খড়কুটোর_বাসা #পর্বঃ১১

0
753

#গল্পগুচ্ছ_সমগ্র
#খড়কুটোর_বাসা
#পর্বঃ১১
Jhorna_Islam

মাঝে মধ্যে কান্না করতে হয়। নিজের বোকামির জন্য। অন্যের জন্য না। নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য। নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে। শান্তি লাগে,তাই মাঝেমধ্যে ই কান্না করা উচিত!

ইরহান যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেনো সে আসলে ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। সেটা সে বাহিরে প্রকাশ করতে পারছে না।

রাতে দুইজনের একজনের ও খাওয়া হয়নি। চুপচাপ শুয়ে পরেছিলো।ইরহান সারারাত ভালো করে ঘুমোতে পারেনি।ছটফট করেছে সেটা যুথির ন’জর এড়ায়নি। সে সব টা লক্ষ করেছে।

ইরহানের চোখের কোণের পানিও যুথির ন’জর এড়ায়নি। সে দেখেছে।কিন্তু এগিয়ে যায় নি ইরহানের কাছে।মাঝে মাঝে মন খারাপ কষ্ট পাওয়া লোকটাকে একা ছেড়ে দিতে হয়।যেনো সে নিজের সাথে যুদ্ধ করে নিজের কষ্ট টা কে সামলে নিতে পারে।

কিছু মুহূর্ত আছে যেই সময় নিজের প্রিয় মানুষ টা স্বান্তনা দিলেও ভালো লাগে না। যুথি ইরহান কে আটকায় নি।নিজের মতো করে কিছু সময় থাকুক।যুথির ও কান্না পাচ্ছে। কিন্তু তার কাঁদা যাবে না।লোকটা নয়তো আরো বেশি কষ্ট পাবে।

যুথি চুপচাপ ঘুমের ভা’ন ধরে পরে ছিলো।ইরহান কে বুঝতে দেয়নি যে তার কষ্টে যুথির ও ঘুম আসছে না।

অনেক সময় চুপচাপ শুয়ে নানান ভাবনা ভাবতে ভাবতেই যুথি একসময় ঘুমিয়ে যায়। তখন ভোর হতে হয়তো দুই এক ঘন্টা বাকি।

জানালার ফাঁক গলিয়ে আসা মিষ্টি রোদের আলোয় ঘুম ভেঙে যায় যুথির।চোখ পিটপিট করে তাকায়।আলোটা সরাসরি তার মুখে এসে পরছে। ভালো করে ঘুম হয়নি।

পাশ ফিরে ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহান ঘুমুচেছ। উল্টো দিকে ফিরে শোয়ায় রোদের আলো থেকে বেঁচে গেছে।

যুথি বিছানা থেকে নেমে হাই তুলতে তুলতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর ঘরের পাশের কলপাড় আছে একটা ঐখান থেকেই হাতমুখ ধুয়ে নেয়।

অনেকটাই বেলা হয়ে গেছে। চারপাশ ঘুরে ঘুরে দেখছে সে। কিছু টা দূরেই পুকুর পাড় রয়েছে দেখা যাচ্ছে। ঘরের বাম সাইডে চোখ যেতেই দেখতে পেলো বকুল গাছ। বেশ বড় গাছটা।ফুল পরে আছে নিচে। কাল ইরহান এখান থেকে ফুল নিয়েছে বুঝতে আর বাকি নেই।যুথি গাছের কাছে এগিয়ে গিয়ে ফুল গুলো কুড়াতে থাকে আর ওড়নায় নিতে থাকে। এগুলো দিয়ে সে মালা গাঁথবে। প্রায় অনেক গুলো ফুল নিয়ে উঠে ঘরের দিকে হাঁটা দেয়।

ঘরে এসে দেখতে পায় ইরহান উঠে গেছে বসে বসে চোখ কচলাচ্ছে। হাতে যুথির মোবাইল।

–কই গিয়েছিলে যুথি?

— ঐতো বাইরে বের হয়ে এই দিকটা একটু দেখতেছিলাম।

— ওহ! নাও তোমার মোবাইল তোমার দাদি সেই কখন থেকে কল দিচ্ছে।

— দাদি এতো সকাল সকাল?

— হুম,,, জিজ্ঞেস করেছিলাম শরীর ঠিক আছে কি না বলল সব ঠিক আছে। তবে তোমার সাথে যেনো কি জরুরি কথা আছে বলছে তোমাকে কল দিতে।

— দেখি, বলেই যুথি ইরহানের হাত থেকে ফোন নিয়ে কল লাগায় তার দাদিকে।

তুমি কথা বলো আমি কলপাড় থেকে হাত মুখ ধুয়ে আসছি।
যুথি মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইরহান উঠে চলে যায়।

ঐপাশ থেকে কল রিসিভ করে যুথির দাদি যুথিকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠে,,,, ওওও বু কেমন আছস তুই?

ভালা আছস? এই বুড়িরে তো ভুইলাই গেলি।

— ভুলি নাই দাদি।তোমারে কি ভুলা যায় নাকি?
কেমন আছো তুমি দাদি?

— আমি বহুত ভালা আছি বু।শোন যেই কারণে ফোন দিছি।

— হুম বলো।

— নাত জামাইরে নিয়া এই বাড়িতে তারাতাড়ি আয় দেখি।এখনই বের হ। এইখানে আইসা সকালের নাস্তা করবি।

— এতো সকাল সকাল যাইতে বলতেছো।কিছু কি হইছে বুড়ি?

— আসলেই দেখতে পাবি।তুই নাত জামাইরে নিয়া আয়।খুব জরুরি কাম আছে। খাওয়া দাওয়া করে সময় নষ্ট করিস না। এইখানে আইসা খাবি।

আচ্ছা ঠিক আছে দেখছি।

দেখছি না। আসতেই হবে।

আচ্ছা।

যুথি কল কেটে ভাবতে লাগলো কি এমন হলো যে দাদি এতো তারা দিচ্ছে যাওয়ার জন্য।

তারপর চুপচাপ বিছানায় বসে ইরহানের আসার অপেক্ষা করতে লাগে।

কিছু সময়ের মাঝেই ইরহান ঘরে ঢুকে। হাতে তার একটা পলিথিনের ব্যাগ।

ইরহান ব্যাগটা যুথির হাতে ধরিয়ে দিয়ে বলে,,, বের করো এতে কিছু খাবার আছে। কাল থেকে দুইজনেরই কিছু খাওয়া হয়নি।খেয়ে তারপর বাজারে যাবো।তুমি একটু লিস্ট করে দিওতো কি কি লাগবে।

যুথি মাথা নাড়িয়ে খাবার গুলো বের করে,, পরোটা,ভাজি, বিস্কুট,, কলা রয়েছে।

তারপর দুইজন এক সাথে খেতে বসে। ইরহান পরোটা ছিরে মুখে দিতে দিতে জিজ্ঞেস করে,, তোমার দাদি কি বললো?

জরুরি কিছু নাকি?

কথার ধরণ দেখে মনে হচ্ছে জরুরি কিছুই।

কিছু হয়েছে?

জানিনা।বলছে আপনাকে নিয়ে এখনই ঐ বাড়ি তে যেতে। ঐখানে গিয়েই যেনো খাবার খাই।যেনো দেরি না করি।

কি হয়েছে বলোতো? এসব কিছু জানতে পেরেছে নাকি?

মনে হয় না। এসব কে বলবে? অন্য কিছু একটা বিষয় আছে। আপনি যাবেন?

আমার তো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুর জন্যই এতো জরুরি তলব। খেয়ে তৈরি হয়ে নাও।গিয়ে দেখি কি হয়েছে। উনি বু’ড়ো মানুষ যদি কোনো অসুবিধা তে পরে।ঐখান থেকে আসার সময় না হয় আমাদের যা যা দরকার সব বাজার সদাই করে নিয়ে আসবো।

আচ্ছা ঠিক আছে।

তারপর খেয়ে দেয়ে দুইজন ই ঘরে তালা মেরে বাড়ি থেকে বের হয়ে যায় যুথিদের বাড়ির উদ্দেশ্যে।

——————————————👉👉গল্পগুচ্ছ সমগ্র

সকালে ঘুম থেকে উঠে তাছলিমা বানু রান্না ঘরের দিকে চলে যায়। প্রচন্ড খিদে পেয়েছে কাল যে সেই শুয়েছে সেই শুয়ায়ই রাত পার হয়ে গেছে। খাওয়া আর হয়নি।কেউ তাকে ডাকেও নি খাওয়ার জন্য।

রান্না ঘরে ঢাকনা দিয়ে রাখা পাতিল গুলো খুলে চোখ মুখ কোচকে ফেলেন। কালকের রান্না করা বা’ষি খাবার ছাড়া কিছুই নেই।

তারমানে এতো বেলা হয়ে গেছে একটাও উঠে নাই।এখনো পরে পরে ঘুমাচ্ছে। রা’গে শরীর কাঁপতে থাকে তাছলিমা বানুর।একেই তো খিদে একদম সহ্য হয় না উনার।পেটে খিদে থাকলে এমনিতেই মেজাজ বিগড়ে থাকে।

ঐ জ’মিদারের বেটিরা তোদের কি মাইক এনে ঘুম থেকে উঠার জন্য বলতে হবে?

বাড়ির রান্না কি তোর মায়েরা এসে করে দিয়ে যাবে? তোদের কে আজাইরা খাওয়ানোর জন্য বাড়িতে আনছি?

এখনো বাড়িতে চুলায় আগুন জ্বালাস নি কেউ।আমার ছেলেদের বোকা পেয়ে ঘারে বসে বসে খাচ্ছিস।

প্রায় পনেরো মিনিটের মতো বকে হাঁপিয়ে ওঠে। বসার রুমে গিয়ে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়।

এরমধ্যে দিনা,আর লিমা তারাহুরো করে বেরিয়ে আসে। দেখেই বুঝা যাচ্ছে ঘুম থেকে মাত্র উঠেই দৌড়ে বেরিয়ে এসেছে।

ঘুম ভাঙলো নবাবের বেটিদের?

আম্মা ভুল হয়ে গেছে। আসলে কাল একটু দেরিতে ঘুমিয়ে ছিলাম তাই।

ঠিক সময় আমার খাবার আমার সামনে চাই বুঝেছো? নয়তো ঘার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবো।বাপের বাড়ি গিয়ে জমিদারি চলা চইলো।

দুইজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রান্না ঘরের দিকে যেতে থাকে।

যেতে যেতে দিনা বলে,,, এসব আর ভালো লাগে না ভাবি।

— আমার কি ভালো লাগে?

— ইচ্ছে করে বু’ড়ির চুল গুলো টেনে ছিড়ে দেই।

— লিমার কথা শুনে দিনা হেসে দেয়।

— হাসিস না। শুধু সময়ের অপেক্ষাতে আছি।একবার সব কিছু ঠিক হক পরে দেখে নিবো।সব মনে রাখছি।

তারপর দুই জা মিলে রান্না করতে লেগে পরে।

—————————————-

যুথি আর ইরহান খুব তারাতাড়ি ই এসে পরে যুথিদের বাড়ি।গাড়ি নিয়ে এসেছে। যুথি অবশ্য চায় নি গাড়ি নিতে ইরহান যুথির কথা শুনেনি।সাথে আরো ফল আর মিষ্টি নিয়ে নিয়েছে।যুথি বলেছে এতো লাগবে না।ইরহান একটা কথা ও শুনেনি।বলেছে তুমি চুপ থাকো।এই প্রথম বার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি খালি হাতে যাবো কেন?

যুথি আর কিছু বলেনি।যা করার করুক।

যুথি ঘরের কাছে আসতেই দেখে তার দাদি বের হয়ে আসছে। যুথি কে দেখেই একটা হাসি দিয়ে বলে উঠে,,, ও বু তুই আইছস?

হুম।

আরে নাত জামাই কেমন আছো?

ইরহান সালাম দিয়ে বলে জ্বি দাদি ভালো।আপনি কেমন আছেন?

এইতো ভালো এসো এসো ভিতরে এসো। যুথি আর ইরহান এক সাথে ভিতরে ঢুকে।

ভিতরে ঢুকে দুইজন ই বেশ অবাক হয়।

যুথি তার দাদিকে বলে উঠে,,, দাদি এসব কি?

#চলবে,,,,,,,

সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুদের ইনভাইট করে গল্প পড়ার সুযোগ করে দিন।
নতুন পর্ব পেতে পেজে ফলো করে রাখলে পোস্ট করলেই নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ ফলো 👉👉গল্পগুচ্ছ সমগ্র

গ্রুপঃ 👉গল্পগুচ্ছ সমগ্র (গল্প,গল্পের লিংক,রিভিউ, আলোচনা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here