চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা,৪৩,৪৪

0
740

#চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা,৪৩,৪৪
#লেখা: ইফরাত মিলি
#পর্ব: ৪৩
____________

মিতুলের হৃদয় এখনও উথাল-পাথাল। ক্ষণে ক্ষণে জোহানকে মনে পড়ছে। কালকে সন্ধ্যায় জোহানের বলা প্রতিটা কথা স্পষ্ট ভাবে মনে গেঁথে আছে ওর। আচ্ছা জোহানের সামনে কীভাবে পড়বে আজকে? লজ্জাতেই যে মরে যাবে ও।
মিতুল আয়নায় ভালো করে একবার নিজের লজ্জামাখা মুখটা দেখলো। চেহারার অবস্থা কেমন যেন হয়ে গেছে। রাতে কিছু খায়নি। ঘুমটাও ঠিক মতো হয়নি রাতে। শেষ রাতের দিকে ফ্লোরে পড়ে পড়ে একটু ঘুমাতে শুরু করেছিল, তাও আবার দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজটা পড়ে একটু ঘুমাতে চাইলো, তাও কোনো লাভ হলো না। অনেকক্ষণ যাবত বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে শেষমেশ উঠে যেতে হলো। তারপর সেই থেকে রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে এখন এই আয়নার সামনে দাঁড়ালো।
পেটের বেহাল দশা। যেহেতু রাতে কিছু খায়নি। বেলাও হয়েছে অনেক। পেট এখন খিদেতে মরিয়া। এখন খাবার না খেলেই নয়। রুমে বসে বসে লজ্জা পেলে চলবে না। বাইরে গিয়ে খেতে হবে।
মিতুল ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এলো।
দরজা খুলে প্যাসেজওয়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত উঁকি দিলো। কেউ নেই। ও রুম থেকে বের হয়ে আস্তে করে দরজা লাগিয়ে দিলো।

জায়িনের রুম অতিক্রম করে আসার সময়ই রুম থেকে জায়িন বের হলো। দেখা হয়ে গেল জায়িনের সাথে। চোখাচোখি হলো। মিতুলের মনে পড়ে গেল জায়িনকে নিয়ে দেখা বাজে স্বপ্নটার কথা। আজকেই জায়িনকে নিয়ে স্বপ্ন দেখলো, আর আজকে রুম থেকে বের হয়েই জায়িনকে দেখলো প্রথমে! কেন? দেখা না হলে কি হতো না?
মিতুল সৌজন্য স্বরূপ জিজ্ঞেস করলো,
“অফিসে যাচ্ছ তুমি?”

জায়িন মাথা নেড়ে বললো,
“হুম, অফিসে।”
এর থেকে বেশি কিছু বললো না। মিতুলের আগে আগে চলে গেল সে।

মিতুলের জায়িনকে চরম বেয়াদব মনে হলো। এত সংক্ষিপ্ত কথায় উত্তর দিয়ে কীভাবে চলে যেতে পারলো জায়িন? ও যেমন একটা প্রশ্ন করেছে, তেমন করে তো জায়িনেরও একটা প্রশ্ন করা উচিত ছিল ওকে। তাই না? কিন্তু না, অহংকারীটার তো দেমাগে পা পড়ে না মাটিতে।

হলরুমে নেমেই মিতুল এদিক-ওদিক উন্দ্বিগ্ন দৃষ্টি বুলাতে লাগলো। জোহান আশেপাশে কোথাও আছে কি না সেটা দেখছে। চারপাশে উন্দ্বিগ্ন দৃষ্টি রেখে এগিয়ে এসে ডাইনিং রুমের দরজার সামনে থমকে গেল।
ডাইনিং রুমে জোহান!
মিতুল দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লো দ্রুত। ইশ, জোহান এখানে! এই সময় ও ডাইনিংএ কেন? আগে খেয়ে বেরিয়ে যেতে পারলো না? মিতুল উঁকি দিলো দরজা দিয়ে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, আবার লুকিয়ে পড়লো। বুকের ভিতর ছটফট করছে। কী করে জোহানের সামনে যাবে? যদি যায়ও পরিস্থিতিটা কেমন হবে?
মিতুল একটু সময় নিয়ে ভাবলো, আচ্ছা ও কি এমন একটা ভাণ করবে যেন কালকে কিছুই হয়নি? এটা করা ঠিক হবে? ওহ না। এটা পারবে না ও।
মিতুল আবারও দরজা দিয়ে উঁকি দিলো। এবার বেশি সময় তাকিয়ে থাকলো জোহানের দিকে। জোহানের হাতে মোবাইল। মোবাইল টিপছে। অন্যদিকে কোনো ধ্যান-জ্ঞান নেই ওর। গায়ে সাদা একটা হুডি। মিতুলের মনে হলো আজকে জোহানকে খুব সুন্দর লাগছে। যদিও জোহান সবসময়ই সুন্দর। তবুও আজকে যেন একটু বেশিই সুন্দর লাগছে। ওই বাদামি চুল, বাদামি চোখ, বাচ্চা মতন মুখ সব কিছুই আকর্ষণীয়। মিতুল কিছুক্ষণ বিভোর চোখে তাকিয়ে রইল।
জোহান একটু নড়েচড়ে বসতেই ওর সম্বিৎ ফিরলো। ও চকিতে লুকিয়ে পড়লো দেয়ালের আড়ালে।
এটা কী করছিল ও? জোহানকে নির্লজ্জ মেয়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখছিল? জোহানকে কেন এভাবে দেখছিল? সত্যিই পাগল হয়ে যাচ্ছে না কি ও?
মিতুল একটু সময় লুকিয়ে থেকে আবার উঁকি দিলো। ওর হৃদস্পন্দন শিথিল। চোখ জোড়ায় জোহানকে দেখার একরাশ মুগ্ধতা। জোহানের ওই মিষ্টি মুখের মায়াতে হারিয়ে যাচ্ছে ও ধীরে ধীরে। চোখের পর্দায় আলতো করে কল্পনারা ভিড় জমাচ্ছে। ও দেখতে পাচ্ছে,
জোহান চেয়ার ছেড়ে উঠে ওর দিকে এগিয়ে আসছে। জোহানের মাথার উপর থেকে চেরি পুষ্প ঝরছে একের পর এক। পুষ্প বৃষ্টিতে ভিজছে জোহান। আর নিজের বাদামি চোখ জোড়ার কোমল দৃষ্টি ওর উপর স্থাপিত করে এগিয়ে আসছে। ওকে এই দেয়ালের আড়াল থেকে হাত ধরে বের করে নিজের সাথে নিয়ে যাবে। জোহান এসে ওর সামনে দাঁড়ালো। জোহানের উপর এখনও পুষ্পবৃষ্টি ঝরছে। জোহান ওর দিকে একটা হাত বাড়িয়ে দিলো। ও অবাক হয়ে তাকালো একবার জোহানের মুখপানে। দুজনের চোখে চোখে যেন কিছু কথা হলো। মিতুল জোহানের বাড়িয়ে দেওয়া হাতটা ধরার জন্য হাত উঠালো। জোহানের হাতে হাতটা রাখতে যাবে এর মাঝেই শুনতে পেল,
“মিতুল! এই মিতুল!”

ক্যামিলার ডাকে মিতুলের কল্পনা জগতের কড়া নড়লো। কল্পনা জগৎ থেকে ফিরে এলো নিজ বাস্তব জগতে। ভীষণ রকম হকচকিয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখলো ক্যামিলা ওর পাশে দাঁড়িয়ে। মিতুল দ্রুত ডাইনিং রুমে বসে থাকা জোহানের দিকে তাকালো।
জোহান ওর দিকে তাকিয়ে আছে। মিতুলের মনে হলো ওর চারপাশটা এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কী করলো ও? জোহানকে নির্লজ্জের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিল, আবার তা ধরাও পড়ে গেল! এটা কী করলো? জোহান, ক্যামিলা দুজনে কী ভাববে ওকে? মিতুলের কপাল চাপড়াতে ইচ্ছা করছে। চুরি করে ধরা পড়ে যাওয়ার মতো লাগছে ওর!

জোহান মিতুলকে দাঁড়ানো দেখে বললো,
“তোমার সাথে ব্রেকফাস্ট করবো বলে অনেকক্ষণ হলো এখানে বসে আছি। এত দেরি হলো কেন তোমার?”

মিতুল কিছু বলতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।

ক্যামিলা পাশ থেকে একটু নিচু স্বরে বললো,
“অনেকক্ষণ ধরে দেখছিলাম জোহানকে লুকিয়ে লুকিয়ে দেখছো তুমি। বলি, জোহানকে লুকিয়ে লুকিয়ে দেখার কী আছে? ওকে দেখতে চাইলে তো সামনে বসে বসেই দেখতে পারো। লুকিয়ে লুকিয়ে দেখার তো কোনো দরকার নেই।”
ক্যামিলা হেসে ডাইনিং রুমে ঢুকে গেল।

মিতুল ভালোই বিব্রত অবস্থায় পড়লো। ক্যামিলা ওকে নিয়ে মজা করলো?

“কী হলো? দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো।”
ক্যামিলা ভিতরে আসার তাগিদ করলো মিতুলকে।

মিতুল প্রবেশ করলো। জোহানের সামনের একটা চেয়ারে বসলো।
জোহান বললো,
“ওখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিলে আমায়?”

জোহানের কথায় ভারী লজ্জায় পড়ে গেল মিতুল। বলার মতো কিছু পেল না। বলবে কী? অস্বীকার তো করতে পারবে না। হাতে-নাতে ধরা পড়েছে। তাও জোহান একা থাকলে অস্বীকার করতে পারতো কথাটা। কিন্তু ক্যামিলা?

মিতুলের লজ্জা মাখা মুখ দেখে জোহান আর এ নিয়ে কথা বাড়ালো না।
ক্যামিলা খাবার সার্ফ করে দিচ্ছে।
জোহান হঠাৎ করে বললো,
“তুমি ওখানে বসলে কেন? এখানে এসে আমার পাশে বসো।”

জোহানের কথায় মিতুল চমকে উঠলো। একবার জোহানের দিকে তাকালো, আরেক বার ক্যামিলার দিকে। ক্যামিলা এখানে থাকতে জোহান এ কেমন কথা বলছে?

“তুমি এখনও ওখানে বসে আছো? বললাম তো আমার পাশে এসে বসো।”

মিতুল জোহানের পাশে গিয়ে বসা তো দূরের থাক, নিজ জায়গা থেকে একটু নড়লোও না। জোহানের পাশে গিয়ে বসার কথা তো দুঃস্বপ্নেও ভাববে না ও।

জোহান মিতুলকে স্থির দেখে বললো,
“ঠিক আছে, তোমার আসতে হবে না, আমিই আসছি।”
বলে জোহান নিজের চেয়ার ছেড়ে মিতুলের কাছে চলে এলো। মিতুলের ডান পাশে থাকা চেয়ারটা এগিয়ে নিয়ে একেবারে মিতুলের কাছ ঘেঁষে বসলো।
মিতুল একটু নড়েচড়ে উঠলো। ক্যামিলার দিকে চোখ যেতে দেখলো ক্যামিলা মিটিমিটি হাসছে। মিতুলের মনে হলো ও লজ্জায় শেষ হয়ে যাবে। জোহান এ কেমন আচরণ করলো ক্যামিলার সামনে বসে? কী ভাবছে ক্যামিলা? ইশরে! এই মুখ এখন কোথায় লুকাবে ও?

জোহান কাঁটাচামচে পাস্তা গাঁথতে গাঁথতে বললো,
“আজকে আমি খাইয়ে দেবো তোমায়।”

মিতুল এবার অবাকের উপরও অবাক হলো। কী বলছে জোহান এসব? খাইয়ে দেবে মানে? মিতুলের লজ্জায় মরে যায় যায় অবস্থা হলো! ক্যামিলা এখানে আছে, আর জোহান ওকে খাইয়ে দেবে? জোহান কী ধরনের পাগলামি শুরু করলো! জোহান কি বোঝে না কোথায় কী বলতে হয়? উহ! এত অবুঝ কেন ছেলেটা!

জোহান চামচে গাঁথা পাস্তা মিতুলের সামনে ধরে বললো,
“হাঁ করো।”

মিতুল জোহানের দিকে তাকিয়ে চাপা স্বরে বললো,
“কী করছো তুমি এটা? ক্যামিলা আছে এখানে। ওর সামনে বসে এমন করতে পারো কীভাবে?”

জোহান স্বাভাবিক কণ্ঠেই বললো,
“তো কী হয়েছে? ক্যামিলা জানে আমাদের ব্যাপারে। ইট’স ও কে। হাঁ করো তুমি।”

মিতুলের মাথা ঘুরছে। ক্যামিলা জানে মানে? জোহান কালকের ব্যাপারে ক্যামিলাকে সব বলে দিয়েছে? কীভাবে এমন করে একটা মানুষকে বলে দিতে পারলো? লজ্জা, শরম নেই ওর?

“তুলতুল, ওপেন ইওর মাউথ।”

মিতুলের সংশয় হচ্ছে। কী করে জোহানের হাতে খাবে ও? পারবে না। মিতুল ঝড়ের বেগে ছো মেরে জোহানের হাত থেকে চামচটা নিয়ে, নিজ হাতেই খেয়ে নিলো।

জোহান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল।
“এটা কী করলে তুমি?”

_______________

বসন্তকালীন বৃষ্টি হচ্ছে। রিমঝিম ধারায় বৃষ্টি ঝরছে। চারিপাশ বৃষ্টির শব্দে মাতোয়ারা। বন্ধ উইন্ডোর গ্লাসে বৃষ্টির পানি হানা দিয়ে গড়িয়ে পড়ছে। মিতুলের ভালোই লাগছে। বন্ধ উইন্ডোর আড়াল থেকে ঝাপসা ভাবে লনের চেরি গাছগুলোকে দেখছে ও। পাপড়ি তো আরও অনেক ঝরে যাবে এই বৃষ্টিতে! সেটা ভেবে কিছুটা খারাপ লাগছে ওর।

জোহান মিতুলের রুমের দরজা খোলা পেয়ে ঢুকে পড়লো। রুমে প্রবেশের সময়ই জোহানকে দেখলো মিতুল। মিতুলের রাগ হলো। বললো,
“কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়। জানো না সেটা?”

জোহান মিতুলের কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। কাছে এসে বললো,
“হেই তুলতুল, সাইকেলে করে ঘুরতে যাবে?”

মিতুলের রাগ আরও কিছুটা বৃদ্ধি পেল।
“ফাজলামো করছো আমার সাথে? এই বৃষ্টির মাঝে সাইকেল নিয়ে ঘুরতে যাব আমরা?”

“ফাজলামো করছি না। সিরিয়াসলি বলছি। যাবে কি না সাইকেল ভ্রমণে?”

মিতুলের ভ্রু কুঁচকে গেল। সিরিয়াসলি বলছে জোহান?
“বাইরে এত বৃষ্টি, শীত এর মাঝে সাইকেলে ঘুরতে যাবে তুমি?”

“হুম, অনেক ঘুরেছি আমি। বৃষ্টির মাঝেও দিব্যি সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো যায়।”

“সে গেলে তুমি যাও, আমি যাব না। এই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর শখ জাগেনি আমার।”

“জ্বর আসবে না।”

“কী করে বলছো তুমি? তুমি কি জ্যোতিষী? ভবিষ্যৎ বাণী করলে ভেজার আগেই?”

“জ্যোতিষী তো নই আমি। তবুও গ্যারান্টি দিলাম। চলো।”

মিতুল এর আগে কখনো বৃষ্টিতে সাইকেল করে ঘোরেনি। আজকে একটু ঘুরে দেখার ইচ্ছা হচ্ছে বৈ কি। তবে এই শীত, বৃষ্টির মাঝে সাইকেলে ঘুরতে যাওয়ার দুঃসাহস ও দেখাতে পারবে না।
“যাব না আমি। যেই শীত পড়েছে, তাতে বৃষ্টিতে ভিজলে হাত-পা জমে ফ্রিজ হয়ে যাবে।”

“কিছুই হবে না। প্রথমে এমন মনে হলেও একটু ভিজলেই দেখবে কোনো শীত নেই।”

“বোকা পেয়েছো আমায়?”

“তুমি তো বোকাই। ভেবেছিলাম বুদ্ধিমান হবে একটু। কিন্তু না, হলে না।”

রাগে মিতুলের মাথা গরম হয়ে গেল। চেঁচিয়ে বললো,
“হ্যাঁ, আমি তো বোকাই। তো এই বোকা মেয়েকে নিয়ে ঘুরতে যাবে কেন? কোনো বুদ্ধিমতী মেয়ে নিয়ে ঘোরো না। ওই যে মেয়েটা, কী যেন নাম? ওই যে জড়িয়ে ধরেছিল তোমায়? ওকে নিয়ে ঘুরে বেড়াও।”

“এখনও ওর কথা মনে পুষে রেখেছো? ওয়াও!”

“এখানে ‘ওয়াও’ বলার কী আছে?”

“আছে অনেক কিছু। সে তুমি বুঝবে না। এখন এমন করো না। চলো আমার সাথে। তোমার খুব ভয় করলে তোমাকে রেইন কোট পরিয়ে নেবো।”

“তুমি কি পাগল? এই শীত, বৃষ্টির মাঝে আসলেই কি ঘুরতে যাওয়া সম্ভব? আর না হয় যাওয়া সম্ভব হলোই, তাই বলে কি আমরা ঘুরতে যেতে পারি? বাড়ির লোকরা কী বলবে? আজকে সবাই উপস্থিত আছে বাড়িতে। আর তাছাড়া তুমি ক্যামিলাকে তো সব বলেই দিয়েছো। গত পরশু দিন আবার ওর সামনে বসে আমাকে খাইয়ে দিতে চাইছিলে। তুমি কীভাবে অমন করতে পারলে? নির্লজ্জ কোথাকার!”

“খাইয়ে দিতে চাইছিলাম, দিতে তো পারিনি। তুমিই তো খেলে না।”

মিতুল কিছু না বলে নীরব রইল। ওর ইচ্ছা করছে ঘুরতে যেতে। কিন্তু জোহানের কথা বিশ্বাস করতে পারছে না। দেখা যাবে সত্যিই হাত-পা জমে যাবে।

“কী? যাবে?” জোহান জিজ্ঞেস করলো আবার।

“না, যাব না।”

“ঠিক আছে, তাহলে আমি একা চলে যাচ্ছি।”
বলে যাওয়ার জন্য ঘুরলো জোহান।

মিতুল পিছন থেকে বলে উঠলো,
“খবরদার! কোথাও যাবে না। এই ঠান্ডায় বাইরে বের হলে যে অসুখ করবে সেটা সুনিশ্চিত।”

জোহান একটু হেসে মিতুলের দিকে ফিরে তাকালো। বললো,
“আমার তুলতুল দেখছি আমার প্রতি খুব যত্নশীল হয়ে পড়েছে!”

মিতুল একটু লজ্জা পেল। সেই সাথে একটু চিন্তিতও হলো। জোহান যা বললো তা কি সত্যি? ও কি জোহানের প্রতি খুব যত্নশীল হয়ে পড়ছে?

জোহান বললো,
“চলো।”

“তোমাকে না বললাম আমরা যাব না সাইকেল ভ্রমণে। আবারও তুমি…”

“সাইকেল ভ্রমণে নয়। বারান্দায় চলো।”

“বারান্দায়? বারান্দাতেও বৃষ্টি।”

“একটুখানি বৃষ্টির ঝাপটায় কিছু হবে না। চলো।”

মিতুল আর না করতে পারলো না।

বারান্দায় এসে দাঁড়াতেই বৃষ্টির অসংখ্য ছিটকে আসা ফোঁটা ওদের পায়ের দিকে হুমড়ি খেয়ে পড়লো। শীতল বাতাসে কেঁপে উঠলো মিতুলের হাত-পা। শীত বাতাস নাকে ঢুকে নিঃশ্বাস বন্ধ করে দেবে বলে মনে হচ্ছে। মিতুল বললো,
“এত শীতল পরিবেশের মাঝে তুমি কীভাবে সাইকেল নিয়ে বাইরে যাওয়ার কথা ভাবতে পারলে? এখানে দাঁড়িয়েই তো হাত-পা জমে যাচ্ছে। এই বৃষ্টির মাঝে বাইরে গেলে নির্ঘাত মরে যেতাম দুজন।”
মিতুল গায়ের কোটটা আরও ভালো করে আঁকড়ে ধরলো।

জোহান শীত কম্পিত মিতুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো রেলিংয়ের দিকে।
মিতুল পিছন থেকে চমকিত কণ্ঠে ডেকে উঠলো,
“জোহান!”

জোহান একেবারে রেলিং এর সাথে মিশে ঘুরে দাঁড়ালো মিতুলের দিকে। বৃষ্টির পানি এখন খুব ভালো ভাবে লাগছে জোহানের গায়ে। ভিজিয়ে দিচ্ছে জোহানের গায়ের জ্যাকেট এবং জোহানকে।
মিতুল অবাক হয়ে তাকিয়ে আছে। জোহানকে সত্যিই পাগল মনে হচ্ছে ওর। এই শীতের মাঝে অহেতুক বৃষ্টিতে ভিজছে কেন?

জোহান বললো,
“তোমাকে নিয়ে আজকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল। কিন্তু কানাডার আজকের এই আবহাওয়াটা বড্ড বেপরোয়া। আমার ইচ্ছা বুঝলো না। জানি না তুমি থাকতে আর বৃষ্টি হবে কি না। তবে সমস্যা নেই। কানাডার বৃষ্টিতে না হোক, বাংলাদেশের বৃষ্টিতে প্রথম ভিজবো তোমার সাথে।”

মিতুল বিস্মিত চোখে তাকিয়ে আছে। ওর মনের মাঝে মিষ্টি একটা অনুভূতি ছেয়ে গেল। চেরি ব্লসমের পাপড়ির মতো নিষ্পাপ, কোমল সেই অনুভূতি। মিতুল শান্ত ধীর কণ্ঠে বললো,
“জোহান ভিজে যাচ্ছ তো তুমি। এখানে ফিরে এসো।”

জোহান হেসে বললো,
“আমাকে নিয়ে চিন্তা করো না। অনেক ভিজেছি আমি এই বৃষ্টিতে। আমার কিছু হয় না। আমি অনায়াসে ভিজতে পারি। আজ কানাডার বৃষ্টিতে একা ভিজছি। কিন্তু কোনো একদিন আমরা দুজন মিলেই ভিজবো।”
মিতুল বিমোহিত চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বলতে পারলো না।
জোহান রেলিংয়ের কাছ থেকে মিতুলের কাছে এগিয়ে এলো। ঝুঁকে মিতুলের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললো,
“আমার লিটল এঞ্জেল কি অপেক্ষা করবে, আমার সাথে বাংলাদেশের বৃষ্টিতে ভেজার জন্য?”

জোহানের মুখ থেকে ‘আমার লিটল এঞ্জেল’ কথাটা শুনে মিতুলের হৃদয় শিহরিত হলো। বাইরের এই শীতল পরিবেশের সাথে সাথে ওর মনও শীতলতায় ছেয়ে যাচ্ছে। প্রকৃতির বৃষ্টি এই যে সবকিছু ভিজিয়ে দিচ্ছে নিজ পরশে, ঠিক তেমন করে ওর মনও ভিজছে। সুখময় বৃষ্টির ধারাতে প্লাবিত হয়ে যাচ্ছে ওর মনের আঙিনা। লিটল এঞ্জেল! জোহানের লিটল এঞ্জেল ও!

(চলবে)

#চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা
#লেখা: ইফরাত মিলি
#পর্ব: ৪৪
____________

বৃষ্টি থামার পর পরিবেশটা কেমন অনন্য হয়ে উঠেছে। সবকিছু ঝকঝকে, সতেজ লাগছে। বৃষ্টি শুরু হয়েছিল দুপুরে। আর থামলো এই একটু আগে। এখন বিকেল। বৃষ্টি থামার পরপরই সূর্য তার আলোক রশ্মি ছড়িয়ে দিয়েছে এডমন্টনের বুকে। গাছে গাছে পাতার গায়ে, ফুলের গায়ে এখনও লেগে আছে বৃষ্টির ছোঁয়া। যা জানান দিচ্ছে একটু আগেই বৃষ্টি হয়েছিল প্রকৃতিতে।
বৃষ্টির কারণে লন ভিজে স্যাঁতস্যাঁতে। মিতুল সাবধানে পা ফেলে এগোতে লাগলো। চেরি ব্লসম ট্রির নিচে অনেক পাপড়ি ঝরে পড়ে আছে অবহেলায়। মিতুল এগিয়ে এসে থামলো চেরি গাছের নিচে। ওর মায়া হলো বড্ড। কয়েকটা পাপড়ি কুড়িয়ে নিলো সযত্নে।
ইজিচেয়ারগুলো ঢেকে রাখা হয়েছিল। তারপরেও কেমন ভেজা ভেজা ভাব। মিতুল সেসব গ্রাহ্য না করে চেয়ারে বসে পড়লো। বৃষ্টিটা যেন শীত নামিয়ে দিয়ে গেছে তুমুল হারে। শীত পোশাক ছাড়া চলা একেবারেই দায়। মিতুলের চোখ চলে গেল দোতলার বারান্দায়। বারান্দা শূন্য। অনেকক্ষণ আগে ও এবং জোহান ছিল ওখানে। তখন ছিল ঝুম বৃষ্টি। মিতুল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। চোখ ফিরিয়ে আনলো। ধীরে ধীরে সবকিছুই স্পষ্টতর হচ্ছে ওর কাছে। কার্ল আসলে ওর ভালোবাসা ছিল না। কার্লের প্রতি যে অনুভূতি ছিল, তা ছিল কেবল ভালো লাগার। ওর সমস্ত অনুভূতি জুড়ে আসলে অন্য কেউ ছিল। যেটা ও বুঝতে পারেনি আগে। কিন্তু এখন বুঝতে পারছে। নিজের মনের আসল অনুভূতিগুলো ধরতে পারছে ও।
মিতুল ভাবার চেষ্টা করলো জোহানকে কবে থেকে পছন্দ করে ও। কিন্তু ওর ভাবনা পৌঁছতে পারলো না সেই দিন ক্ষণের কাছে। জোহানকে পছন্দ করার দিন ক্ষণ জানা নেই ওর। শুধু জানে অনেক আগে থেকেই ওর মনে জোহানের জন্য একটা অনুভূতির জন্ম হয়েছে। জোহানের প্রতি এই অনুভূতি আগে থেকে থাকলেও, সেটা স্পষ্টতর ধরা দেয়নি ওর কাছে। বুঝতে পারেনি ও। আসলে বোঝার চেষ্টাই করেনি। কিন্তু এখন হৃদয় সরাসরি জানান দিচ্ছে। ওর হৃদয়ে জোহানের জন্য অনুভূতির একটা গাঢ় প্রলেপ ছেয়ে আছে।

দূর থেকে জোহানের কণ্ঠ আলতো করে কানে ভেসে এলো। জোহান গেট অতিক্রম করে বাড়িতে প্রবেশ করছে। কানে ফোন ধরা। কারো সাথে কথা বলছে। সেই শব্দই শুনতে পেয়েছে ও। মিতুলের হঠাৎ মনে হলো ও চেরি গাছের নিচ থেকে যে পাপড়ি কুড়িয়ে এনেছে, তা আসলে জোহানকে দেবে বলে এনেছে।

জোহান মিতুলকে লক্ষ না করে সোজা ঘরের দিকে যাচ্ছিল। অনেক দূর যাওয়ার পর থামলো। মিতুলকে দেখতে পেয়েছে। জোহান যার সাথে কথা বলছিল তাকে পরে কল ব্যাক করবে বলে লাইন কেটে দিলো। কিছুক্ষণ আগে বাইরে বেরিয়ে ছিল ও। জোহান মিতুলের কাছে এসে বললো,
“এখানে বসে কী করছো?”

মিতুল কিছু বললো না। কিছুক্ষণ জোহানের দিকে তাকিয়ে রইল। তারপর বসা থেকে উঠে হাতের চেরি পাপড়িগুলো জোহানের হাতে গুঁজে দিয়ে, দ্রুত পদে ঘরের দিকে যেতে লাগলো।
পাপড়িগুলো এমন ভাবে জোহানকে দেওয়ায় জোহান কী ভাবলো, না ভাবলো সেসব নিয়ে মাথা ঘামালো না। ওর মনে হয়েছিল জোহানের জন্য পাপড়িগুলো কুড়িয়েছে, তাই দিয়ে এসেছে।
সিঁড়িতে কেবল পা রাখবে এমন সময় জায়িনের সাথে ধাক্কা লাগবে লাগবে করেও লাগলো না। মিতুলের বিব্রতবোধ হলো। ও দ্রুত জায়িনের পাশ কাটিয়ে যাওয়া দিলো।
জায়িন থামালো,
“দাঁড়াও।”

মিতুল দাঁড়িয়ে পড়লো। ওর শ্বাস ভারী। হৃদয় এমনিই ছটফট করছে জোহানের সাথে অমন একটা কাজ করলো দেখে। দ্রুত এখন রুমে গিয়ে দরজা আটকাতে পারলেই বাঁচে ও। কিন্তু জায়িনের ডাকে সত্যিই খুব বাজে অবস্থাতে পড়েছে।
জায়িনের থেকে এক ধাপ সিঁড়ি অতিক্রম করে উপরে উঠেছে মিতুল। ওকে এই এক ধাপ নিচে নেমে জায়িনের কাছে যেতে হলো না। পিছনও ফিরতে হলো না। জায়িনই উপরে উঠে এলো। কিছু না বলে হাত বাড়ালো ওর চুলের দিকে। চুলে আটকে থাকা একটা চেরির পাপড়ি এনে ওর হাতে দিলো।
জায়িনের এই কাজে জায়িনকে থ্যাঙ্কস জানানো উচিত কি না এই মুহূর্তে তা বুঝতে পারছে না মিতুল। তবুও জায়িনকে থ্যাঙ্কস জানালো। তারপর আবারও ছুটলো নিজের রুমের দিকে।

জায়িন হেসে ফেললো। মিতুলকে দেখে কেন যেন হাসি পেল ওর। মুখের এই নিঝুম হাসিটুকু বজায় রেখেই ঘর ছেড়ে বাইরে বের হলো। জোহানকে ইজিচেয়ারের কাছে দেখে হাসির রেশ মুছলো। দেখলো জোহান হাতের দিকে তাকিয়ে কী যেন দেখছে। জায়িন এখান থেকেই ডেকে বললো,
“কী করছিস ওখানে?”

ব্রাদারের ডাক কানে আসতেই জোহান চেরিগুলো মুঠো বন্দি করে হাত লুকিয়ে ফেললো। বললো,
“কিছু না।”

জায়িন জোহানের কাছে যেতে লাগলো। জোহান পাপড়িগুলো চুপিচুপি ঢুকিয়ে নিলো প্যান্টের পকেটে।

জায়িন এসে বললো,
“পরশু ইন্টারভিউ আছে তোর, সেটা মনে আছে?”

“চাকরিই যখন করবো না তখন ইন্টারভিউর কথা মনে রেখে কী লাভ? কোনো ইন্টারভিউ দেবো না আমি।”
জোহান আর দাঁড়ালো না। ব্রাদারকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল।

জায়িন মুখে বিড়বিড় করলো,
“স্টুপিড!”

_____________

মিতুল সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিল। রেশমী আন্টিদের প্রতিবেশী একটা কিশোর ছেলের সাথে। এটা হলো সেই ছেলে, যে একদিন মিতুলকে জায়িনের গার্লফ্রেন্ড ভেবে ভুল করেছিল। ছেলেটা কী প্রয়োজনে যেন এসেছিল রেশমী আন্টিদের বাড়িতে। মিতুলকে বারান্দায় বসা দেখে হঠাৎ বলেছিল,
“ঘুরতে যাবে মিটুল?”

মিতুল কোনো কথা বার্তা ছাড়াই রাজি হয়ে যায়। ছেলেটার সাথে এতক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে এই মাত্র ফিরলো বাড়িতে।
হলরুমে পা রাখতেই দেখলো রেশমী আন্টি, সাদাত আঙ্কল, জায়িন, জোহান সবাই একসাথে বসে আছে। কী নিয়ে যেন কথাবার্তা হচ্ছে তাদের মাঝে। মিতুল একটু সময় দাঁড়িয়ে থেকে বুঝলো কথা বলার বিষয়টা হচ্ছে ইন্টারভিউ এবং চাকরি। জোহান চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাইছে না। সাদাত আঙ্কল শান্ত ভাবে বোঝাচ্ছেন ওকে।
“দেখো, চাকরি করলে তোমারই লাভ। নিজে আয় করলে অন্যরকম একটা ব্যাপার থাকে। নিজেকে স্বাবলম্বী মনে হয়। তোমার যখন যা প্রয়োজন তুমি নিজ টাকায় তা সবই করতে পারবে। তাহলে চাকরি করবে না কেন?”

জোহান ড্যাডের কথা বুঝতে চাইছে না। ও বলছে,
“আমার যখন যা প্রয়োজন তা তো সবই পাচ্ছি আমি। তুমি তো দিচ্ছোই। আর তাছাড়া আমি একেবারে যে আয় করি না সেটা তো নয়। হয়তো তোমার এবং ব্রাদারের থেকে পরিমাণটা খুবই কম। কিন্তু আয় তো করি। গান গেয়ে…”

রেশমী আন্টি জোহানের কথা শেষ করতে দিলেন না। তিনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন,
“ড্যাড, ব্রাদারের টাকায় বসে বসে খাচ্ছ লজ্জা করে না তোমার? আর কতদিন চলবে তুমি এভাবে? ভালো একটা চাকরি। তুমি ইন্টারভিউ দিলে চাকরিটা হয়ে যাবে, সেটা কনফার্ম। তারপরও এমন কেন করছো? নিজের ফিউচার গড়তে হবে না তোমার? সারাদিন কি গান নিয়ে পড়ে থাকলে চলবে? গান গেয়ে কত ডলার পাও তুমি? মাস তিনেক আগেই তোমার ড্যাডের অফিসে একটা চাকরির সুযোগ ছিল। সেটার ধারে কাছেও গেলে না তুমি। এখনও আবার এমন করছো। আমি বুঝতে পারছি না তোমার কর্ম-কান্ড!”

“ভুল বললে মম। আমি মোটেই আমার ব্রাদারের টাকায় বসে বসে খাই না। আমার সকল খরচ আমার ড্যাড দেয়। যাই বলো না কেন আমি এখন চাকরির জন্য ইন্টারভিউ দেবো না। চাকরি পেয়ে এত তাড়াতাড়ি বন্দি একটা জীবনে চলে যেতে চাই না আমি। এখনই কীসের জন্য চাকরি করতে হবে আমার? ড্যাড, ব্রাদার যা ইনকাম করে তাতে আমার মতো আরও কয়েকজনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে তারা। আর আমি তো একজনের ইনকামেই খাচ্ছি। যখন একজনের ইনকামেই আমি বসে বসে খেতে পারছি, তখন এত তাড়াতাড়ি আমার চাকরি করার কী দরকার?…”
জোহান হঠাৎ মিতুলের দিকে তাকিয়ে বললো,
“তুমিই বলো তুলতুল, আমার চাকরি করার কি কোনো দরকার আছে?”

মিতুল সকলের সামনে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও যে এখানে দাঁড়ানো সেটা কেউ খেয়াল করেনি। জোহানের কথায় এবার সকলের দৃষ্টি এসে পড়লো ওর উপর। মিতুল ভীষণ অস্বস্তি, বিব্রত অবস্থায় পড়ে গেল। কী করলো জোহান এটা? পারিবারিক একটা আলোচনার মাঝে ওকে টানলো কেন? এই জোহানের কি কোনো আক্কেল-জ্ঞান নেই? ফ্যামিলির সকলের সামনে কী করে ওকে এভাবে ডাকতে পারলো? তাও আবার তুলতুল বলে ডেকেছে! ফ্যামিলির মানুষ কী ভাববে? মিতুলের পাগল পাগল লাগছে। কী করবে ও এখন? কী বলবে?

মিতুলকে কিছু বলতে হলো না।
জোহানই আবার বলতে লাগলো,
“দেখো মম, আমি যে চাকরি করবো না সেটা নয়। আমি চাকরি করবো। তবে এখন করবো না। আগে আমি নিজের গানের ব্যাপারটা উন্নতি করি। তারপর নিজের পছন্দ মতো একটা চাকরি পেলে করবো।”

জায়িন ব্যাঙ্গাত্মক হেসে বললো,
“পছন্দ মানে? কোন চাকরি পছন্দ তোর? জোকারের চাকরি?”

জায়িনের কথায় কিছুটা রাগ হলো জোহানের। জোহান কঠিন হেসে বললো,
“সেটা তোমাকে ভাবতে হবে না ব্রাদার। আমার চাকরি তো, আমি বুঝে নেবো।”
উঠে দাঁড়ালো জোহান। আবারও একবার বললো,
“আমি কিন্তু পরশু দিন কিছুতেই ইন্টারভিউ দিতে যাব না। বলে দিলাম আগেই।”

জোহান সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ির কাছে গিয়ে একবার থেমে মিতুলের দিকে তাকালো। মিতুলও জোহানের দিকে তাকানো ছিল। জোহান জিজ্ঞাসু দৃষ্টিতে ভ্রু নাড়লো।
জায়িন লক্ষ করলো ব্যাপারটা। একদমই সহ্য হলো না ওর এটা।

জোহান চলে গেলে রেশমী বললেন,
“সব দোষ তোমার সাদাত। তুমি ওকে লাই দিয়ে মাথায় না তুললে এমন করার সাহস পেতো না ও। তোমার কারণেই ছেলেটা বাদ বাকিটুকু নষ্ট হয়ে গেছে।”

সাদাত বললেন,
“জোহানের চাকরির বয়স তো আর ছাড়িয়ে যাচ্ছে না। কী আর বয়স ওর। চাকরি করার বয়স তো পরেই রয়েছে। কিছুটা সময় যদি এখন গানের পিছনে দেয়, তাহলে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি। এখনই ওর গান প্রশংসা কুড়াচ্ছে, সামনে আরও ভালো করবে।”
বলে হলরুম থেকে চলে গেলেন সাদাত।

জায়িন মমকে বললো,
“বুঝলে মম, ড্যাড নিজের ছোটো ছেলের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ড্যাডকে বশ করে ফেলেছে জোহান।”

মিতুল এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। জায়িনের এই কথাটা একদম ভালো লাগলো না ওর। রাগ হলো। তাই আর দাঁড়াতে পারলো না, দ্রুত পায়ে নিজের রুমে চলে এলো ও।
______________

বাড়ির সবাই ইতোমধ্যে ঘুমে মগ্ন। মিতুল অনেক আগেই বিছানায় গা এলিয়ে দিলেও ঘুমায়নি। ঘুম আসছে না ওর। সন্ধ্যার ঘটনাটা মনে গেঁথে আছে। জোহান কী করে ওকে সবার সামনে বসে ওভাবে প্রশ্ন করতে পারলো? কোনো কমনসেন্স নেই ওর? বাড়ির মানুষগুলো কী ভাবলো? আহাম্মক একটা!
আর হ্যাঁ, তুলতুল! নিজে তুলতুল ডাকে ভালো কথা। তাই বলে বাড়ির সবার সামনে তুলতুল বলে ডাকতে পারে? আসলেই একটা আহাম্মক। জোহান ওকে বোকা বলে। কিন্তু নিজে যে একটা বড়ো বোকা সেটা বোঝে না।

মোবাইলে ম্যাসেজ আসার শব্দ উপলব্ধি করতে পারলো মিতুল। হাত বাড়িয়ে মোবাইলটা আনলো। জোহানের ম্যাসেজ।

‘বারান্দায় বসে আছি। আসবে না কি তুমি?’

ম্যাসেজটা দেখে মিতুলের মেজাজ একটু খারাপ হলো। না ঘুমিয়ে বারান্দায় বসে আছে জোহান? আবার ওকেও ডাকছে?
মিতুল জোহানের কথা মতো বারান্দায় যাওয়ার প্রয়োজন অনুভব করলো না। কিন্তু সন্ধ্যার ঘটনাটার জন্য জোহানকে কয়েকটা কথা না শোনালেই নয়। মিতুল উঠে পড়লো শোয়া থেকে। স্লিপিং স্যুটের উপর একটা শাল জড়িয়ে রুম থেকে বের হলো।
বারান্দায় লাইট জ্বলছে। জোহানকে দেখলো গায়ে কম্বল জড়িয়ে বসে আছে।
মিতুলকে দেখে জোহান বললো,
“ও এসেছো তুমি? আমি তো ভেবেছিলাম আসবে না।”

“তোমার কি আক্কেল-বুদ্ধি সব লোপ পেয়েছে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কী করলে তুমি এটা?”

“কী করলাম? আমি ডাকলাম, তুমি এলে। বাস এতটুকুই তো।”

“আমি এটার কথা বলছি না। সন্ধ্যায় কী করলে তুমি?”

“কী করলাম আবার সন্ধ্যায়? চাকরি করবো না সেটাই তো বললাম শুধু। তুমি যে আমার হাতে চেরি ব্লসম গুঁজে দিয়েছিলে সেটা তো বলিনি।”

মিতুলের মনে হলো জোহান ওকে চেরির কথা বলে দমিয়ে রাখতে চাইছে। না, ও তো দমে যাবে না। বললো,
“চাকরি করবে না বলেছো ভালো কথা। কিন্তু তোমার সকলের সামনে বসে আমাকে না টানলেই কি হতো না? তাও আবার সকলের সামনে আমাকে তুলতুল বলে ডেকেছো! কেন? দুই দুই বার তুমি এই কাজটা করলে। সকলের সামনে কেন আমাকে তুলতুল বলে ডাকো? তুমি নিজেই তো বলেছিলে তুলতুলের থেকে মিতুল নামটা বেটার আছে। তাহলে তুমি কেন আমাকে তুলতুল বলে ডাকো? নিজে তো ডাকই, আবার মানুষ জনের সামনেও ডাকা শুরু করেছো। কেন? আমাকে কী পেয়েছো?”

“আমি বলেছি তুলতুলের থেকে মিতুল নামটা বেটার আছে, তার মানে এটা বলিনি যে তুলতুল নামটা খারাপ। আমার ভালো লাগে তোমাকে তুলতুল বলে ডাকতে। তুলতুল নামটার সাথে একটা কিউট কিউট ভাব জড়িয়ে আছে। তোমাকে মিতুল, তুলতুল যেটা খুশি সেটাতেই ডাকবো আমি। আর সবার সামনে বসে তুলতুল ডাকলেও কোনো প্রবলেম নেই।”

তুলতুলের সাথে কিউট কিউট ভাব জড়িয়ে আছে শুনে মিতুল একটু দমলো। লজ্জাও পেল একটু।

জোহান বললো,
“এখানে এসে বসো।”

মিতুল এগিয়ে গেল। বসলো জোহানের পাশের চেয়ারটায়।
জোহান গায়ের কম্বলের কিছু অংশ দিয়ে মিতুলকে ঢেকে দিলো। মিতুলও কম্বলটা ভালো করে টেনে নিলো গায়ে।
জোহান চেয়ারের পাশ থেকে ফ্লোরে থাকা দুটো কফির মগ উঠিয়ে নিলো। মিতুলের দিকে একটা বাড়িয়ে দিয়ে বললো,
“নাও। নিজ হাতে বানিয়েছি।”

“কফিও বানিয়ে নিয়ে এসেছো? তুমি তো বললে ভেবেছিলে আমি আসবো না। তাহলে দুটো মগ কেন?”

“তুমি না আসলে এক মগ নিজে খেতাম, অন্য মগ এখানে ঘুরে বেড়ানো সুন্দরী পেতনিদের মাঝে বিলিয়ে দিতাম।”

“তাহলে থাকতে তুমি তোমার সুন্দরী পেতনিদের নিয়ে। আমাকে কেন ডেকেছো?”

“আরে, পেতনিরা তো সেকেন্ড অপশন, তুমিই তো আমার আসল। ওরা তো পেতনি, তুমি হলে আমার লিটল এঞ্জেল!”

জোহানের কথায় মিতুল মোমের মতো গলে গেল। মনের ভিতর মিষ্টি, সুন্দর একটা অনুভূতি হচ্ছে। মিতুল মনে মনে বললো,
“আহা! বসন্ত এত রং ছড়াচ্ছে কেন?”

জোহান মিতুলকে আবারও কফির মগটা নিতে বললো,
“তুলতুল, টেইক ইট।”

মিতুল হঠাৎ মুখ কঠিন করে বললো,
“খাবো না।”

“কেন? সেদিন ঘোড়ার মতো কফি পান করো বলেছিলাম বলে?”

“আমি এমনিই খাবো না।”

“ওহ, বুঝেছি।”

জোহান মিতুলকে বাড়িয়ে দেওয়া মগটায় একটা চুমুক দিয়ে, আবার সেটা মিতুলের দিকে বাড়িয়ে দিয়ে বললো,
“এখন নাও।”

মিতুলের খুব রাগ হলো।
“এটা কী করলে তুমি? এটাতে চুমুক দিয়ে
এঁটো বানিয়ে আমাকে দিচ্ছ কেন? এটা কোন ধরনের অপমান?”

“অপমান? এটাকে অপমান বলছো?”

“অপমানকে অপমান বলবো না তো কী বলবো?”

“এটা অপমান নয় তুলতুল। ইট’স লাভ!”

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here