আমার_একাটাই_যে_তুই❤️ সিজন-২ ১৫

0
2768

আমার_একাটাই_যে_তুই❤️
সিজন-২ ১৫
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি

কাল রাতের ঝড়ের তান্ডব সকাল হতে হতে হারিয়ে গেছে। সকালের মিষ্টি এক মুঠো রোদ হেসে খেলে যাচ্ছে চারিদিকে। দূর থেকে ভেসে আসা পাখিদের গানটুকু জানান দিচ্ছে নতুন সকালের সূচনা হয়ে গেছে। চারিদিক ফকফকা। নীল আকাশে থেকে থেকে সাদা তুলোর মেঘ ভেসে ভেসে যাচ্ছে। বিছানায় বসেই আড়মোড়া ভেঙ্গে চারপাশ দেখছে কুহু। ঘুম কিছুক্ষণ আগেই ছুটেছে তার। কিন্তু বিছানা এখনো ছাড়েনি।

চা নিয়ে রুমে ঢুকে টুনি। কুহু সেদিকে খেয়াল নেই। সে বারান্দায় জমে থাকা পানির দিক তাকিয়ে আছে। টুনি কুহুকে ডাকলো,,

—” আফা আপনার চা!”

কুহু চমকে তাকালো। রাতের করা কুহু সেই ভয়ানক ধরনের কাজে লজ্জা লাগচ্ছে। কি হয়ে গেছিলো তার রাতে? এখন ইউসুফের সামনে কিভাবে যাবে? কুহুর ভাবার মাঝে টুনি আবার ডাকলো,,

—” আফা আপনি ঠিক আছেন?চা নেন ঠান্ডা হইয়া যাইতেছে!”

কুহু চা হাতে নিলো। ঘুম থেকে উঠার পর ইউসুফকে আর দেখেনি। গেলো কই মানুষটা? আজ কি তাড়াতাড়ি বের হয়ে গেছে? তাহলে ডাকেনি কেন কুহুকে? নাকি রাতে কাজে ইউসুফ কষ্ট পেয়েছে?

—” তোর ছোট সাহেব কই? ”

—” ভাই সেই সক্কাল বেলা তাড়াহুড়া কইরা কই জানি গেলো।”

কুহু ভ্রু কুচকে এলো। কি এমন কাজ পরলো আবার। তাও এই শুক্রবারে?” পরক্ষণেই নিজের মনকে ঠান্ডা করে। ভাবে নেতা মানুষ কাজ থাকতেই পারে। সেই মুহূর্তে চট করে মাথায় আসে কুহুর, ইউসুফের জন্য কিছু করলে কি হয়? নামাজ পরে সে তো দুপুরেই খাবে বাসায়। তাহলে ইউসুফের জন্য কিছু রান্না করলে কেমন হয়? যা ভাবা তাই করা। নগ্ন পা জোরা নিয়ে দৌঁড়ে রান্না ঘরে ছুটলো কুহু।

———–
দুপুরের দিক ইউসুফ বাসায় আসে। কুহু ইউসুফের গাড়ির হর্ন শুনেই দৌড়ে সদর দরজায় আসে। আজ ইউসুফের পছন্দ মতো সেজেছে সে। কলা পাতা রঙ্গের শাড়ি পড়েছে। মাথায় খোপা করে গাজরা পড়েছে। ঠোটে হালকা লাল লিপস্টিক। ইউসুফকে আসতে দেখে লজ্জায় কাচুমাচু করছে। কাঙ্ক্ষিত মানুষটির অপেক্ষায় আজ সে কাতর। কিন্তু ইউসুফকে দেখে কুহু চুপসে গেলো। কেমন ক্লান্ত, উস্ক খুস্ক হয়ে আছে সে।চোখে গুলো এক রাতে যেন গর্তে চলে গেছে। কুহু বুক ধক করে উঠলো। ইউসুফ কাছে আসতেই কুহু কৌতূহল নিয়ে বলল,,

—” আপনার কিছু হয়েছে নেতা সাহেব?এমন দেখাচ্ছে কেনো?”

ইউসুফ কুহুর দিক তাকলো। ইউসুফের বিলাই চোখ জোড়া প্রানহীন মনে হলো কুহুর। ইউসুফ ম্লান হেসে শুধু বলল,,

—” আই নিড এ স্লিপ! ”

ইউসুফ আর দাঁড়ালো না চলে গেলো উপরের। কুহু ঠাই দাঁড়িয়ে রইলো। চোখ জোড়া দিয়ে উপচে পানি পড়তে শুরু করলো। কুহুর এতো আয়োজন সব বৃধা গেলো। মানুষটি কুহুকে একবার দেখলোও না! তার রঙ্গেই তা রাঙ্গাতে চাইছিলো কুহু। কুহুর কেন কষ্ট হচ্ছে এতো?

———–

ইউসুফে ঘুম ভাঙ্গে সন্ধ্যা৷ চারিদিকে তখন আজানের মিষ্টি ধ্বনি শোনা যাচ্ছে। খাটে উপর হয়ে শুয়ে থেকে কর্ণপাত করছে আল্লাহর ডাক। আজ সারাদিনের নামাজ কাজা হয়েছে তার। নামাজ পড়া আবশ্যক।ভেবেই উঠে বসে। উল্টো দিকে তাকাতেই চোখে পড়ে ডিভানে বাচ্চাদের মতো গুটিশুটি মেরে শুয়ে থাকা কুহুর দিক। কুহুর চোখের কোনা চিকচিক করছে। ইউসুফে মস্তিষ্কের স্নায়ুকোষ জানান দিচ্ছে তার বাবুইপাখি কান্না করেছে, কিন্তু কেন?

ইউসুফ কুহুকে বিছানায় শুয়ে দেয়। সকাল থেকে এখনো কিছুই খায়নি ইউসুফ। পেটের ভিতরে ইদুর এদিক ওদিক ছুটছে। দ্রুত পায় ওয়াশরুমের দিক। ফ্রেস হয়ে নামাজ পড়ে খাবার টেবিলে এসে চেঁচিয়ে ডাকে,,

—” মা! কই তুমি ভাত দাও খুব খুদা লাগচ্ছে!”

ইউসুফ চেয়ার টেনে বসলো। টুনি এসে দাঁড়ালো ইউসুফের বাম পাশে। হাত দুটো কচলাতে কচলাতে ভয়ে ভয়ে বলল,,

—” আম্মা বাসায় নাই ছোট সাহেব গ্রামে বাড়ি গেছেন আপনাদের!”

ইউসুফ ভ্রু কুচকে ফেলে ফোন চাপতে থাকে ইউসুফ। গম্ভীর কন্ঠে বলে,,

—” আচ্ছা আমার খাবার বেড়ে দে! তোর আপা কিছু খেয়েছে?”

টুনি আগের মতোই বলল,,

—” না আপা কিছু খায় নাই সক্কাল থেইক্কাই।”

ইউসুফের রাগ উঠলো। বলল,,

—” খায়নি কেন ও?কতদিন বলছি তোদের? না খাইতে চাইলেও জোর করে খাওয়াবি? ”

টুনির এবার কাঁদার অবস্থা। ইউসুফকে সে অজানা কারনেই ভয় করে খুব। ইউসুফ নিজেকে স্বাভাবিক করতে চাইলো। টুনিকে শান্ত স্বরে আদেশ করলো,,

—” আমার আর তোর আপার খাবার গুলো ঘরে দিয়ে যা!”

কুহু বাহিরের দিক তাকিয়ে আছে। ইউসুফের ছোঁয়া পেতেই তার ঘুম ভেঙে গেছিলো। কিন্তু অভিমানে সে ঘুমের ভান করেছে। ইউসুফের সাথে কোনো কথাই তার বলতে ইচ্ছে করছে না তখন। কেন বলবে? তার একটি খবর-ও নিলো না সে।

ইউসুফ রুমে ঢুকলো। কুহুকে দেখে রাগ ধেই ধেই করে বাড়লো। কুহুর দিক এসে ধমকে উঠে বলল,,

—” খাস নি কেন? দু দিন পর অসুস্থ হলে তোর বাপ আমায় দোষ দিবে। মেয়েকে না খাইয়ে কাঠি বানিয়ে দিচ্ছি আমরা!”

ইউসুফের কথা কুহু অাহত হলো। কিছুক্ষণ ইউসুফের রাগী চোখ জোড়ায় তাকিয়ে বলল,,

—” খাবো না!”

ইউসুফ তেতে উঠলো। তার মুখে উপর কথা? কত বড় সাহস?

—” খাবি না মানে? এসব নতুন কি শুরু করেছিস? আমার এসব একদম পছন্দ না। খাবার দাবারের সাথে রাগ কিসের? তোর? জানিস এসব খাবারের জন্য কত মানুষ আক্ষেপ করে? আর তুই পাচ্ছিস এতো সহজে তাই দাম নেই?”

কুহু চুপটি করে রইলো। এ লোক শুধু তাকে কেন কথা শুনাচ্ছে? সে কি বুঝতে চাইছে না? কুহু তার জন্যই বসে ছিলো না খেয়ে? খাবে না কিছুতেই না। যা পারে করুক ইউসুফ।

ইউসুফ খাবার নিয়ে বসলো কুহু সামনে। ভাত মাখিয়ে কুহুর মুখের সামনে ধরলো। গম্ভীর কন্ঠে বলল,,

—” এখন আর ন্যাকামো করবি না চুপচাপ খা!”

কুহুর এবার হাত পা ছুড়ে কাঁদতে মন চাইলো। সে ন্যাকামো করছে? সত্যি? ঠিক আছে ন্যাকামোই করবে হু! কুহু মুখ অন্যদিকে ফিরিয়ে নিলো। ইউসুফের রাগ দিগুণ বাড়লো। এক হাতে কুহু মুখ চেপে ধরে খাবার ঢুকিয়ে দিলো মুখে। কুহু ইউসুফের কাজে হতবিহ্বল। ইউসুফ দাঁতে দাঁত চেঁপে বলল,,

—” দেখ মাথা এমনিতেই ঠিক নেই! আমাকে রাগাস না বাধ্য মেয়ের মতো খেয়ে নে। ”

কুহু খাবার মুখে পুড়েই ফোপাঁতে লাগলো। কুহুর কান্না দেখে ইউসুফের রাগ উধাও। সে ব্যস্ত ভঙ্গিতে বলল,,

—” বাবুইপাখি আম সরি! আমার আজ কি হয়ে বুঝতে পাড়ছি না। প্লীজ কাঁদিস না। খেয়ে নে না। তুই না খেলে আমিও খেতে পারবো না যে। তোকে খাইয়ে তারপর আমি খাবো!”

কুহু এবার হাউ মাউ করে কেঁদে দিলো। বলল,,

—” আপনি খুব খারাপ নেতা সাহেব। ”

কুহুর কথাটা ইউসুফের লাগলো খুব। বাম হাত কুহু মাথাটা নিজের বুকে চেপে ধরলো। কন্ঠ খাদে নামিয়ে বলল,,

—” হে রে বাবুইপাখি! আমি খুব খারাপ। ”

ইউসুফের বুক চিঁড়ে দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো। নিজের করা পাপে সে ধংস হচ্ছে। কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা বাচ্চা মেয়েটি যখন সব জানবে তখন কি হবে? থাকবে তো তার পাশে?

——

কুহু আবার ভার্সিটি যেতে শুরু করেছে। ইউসুফ অনুমতি দিয়েছে। নিয়ম করে দু বেলা ইউসুফ কুহুকে নিয়ে যায় আবার নিয়ে আসে। কুহু এখন তার বান্ধবী রূপার সাথে বসে আছে মাঠের শেষ দিকে। রূপার মন প্রচুর খারাপ। সে কাঁদো কাঁদো হয়ে বলল,,

—” আমি তোর দশ টা না পাঁচ টা না একটা মাত্র দোস্ত। আর তুই তোর বিয়েতে আমারে কইলি না। নিষ্টুর মাইয়া!”

কুহু চোখে মুখে বিরক্তি এ নিয়ে রূপা এ কথা হাজার বার বলে ফেলেছে!কুহু বিরক্তিতে মুখ কুঁচকে বললো,,

—” আল্লাহর ওয়াস্তে মুখ বন্ধ কর এবার। সেই কখন থেকে এক ঘ্যান ঘ্যান ভালো লাগচ্ছে না দোস্ত। ”

—” তা লাগবে কেন? নেতা সাহেবকে সব ভুলে বসেছিস যে!”

কুহু হাসলো। রূপা আবার জিগ্যেস করলো,,

—” হে রে আশিকের পরে কোনো খবর পেয়েছিলি!”

আশিকের নাম শুনে চোখ-মুখ শক্ত হয়ে এলো কুহুর। বলে,,

—” ওই ফালতু মানুষটার কথা আমায় বলবি না। ”

রূপা এবার নড়েচড়ে বসে কিছু বলবে ঠিক সেই মুহূর্তে একটি কন্ঠ ভেসে উঠলো। সেই চিরো চেনা কন্ঠ,,

—” কায়নাত?

চলবে,,

রাতে আরেক পার্ট দেয়ার ট্রাই করবো ইন্ন শা আল্লাহ ❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here