না বই টা রেখে দিলো। কাকলী দেবী দরজা খুলতেই ক্লান্ত অর্জুন বাসায় ঢুকলো। তার কালো টি-শার্ট ঘামে লেপ্টে আছে। চুলগুলো কপালে এসে পড়েছে। সে কথা না বলেই ভেতরে ঢুকলো। জল খেলো দু-গ্লাস। চোখ ঘুরিয়ে দেখলো বসার ঘরে অন্না বিষন্নচিত্তে বসে রয়েছে। সে গলাটা ভিজিয়ে বললো,
“উঠ, বের হবো। মা আমরা আসলাম”
“সে কি কথা! ও কিছু খেলো না তো এখনো”
“কাকীমা আমি এসে খাবো৷ দেরী হচ্ছে। অনেক কাজ”
প্লাস্টিকের হাসি ঝুলিয়ে কথাটা বললো অন্না। বলেই উঠে দাঁড়ালো। অন্নার কন্ঠে বিষন্নতা। ব্যাপারটা নজর এড়ালো না কাকলী দেবীর। কিন্তু জিজ্ঞেস করাটা হলো না।
******
রোদের তেজ নেই, মৃদুমন্দা বাতাস বইছে। তবুও লোকের ভিড়ের জন্য একটা হাসফাস অবস্থা। প্যান্ডেলের লোকের সাথে কথা বলতে বলতে হাপিয়ে উঠলো অর্জুন। লোকটি বেশ প্যাঁচায়। বড্ড বাঁচাল প্রকৃতির, সাথে কথা মাত্রা ছাড়া। কথায় কথায় তার নিজের প্রশংসা এবং দাম বাড়ানোর ধান্দা। অর্জুনের তাকে অতীব অপছন্দ। কিন্তু লোকটির কাজ ভালো তাই বাধ্য হয়ে তার কাছেই আসতে হয়। তবে এইবার লোকটির বিরক্তিকর স্বভাব যেনো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে অর্জুনকে মোটেই পাত্তা দিচ্ছে না। ঘুরে ফিরে ডিজাইন থেকে শুরু করে সকল ব্যাপার অন্নাকে শুধাচ্ছে। “দিদিমনি এটা দেখো, দিদিমনি এটা কেমন?” যা অর্জুনকে বিরক্ত করছে। শেষে না পেরে বলেই দিলো,
“নিমাই দা, টাকা কিন্তু দিদিমনি দিবে না”
“আরে অর্জুনদা কি রাগ করলেন?”
“নাহ, আমি সত্য বললাম”
অর্জুনের কথার ইঙ্গিত বুঝতে পেরে কিছুটা হলেও নিজেকে দমালো নিমাই ভট্টাচার্য। অর্জুন মনে মনে বলল,
“আছো বাছা, জায়গায় আসো”
প্যান্ডেলের বাহিরের সাজসজ্জার কাজ ঠিক করে অর্জুন এবং অন্না গেলো একটি কাগজের দোকানে। মন্ডবের সাজ এবার হিমুলেন যুবসমাজ নিজ হাতে করবে। তাই কাগজ, রঙ, তুলি কিনতে হবে। প্রদীপ, ঘট, ঘি, যাবতীয় পুজোর জিনিস কেনা শেষ। এখন এই সাজসজ্জার জিনিস কিনলেই কাজ শেষ। হাসফাস করছে পুরোদেহ। বাসায় যেয়ে গা এলিয়ে দিবে অর্জুন। আজ শারীরিক ভাবে বেশ খাটুনী গিয়েছে। অন্নার মুখে আজ কথা নেই। ব্যাপারটা ভালো, শুধু ভালো নয় খুব ভালো। শারীরিক ভাবে খাটুনি গেলেও মস্তিষ্ক ঠান্ডা। তবে এই শান্ত অন্নাকে বেশ বেমানান ঠেকলো। তাই নিজ থেকে শুধালো,
“মন ভালো নেই?”
“মনের কি হবে?”
অন্নার বেপরোয়া উত্তরটা ভালো লাগলো না অর্জুনের। তাই সে আবার শুধালো,
“তোর মন আমি কিভাবে বলবো?”
“হ্যা, ভালোই আছে”
“তাহলে এভাবে প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? মনে হচ্ছে কেউ তোকে মে’রেছে, যে সে মা’র না একেবারে উত্তম মধ্যম”
অর্জুনের কথায় কটমট করে তাকালো অন্না। বেশ ঝাঝালো কন্ঠে বললো,
“তোমাকে দেখতে বলেছি আমি? দিব্যি দিয়েছি অর্জুনদা আমার মুখ দেখো!”
“আহা, আমি যেনো ম’রে যাচ্ছি তোমাকে দেখতে? বয়েই গেছে আমার। সে তো রবিন ভাই গলায় ঝু’লিয়ে দিয়েছে। বাধ্য হয়ে দেখছি। একেই তোর চেহারা ভালো না, আজ আরোও দ্বিগুন বাজে লাগছে”
“চোখ বুজে হাটো, আমি কি মানা করেছি?”
“পারবো না। তুই তোর মুখ ঠিক কর। লাগছে কেমন? পেঁচামুখী”
“হ্যা হ্যা, আমি তো পেঁচামুখী! তা শুনি যে মায়াবিনীর জন্য রাত জেগে কবিতা লেখো, বই এর পাতায় পাতায় টুকে রাখো সে বুঝি খুব সুন্দর! কাকীমা জানে তুমি প্রেম করছো? তাই তো বলি, পাড়ায় সামান্য প্রেমিক বানিয়েছি, এতো তেলে বেগুনে জ্বলছিলে কেনো? শোনো খাই আমি সুজি, কিন্তু একটু হলেও বুঝি”
অন্নার কথায় হতবিহ্বল হয়ে গেলো অর্জুন। কিছু সময় লাগলো মেয়েটির কথাগুলো মস্তিষ্কে ধারণ করতে। তারপর ধীর কন্ঠে বললো,
“তুই আবার আমার জিনিসে হাত দিয়েছিস?”
অর্জুনের প্রশ্নকে সম্পূর্ণরুপে উপেক্ষা করে অন্না সাবলীল কন্ঠে বললো,
“হ্যা দিয়েছি, কি করবে? তার আগে আমাকে এটা বলো কে ওই মায়াবিনী যার জন্য তোমার মনে এতো আবেগ?”………
চলবে
মুশফিকা রহমান মৈথি