#কাঞ্চাসোনা
#০৭,০৮
#জাকিয়া_সুলতানা_ঝুমুর
০৭
ধ্রুবর কন্ঠ কেঁপে উঠে।কখনো কোন প্রেম না করা ধ্রুবর গায়ে এতোবড় অপবাদ সয় না।সকালের দিকে অবিচল তাকিয়ে বললো,
“এই মেয়ে চলে যাবে মানে কি?”
সকালের গলা কেঁপে ওঠে।অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বললো,
“চলে যাবোনা তো কি করবো,আমি কারো প্রেমে বাধা হতে চাই না।”
ধ্রুব স্তব্ধ হয়ে বলে,
“কিসের প্রেম?লক্ষীটি এগুলো কি বলছো?”
ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালের সহ্য হয় না,শব্দ করে কেঁদে বলে,
“যার সাথে পাঁচ বছরের প্রেম তাকেই জিজ্ঞেস করেন।”
এবার ধ্রুব রেগে গেলো।ধমকে বললো,
“তখন থেকে জিজ্ঞেস করছি কোন সঠিক উত্তর দিচ্ছো না। আমাকে না বললে বুঝবো কি করে?”
ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে।এটা দেখে ধ্রুব জোড়ে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাটু মুড়ে বসে।সকাল কেঁদেকেটে মুখটা লাল করে ফেলেছে।ধ্রুব লাল গালে দু’হাত রেখে ফিসফিস করে বললো,
“জানপাখি!কি হয়েছে আমাকে বলো।প্লিজ।”
সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে এই ছেলেটা তাকে এতো টানে কেন?এই প্রনয় পুরুষ তার হবেনা এটাই সকাল মেনে নিতে পারছেনা।মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না।কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছেনা।অনেক কষ্টে ফ্যাসফ্যাসে গলায় বললো,
“রুপা আপু বললো।”
রুপার নাম শুনেই ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো।রুপাকে সে কোনকালেই পছন্দ করে না।গায়েপড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রুপা।এই মেয়ে কি বলে গেলো ধ্রুব সন্দিহান কন্ঠে বললো,
“কি বলেছে রুপা।”
তারপর রুপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে।ধ্রুবর চোয়াল শক্ত হয়,চোখ কঠিন থেকে কঠিনতরো করে রুপার নম্বারে ডায়াল করে লাউডস্পিকারে দেয়।
রুপা ধ্রুবর ফোন পেয়ে খুশীতে নেচে উঠে।ফোন রিসিভ করে বললো,
“আমি জানতাম ফোন দিবে।”
ধ্রুব দাতে দাত চেপে বললো,
“সকালের কাছে এগুলা বলার মানে কি?”
রুপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে আর এসব শুনছেও।কিটকিট করে হেসে বললো,
“আগুন লেগে গেছে?আমি জানতাম এমনটাই হবে,গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুজবেনা।”
“আমি তোর সাথে পাঁচ বছর প্রেম করেছি এই মিথ্যেটা কেন বলেছিস?”
রুপা বলে,”কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়।দেখ আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে।”
ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বললো,
“আর ছবির ব্যাপারটা,কফি হাউজে সবাই ছিল ইডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি?”
“ওই যে বললাম না আগুন।সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি।তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করবো।নো টেনশন।”
ভদ্র,সদ্র ধ্রুব এবার নিজেকে আর সামলাতে পারলো না।চেচিয়ে বললো,
“কু ত্তার বাচ্চা।সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের সাধ মিটিয়ে দেবো।”
তারপর মোবাইল কেঁটে সকালের দিকে তাকায়।সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে।রুপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে।মেয়েটা তাকে বোকা বানালো?মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলো।সকাল এবার শব্দ করে কেঁদে দিলো।
ধ্রুব ক্লান্ত কন্ঠে বললো,
“শুনলে তো!রুপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে,জেলাসি থেকে এগুলা বলেছে,যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও।আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছো।”
সকাল তারপরেও কাঁদে।ধ্রুব হাত ধরে বললো,
“এখন কাঁদো কেন?”
সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, “সরি।”
ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়।মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে এখনি স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই রাগ হবে।আলতো হেসে বললো,
“ইট’স ওকে জান।”
ধ্রুবর মুখে বলা জান শব্দটা সকালের জলন্ত বুকে পানি ঢালে।ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ।হাতগুলো উপরে তুলে বলে,
“এগুলো কি?”
সকাল ভালো বাচ্চার মতো বললো,
“কামড়ের দাগ।”
ধ্রুব অবাক হওয়া কন্ঠে বললো,
“কি করেছো এগুলো?”
সকাল মাথা ঝাকিয়ে বলে,
“খুব রাগ হচ্ছিলো,কষ্ট হচ্ছিলো নিজেকে সামলাতে পারিনি।”
ধ্রুব সকালের হাত তার গালে ধরে।সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়।এতো ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলো।ইশ কি বোকা মেয়ে সকাল!
“তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা।তা না করে নিজের কি হাল করেছো?ইশ আমার বউটা কতো ব্যথা পেয়েছে বলোতো!”
এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখ সুখ লাগে।এই যে এমন আদর করে কথা বলছে এগুলো শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে।সকাল মিনমিন করে বললো,
“আমার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো।”
“কেন?”
সকাল সহযভাবেই বললো,
“আপনাকে হারিয়ে ফেলার ভয়ে।”
ধ্রুব মুচকি হাসে।সকালকে লজ্জা দেয়ার জন্য বলে,
“অহ!আচ্ছা।তাহলে আপনি আমাকে হারাতে চান না।”
সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়।
ধ্রুবই আবার বললো,
“প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই,বন্ধু ভাবতে হবে।”
সকাল মাথা নাড়ে।ধ্রুব খুব ক্লান্ত সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি।সকালের হাত ধরে উঠে দাঁড়ায়।সকালের উষ্কখুষ্ক চুল পিঠময় ছড়িয়ে আছে,সকাল হাতে পেচিয়ে খোপা করে।ধ্রুব মুগ্ধ হয়ে দেখে,তার পিচ্চিটা কি সুনিপুন ভাবে হাতে পেচিয়ে চুল বাধলো।তারপর হাত ধরে বললো,
“খাবে না?”
“আপনি খাবেন না?”
ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না।তাই ধ্রুব মাথা নেড়ে বলে,
“হ্যাঁ চলো।”
দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিলো,ধ্রুবর দুষ্ট কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিলো,দরজা খুলে মনোয়ারা তখন পানি নেয়ার জন্য আসছিলেন যুগলের এই মিষ্টিভোজনে আর আসলেন না।এই দৃশ্যটা দেখে উনার চোখ জুড়িয়ে যায়।আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে।
সকাল আর ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে।এতোদিন দুজনে দুইপাশে ফিরে ঘুমিয়েছে আজকে দুজন মুখোমুখি শুয়েছে।ধ্রুবর হাতে সকালের বেনী।সকাল অকারনেই লজ্জা পায়।ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা বেশিই পাচ্ছে।ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে।অকারনেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বললো,
“শুনোনা”
“হুম”
“একটা।কথা বললে রাখবে?”
“বলেন রাখবো।”
ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে,
“তোমার লাল গাল দুটো’তে একটু চুমু খেতে দিবা?”
সকালের চোখের পাপড়ি লজ্জায় বুজে আসে।নাকের ডগায় লজ্জা শিরশিরানি দেয়।এতো আদর নিয়ে আবদার করলে কি ফিরানো যায়?যায় না তো।ডাগর চোখ খুলে ধ্রুবর দিকে তাকায়।জন্মউপোস ধ্রুব গ্রোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নেয়,একটু এগিয়ে আসে।সকালের ঠোঁট তিরতির করে কাঁপে,সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের।
ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তপ্ত ঠোঁট ছোয়ায়।শুধু পরশ দিয়েই থামে না নরম গালে নাকটা ঘষে,গাল’ও ঘষে দেয়।ফিসফিস করে বলে,”জান তোমাকে লাল টমেটো না বলে,লাল আপেল বলা উচিত,গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি।”
প্রথম কোন পুরুষের এতো গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা।ধ্রুবর পাগল করা কথা শুনে,নরম গালে ছোট দাড়ির খোচায় আবেশে অস্পষ্ট স্বরে ঘুঙ্গিয়ে উঠে।
চলবে…..
#কাঞ্চাসোনা
#০৮
#জাকিয়া_সুলতানা_ঝুমুর
ধ্রুবর এখন মনোয়ারার সামনে সকালের সাথে কথা বলতে,তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে।ওই যে বিয়ে করবেনা করবেনা করে খুব লাফিয়েছিলো,মেয়ে ছোট হেনতেন বলেছিলো তাই মনোয়ারা সুযোগ পেলেই খুচা মারে,এইতো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বললো,”তুমি আসো একসাথে খাই।”
তখন মনোয়ারা রান্না ঘর থেকে বলে বসেন,
“ও তোর সাথে বসবে কেন?ও ছোট মানুষ,আমার বেশী শখ তাই আমি বাচ্চাটা ধরেবেধে নিয়ে এসেছি,তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে।”
ধ্রুব মাথা চুলকে খাবার খায়।সকাল পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসে।কালকের রাতে কথা বলতে বলতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছিলো খুব ক্লান্ত ছিলো বোধহয়।রাতে কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়।সকাল শাশুড়ীর কাছে চলে যায়।
বিকাল চারটা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিলো।ফোন রিং হচ্ছে,ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেয়া জরুরি।
মনোয়ারা ফোন ধরে বললো,
“আম্মা আমার কাছেই আছে আব্বা।”
ধ্রুব হেসে বললো,
“আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে?”
ধ্রুবর কথার ধরনে মনোয়ারা নিজেও হেসে দেয়,
“কেন ধার নিয়ে কি করবি?”
ধ্রুব আমতা আমতা করে বলে,
“বাচ্চা মানুষ তো একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো এই আরকি।”
মনোয়ারা বলে,
“আমার বাচ্চাকে আমিই ঢাকার এই মাথা থেকে ও মাথা দেখাতে পারবো।”
“আম্মা তোমার বয়স হইছে,তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো।”
থেমে ধ্রুব আবার বলে,
“প্লিজ আম্মা বিকালে তোমার আদরের,বাচ্চাটাকে রেডী করে দিও।”
মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে।
ধ্রুব আবার ফোন দেয়।এবার মনোয়ারা সকালের কাছেই দেয়।
ধ্রুব বলে,
“বাচ্চাবউ চুলগুলো একটু বেনীটেনী করবেন।চোখে একটু কাজল।মনে থাকবে?”
সকাল ছোট করে জবাব দেয়,
“জ্বী”
তারপর মুচকি হেসে ফোন কাটে।লোকটা একটু পাগল আছে।সকালকে প্রচুর যত্ন করে।মেয়েরা কি খুব টাকা চায়?না মেয়েরা খুব বেশী টাকা চায় না যত্নশীল,ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশী।সকাল নিজেও খুশী।
কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাতের কাপড় দিলেন,কালো শাড়ীর মাঝে লাল লাল ফুল।সকাল মুগ্ধ চোখে শাড়ীটা দেখে।এই শাড়ীটা পড়লে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে?ভাবতেই সকালের মনে ভালোলাগার প্রজাপতি উড়ে।এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে,রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে।লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জারা ছুটে আসে।মিনিট পাঁচেক পড়ে ধ্রুব আসে,সকালকে দেখে হাসিহাসি মুখে তাকিয়ে থাকে।কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে।পিছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বললো,
“বাহ বাচ্চাতো যাওয়ার জন্য রেডি।সুন্দর লাগছে বাচ্চা।”
তারপর ঝটপট দুই মিনিটে ফ্রেস হয়ে রেডি হয়ে যায়।রাস্তায় নামার পরে এক রিকশাওয়ালা আসে,
“কই যাইবেন মামা?”
ধ্রুব বলে,”রবীন্দ্র সরোবরে।”
“উঠেন।”
ধ্রুবরা রিকশায় উঠে বসলে,মামা রিকশার হুড তুলে দিতে চায়।ধ্রুব বাধা দিয়ে বলে,
“মামা এটা আমার বউ হুড তুলা লাগবেনা।”
রিকশাওয়ালা মুচকি হেসে বলে,
“অহ আইচ্ছা,আসলে মামা আজকাল হুডের অনেক দাম বুঝেন নাই।”
ধ্রুব কিছু না বলে মুচকি হাসে।সকাল ফিসফিস করে বললো,
“প্লাস্টিকের হুডের দাম কেন?”
ধ্রুবও তারই মতো ফিসফিসিয়ে উত্তর দেয়,
“এই রসায়নটা বাসায় গিয়ে বুঝাই।”
সকাল বুঝলোই না দাম দরের কথা এতো বাসায় গিয়ে বলার কি আছে।চিন্তিত চোখে আশেপাশে চোখ ভুলায়।ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে,আসলেই বাচ্চা বউ।ধ্রুব বলে,
“সকাল এভাবে বসেছো কেন পড়ে যাবে তো।”
সকাল বেশ জড়োসড়ো হয়ে বসেছে।কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি,কিন্তু রিকশায় তো আর এতো জায়গা নেই,কিভাবে বসবে দুরূত্ব রেখে।সকাল বিব্রত গলায় বললো,
“এমনিই।”
“তোমার বেশিরভাগ কথার উত্তর কি ‘এমনিই’ হয়?”
সকাল কিছু না বলে আশে পাশে তাকিয়ে দেখে।দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যা আগ মূহুর্ত।ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে।সকাল চকিত চোখে আশেপাশে চোখ ভুলাচ্ছে।
“ভালো লাগছে?”
ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকায়।মাথা নাড়িয়ে বলে,”লাগছে।”
একটা ছেলের থেকে ধ্রুব বেলীফুলের মালা কিনে সকালের চুলে পড়িয়ে দেয়।ধ্রুবর এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে।এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়।
“সকাল আমার একটা ইচ্ছা পূরুন হয়নি।”
সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে,
“কি ইচ্ছা?”
“আমার খুব ইচ্ছা ছিলো প্রিয়তমা কে বউ সাজে দেখার।সেটা পুরুন হলো না।”
সকাল ভ্রু”কুচকে যানতে চায়,
“কেন?আমাকে দেখেননি।”
ধ্রুব আস্তে বলে,
“না ”
সকাল অবাক হয়ে বলে”কেন”
“আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী।তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি,ছোট বোন লেগেছে,তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি।”
সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়,
“তারমানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি?”
ধ্রুব মাথা চুলকে বললো,
“না।”
সকালের হঠাৎ খুব অভিমান হয়।মুখ ঘুরিয়ে বলে,
“দেখেননি যখন আর দেখাও হবে না।”
ধ্রুব বোধহয় সকালের অভিমান চোখে পড়ে।অভিমান কাটাতে সামনে ঝুকে বলে,
“তোমার আমি একটা নাম দিয়েছি?”
সকাল জিজ্ঞাস্য দৃষ্টি মেলে তাকালে বলে,
“বেনীবউ।”
ধ্রুবর কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে।চুলের বেনী সামনে টেনে আনে।
ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে,
“সকাল সংসারে সুখ-শান্তি কিভাবে হয় বলতে পারবে?”
সকাল তাকায়,ধ্রুব বলে,
“সংসারে শান্তি আনতে হলে প্রথমতো স্বামী-স্ত্রী মিল মোহাব্বত থাকতে হবে।একে অপরের কাছে হাসি-কান্না,সুখ-দুঃখ,রাগ-অভিমান সব শেয়ার করবে।মনে করো আমার রাগ হলো আমি তোমাকে রেগে কথা বলে দিলাম তুমিও যদি সাথে সাথে তর্ক করো আমাকে ফিরিয়ে জবাব দাও তাহলে আমার রাগ কিন্তু আরো বেড়ে যাবে তাইনা?তাহলে তুমি কি করবে আমি রেগে গেলে তুমি চুপ থাকবে,আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বুঝাবে।তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো,পরে বুঝাবো।বুঝেছো সকাল?”
ধ্রুবর বুঝানোর ভঙ্গি সকালের খুবই ভালো লাগে।কথাগুলো মনোযোগ দিয়েই শুনে মাথা নেড়ে বলে,
“বুঝেছি।”
“একে অপরকে সন্দেহ করা যাবে না,কোন ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে।”
“আচ্ছা।”
“সকাল আমরা একে অপরের শান্তির কারন হবো টেনশন বা ভয় নয়। ওকে।”
“আচ্ছা।”
“সকাল তুমি কিছু বলো।”
“আচ্ছা আমাকে কি বোন টাইপ লাগে না?”
ধ্রুব ঠোঁট কামড়ে হাসে।
“মোটেই না।তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে।আপেলের মতো টসটসে।”
ধ্রুব কথা শুনে সকাল দু’হাত দিয়ে মুখ ঢেকে রাখে।সকালের এতো লজ্জায় আকাশও বুঝি লজ্জা পেলো তাইতো সন্ধ্যায় কনে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে।ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়।সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়।চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেচিয়ে পকেটে রেখে,সকালকে নিয়ে ঠায় বসে থাকে।সকাল পাগলের পাগলামি দেখে বলে,”ভিজে যাচ্ছি তো।”
বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে।কপালের ছোট চুল গালে লেপ্টে গেছে,ধ্রুব সেদিকেই তাকিয়ে বললো,
“আজকে আমার জন্য না হয় ভিজলে।”
সকাল আর কিছু বলে না,শ্যাম বর্নের পুরুষটির দিকে আড়চোখে তাকায়।লোকটা আসলেই সুদর্শন।গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে।ধ্রুবও এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে।সকাল মাথা নিচু করে বিরবির করে”ইশ এতো সুন্দর কেন উনি!”
দুজনেই কাকভেজা হয়ে বাসায় আসে।ভিজে আসার জন্য মনোয়ারা ধ্রুবকে বকা দেয়,যদি জ্বর আসে।অবশ্য বকা দেয়াই দরকার এখনের জ্বরের ধাত ভালো না কি থেকে কি হয়।ধ্রুব পাত্তা দিলো না।কিন্তু উনার কথাই ঠিক হলো,রাত বারোটার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে।সকাল তখন ঘুমে কাঁদা।ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল,দুজনে দুই কম্বলে থাকার কারনেই সকাল টের পেলো না ধ্রুব থরথর করে কাপঁছে।ধ্রুবও আর ডাকলো না।অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিভু গলায় সকালকে ডাকলো,
“সকাল,এই সকাল।”
সকাল আধোচোখ মেলে তাকায়।
ধ্রুব আস্তে করে বলে,
“ওয়্যারড্রোবে ফাস্ট এইড বক্সে নাপা ট্যাবলেট আছে,এনে দাওনা প্লিজ।”
সকালের ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে।নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে।
“নাপা!নাপা কেন?কি হয়েছে?”
ধ্রুব বললো,
“শরীরটা একটু গরম লাগছে।তাড়াতাড়ি দাও প্লিজ।”
সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড়ো বড়ো করে বললো,
“ওমা আপনার তো গা পুড়ে যাচ্ছে।”
ধ্রুব আস্তে বলে,
“এসব কিছু না সকাল।”
সকাল বিছানা থেকে নেমে বলে,
“মা কে ডাকি?”
“না।এতো রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন উনার প্রেশার বেড়ে যাবে।”.
সকাল নাপা দিলে ধ্রুব খায়।সকাল জিজ্ঞেস করে,
“বেশী খারাপ লাগছে?”
ধ্রুব বললো,”আরে না।”
সকাল ধ্রুবর পাশে এসে দাঁড়ায়,লোকটা সন্ধ্যায়ও ঠিক ছিলো।বৃষ্টিতে ভিজে জ্বর বাধালো।এতো জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে।সকাল মোলায়েম গলায় বললো,
“কিছু খাবেন?কি খেতে ইচ্ছে করছে বলুন বানিয়ে দেই।”
ধ্রুব সকালের হাত টেনে তার কাছে বসায়।ধ্রুবর শরীরের তাপে সকালের গা পুড়ে সাথে পুড়ে চঞ্চল মন।সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বললো,
“ভয় পাচ্ছো?”
সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা যে ছবি সকাল কখনো দেখেনি তাই হয়তো,বুঝতে পারছেনা।সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললো,
“আপনি শুয়ে পড়ুন।তাহলে ভালো লাগবে।”
ধ্রুব সকালের কথা শুনে,চুপচাপ শুয়ে পড়ে।সকাল পাশে গিয়ে সুয়ে পড়লে,ধ্রুব আস্তে বলে,
“জান তোমায় একটু ছুঁয়ে দেই।”
সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে,জ্বর বেড়েছে।
“আপনি একটু ঘুমোতে চেষ্টা করুন।”
ধ্রুব কিছু বলে না,হাত বাড়িয়ে কমলার কোয়ার মতো ঠোঁট ধরে,সকালের ঠোঁট তিরতির করে কাঁপে।ধ্রুব সকালের কাঁপা-কাঁপি দেখে মুচকি হাসে,
“ভয় পাচ্ছো কেন?”
সকাল হাত দিয়ে জামা খামচে ধরে।হৃদপিণ্ডটা এতো জোড়ে লাফায় কেন?আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে এটা নতুন।সকাল কি ধ্রুবর সানিধ্য পেয়ে বড়ো হয়ে গেলো?
ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়।দুজনে দুই বালিশে শুয়ে,একে অপরকে পাগলের মতো দেখছে,অনুভব করছে।অনুভূতিরা কতো প্রখর।ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে কিন্তু হচ্ছে না সে চায় তার পাখিটা নিজেই আসুক,পাশে এসে সুখের খোঁজ করুক।ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুবতারার মতোই সকালের বুকটা খুচিয়ে ছিন্নভিন্ন করে দিলো।সকাল কাতর চোখে তাকিয়েই থাকে।একি অনুভূতি,একি যন্ত্রনা,এর শান্তি কোথায়?ধ্রুবর নেশা জড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না,হাত পা ঝিনঝিন করে।বাথরুম থেকে পানি এনে,ধ্রুবর মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে,
“আমি আছি তো,পরে দেখতে পারবেন।এখন ঘুমান।প্লিজ।আর তাকাবেন না।”
ধ্রুব প্রচন্ড জ্বর নিয়েও হাসে।পাখিটাকে কি লাল নীল অনুভূতি ঝাপটে ধরেছে?ধ্রুব তারপরেও সকালকেই দেখে।এই গভীর চোখের জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে,
“আজকে আর তাকানো যাবে না।”
না ছুঁয়েও অনুভূতির বহর বাড়ানো যায়।সপ্নের রাজ্যে উঠানামা করা যায়।যেটা সকাল আর ধ্রুব করছে।ধ্রুব তার সকালকে শিখাচ্ছে,অনুভব করাচ্ছে,এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে সর্গসুখের সিড়িতে।ধ্রুব সকালের কোলে শুয়ে বলে,
“জান এখানেই থাকি?”
চলবে..