কাছে_কিবা_দূরে
পর্ব_২০
#সাবিকুন_নাহার_নিপা
তানির অবস্থা আগের থেকে অনেক টা ভালোর দিকে। শরীর কিছুটা দূর্বল আছে তবে চলাফেরা করতে পারে অনেক টা রোগাও হয়ে গেছে। সুস্থ হবার পর শুভ্র তানিকে আগের মতো দেখার সুযোগ পাচ্ছে না। তানি এখন আনিকার সাথে ওর ঘরেই থাকছে। সারাদিন ঘর থেকে বের হয় না বললেই চলে। শুভ্র অপেক্ষা করে অন্তত খাওয়ার সময় তানিকে দেখতে পাবে। কিন্তু ও টেবিলে খেতেই আসে না। নিজের ঘরে বসে নাকি খায়। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে। কিভাবে যে মান অভিমান পর্ব চুকিয়ে স্বাভাবিক করবে তানিকে সেটাই ভেবে পায় না। প্রথম প্রথম লজ্জায় তানির সামনে যাওয়ার সাহস করতে পারে নি। এখন যখন সাহস করে তানির কাছে যাচ্ছে, তখন তানি মুখ ফিরিয়ে নিচ্ছে। লাগাতার দরজায় কড়া নেড়েও দরজা খোলাতে পারে নি। এমন জেদি মেয়ে! শুভ্র সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক তানির সাথে কথা বলবে। চুপচাপ থেকে ব্যাপার টা জটিল থেকে জটিলতর হচ্ছে।
অপেক্ষা করলো মঙ্গলবারের। সেদিন বাসায় কেউ থাকবে না, কিভাবে দরজা আটকে বসে থাকে সেটা শুভ্র’ও দেখবে।
*****
তানি এখন অনেকটা সুস্থ ঠিক ই কিন্তু এই অবস্থায় বাড়ি যাবার মতো সাহস করতে পারছে না। প্রায় ই মাথা ঘুরে, একটু বেশী হাটাচলা করলে শরীর খারাপ করতে শুরু করবে। যদি এই অবস্থায় বেরিয়ে যায় আর পথে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে দেখার কেউ থাকবে না। তাই এই বোকামি করার মানে হয় না কোনো।
তানি সারাদিন ঘরে, শুয়ে বসে কাটায়। বই পড়তেও আজকাল ভালো লাগছে না। ইরা নীলক্ষেত থেকে কতগুলো বই এনে দিয়েছে সেগুলো তেমন ই পড়ে আছে, ছুঁয়েও দেখে নি তানি। বই খুললেই মাথা ঘোরাতে শুরু করে।
কিছু ভালো লাগছিলো না বলে তানি ফেসবুকে ঢু মারলো। ওয়াইফাই অন করতেই ম্যাসেঞ্জারের টুংটাং আওয়াজ শুরু হতে লাগলো। শুভ্র অনেকগুলো ম্যাসেজ পাঠিয়েছে। তানি ম্যাসেজ না খুলেই শুভ্র’কে ব্লক করে দিয়ে ওয়াইফাই অফ করে ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে এলো। এতো আদিখ্যেতা সহ্য হচ্ছে না ওর। প্রায় ই চোরের মতো ঘুরঘুর করে, দরজার সামনে এসে নাম ধরে ডাকে। এতোসব নাটক অন্য কোথাও গিয়ে দেখাক, তানি এসব নাটক দেখে মোটেও গলবে না।
★★
রাগে শুভ্র’র শরীর কিড়মিড় করছে। এতো বাড়াবাড়ি! ম্যাসেঞ্জারে ব্লক দিয়ে দিলো! শুভ্র’র হাত মুষ্টিবদ্ধ, একটু পর পর দরজায় ঘুষি দিচ্ছে। কি করবে বুঝতে পারছে না। বুদ্ধিজ্ঞান লোপ পেয়ে গেছে যেন৷ শুভ্র মোবাইল হাতে নিয়ে তানিকে পর পর ফোন দিতে লাগলো। তানি যতই কেটে দেয়, শুভ্র তত আরও ফোন দিতে থাকে। এক পর্যায়ে তানি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিলো। শুভ্র ফোন বন্ধ পেয়ে অভ্র’কে ফোন করলো। অভ্র ফোন ধরতেই গমগমে গলায় বলল,
“অভ্র শোন, বাড়াবাড়ির কিন্তু একটা লিমিট আছে।”
অভ্র অবাক হলো না। নির্লিপ্ত গলায় বলল, কী হয়েছে?
“কী হয়েছে শুনতে চাস? তোর পেয়ারের ভাবী আজ আমাকে ম্যাসেঞ্জারে ব্লক দিয়েছে। ”
অভ্র হাসতে গিয়েও চেপে গেল।বলল,
“ভাবী রেগে আছে তাই ব্লক দিয়েছে। রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। ”
শুভ্র চিৎকার করে বলল, আই এ্যম হার হাজবেন্ড, অথচ সে আমাকে ব্লক দেয়, ফোন দিলে রিসিভ করে না। এতো স্পর্ধা!
অভ্র নীরবে হাসলো। মনে মনে বলল, বাহ ভাইয়া! তুমি তো এবার সত্যি সত্যি গেছ!
শুভ্র রাগে ফোস ফোস করতে করতে বলল, শোন অভ্র, আমি এখন ওর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকবো।
অভ্র আঁতকে উঠে বলল, এই না ভাইয়া। মাথা ঠান্ডা করো।
“মাথা গরম কড়াইয়ের মতো ফুটছে, রুটি ভাজা যাবে ইজিলি। এতো সহজে ঠান্ডা হবে না। ”
“ভাইয়া প্লিজ, আমি না আসা পর্যন্ত দরজা ভাঙাভাঙির ঝামেলায় যেও না। আমি আসছি তোমাকে হেল্প করব”।
“নো নিড”।
শুভ্র কল কেটে দিয়ে ফোন টা ছুড়ে মেরে আনিকার ঘরের দিকে এগিয়ে গেল।
★★
অভ্র অফিস থেকে বেরিয়ে ইরাকে ফোন করে বলল,
“কোথায় আছ? ”
ইরা বাড়িতেই ছিলো। বলল, ঘরে কেন? ডেটিং এ নিয়ে যাবে বুঝি।
অভ্র বলল, শিগগিরী আমাদের বাড়ির দিকে যাও। ঘরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে।
“ভাইয়া আর ভাবীর আবারও ঝগড়া শুরু হয়েছে?”
“আরে ঝগড়া না, রীতিমতো মারামারি। ভাবী ভাইয়াকে ব্লক দিয়েছে ম্যাসেঞ্জারে। ”
ইরা অবিশ্বাস্য গলায় বলল, এই সামান্য বিষয়ে এতো ঝগড়াঝাটি?
অভ্র বলল, তোমার আমার কাছে সামান্য বিষয়, কিন্তু ভাইয়ার কাছে সিরিয়াস। সে তার বউয়ের প্রেমে পড়ে নিজেকে রোমিও আর বউকে জুলিয়েট ভাবছে। এখন জুলিয়েট তাকে ইগ্নোর করার কারনে ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে।
ইরা বিস্মিত গলায় বলল, ওহ মাই গুডনেস!
“তুমি তাড়াতাড়ি যাও। আমিও আসছি। ”
ফোন রেখে ইরা পড়িমরি করে ছুটলো শুভ্র’দের বাড়ির দিকে।
★★
শুভ্র’কে দরজা ভাঙতে হয় নি। দরজায় দুরুম দুরুম শব্দ হতেই তানি দরজা খুলেছিল। শুভ্র’র চোখ, মুখ তখন রাগে লাল হয়ে আছে। তানি দেখে ভরকে গেলেও অতিদ্রুত নিজেকে সামলে নিয়ে বলল,
“আপনার সমস্যা কী? এভাবে দরজা ধাক্কাধাক্কি করছেন কেন?”
শুভ্র বজ্রকন্ঠে বলল, ধাক্কাধাক্কি না। আমি দরজা ভেঙে ফেলতে এসেছিলাম।
অতি দুঃখেও তানির খুব হাসি পেল। সিনেমায় দেখেছে নায়ক দরজা ভাঙে তাই দেখে নিজের ও শখ হয়েছে। তানি মিটিমিটি হাসলো। তানিকে হাসতে দেখে শুভ্র’র আরও বেশী রাগ হলো। গমগমে গলায় বলল,
“তুমি আমাকে ব্লক কেন দিয়েছ? ফোন কেন কেটে দিয়েছ?”
“আমার আপনার সাথে কোনো কথা নেই তাই। ”
তানি নির্লিপ্ত গলায় বলল।
শুভ্র তানির বাহু চেপে ধরে বলল, অবশ্যই তুমি আমার সাথে কথা বলবে এবং আমার সব কথা মন দিয়ে শুনবে।
তানি নিজেকে শুভ্র’র হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার কথা শোনার এবং আপনাকে কিছু বলার রুচি আমার একদম ই নেই।
শুভ্র যেন একটু দমে গেল। বলল,
“ওকে ফাইন। তুমি তাহলে কী চাচ্ছ? ”
তানি এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিলো না। তবুও সাথে সাথে বলল,
“আমি আমার বাড়ি যেতে চাই।”
শুভ্র শীতল গলায় বলল,
“এটাই তোমার শেষ কথা”?
তানি বলল, হ্যাঁ।
“বেশ এক ঘন্টার মধ্যে সব গুছিয়ে নাও। আমি তোমাকে রেখে আসব”।
তানি ঝোকের মাথায় বলে ফেললেও এখন ওর খুব খারাপ লাগছে। মাহফুজা বাড়ি নেই। এভাবে না বলে যাওয়া কী ঠিক হবে!
তানি বলল, আগে মা আসুক তারপর দেখা যাবে। তাছাড়া আপনার সাথে পাশাপাশি বসে যাওয়ার ও কোনো ইচ্ছে আমার নেই।
শুভ্র শীতল চোখে তাকালো। বলল,
“তুমি এক ঘন্টার মধ্যে সব গুছিয়ে রেডি থাকবে। আর একটা কথাও যদি বলো তাহলে তোমার এক ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখব। বাপের বাড়ি যাওয়ার শখ মিটে যাবে। ”
★★
অভ্র, ইরা বাসায় এসে দেখলো সব ঠান্ডা। শুভ্র বসে বসে কফি খাচ্ছে। সব ঠান্ডা দেখে তানিকে জিজ্ঞেস করলো, ঘটনা কী! শুভ্র’কে ঘাটানোর সাহস হলো না।
তানির কাছে সব টা শুনে অভ্র’র খুব মজা লাগলো। ইরা ফিসফিস করে বলল, ভাইয়া তো বেশ রোমান্টিক।
মাহফুজা ফিরে এসে সব টা শুনে হতাশ গলায় বলল, এসব কী হচ্ছে? কোনো ভদ্রলোকের বাড়ির মানুষজন এসব করে?
অভ্র চোখ টিপে চুপ থাকতে বলল।
তানি একটা ব্যাগ হাতে নিয়ে মাহফুজার দিকে আসতেই শুভ্র হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আমার সাথে কথা বলার রুচি না থাকলে, আমার মা, ভাই, বোনদের সাথেও কথা বলার প্রয়োজন নেই।
তানি অগ্নিদৃষ্টিতে তাকালো। শুভ্র সেই দৃষ্টি উপেক্ষা করে তানির হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো।
মাহফুজা অভ্র’র দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কী একটু বলবি কী হচ্ছে এসব?
★★
তানি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। শুভ্র চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। তানি যে কেঁদে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। এদিকে তানির খুব কষ্ট হচ্ছে শাশুড়ী, দেবর, ননদের জন্য।
রাজশাহী পৌছুতে পৌছুতে ওদের রাত সাড়ে ন’টা বাজলো। শুভ্র কিছুতেই থাকবে না। দুজন যে ঝগড়া করে এসেছে সেটা সবাই বুঝতে পেরেছে মুখ দেখে। শুভ্র সবার সাথে কথা বলেছে চোখ, মুখ শক্ত করে। অন্যদিকে তানি ভালো করে কারও সাথে কথাই বলে নি। বোনেদের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। শুভ্র ফেরার পথে তানির সাথে দেখা করতে চাইলেও তানি সামনে আসলো না।
শুভ্র অপেক্ষা না করে চলে এলো। নিচে নেমে তানির নাম্বারে ম্যাসেজ করলো, এরপর তুমি কী চাও?
কিছুক্ষণ পর তানি রিপ্লাই দিলো, ডিভোর্স পেপার পাঠাবেন আমি সাইন করে দেব।
মিনিট দুয়েকের মধ্যে শুভ্র লিখলো, ঠিক চারদিন পর তোমাকে নিতে আসব। ভালোয় ভালোয় না এলে অবশ্যই বিকল্প ব্যবস্থা নেব। আর ডিভোর্স? সেটা তো কোনোদিন ই পাবে না। দেখি তুমি কী করো।
ম্যাসেজ পড়ে তানির চোখ দুটো বড় হয়ে গেল। শুভ্র ওকে থ্রেট দিলো!
চলবে…