আষাঢ়ে_শ্রাবণের_বর্ষণ #মাইশাতুল_মিহির [পর্ব-৪৯]

0
1254

#আষাঢ়ে_শ্রাবণের_বর্ষণ
#মাইশাতুল_মিহির

[পর্ব-৪৯]

ভয়ার্ত নুরাকে অবাক করে দিয়ে আবরার রাজের দিকে হাত বাড়ালো হ্যান্ডসেক করার জন্য। বিস্মিত হলো নুরা। ঝড় আসার পূর্বাভাস এটাই। আরব ভাইয়ের মাথায় যে অন্য কিছু ঘুরছে সেটা বুঝতে বাকি রইলো না নুরার। ভয়ে ভয়ে এগিয়ে আবরারের বাহু জড়িয়ে ধরলো। বুঝাতে চাইলো আবরার যেন কোনো প্রকার সিনক্রিয়েট না করে। হাসলো আবরার। ভয়ানক আশ্চর্য হয়ে নুরার উদ্দেশ্যে বলে উঠলো, ‘রিলেক্স! আমি তো জাস্ট আলাপ করতে এসেছি। আফটার অল হি ইজ আওয়ার নিউ রিলেটিভ। তো ভাই। কি অবস্থা? দিনকাল কেমন যায়?’

তীক্ষ্ণ চোখে তাকালো রাজ। আবরারের মতিগতি বুঝার চেষ্টা করলো। মনে হাসলো কেবল। নিজেও হাত বাড়িয়ে হ্যান্ডসেক করে উত্তর দিলো, ‘এযাবৎ ভালোই যাচ্ছিলো। আপাতত কেমন চলছে বলতে পারবো না।’

চোয়াল শক্ত করে ফেললো আবরার। পরোক্ষনে রাগ দমিয়ে এক গাল হেসে উঠলো যেন দুজনের মাঝে বেশ বন্ধুত্বসুলভ সম্পর্ক। উগ্র চোখে তাকিয়ে গলার স্বর নামিয়ে বলল, ‘ভালো না চলার ব্যবস্থা করতেই ইচ্ছে করে। কিন্তু আফসোস, আমি আবার ভালো মানুষ। অন্যের সম্পদে নজর দেই না।’

আবরারের কথা শুনে হেসে উঠলো রাজ। বিদ্রোপ মাখা কন্ঠে বললো, ‘অর্ধাঙ্গিনী কে যেই লোক সম্পদ ভাবে সেই লোক ঠিক কতটা ভালো সেটা সবাই জানে।’

মুহূর্তেই ক্রোধান্তিত হলো আবরারের চেহারা। চোখমুখ শক্ত করে রাজের দিকে এগিয়ে আসতে চাইলে নুরা দুজনের মাঝে দাঁড়িয়ে বাধা দিলো আবরারকে। রাজ আগের জায়গায় ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে আছে। তীক্ষ্ম চোখে তাকিয়ে আছে আবরারের দিকে।

দূর থেকে রাজ ও আবরারকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলো রিমি। ভয়ে চোখ বড়বড় করে তাকালো। এখন কি ওইদিনের মতো মা’রা’মা’রি শুরু করবে নাকি আবার? ভাবতেই গা শিউরে উঠলো। পাশে দাঁড়িয়ে থাকা দীবার হাত টেনে বললো, ‘বোইন ওই দেখ আবরার ভাই। নিশ্চয় রেগে আছে কোনো কারণে। তুই ভাইকে নিয়ে অন্য কোথাও চলে যা। তাড়াতাড়ি!’

রিমির কথা শুনে আবরারের দিকে তাকাতেই ভ্রুঁ কুঁচকে এলো দীবার। এই লোক এখনো রেগে আছে? তার উপরের রাগ আবার অন্য কারোর উপরে ঝাড়ছে নাকি? ভাবতেই কপাল চাপড়ালো দীবা। বিরক্ত হয়ে রিমিকে বললো, ‘তোর ভাই যে কি আল্লাহ ভালো জানে।’

‘তুই অন্য কোথাও নিয়ে যা জলদি।’ দীবাকে তাড়া দিয়ে বলে উঠলো রিমি। দীবা বিলম্ব না করে দ্রুত আবরারের কাছে আসলো। আবরারের সামনে রাজকে দেখে হাসি দিয়ে সালাম দিলো। রাজ সালামের উত্তর নিলে দীবা বললো, ‘আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? ওখানে যান। সবাই সেখানেই আছে।’

রাজকে কথাটা বলেই আবরারের বাহু ধরে বললো, ‘আপনি আমার সাথে আসুন। একটা কাজ আছে।’

এমনিরেই দীবার উপরে রেগে আছে আবরার। তার উপর আবার এখন রাজের উপর। তাই সে মারাত্মক রাগান্বিত। দীবার হাত নিজের বাহু থেকে ছাড়িয়ে বললো, ‘আমি যাবো না।’

অবাধ্য দীবা ছাড়লো না আবরারকে। আবরারের ডান হাত শক্ত করে ধরে টানতে টানতে বললো, ‘আশ্চর্য ভাই আমার তো আপনাকেই লাগবে। আসুন জলদি।’

আবরাকে কিছু বলতে না দিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে গেলো। স্বস্তির নিশ্বাস ফেললো নুরা। রাজের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেলো। রাজের চেহারা একদম নির্বিকার। তার চোখ দুটো দেখে নুরা অনায়াসে বুঝে গেলো সে ভীষণ বিব্রত। হয়তো দীবা ও আবরারকে পাশাপাশি দেখে। নুরা কিছু বলতে যাবে তার আগেই রাজ হাত ঘড়িতে সময় দেখে বলে উঠলো, ‘আমার দেরি হয়ে যাবে নুরা। আমি আসি। ভালো থেকো।’

কথাটা বলেই মুহূর্তেই চলে গেলো রাজ। পিছু দাঁড়িয়ে থেকে রাজের চলে যাওয়া দেখলো। আজ রাজকে অদ্ভুত ভাবেই ভীষণ সুন্দর লাগলো। এই প্রথম রাজকে সে পাঞ্জাবিতে দেখেছে। মুগ্ধ হলো নুরা। মনে মনে ঠোঁট নাড়িয়ে বললো,

”You are my beautiful secret, and I hope someday you realize it, because I do not have the courage to admit it just now, I am scared that I would lose you.”
____________________

বাড়ির ভিতরে যেতেই আবরার দীবার হাতটা ছাড়িয়ে নিলো। চেহারায় বিরক্তি ও অসন্তুষ্টি এনে বললো, ‘কি সমস্যা তোমার? এখানে এনেছো কেন?’

দীবা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। আবারো আবরারের কথা অমান্য করে আবরারের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বললো, ‘এখানে বলবো না। আমার সাথে আসুন।’

আবরার এবার প্রচুর বিরক্ত হয়ে বললো, ‘কি দীবা?’

উত্তর দিলো না দীবা। আবরারকে নিয়ে একটা রুমে চলে আসলো। দরজা লাগিয়ে দিয়ে দিয়ে পিছু ফিরে দাঁড়ালো। কোমড়ে দুই হাত রেখে কটমট চোখে তাকিয়ে বলে উঠলো, ‘এবার বলুন আপনার সমস্যা কোথায়?’

ভ্রুঁ কুঁচকে এলো আবরারের। তাকে এখানে জোরপূর্বক আনা হয়েছে আবার তাকেই জিজ্ঞেস করছে কি সমস্যা তার? দীবার এই ছেলেমানুষিতে অন্যান্য সময় হাসলেও এখন রাগ বাড়লো। ধমক দিয়ে বলে উঠলো, ‘দীবা? এখানে এনেছো কেন বলো।’

ধমক শুনে ভয়ে থমথমে খেলো দীবা। হাস্যউজ্জ্বল মুখটা মুহূর্তেই ফাটা বেলুনের মতো চুপসে গেলো। চোখমুখ কালো করে মিনমিনে গলায় বললো, ‘আপনি রেগে আছেন তাই রাগ ভাঙ্গাতে এনেছিলাম।’

কথাটা বলেই মন খারাপ করে মাথা নিচু করে ফেললো দীবা। এবার তার রাগ লাগছে। আবরারের উপর না বরং রিমির উপর। আবরারকে হুদাই এখানে আনার কথা বলল্প কেন? না রিমি তাকে এই কথা বলতো, আর না সে এই কাজ করে ধমক খেতো। ইচ্ছে করছে রিমির চুল ছিঁ’ড়’তে। মনে মনে ভাবতেই দাঁতে দাঁত কিড়মিড় করলো দীবা। রুম থেকে বেড়িয়ে যেতে চাইলে আবরার তার হাতের কব্জি ধরে নিজের দিকে টান দিলো। দীবা আবরারের বুকে এসে পরল। হকচকিয়ে গেলো দীবা। ফ্যালফ্যাল চোখে আবরারের দিকে তাকাতেই আবরার দুষ্টু হেসে বলে উঠলো,

‘তাহলে রাগ না ভাঙ্গিয়ে চলে যাচ্ছো কেন?’

লজ্জা পেলো দীবা। অন্যদিকে মুখ ঘুরিয়ে অভিমানি গলায় বললো, ‘আপনি অনেক খারাপ। আমাকে ধমক দিয়েছেন। রাগ ভাঙ্গাবো না।’

শব্দ করে হেসে ফেললো আবরার। দীবার উন্মুক্ত চুল গুলো কানের পিছনে গুঁজে দিয়ে বললো, ‘আচ্ছা তখনের জন্য সরি। আর ধমক দিবো না।’

অভিমান ভাঙ্গলো না দীবার। অন্যদিকেই মুখ ঘুরিয়ে রাখলো। তাকালো না ফিরে। আবরার দীবার গালে ছোট করে একটা চুমু দিয়ে আহ্লাদী গলায় বললো, ‘মিষ্টি বউ? আর হবে না বললাম তো। এবার ফিরে তাকাও।’

আবরারের আহ্লাদী কণ্ঠস্বর শুনে অভিমানি দীবা হেসে ফেললো। মুখ ফিরিয়ে আবরারের কপালের সঙ্গে নিজের কপাল মিশালো। ঠোঁটে হাসি রেখেই বললো, ‘আপনি অনেক ঢং জানেন।’

আবরার নিশ্চুপ। দীবার ঠোঁটের দিকে এগুতে চাইলেই মোবাইলের বিরক্তিকর রিংটোন বেজে উঠলো। মনোযোগের ব্যাঘাত ঘটায় চোয়াল শক্ত করে পকেট থেকে মোবাইল বের করলো আবরার। কল রিসিভ করার পরপরই অপর পাশ থেকে সাবিতের অস্থির কণ্ঠস্বর ভেসে আসলো, ‘ইডিয়ট কই তুই? মিডিয়ার লোক এসেছে। তাড়াতাড়ি নিচে আয়।’

সুন্দর একটা মুহূর্ত নষ্ট করার জন্য সাবিতের একটা কল-ই যথেষ্ট ছিলো। আবরারের মুখখানি দেখে মনে হলো সে ভিষণ অসন্তুষ্ট। নিজের হাসি ধরে রাখতে না পেরে খিলখিলিয়ে হেসে উঠলো দীবা। তাকে হাসতে দেখে আবরার মুখ কালো করে বললো, ‘হাসো হাসো। ইচ্ছে মতো হাসো। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাও।’

কোনো রকমের হাসির মাত্রা কমালো দীবা। এগিয়ে এসে আবরারের গালে ছোট করে একটা চুমু দিয়ে বললো, ‘তাড়াতাড়ি যান।’

খুশি মনে মিষ্টি একটা হাসি দিলো আবরার। তারপর নিচে যাবার জন্য রুম থেকে বেড়িয়ে গেলো দুজন। আবরার মিডিয়ার লোকদের সঙ্গে আলাপ করে বিদায় দিলো। কারণ সে নিজে সেলেব্রিটি হলেও তার পরিবারের লোকদের প্রাইভেসি আছে। আবরার চায় না বাড়ির কোনো মেয়েরা মিডিয়ার সামনে আসুক। ছোট এই ঝামেলা টা আবরার, অভ্র ও সাবিত মিলে খুব সহজেই সমাধান করে নিলো। অতঃপর আবারো শুরু হলো হলুদের অনুষ্ঠান। রাইমাকে স্টেজের মাঝে বসিয়ে সামনে তার কাজিনরা নিত্য পরিবেশন করে আনন্দ করছে। অন্যদের সঙ্গে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে নুরা ও দীবা। তারা তিনজনও নাচার পরিকল্পনা করেছিলো কিন্তু সাবিতের চোখ রাঙ্গানোর কারণে তা সেখানেই স্থগিত হয়েছে। যদিও এই জন্য মন খারাপ করেছিলো তিনজন। কিন্তু পরে সাবিত ফুচকা খাইয়ে দিয়ে মন ভালো করে দিয়েছে। এখন অন্যদের নাচ দেখে উপভোগ করছে দুজন। যদিও এখানে রিমি অনুপস্থিত। এখানেই কোথাও আছে ভেবে দুইজন তেমন গুরুত্ব দেয় নি। নিজেদের মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখুনি পিছন থেকে সাবিত ডেকে আনলো। দুইজনকে নিজের রুম থেকে ওয়ালেট আনতে বললো। বিরক্ত হলো নুরা। চোখমুখ কালো করে বললো, ‘নাচতে দিলে না এখন আবার নাচ দেখতেও দিবে না?’

সাবিত ব্যস্ততা দেখিয়ে বললো, ‘তাড়াতাড়ি যা! ওয়ালেটে একটা কার্ড আছে এখন দরকার। নিয়ে আয়।’

অনিচ্ছা থাকার পরেও দুইজন বাড়ির ভিতরে গেলো। দুতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। দীবাকে বাইরে রেখে নুরা সাবিতের রুমে গেল। সাবিতের দেওয়া লোকেশন অনুযায়ী আলমারি খুলে কাঙ্ক্ষিত জায়গা থেকে ওয়ালেট হাতে নিলো। তারপর রুম থেকে বেড়িয়ে দীবাকে সাথে নিয়ে নিচে যাবার উদ্দেশ্যে হাঁটা ধরলো। করিডোরের মধ্য দিয়ে হাঁটার সময় হঠাৎ-ই দীবা দাঁড়িয়ে পরলো। তাকে দাঁড়াতে দেখে নুরাও দাঁড়ালো। বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই দীবা ইশারায় না করল। নুরার হাত ধরে নিঃশব্দে করিডোরের মাঝে থাকা খোলা বারান্দার দিকে এগিয়ে এলো। বারান্দার দরজার আড়াল থেকে বারান্দায় তাকালো। তার চোখের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চোখ দুটো ছানাবড়া নুরার। দীবার চোখও বিস্ময়ে কোটর বেড়িয়ে আসার উপক্রম। মুখ হা হয়ে গেল তাদের। অভ্র আর রিমিকে পাশাপাশি জড়িয়ে ধরে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দুজন।বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালো একবার। নুরা কন্ঠ নামিয়ে অস্ফুটিত কন্ঠে বলে উঠলো, ‘এটা কিভাবে সম্ভব?’

দীবা অবাক চোখে সামনে তাকিয়ে বললো, ‘বোইন আমার মাথাটা দেয়ালে মা/র। আমার বিশ্বাস হচ্ছে না।

নুরা চেহারা কাদুকাদু ভাব এনে বললো, ‘আমাদের না জানিয়ে এতো বড় আকাম কেমনে করলো রিমি?’ চুপ হয়ে দুইজন তাদের দেখতে লাগলো।
_____________________

Baby, I’m dancing in the dark
With you between my arms
Barefoot on the grass
Listening to our favourite song
I have faith in what I see
Now I know I have met an angel in person
And she looks perfect
I don’t deserve this
You look perfect tonight. (Ed Sheeran-Perfect)

রেলিংয়ে পিঠ গেলান দিয়ে দাঁড়িয়ে আছে রিমি। তার দুই পাশে দুই হাত রেখে রেলিং ধরে দাঁড়িয়ে আছে অভ্র। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কপালে কপাল ঠেকানো। অভ্রের মোবাইলে হেডফোন লাগিয়ে দুইজন এই গানটা শুনছে। চোখ বন্ধ করে সুন্দর মুহূর্ত টা অনুভব করছে। গানের প্রতিটা লাইন উপলব্ধি করছে। নির্জন জায়গায় দুটো প্রণয় একে অপরের ভালোবাসা প্রকাশ করছে। অনেকক্ষণ যাবত দুজন নিশ্চুপ থেকে অভ্র চোখ খুলে মৃদু গলায় রিমিকে ডাকলো, ‘রিমি?’

চোখ বন্ধ রেখেই রিমি অল্পশব্দে করলো, ‘হুম?’

রিমির কপাল থেকে নিজের কপাল সরিয়ে রিমির মুখের দিকে গভীর চোখে তাকালো অভ্র। কপালে পরে থাকা চুল গুলো কানের পিছনে গুঁজে দিয়ে মৃদু গলায় জানতে চাইলো, ‘ভালোবাসো?’

চোখ বন্ধ রেখেই স্মিতি হাসলো রিমি। দুই হাতে অভ্রকে জড়িয়ে ধরে খুশি মনে বললো, ‘ভীষণ!’

‘যদি কেউ না মানে?’

চট করে চোখ দুটো খুললো রিমি। মাথা তুলে অভ্রের দিকে তাকিয়ে বলে উঠলো, ‘মানবে না কেন? হঠাৎ এই প্রশ্ন?’

অভ্র নির্বিকার ভাবে ঠোঁট উলটে ঘাড় নাচিয়ে বললো, ‘এমনি মনে হলো।’

দাঁতে দাঁত পিষে অভ্রের পেটে আলতো হাতে ধা’ক্কা দিয়ে দূরে সরিয়ে দিলো রিমি। চোখ পাকিয়ে কপাট রাগ দেখিয়ে বলে উঠলো, ‘কখন কি বলতে হয় জানো না? আশ্চর্য, ভেবেছিলাম এখন রোমান্টিক রোমান্টিক কথা বলবে।’

দাঁত কেলিয়ে হাসলো অভ্র। রিমির দিকে এগিয়ে আরেকটু নিবিড় হয়ে কানের কাছে ফিশফিশ করে বললো, ‘রোমান্টিক কথা গুলো তো বাসর রাতের জন্য তুলে রেখেছিলাম। তুই যদি চাও তাহলে এখন থেকেই বলা শুরু করে পারি।’

অভ্রের বাহুতে চিমটি কেটে রাগ দেখিয়ে বললো রিমি, ‘অসভ্য ছেলে সারাদিন খালি বাসর বাসর করে।’

ভীষণ রকমের আশ্চর্য হলো অভ্র। কণ্ঠস্বর অবাক করে বললো, ‘সারাদিন কোথায় করলাম? রিলেশনের প্রথম এই শব্দটা তুলেছি আমি। বানিয়ে বানিয়ে ভালোই কথা বলতে পারো।’

রিমি রাগে কটমট করতে করতে বললো, ‘কি বললে রুমি? আমি বানিয়ে বানিয়ে কথা বলি?’

চরম লেভেলের হতাশ হয়ে কপাল নিজের চাপড়ালো অভ্র। রিমির এক গাল টেনে আহ্লাদী গলায় বললো, ‘থাক আজকে ঝগড়া করে সুন্দর মুহূর্তটাকে নষ্ট না করি। এইদিকে আসো।’

বলেই রিমিকে সামনের দিকে ঘুরালো অভ্র। পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরে রিমির কাধে চিবুক রেখে চোখ বন্ধ করলো। মুচকি হাসলো রিমি অভ্রের হাতের উপর নিজের হাত দুটো রেখে চোখ বন্ধ করলো। আবারো দুজন হারিয়ে গেলো নিজেদের মাঝে। অনুভব করতে লাগলো একে অপরকে।
_____________________

হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দীবা ও নুরা। এমন একটা দৃশ্য দেখে মনে হচ্ছে যেন তারা আকাশ থেকে পরপর কয়েকবার ধপাস করে আ/ছা/ড় পরেছে। দুজন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। দীবা নুরার দিকে হাত বাড়িয়ে দিয়ে হতভম্ব হয়ে বলে উঠলো, ‘চিমটি কাট তো। স্বপ্ন দেখছি বোধহয়।’

নুরা জোরে একটা চিমটি কাটতেই ব্যাথায় আর্তনাদ করে উঠলো দীবা। যদিও এই আর্তনাদের ধ্বনি দুজনের মাঝেই সীমাবদ্ধ ছিলো।ব্যাথা পাওয়ায় নুরার দিকে কটমট চোখে তাকিয়ে বললো, ‘এতো জোরে দিতে বলেছি তোকে?’

দীবার কথার পাত্তা দিলো না নুরা। বিস্ময়ের রেশ এখনো কাটেনি তার। অবাক কন্ঠে বললো, ‘দুইজন না সারাদিন ঝগড়া করতো? তাহলে এতো প্রেম আসলো কোথায় থেকে?’

‘আমিও সেটাই ভাবছি।’ ঠোঁট কামড়ে বললো দীবা। নুরা তার হাতের দিকে তাকাতেই জিহ্বায় কামড় দিলো। বিরক্ত কন্ঠে বলে উঠলো, ‘সাবুদানা মনে হয় ওয়ালেটের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি নিচে আয়।’

বলেই দুজন দ্রুত পা চালালো নিচে যাবার জন্য। সিঁড়ির কাছাকাছি আসতেই নুরার মোবাইলে টুংটাং ম্যাসেজের শব্দ ভেসে আসলো। নুরা মোবাইল অন করে দেখলো রাজের ম্যাসেজ। ম্যাসেজ টা ওপেন করতেই স্তব্ধ হয়ে গেলো সে। দাঁড়িয়ে পরলো তাৎক্ষনাৎ। পা দুটো একদম অচল হয়ে পরেছে যেন। তাকে দাঁড়িয়ে পরতে দেখে দীবাও দাঁড়িয়ে ডাক দিলো, ‘কিরে দাঁড়ালি কেন? তাড়াতাড়ি আয়।’

নুরা নির্বিকার। চোখে পানি জমে এলো তার। দীবার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিলে দীবা ম্যাসেজটা পড়লো।

– ”আমি এয়ারপোর্ট আছি। ২ টায় ফ্লাইট। ভালো থেকো নুরা।”

নিঃশব্দে কেঁদে ফেললো নুরা। চোখ দিয়ে আপনাআপনি পানি গড়িয়ে পরতে লাগলো। দীবা বিস্মিত হয়ে বলে উঠলো, ‘একটু আগেই না হলুদে এসেছিলো? এতো তাড়াতাড়ি চলে যাচ্ছে স্যার?’

নুরা দীবার হাত ধরে ব্যাকুল কন্ঠে বললো, ‘রাজ চলে যাচ্ছে। কি করবো আমি এখন? বল না প্লিজ।’

দীবা ঠোঁট কামড়ে ভাবলো কিছুক্ষণ। কিছু একটা মাথায় আসতেই বলে উঠলো, ‘তুই এয়ারপোর্ট যা। এখুনি বেড়িয়ে পর। ফ্লাইট যেহেতু দুইটায় দেখা পাবি। তাড়াতাড়ি যা। আমি এইদিকটা ম্যানেজ করবো।’

নুরাকে তাড়া দিয়ে বললো দীবা। নুরা কিছু ভাবলো না আর। লেহেঙ্গা ধরে দৌড় লাগালো। সিঁড়ি দিয়ে দ্রুত বেয়ে নেমে দৌড়ে বাড়ির গেইটের বাহিরে চলে গেলো। হলুদের স্টেজটা করা হয়ে দক্ষিণ পাশের খোলা আঙ্গিনায়। তাই বাড়ির সামনের জায়গাটা খালি। তাই নুরা অনায়াসে বেড়িয়ে গেলো সকলের অগোচরে।

ভয়ে দীবার হাত পা জমে এলো। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করে স্টেজের কাছে গেলো। তাকে দেখেই সাবিত এগিয়ে এসে বললো, ‘এতো দেরি করলি কেন তোরা?’

দীবা ওয়ালেট এগিয়ে দিয়ে বললো, ‘ওয়ালেট খুঁজে পাচ্ছিলাম না। এই নাও।’

‘ওহ্! নুরা কোথায়?’

সাবিতের প্রশ্ন শুনে চমকে গেলো দীবা। টের পেয়ে গেলো নাকি? কি বলবে সে? চটজলদি তেমন কিছু ভাবতে পারলো না। তাই মাথা যা আসলো তাই বলে ফেললো, ‘আসলে নুরার একটু প্রবলেম হয়েছে। তাই রুমে গেছে। চলে আসবে পরে।’

‘আচ্ছা।’ বলেই সাবিত তার কাজে চলে গেলো। স্বস্তির নিশ্বাস ফেললো দীবা। মোবাইলে সময় দেখল এখন সাড়ে নয়টা বাজে মাত্র। এখান থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেতে এক ঘন্টার মতো সময় লাগে। নুরা যেন সাবধানে সময় মতো সেখানে পৌঁছাতে পারে। সেই দোয়া-ই মনে মনে করতে লাগলো দীবা।

রাইমা স্টেজ থেকে দীবাকে ডাক দিলো। দীবা এগিয়ে রাইমার কাছে যেতেই রাইমা বলে উঠলো, ‘কোথায় হারিয়ে গেলি তোরা? রিমি নুরা কোথায়? একসাথে ছবি তুলবো না?’

অপ্রস্তুত হয়ে কোনো রকমে ঠোঁট টেনে হাসলো দীবা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাইমার কানে কানে বললো, ‘আসলে নুরার প্রবলেম হয়েছে তাই রুমে। আর আসতে পারবে না।’

মন খারাপ করে ফেললো রাইমা। কিছুটা বিরক্ত হয়ে বললো, ‘এখুনি সমস্যা হওয়ার ছিল? ধ্যাৎ! আচ্ছা তাহলে রিমি কোথায়? তাকেও তো দেখছি না।’

‘দেখবে কি করে? মহারানী তো লুতুপুতু করতে ব্যস্ত।’ কথাটা মনে মনে বললেও মুখে বললো, ‘এখানেই আছে মনে হয়। এসে যাবে। আসো ছবি তুলি?’

রিমি ও নুরার ব্যাপারটা এতোটাও গুরুত্ব সহকারে ভাবলো না রাইমা। স্বাভাবিক ভাবে নিয়ে দীবার সঙ্গে ছবি তুলতে লাগলো। দীবা যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। তবে মনে মনে একটুও স্বস্তি পাচ্ছে না দীবা। নুরা একা বেড়িয়েছে। ভাবতেই কলিজা শুকিয়ে যাচ্ছে তার। বারবার মোবাইলের দিকে তাকাতে লাগলো। গাড়ি পেয়েছে তো মেয়েটা?
___________________

রাতের আধারে ঢেকে থাকা রাস্তা সোডিয়ামের কৃতিম আলোতে আলোকিত হয়ে আছে। চারপাশ একদম নিশ্চুপ। রাস্তাঘাট ফাঁকা। কোনো গাড়ির আনাগোনা নেই। চিন্তিত নুরা ভীষণ রকমের বিরক্ত হলো। আশ্চর্য! আজই গাড়ির অভাব পরলো রাস্তায়? তবুও থামলো না নুরা। লেহেঙ্গা ধরে দ্রুত সামনের দিকে এগুতে লাগলো। ভাগ্য করে একটা সিএনজি পেয়েই গেলো নুরা। এক হাত উঠিয়ে গাড়ি থামিয়ে ড্রাইভারে কাছে এগিয়ে গিয়ে দেখলো পরিচিত লোকটা। তাই নুরা বিলম্ব না করে গাড়িতে উঠেই তাড়া দিলো, ‘আব্দুল চাচা আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্ট নিয়ে যান। বেশি সময় নেই হাতে।’

বৃদ্ধ লোক পান চিবুতে চিবুতে বললো, ‘আইজকা আবার কেডা আইবো? তোমাগোর বাড়িতে না অনুষ্ঠান চলে? কই যাও একলা?’

‘চাচা আমার বান্ধুবি আসবে ইউকে থেকে। দেরি হয়ে গেছে আমার। অপেক্ষা করছে নিশ্চয়। তাড়াতাড়ি চলুন প্লিজ।’

ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বললো, ‘তোমার বোইনের বিয়া খাইতে আইবো নাকি?’

‘হ চাচা। তাড়াতাড়ি চালান।’

অস্থির কণ্ঠে বললো নুরা। এক হাতে ঘামে ভিজে যাওয়া কপাল মুছে সিটে হেলান দিলো। মোবাইলে টুংটাং শব্দ বাজতেই ম্যাসেজ চেক করে দেখলো দীবা ম্যাসেজ দিয়েছে, ‘কোথায় তুই? গাড়ি পেয়েছিস?’

‘হ্যাঁ, আব্দুল চাচার গাড়িতে আছি।’

‘পৌঁছে জানাবি প্লিজ। টেনশন লাগছে আমার।’

‘আচ্ছা।’

ছোট করে উত্তর দিয়ে মোবাইল রাখলো নুরা। অতিরিক্ত উত্তেজনায় হৃদযন্ত্রটা তার ঢিপঢিপ শব্দ তুলে বাজছে। বারবার মোবাইলে সময় দেখছে আর ভাবছে রাজের দেখা পাবে তো সে? রাজকে আটকাতে পারবে? রাজ কি তার কথা শুনবে? কিভাবে বুঝাবে রাজকে? সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে নুরার। উত্তেজনার কারণে মাথা কাজ করছে না। গলা শুকিয়ে গেছে একদম। বারবার শুকনো ঢোক গিলছে।

চলমান…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here