আমার_মনপাখ পর্ব ৪

0
3645

আমার_মনপাখ পর্ব ৪
#পলি_আনান

রাইফা কথা গুলো ভাবছে আর আনমনে হাটছে। ঠিক তখনি সে কারো সাথে ধাক্কা খায়।রেগে সামনের মানুষটির দিকে তাকিয়ে দেখে সামাদ দাঁড়িয়ে আছে।হাতে মোবাইল নিয়ে,কারো সাথে সে কথা বলছে।
“এই তুই চোখে দেখিস না।ধাক্কা মারলি কেন।(চোখ গরম করে)
” সরি আপু দেখিনি”(ফোনটা পেছনে লুকিয়ে)
রাইফা খেয়াল করে সামাদ তার ফোনটা পেছনে লুকিয়েছে।তাই সে সুযোগ বুঝে কোপটা মারে।
“আচ্ছা সামাদ তুই কোন ক্লাসে পড়িস”?
” আপু তুমি তো জানো আমি এবার এসএসসি দিব,কেন বলতো”(অবাক হয়ে)
“আচ্ছা, তোর বাবা,মানে আমার ছোট বাবা,আর মামনি যদি যানে তুই এই বয়সে প্রেম করছিস।তাহলে কেমন হবে বলতো।
রাইফার কথা শুনে আহাদ একবার ঢোক গিলে।
” ক,,,,,কে,,, বলেছে আপু আমি প্রেম করি,।মিথ্যা বলো কেন”(কিছুটা সাহস নিয়ে)
“আমি মিথ্যা বলি তাইনা, তুই পাশের বাড়ির প্রেমার সাথে প্রেম করিস আর আমি জানবোনা।
তার থেকেও বড় কথা আমার কাছে প্রমান আছে, তুই তোদের ছাদ থেকে প্রেমাকে ফ্লাইং কিস দিচ্ছিলি,আমি তা ভিডিও করেছি।” ( বাকা হাসি দিয়ে)
রাইফার কথায় এবার পুরোপুরি ভয় পেয়েযায় সামাদ।সে বুঝতে পারছে রাইফা তার কাছ থেকে কিছু চায়।না হলে ফ্লাইং কিস দিয়েছে দুই সাপ্তাহ আগে, এখন কেন কথা তুলছে।
“তুমি কি চাও আপু বলো, আমি সব করবো।শুধু কাউকে কিচ্ছু বলিয়না।”
“এইতো গুড বয় ” আচ্ছা শোন আহাদ ভাইয়ের বন্ধুর নাম কিরে।”
“ও এই ব্যাপার, ওনার নামতো শিহাব।
নাম শুনেই রাইফার মন ভরে যায়।
“আচ্ছা তুই যা এখন,আর শোন কাউকে কিচ্ছু বলবিনা”
“না আপু, কাউকে বলবোনা”
“হুম যা”
সামাদ চলে যায়। রাইফা শিহাবের নামটা টেনে উচ্চারণ করে,,
“শিইইইইইইইইইইইইই হায়ায়ায়া ব”বাহ!নামটা তো কি সুন্দর। রাইফা খুশিতে নাচতে নাচতে সিডি দিয়ে নেমেযায়।

????

আহাদ দাড়িয়ে আছে বারান্দায়। এমন সময় কেউ তার দরজা নক করে।আহাদ তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয়।
” কিরে শিহাব তোর আসতে এতক্ষন লাগলো কেন”
“এই তো চলে এসেছি।বল কি বলবি।
আহাদ শিহাবকে কিছু না বলেই বেডের একপাশে বসে কপালে হাত দিয়ে মাথা নিচু করে আছে।আহাদের এমন অবস্থা দেখে শিহাব কিছুটা ঘাবড়ে যায়।শিহাব আহাদের কাছে এগিয়ে আসে।
” আহাদ কি হয়েছে বলনা আমায়,”
“……………………………..(মাথা নিচু করে আছে)
” আরে ভাই বলনা,আগে বল ভাবি কিছু বলেছে”
আহাদ এবার মাথাটা উচু করে তাকায় শিহাবের দিকে।তার চোখগুলো লাল হয়ে আছে।নেএবারি চিকচিক করছে।যেন এখনি টুপ করে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়বে নোনা জল।
আহাদের এমন অবস্থা আর দেখেনি শিহাব।বিদেশে থাকাকালিন দুই বন্ধু একসাথে সবসময় থাকতো।শিহাব আহাদকে হাসতে দেখেছে,রাগতে দেখেছে, অভিমান করতে দেখেছে কিন্তু কখনো এমন পরিস্তিতে দেখেনি।
শিহাব জড়িয়ে ধরে আহাদকে।
“কি হয়েছে আহাদ বলনা,কেউ কিছু বলেছে”
“কার অপেক্ষায় ছিলাম আমি শিহাব,কার আপেক্ষায় ছিলাম,তার মনে আমার জন্য বিন্দুমাএ অনুভূতি জমা নেই”(বিড়বিড় করে)
” কি হয়েছে আমায় বল না আহাদ”
“রাইফা আমার কাছে এসেছিল সে বলেছে তোকে নাকি তার পছন্দ হয়েছে।আমি যেন তোদের লাইনটা ঠিক করে দি।এটা কোন কথা,একবার দেখেই সে তোকে পছন্দ করে বসে আছে।আর আমি, আমার অনুভূতির মূল্য আগেও দেয়নি,আর এখন না” (কাপা কাপা কন্ঠে, চুল টানতে টানতে)
শিহাব কিছুক্ষন আহাদের দিকে তাকিয়ে থাকে।শিহাব এবার আহাদকে অবাক করে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে।পুরো রুম জুড়ে তার হাসির প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে।হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে।আহাদ অবাক হয়ে তাকিয়ে আছে শিহাবের দিকে।
“তুই হাসছিস কেন শিহাব,আমি কি তোকে হাসির কিছু বলেছি”(রেগে)
“তা নয় ত কি আহাদ তুই ভাবলি কি করে রাইফা বল্লেই আমি ওর প্রেমে পড়ে যাবো।আর তোর মতো একটা ছেলে সামান্য একথা শুনেই চোখ, মুখের দশা পালটে পেলেছে।আমি ভাবতেই পারছিনা,তুই আমার আগের বন্ধু।
আবার হাসতে লাগলো শিহাব।
” তুই থামতো শিহাব,কি করতে হবে আমাকে বুদ্ধি দে।আমার মাথা কাজ করছেনা।”
“আচ্ছা শুন তোর শালি মানে রাইসাতো তোর পক্ষেই তাইনা”
“হুম,আরে রাইসা একটু আগে বলেছে তোকে দেখার পর নাকি রাইফা চলমান বিএফ দুইটার সাথে ব্রেকাপ করছে।তুই ভাব তোর প্রতি সে কতটা আসক্ত।”
“আমি কি এতো খারাপ যে আমার কলিজা বন্ধুর হবু বউয়ের দিকে নজর দিব।দেখবি রাইফা একদিন তোর প্রতি সবচে বেশি আসক্ত হবে।তুই চিন্তা করিস না আমি ওর থেকে দূরে দূরে থাকবো।দরকার হলে ইউএস ফিরে যাব।
” শিহাব (ধমক দিয়ে) তুই কি ভেবেছিস আমি তোকে সন্দেহ করছি,আমি ওই পাগল রাইফার কথা ভাবছি,সে তোকে পাওয়ার জন্য যদি পাগলামি শুরু করে দেয়।
“আরে আমারে ধমকাস কা, শুন আমি এমন কথা বলবো দেখবি, সে আমার ছায়া দেখলেও পালাবে।আর ও আমাকে পাওয়ার জন্য পাগলামি করলে তুই ও করতে পারবিনা ওকে পাওয়ার জন্য।ভাই চিল কর,এতো চিন্তা করিসনা।কত বছর পর দেশে আসলাম কই একটু ঘুরবো তানা তুই কি না,,,,,আচ্ছা থাক,,,,,,,,,আর আমরা তিনজন মিলে সব ব্যবস্থা করবো,চিন্তা করিস না”
“হুম,নিচে চল”

????

নিচে সোফায় বসে আছে রাইফা।মনের সুখে আপেল খাচ্ছে আর শিহাবকে নিয়ে সপ্ন দেখছে।
“শিহাব ছেলেটা কও সুন্দর। আগেজে কেন ওর দেখা পেলাম না””
এমন সময় আগমন ঘটে রাইসার,।সে দেখে রাইফা কি যেন ভাবছে।
“আপু কি ভাবছো তুমি”?
” শিহাবকে নিয়ে ভাবছি,কি কিউট ছেলেটা”(আনমনে)
“শুন আপু মনের চোখ দিয়ে দেখলে সবাই সুন্দর। আর তোমায় না বলেছি ওর দিকে নজর দিবেনা।ও শুধু আমার”
রাইসার কথায় রেগে যায় রাইফা,,
“এই তোর লজ্জা লাগেনা হবু দুলাভাইর দিকে নজর দিস,আর যদি দেখেছি তবে চোখ দুটো গেলে দিব,,(দাতে দাত চেপে)
তাদের কথার মাঝে চলে আসে আহাদ আর শিহাব,, আহাদ বলে উঠে
” কে কার চোখ গালবে”
কারো কথার শব্দ শুনে পেছনে তাকায় রাইফা,আহাদকে দেখেই ভয়ে একটা ঢোক গিলে।কেননা রাইফার আহাদের দেওয়া শান্ত শিষ্ট হুমকিটি মনে পড়ে গেল।
“দেখনা ভাইয়া আপু আমার চোখ বলেছে গেলে দেবে।(রাইসা আহাদের কাছে গিয়ে)
” কিরে সত্যি বলেছিস(কপাল কুচকে আহাদ)
“ন্না,,,,না মানে ”
“আচ্ছা বাদদেনা আহাদ, এখানে এসেও জামেলা করবি,তার থেকে ভালো আমরা একটু আড্ডা দি”।(শিহাব)
শিহাবকে দেখে রাইফা যেন পাশের সবাইকে ভুলে গেছে,সে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে।শিহাব আহাদের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললো।
” তুই এমন কেন আহাদ সবসময় ভয় দেখাস।একটু রোমান্টিক মুডে চলবি,তা না তুই শাসন করছিস।দেখেতো মনে হয় সত্যি সত্যি বড়ভাই ডাফার একটা। ”
শিহাবের কথা শুনে চোখ গরম করে তাকায় আহাদ।
“আচ্ছা আসো আমরা পরিচিত হই।” (শিহাব সোফায় বসতে বসতে)
রাইফা যেন আকাশের চাঁদ হাতে পেল,সে তাড়াতাড়ি সোফায় বসে পড়ল।একে একে আহাদ আর রাইসা ও বসলো।
প্রথমে শিহাব বলে উঠলো,
“আমি কিন্তু সবার সম্পর্কে যানি।আহাদ আমাকে সবার সম্পর্কে বলেছে।কিন্তু আমার সম্পর্কে কেউ কিছু জানোনা রাইট ”
“হুম, তাড়াতাড়ি বলুন না প্লিজ”অপেক্ষা আছি যে (উত্তেজিত হয়ে)
রাইফার এমন আচরণে অবাক হয়ে যায় বাকি তিনজন।রাইফার এমন আচরনে রাগ সামলাতে পারচ্ছেনা আহাদ।শিহাব আহাদকে চোখ দিয়ে ইশারা করে যেন সে মাথা গরম না করে।
শিহাব গলাটা কেশে নিয়ে বলে উঠে,

“আমি শিহাব রহমান।আমার যখন ১০ বছর তখনি আমি ইউএস চলে যাই বাবার সাথে।আমার মা আমি যখন তিন বছর বয়স তখনি মারা যান।আমরা ইউএস সেটেল্ড হয়ে যাই।একদিন কলেজে আহাদের সাথে পরিচয় হয়।তখন থেকেই আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যাই।আমার বাবা মারা যান গত তিন বছর আগে।বাবার মৃত্যুতে আমি ভেঙ্গে পড়ি।তখন আমার কলিজার ফ্রেন্ড আহাদ আমাকে সাহায্য করে।আমাকে সাভাবিক জীবনে ফিরিয়ে আনে।বাবার ব্যবসার দেখা শুনায় ও আহাদ আমাকে সাহায্যে করে।”

তারপর কিছুটা থামে শিহাব।রাইফা মুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের দিকে।শিহাব এবার সবাইকে অবাক করে দিয়ে বলে,
“আমি বিয়ে করেছি দুই বছর আগে,আমার বউ এর নাম এনি,আমার সাত মাসের একটা প্রিন্সস মেয়ে আছে যাকে আমি ভিশন ভালোবাসি।
শিহাবের কথায়, আহাদ ৪৪০ ভোল্টের শক খায়,তার মাথায় কিছুই ডুকছে না।রাইফা এই কথা শুনে সোফা থেকে দাঁড়িয়ে বলে
” what “কি বলছেন এসব”
সে যখন বুঝতে পারে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।তখন পরিস্তিতি সামাল দিতে বলে,
“না মানে আপনাকে দেখে বুঝা যায় না আরকি”
এবার মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কিযেন বিড়বিড় করছে।রাইসার কোন হেলদোল নেই সে সাভাবিক। তবে আহাদ এখনো বোকার মতো তাকিয়ে আছে শিহাবের দিকে।
শিহাব বুঝতে পারছে আহাদ তার কথা গুলো বলার কারন বুঝেনি। তাই সে আহাদকে চোখ মারে।এবার শিহাব বলে উঠলো
” আর কিছু জানতে চান,রাইফা”
“ন্না,,না কি আর জানবো আপনি আপনার বউ বাচ্চা নিয়ে শুখি হন”
আর কোন কথা না বলেই রাইফা নিজের বাসায় চলে গেল।এদিকে আহাদ,আর শিহাব হাসতে হাসতে একজনের গায়ের উপর আরেকজন পড়ছে।তাদের হাসির কারন কিছুটা বুঝেছে রাইসা।তবুও আবার প্রশ্ন করে,
“জিজু হাসছো কেন”?
” আরে হাসছি কারন শিহাব বিবাহিত শুনে রাইফা যেন আকাশ থেকে পড়লো।কিন্তু বেচারি জানেনা শিহাব এখনো পিউর সিঙ্গেল। ”
রাইসা এবার অবাক হয়ে যায়, “আপনি বিয়ে করেন নি”
“না তবে শিগ্রই করবো”
বলেই শিহাব রাইসাকে একটা চোখে মারে। রাইসা শিহাবের কাহিনি দেখে অবাক হয়ে যায়।আর শিহাব মুচকি হেসে উপরে চলে যায়।

?????

এদিকে রাইফা রুমে এসে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালছে।রাইসা রাইফার রুমে এসে দেখে রাইফা মাথায় পানি ঢালছে।
“দূর আমি কি করলাম একটা বিবাহিত ছেলেকে পছন্দ করে বসে আছি।”
“আপু আর কত মাথায় পানি ঢালবা।ঠান্ডা লেগে যাবে তো”
রাইফা ওয়াশরুম থেকে বের হয়ে, বেডে গিয়ে বসে পড়ে।
“রাইসা আমি একটা বিবাহিত ছেলের জন্য, আগের বয়ফ্রেন্ড গুলো ছেড়ে দিলাম,এখন কি করবো বনু,””
রাইসা গিয়ে রাইফার পাশে বসে
” কি আর করবে কপাল চাপড়ায়াও, আমি যাই বুঝলে আমার না অন্নেক কাজ।
রাইসা চলে যায়, রাইফার এদিকে মন চাচ্ছে সব ভেঙ্গে চুড়ে দিতে।
রাগে হনহন করতে করতে বারান্দায় যায় রাইফা।
পাশের বারান্দায় তাকিয়ে দেখে,,,,,,,

চলবে,,,,,,,

(ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন)??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here