ছদ্মবেশ,পর্ব ১৬,১৭

0
949

#ছদ্মবেশ,পর্ব ১৬,১৭
#মেহেদী_হাসান_রিয়াদ
১৬

যেখানে এতো মানুষ ভয়ে মাথা নিচু করে দাড়িয়ে থাকে সেখানে রুশানের এতো সাহস দেখে সবাই হতবাক।
সামনে বসে থাকা লোকটা রুশানের দিকে তাকিয়ে বলে,
– আমাকে চেনো তুমি?
রুশান তার দিকে তাকিয়ে বলে,
– আমি কোথাও যাওয়ার আগে তার সম্পর্কে ডিটেইলস জেনে তারপরই যাই।
লোকটা পেকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে রুশানের দিকে তাকিয়ে বলে,
– অনেক সাহস তোমার। আই লাইক ইট।
রুশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,
– আপনি লাইক করুন বা না করুন তাতে আমার কিছু আশে যায় না। এখন কাজের কথায় আসুন। তুষারকে কেন খুজছিলেন।
– এখানে এসেছো যেহেতু সব যেনেই এসেছো নিশ্চই। এখানে আসার পর থেকেই দেখছি খুব বড় বড় কথা বলছো। যদি এখান থেকে বেড় হতে না পারো তখন?

লোকটার কথায় একটু হাসলো রুশান। তখনই একটা কল এলো লোকটার ফোনে। ফোন রিসিভ করে কথা বলার পর অবাক চোখে রুশানের দিকে তাকালো লোকটা।
রুশান চেয়ার ছেরে উঠে দাড়ালো। সানগ্লাসটা পরে একটু মুচকি হেসে বলে,
– তুষার ভাইয়ের মতো হয় আমার। আজ আসি বস, হয়তো কোনো এক সময় আবার দেখা হয়েও যেতে পারে। শুধু চেহারা টা মনে রাখবেন।
বলেই হাটা ধরে রুশান। পেছন থেকে একটা ছেলে রুশানকে মা’রার জন্য প্রস্তুত হতেই লোকটা হাতে ইশারায় থামতে বলে তাকে। তারপর চুপচাপ কিছুক্ষন তাকিয়ে রইলো রুশানের দিকে।
,
,
আজ ফরিদা আন্টি অসুস্থ। সকালে ডাক্তার এসে দেখে গিয়েছিলো। তাই কেউই কলেজে যায়নি আজ। নিবিড় ফরিদা আন্টিকে খাইয়ে মেডিসিন দিয়ে বলে, আজকে রেস্ট এ থাকতে।
তারপর কিচেনে গিয়ে দুপুরের জন্য রান্না বসায়। নিবিড়ের একটা গুন হলো, সে ভালো রান্না করতে পারে। আর পাশে নিলয় কাটাকাটি করে সাহাজ্য করছে তাকে।

রান্না মোটামুটি হয়ে গেলে নিলয় ঢাকনা উঠিয়ে মুগ্ধতার সাথে বললো,
– বাহ্ স্মেল টা তো দারুন আসছে। যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে রান্না।
নিবিড় পাশ থেকে হেসে বললো,
– কেন, তোর ধারণা কি ছিলো?
– আমার ধারণা ছিলো, রান্না করতে এসেছিস হয়তো টুকটাক কিছুটা পারিস। কিন্তু এতো ভালো রান্না করতে পারিস তা জানতাম না। তোর বৌ এর ভাগ্যটা খুব ভালো। যদিও বিয়ে কয়টাকে করবি তারও কোনো নিশ্বয়তা নেই।
নিলয়ের কথায় এবার হো হো করে হেসে দিলো নিবিড়। হাসতে হাসতে বলে,
– এদের একটাকেও বিয়ে করবো না আমি।
নিলয় অবাক হয়ে বলে,
– তাহলে রিলেশন করছিস কেন?
– রিলেশন আর বিয়ে এক না। তুই জানিস, ঐ দিন আমি আমার এক গফ কে অন্য একটা ছেলের সাথে দেখেছিলাম। তবুও কিছু বলিনি। যে যার মতো থাকুক। কয়দিন এসবের কোনো টাইম থাকবে? রিলেশন করে ওরাও টাইম পাস করে আমিও টাইম পাস করি। তোরা তো ভাবিস আমি খারাপ। কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে রিলেশন করিনা। মাঝে মাঝে ফোনে কথা বলে টাইম পাস করি। আর দেখা হয়ে ইমোশনাল ড্রামা করে টাকা নেই এই আর কি। ভালো তো বাসবো শুধু বৌ কে।
নিলয় কিছুক্ষন ধরে লাগাতার হাসলো। তারপর বলে,
– তুই একটা জিনিস ভাই।
নিবির কিছু না বলে চামচ টা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলে,
– স্বাদ ঠিকঠাক আছে কি না দেখ।
নিলয় টেস্ট করে বলে,
– পার্ফেক্ট হয়েছে। এতো কিছু কিভাবে শিখলি? কেও বুঝতেই পারবে না যে কে রান্না করেছে।

বিনিময়ে একটু হাসলো নিবিড়। এর পর হাস্যজ্জল মুখটা মুহুর্তেই মলিন হয়ে গেলো। রান্না শেষে ওগুলো নামাতে নামাতে বলে,
– বাস্তবতা আমাকে অনেক কিছুই শিখতে বাধ্য করেছে। ছোট বেলা থেকেই একা একা বড় হয়েছি। নিজের রান্না নিজেই করতে হয়েছিলো সব সময়। জীবনে অনেক কিছু পার করে এখন আমি তোদের সামনে। আমার গল্পটাও একদিন বলবো তোদের সবাইকে।

নিবিড়ের গলাটা কেমন ভাড়ি হয়ে এলো। নিলয় কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইলো নিবিড়ের দিকে। সারাক্ষন সবাইকে হাসানো ছেলেটার মাঝেও কোনো কষ্টের গল্প লুকিয়ে আছে তা হয়তো বিশ্বাসই হচ্ছে না তার।
নিবিড় সব কিছু নামিয়ে গুছিয়ে নিলো। তারপর নিলয়কে বলে,
– যা ফ্রেশ হয়ে নে। আমি ফরিদা আন্টির কাছে যাচ্ছি।
,
,
গতকাল রাজের দেওয়া কাগজ টা আড়ালে বসে সামনে নিয়ে চোখ বুলালো আরোহির মা। দেখে ইংলিশে কিছু লিখেছে রাজ। আরোহির মা আগ্রহ নিয়ে পড়তে শুরু করলো সেটা। যার বাংলা অনুবাদ ছিলো,

‘আসসালামু আলাইকুম। আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম খুব বুদ্ধিমতি একজন মহিলা আপনি। কিন্তু পরিস্থিতি আপনাকে চুপ থাকতে বাধ্য করেছে। শুনুন, ভয় নিয়ে এক বছর বেচে থাকার চেয়ে প্রতিবাদ করে এক দিন বেচে থাকাটা উত্তম। নিজে বাচুন ও অন্যদের বাচান। আমি আপনাদের হেল্প করতেই এখানে এসেছি। আপনি হয়তো চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। তবুও আপনাকে একটা সূত্র দিচ্ছি আমি।
”রবি কোম্পানি মুক্তিযুদ্ধের সময় বিজয় দিবসের দিন ইমার্জেন্সি কলের নাম্বার থেকে একটা সংখ্যা বাদ দিয়েছিলো”

কাগজে এতটুকুই লেখা ছিলো। আরোহির মা গুনে গুনে পাঁচ ছয় বার চিঠিটা পড়লো। তবুও সূত্রটার মানে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারলো যে রাজ হয়তো তাকে হ্যাল্প করতে পারবে কিছুটা।
এখন সূত্র টার মানে খুজে বেড় করতে হবে আমাকে। আচ্ছা এটা তার সাথে যোগাযোগের কোনো মধ্যম বলেনি তো? হয়তো কোনো ঠিকানা। নয়তো কোনো নাম্বার?
আরোহির মা একে একে যোগাযোগের সব গুলো মাধ্যম সূত্র টার সাথে মিলিয়েও কোনো উত্তর খুজে পায়নি।

সব শেষে ফোন নাম্বারের সাথে মিলাতে শুরু করলে কয়েকবার ভাবতেই সূত্রের উত্তর টা পেয়ে গেলো সে। রাজ সূত্রের মাধ্যমে তাকে ফোন নাম্বার দিয়েছে। কারণ ডিরেক্ট ফোন নাম্বার লিখলে কাজের মেয়েটা দেখলে বুঝে যেতো।
রবি কোম্পানি মানে 018 আর মুক্তিযুদ্ধের সময় মানে 1971 বিজয় দিবসের দিন মানে ১৬ আর ইমার্জেন্সি কলের থেকে একটা সংখ্যা বাদ দিলে হয় 99 এটাই ছিলো তাহলে সূত্রটা। সব মিলিয়ে দেখে বরাবর ১১ টা সংখ্যার একটা নাম্বার হয়ে গেলো।

কিন্তু সূত্র বের করেও হতাশ হতে হলো তাকে। কারণ সে প্রতিদিন কার সাথে কথা বলে। কোন নাম্বার থেকে কল এসেছে বা কাকে কল দিয়েছে। সব কিছু নির্জন ট্যাগ করে রাখে। আর তার সাথে যেনো বাইরের কেও যোগাযোগ করতে না পারে তার জন্যও কড়া সিকিউরিটি রেখে দিয়েছে। হতাশার নিশ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইলো সে।
,
,
নিবিড় কয়েকটা বিয়ের কার্ড হাতে বাসায় এসে তা সবার মাঝে একটা একটা করে দিতে লাগলো। তাদের পাঁচ জনের জন্য মোট পাঁচটা বিয়ের কার্ড। তুষারের টা ড্রয়ারের মাঝে রেখে দিলো, সে আসলে তারপর দিবে।
রাজ কার্ড হাতে পেয়ে বলে,
– বিয়ে কার? তোমার কোনো বাবুর নাকি?
নিবিড় পাশে বসে বলে,
– আরে না, মিতালির(কলেজ বান্ধবি) বিয়ে।
রাজ তা খুলে চোখ বুলাতে লাগলো।
রুশান ফোনে হাতে বসেছিলো। মিতালির কথা শুনে ফোনের স্কিন থেকে চোখ সরিয়ে বলে,
– মেয়েটা তাহলে ফাইনালি একজনকেই বিয়ে করছে তাই না?
নিবিড় বলে,
– তো বিয়ে কি ৩-৪ জনকে করে মানুষ?
রুশান আবার ফোনের স্কিনে চোখ রেখে হেসে বলে,
– মিতালিও তোর লাইনের মেয়ে। কয়টা ছেলের সাথে রিলেশন করেছে তার কোনো হিসেব নেই।
নিবিড় মাথা তুলে বলে,
– হুম সেটা তো জানি, ওর ১১ টা নাকি কয়টা বয়ফ্রেন্ড ছিলো। এখন টাকা ওয়ালা দেখে একটার গলায় ঝুলে পরছে।
পাশ থেকে রাজ বলে,
– ওর হবু স্বামী কি জানেনা এসব?
নিবিড় কার্ড টা রেখে বলে,
– পাগল নাকি? বিয়ের সময় কেও হবু বরকে এসব বলে? আর বর তো প্রথমেই বলে দিয়েছিলো, যে মেয়ে একধম ভদ্র হতে হবে। আগে রিলেশন করেছে এমন কোনো মেয়ে বিয়ে করবে না সে। আর মিতালির ফ্যামিলি তো জানতো না যে মিতালি এতো গুলো রিলেশন কন্টিনিউ করতো। তাই তারাও বললো, মেয়ে আমাদের হিরার টুকরা। বয়ফ্রেন্ড কি, কোনো ছেলে ফ্রেন্ডও নেই তার। এভাবেই বিয়েটা ঠিক হয়ে গেলো তার। আর ১৫ দিন পরই বিয়ে।

পাশ থেকে নিলয় জ্বিভে কামড় দিয়ে মাথায় হাত রেখে বলে,
– কি বলিস, এতো বড় প্রতারণা? এটা কিন্তু মোটেও ঠিক না। ওর মতো একটা মেয়েকে তারা ভদ্র বলে চালিয়ে দিচ্ছে?
নিবিড় হেসে বলে,
– এতো সততা দিয়ে দুনিয়া চলেনা বাচা।
রুশান ফোন টিপতে টিপতে বলে,
– আমার তো একটা টেনশন ঢুকে গেলো মাথায়।
নিবিড় বলে,
– কি টেনশন?
– এতোক্ষন ধরে যে মিতালির সম্পর্কে এতো কিছু বলে ফেললাম তা আমাদের নিলয় মহা দরদির মুখ থেকে লিক হয়ে তা মিতালির বরের কানে কোনো ভাবে চলে গেলে তো সব শেষ।

এই কথাটা এতোক্ষন নিবিড়ের মাথায়ই ছিলো না। জ্বিভে ছোট্ট কামড় দিয়ে নিলয়ের দিকে তাকায় সে। নিলয় নিজের মুখ চেপে ধরে বলে,
– ভাই বিশ্বাস রাখতে পারিস। বোম পরলেও মিতালির কথা কারো কাছে মুখ থেকে বের হবে না আমার।
,
,
বিলেকে ৪ নাম্বার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলো নিবিড়। রিক্সায় করে যাওয়া র সময় হটাৎ রাস্তার পাশে চোখ পরে তার। দেখে তার ৬ নাম্বার গার্লফ্রেন্ড রাস্তার পাশে দাড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মুহুর্তেই বুকটা ধুক ধুক করতে লাগলো নিবিড়ের।

To be continue……

#ছদ্মবেশ (পর্ব ১৭)
#মেহেদী_হাসান_রিয়াদ

একটা গার্লফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘুরার সময় অন্য গার্লফ্রেন্ডের সামনে পরে যাওয়াটা আজ সব চেয়ে বড় ঘুর্ণিঝড় মনে হচ্ছে নিবিড়ের কাছে।
নিবিড় একবার তার পাশে বসে থাকা ৪ নাম্বার বাবুর দিকে তাকাচ্ছে। আরেকবার সামনে দাড়িয়ে থাকা ৬ নাম্বার বাবুর দিকে তাকাচ্ছে।
পাশ থেকে তার ৪ নাম্বার বাবু মানে তিথি নিবিড়ের হাত ধরে বলে,
– হটাৎ রিক্সা থামাতে বললে কেন? আর সামনে মেয়েটা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন?

ফাটা বাশের চিপায় আটকা পরার মতো অবস্থা হলো নিবিড়ের। তিথিকে বসে থাকতে বলে রিক্সা থেকে মেনে গেলো নিবিড়। দ্রুত পায়ে এগিয়ে গেলো সামনে দাড়িয়ে থাকা ৬ নাম্বার বাবু মানে মাহিয়ার দিকে।
মাহিয়ার সামনে যেতেই সে তেলে বেগুনে জ্বলে নিবিড়কে বলে,
– ওই মেয়েটা কে? তাকে নিয়ে রিক্সায় ঘুরছিস কেন? কয়টার সাথে সেটিং চলছে তোর? একটা দিয়ে হয় না?
নিবিড় কোনো মতে তাকে থামিয়ে বলে,
– আগে আমাকে পুরো কথা তো বলতে দিবে, নাকি?
মাহিয়া আবারও রেগে বলে,
– কি বলবি তুই? চোখের সামনে অন্য মেয়ে নিয়ে রিক্সায় ঘুরছিস, আর কি বা বলার আছে তোর?
নিবিড় আবার থামিয়ে বলে,
– আগে বলতে তো দিবে তাই না। একসাথে ঘুরলেই কি গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড হয়ে যায়?
মাহিয়া এবার কিছুটা শান্ত হয়ে বলে,
– তাহলে কে এই মেয়ে।
নিবির সোজাসুজি ভাবে বলে দিলো,
– আমার বোন। এতোক্ষন যে আমার সাথে এভাবে কথা বলছো, এসব সে শুনলে তো বাসায় গিয়ে এবার মাকে সব বলে দিবে। যে তোমার ছেলে একটা ঝগরাটে মেয়ের সাথে রিলেশন করে। তখন কি মা তোমাকে বৌ বানিয়ে ঘরে তুলবে বলো?

মাহিয়ার অগ্নি মুখ মুহুর্তেই পানি হয়ে গেলো। এবার নিবিড়কে খুব করুন গলায় বললো,
– আমি আসলেই বুঝতে পারিনি নিবিড়। না বুজেই তোমাকে কত কথা বলে ফেলেছি। আ’ম রিয়েলি সরি।
নিবিড় এবার একটু ভাব নিয়ে বলে,
– আচ্ছা বাদ দাও। যা হওয়ার হয়ে গেছে এখন আমরা রিক্সায় করে যাওয়ার সময় সুন্দর করে আপুকে সালাম দিবে। যেন আপু মনে করে তুমি খুব ভদ্র ও লক্ষ্মী একটা মেয়ে।
মাহিয়া মাথা নাড়িয়ে ‘হ্যা’ সুচক সম্মতি জানালো।

তারপর নিবিড় চলে গেলো রিক্সায় বসে থাকা তিথির কাছে। রিক্সায় উঠতেই তিথি বলে,
– কে এই মেয়ে? আর তোমার সাথে এতো কিসের কথা বলছিলো সে?
নিবির অসহায় ভঙ্গিতে বলে,
– ধরা পরে গেছি।
তিথি অবাক হয়ে বলে,
– ধরা পরে গেছো মানে?
নিবিড় তাকে অস্থিরতা দেখিয়ে বলে,
– আপুর কাছে ধরা পরে গেছি। এই যে তোমাকে নিয়ে রিক্সায় ঘুরছি তা আপু দেখে ফেলেছে। তাই এভাবে বকাবকি করছিলো। আপু বলে, তোর মতো একটা ভালো চরিত্রবান ছেলে কিভাবে মেয়ে নিয়ে রিক্সায় ঘুরে? আমি আজই বাসায় গিয়ে মাকে সব বলবো। এখন কি করবো বলো।
তিথি অবাক হয়ে বলে,
– কি বলো, ও তোমার বোন হয়?
– হুম, তবে অনেক কষ্টে আপুকে বুঝিয়ে এসেছি। এখন চলো তারাতারি এখান থেকে কে’টে পরি। আর শুনো, আপু যাই বলুক তুমি শুধু মিষ্টি করে একটা হাসি দিবে, ওকে?
তিথিও মাথা নাড়িয়ে ‘হ্যা’ সুচক সম্মতি জানালো।

এর পর নিবিড় রিক্সাওয়ালা মামাকে বললো এক টানে চলে যেতে। রিক্সা চালাতে শুরু করলে মাহিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় মাহিয়া ভদ্র ভাবে সালাম দিলো তিথিকে। আর তিথিও নিবিড়ের কথা মতো একটু মুচকি হেসে দিলো। সিচুয়েশন টা পার হতেই বুকে হাত দিয়ে একটা নিশ্বাস নিলো নিবিড়। তিথি তার দিকে তাকালে সে বলে,
– আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। না জানি আপু কি করে?
,
,
সন্ধার পর থেকেই মই নিয়ে বসে আছে আরোহি। আজ দেওয়াল টপকাতে পারছে না। কারণ সিকিউরিটি গার্ড গুলো চার পাশে হাটাহাটি করছে আজ। একটু রেষ্ট নিচ্ছে না। তবুও আরোহি বসে আছে সুজুগের অপেক্ষায়। তারা একটু রেষ্ট নিতে বসলেই পালাবে সে। আর এদিকে এতোক্ষন হয়ে গেলো রাজের এখনো আসার খবর নেই। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে আরোহি।

হটাৎ পেছন থেকে কারো আওয়াজ পেয়েই চমকে উঠে আরোহি। কাজের মেয়েটা পেছন থেকে এসে বলে,
– এখানে কি করছেন আফা?
আরোহি ভয় পেয়ে গেলো কিছুটা। আমতা আমতা করে বলে,
– স্যা স্যার আসছেনা কেন, আর এসেছে কিনা ওটা দেখতে এসেছি।
কাজের মেয়েটা বলে,
– সারা জীবন শুনে আসলাম স্যার না আসলে সবাই খুশি হয়। আর আপনি স্যার আসছে না দেখে তাকে খুজতে এসেছেন?
আরোহি আবার কথা বানিয়ে বলে,
– স্যার প্রচুর ভালো পড়ায়। একদিন না আসলে অনেক কিছুই মিস হয়ে যায়। তাই এসে দেখছি যে আসছে কি না?
কাজের মেয়েটা মইয়ের দিকে তাকিয়ে বলে,
– এটা এখানে কেন?
আরোহি আবার কিছুটা তোতলিয়ে বলে,
– এটা ছারা কি এতো উচু দেওয়াল দিয়ে দেখা যায়?
কাজের মেয়েটা বলে,
– এতো কষ্ট করে স্যার আসছে কিনা খুজে বেড়াচ্ছেন। সত্যিই কি পড়ার জন্য নাকি অন্য কিছু?
আরোহি ভাব নিয়ে বলে,
– কি বুঝাতে চাইছো তুমি?
মেয়েটা একটু হেসে বলে,
– স্যারকে কি আপনার ভালো লাগে?
আরোহি কেমন বিভ্রতিকর অবস্থায় পরে গিয়ে বলে,
– আরে ধুর, ওসব কিছুই না।
মেয়েটা বলে,
– দেইখেন আবার, বড় স্যার এসব জানলে ঐ স্যারকে পাড়া দিয়ে গু’লি করে মা’রবে।

আরোহি আর কিছু না বলে বিরক্তি প্রকাশ করলো। কেন জানি কথাটা খুব বিরক্তিকর মনে হলো তার কাছে। তাই আর কিছু না বলে এক রাশ বিরক্তি নিয়ে চুপচাপ বাড়ির দিকে চলে গেলো আরোহি।

ওদিকে আরোহির নানার বাড়ির সামনে এসে রাস্তার এক পাশে বসলো রাজ। চায়ের দোকান ছিলো একটা। রাজ চা ওয়ালাকে বলে,
– এক কাপ চা দিন তো আঙ্কেল।
লোকটা চা বানাতে বানাতে বলে,
– আপনি কে মামা, আগে তো কখনো দেখিনি।
রাজ একটু অবাক হলো। ওর দোকানে কি শুধু পরিচিতরাই আসে? অপরিচিতরা কি আসে না? তবুও হাসি মুখে বলে,
– এখানে একটা বাড়িতে বেড়াতে এসেছি।
লোকটা রাজকে চা দিয়ে বলে,
– আপনি তাহলে নতুন। তাই এই এলাকা সম্পর্কে ধারণা নেই আপনার।
রাজ চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলো। অবাক হয়ে বলে,
– কেন আঙ্কেল কি হয়েছে?
লোকটা গামছা দিয়ে হাত মুছে বলে,
– এই এলাকায় সন্ধার পর রাতে মানুষ প্রয়োজন ছারা তেমন একটা বের হয় না। শুধু ছিনতাই হয়।

রাজ এবার বুঝলো বিষয় টা। এলাকা টা কেন এতো নিরব। তাই চুপচাপ চা খেয়ে বিল মিটিয়ে দিলো সে।

একটু পরই ফোন আসে রাজের মোবাইলে। রাজ ফোন বের করে দেখে অচেনা নাম্বার। রাজ রিসিভ করতেই ওপাশ থেকে কোন মহিলা উত্তেজিত গলায় বলে,
– আমি আরোহির মা বলছি। এটা আমার ভাইয়ের নাম্বার।
রাজ এবার সেখান থেকে হেটে কিছুটা দুরে গিয়ে দাড়ালো।
আরোহির মা আবার বলতে শুরু করলো,
– আমি চাইলেও বেশি সময় কথা বলতে পারবো না। অনেক কষ্টে এই সুজুগ টা ম্যানেজ করেছি। এই অল্প সময়ে আপনাকে যা বলছি তা মন দিয়ে শুনুন।

এতটুকু শুনতেই কে যেন বাইক নিয়ে এসে বাজ পাখির মতো রাজের ফোন টা ছো মে’রে নিয়ে চলে গেলো। রাজ কিছু বুঝে উঠার আগেই বাইক টা চোখের আড়াল হয়ে গেলো। খুব শান্ত ভাবে ওদিকে তাকিয়ে আছে রাজ।

ও পাশ থেকে আরোহির মা কয়েক বার হ্যালো হ্যালো করে বলে,
– আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি বোধ হয় সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না। তাই এখন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি আপনাকে।

কিন্তু রাজের কোনো রেসপন্স না পেয়ে একটু পর ফোন কে’টে দিলো আরোহির মা। একটু পর পুনরায় কল দিতেই দেখে রাজের ফোন বন্ধ।
কেমন একটা অস্তিরতা শুরু হয়ে যায় তার মাঝে। রাজের কিছু হয়ে গেলো না তো? কেও আবার বুঝে ফেলেনি তো বিষয় টা?

To be continue…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here