চাচাতো_বোন_যখন_বউ,পর্ব-০১

0
7143

#চাচাতো_বোন_যখন_বউ,পর্ব-০১
✍️লেখক_আহমেদ_রাহী

হটাৎ করেই আজকে বিয়েটা হয়ে গেলো ।‌আজকে যে আমার বিয়ে হবে আমি নিজেও জানিনা ! কি থেকে কি হয়ে গেলো ।‌ সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সে আর কেউ নয় ! আমার চাচাতো বোন। আমার আপন চাচাতো বোন এর সাথে বিয়েটা হয়েছে! যাকে আজকে সকালেও আমি আপু বলে ডেকেছি সে এখন আমার বউ । আর এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর । আর আপু মানে আমার বউ বাসরঘর অপেক্ষা করছেন আমার জন্য। কিন্তু আপনারা কিছু বুঝতেছেন নাতো ? চলেন আপনাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলি? কেমনে কি হইছে…

আজ থেকে দুই সপ্তাহ আগে আমার চাচাতো বোন মানে তানিশার বিয়ে ঠিক হয় । আমরা সবাই ছেলেটা কে দেখি সবার খুব পছন্দ হয় । তানিশা ও খুব পছন্দ হয় ।‌ আর বিয়ের তারিখ ঠিক হয় আজকে। আর ছেলেটা খুব ভালো আর সুন্দর, বলা যায় সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু কথায় বলে না সবার কপালে আর সুখ থাকে না । তাই না হয়তো তানিশার কপালে ও এই সুখ টা নাই । ও হ্যা আপনাদের আসল বিষয়টা বলি আজ সকালে কিছু টুকটাক কাজ করছিলাম ।‌চাচাতো বোন বলে কথা । তাছাড়া আপু আমার বড় তাই আমি অনেক মজা করেছিলাম আর কাজ করছিলাম।‌ কিন্তু হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে । আমি ফোনটা রিসিভ করে বলি ।‌

– হ্যালো‌ কে বলছেন?
– আমি তানভীর এর ছোট ভাই বলছি ।
– হুম রনি । তোমাদের আসতে আর কতো সময় লাগবে?

( তানভীর ভাই হলো তানিশা অপুর হবু বর । আর রনি ওনার ছোট ভাই ।)

– আমাদের আর কখনো যাওয়ার হবে না !
– আরে রনি কান্না করছো কেনো ! কি হয়েছে তোমাদের? (রনি কান্না কণ্ঠে বললো;)
– রাহী ভাই আপনাকে কিভাবে কথাটা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। ( কান্না মাখা কন্ঠে)
– আরে কি হয়েছে সেটা তো আগে বলো ? আর এভাবেই বা কান্না করছো কেনো আজকে এতো সুন্দর একটা দিনে ?
– ভাই তানিশা অপুর কপালে হয়তো তানভীর ভাই নাই ! ( কান্না করতে করতে বলতেছে)
– মানে ? তুমি কি বলতে চাচ্ছো, একটু বুঝিয়ে বলো প্লীজ?
– তানভীর ভাইয়া আর …..!
– তানভীর ভাইয়ার কি হয়েছে বলো প্লীজ ?
– ভাইয়া আর এই পৃথিবীতে নেই …!!
– কী?? কি বলছো তুমি এসব রনি ?
– ভাইয়ের এক্সিডেন্ট হয়েছে ..!
– কি‌ বলছো এসব?
– হুম আমি ঠিক‌ বলছি..
– কি করে হলো এসব?
– আমরা সবাই মিলে আলন্দ করে আসছিলাম ,হটাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে ! কিন্তু গাড়ি কন্ট্রোলে করতে পারেনি তাই গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে ! তার পর আমার কিছু মনে নেই!
– তার পর কি হলো রনি বলো‌ প্লীজ!
– আমার যখন জ্ঞান ফিরে ,তখন দেখি আমি হাসপাতালে!
– তানভীর ভাইয়ের কি হলো রনি ?
– জ্ঞান ফিরার পর শুনতে পেলাম, ভাইয়ার মাথায় অনেক জুরে আঘাত লাগে , ফলে ভাইয়া না কি ওখানেই মারা যায়!!

( বলেই রনি কান্না করতে থাকে‌। আমি রনির কান্না সহ্য করতে পারছি না । তাই আমি রনিকে বললাম? )

চলবে….?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here