ছদ্মবেশ,পর্ব ২২,২৩

0
766

#ছদ্মবেশ,পর্ব ২২,২৩
#মেহেদী_হাসান_রিয়াদ
২২

কিছুক্ষন পর খাওয়া দাওয়া শেষে কেমন ঘুম ঘুম পাচ্ছে নিবিড়ের। সামনে নিরা বসে আছে আর পাশে তাকিয়ে দেখে তার ৪ নাম্বার বাবু ওয়েটারের ড্রেস পরে দাড়িয়ে আছে। আর তার পেছনে একে একে নিবিড়ের সব বাবু এসে দাড়ালো।
ওদের মাঝে একজন খুব নরম স্বরে বলে,
– খুব ঘুম পাচ্ছে বাবু? কাঁথা-বালিশ এনে দিবো?

নিবিড় মাথা তুলে তাকানোর চেষ্টা করেও কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে না। সামনে সব ঘোলা ঘোলা লাগছে তার। দুই হাতে চোখ কচলে তাকালে হালকা ঝাপসার মাঝে দেখতে পেলো ৭-৮ টা মেয়ে তার সামনে। মাথাটা ভাড় হয়ে আসছে ধিরে ধিরে। টেবিলে মাথা রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিলো সে।

এক ঘুমে কতোক্ষন ছিলো ঠিক মনে নেই তার। হটাৎ এক বালতি পানি মুখের উপর পরতেই চোখ খুলে তাকায় সে।
মাথাটা কয়েকবার ঝাকি দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সে। তারপর মাথা তুলে তাকিয়ে দেখে তার সব বাবু সেখানে উপস্থিত। আর প্রত্যেকের হাতে একটা করে লাঠি।
নিবিড়ের ঘুমের ঘোর কাটেনি পুরোপুরি। বাচ্চাদের মতো তাকিয়ে বলে,
– আমি কোথায়?
একটা মেয়ে লাঠি হাতে সামনে এগিয়ে এসে বলে,
– তুমি এখন শশুর বাড়িতে বাবু।
নিবিড় আবারও অবুজের মতো নিষ্পাপ কন্ঠে বললো,
– কার?
একটা মেয়ে এবার নিবিড়ের গাল টিপে ধরে রাগী গলায় বলে,
– হারামি এখনো কিছু মাথায় ঢুকছে না তোর?

নিবিড় এবার নড়ে চরে উঠতেই দেখে তার হাত পা বাধা। আর সামনে তার একে একে সব বাবু লাঠি হাতে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে।
এবার বিষয়টা মাথায় ঢুকলো তার, যে সে ভালোই বিপদে পরেছে। একটা শুকনো ঢোক নিয়ে বলে,
– আপনারা কারা?
একটা মেয়ে রাগি গলায় বললো,
– এখন চিনতে পারছিস না আমাদের?
নিবিড় জায়গায় অস্বিকার করে বলে,
– না তো কে আপনারা?
এবার নিরাও বলে,
– এখন আমাকেও চিনতে পারছো না বাবু?
নিবিড় এবার নিরার দিকে তাকিয়ে অসহায় ভাবে বলে,
– আপনি কে?

এবার আরেকটা মেয়ে রেগে এসে বলে,
– মাদার*** এর সাথে এখনো কিসের কথা? লাঠি একটা একটা তার পেছন দিয়ে দিলেই তো সব মনে পরবে।
নিবিড় আবারও অসহায় ভাবে তাকিয়ে বলে,
– আপনার মুখের ভাষা এতো খারাপ কেন আপু?
– হালা*** এখন তোর আপু হয়ে গেছি তাই না? এই তোমার দাড়াই আছো কেন? বানাও সালারে।

নিবিড় আর কিছু বলে উঠার আগেই শুরু হয়ে গেলো তামিল সিনেমার মা’ইর। মা’ইর হচ্ছে জোড়ে কিন্তু সাউন্ড কম।

কিছুক্ষন পর শান্ত হলো মেয়ে গুলো। নিবিড় একেবারে লুলা হয়ে গেছে।
একটা মেয়ে সবাইকে থামিয়ে বলে,
– একে মে’রে কোনো লাভ হবে না। ওর ** টা কেটে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর কখনো কোনো মেয়ের সাথে এমন করার সাহস পাবে না।

মুহুর্তেই নিবিড় চিৎকার করে বলে উঠে,
– না না না আপু, আপনি আমার ধর্মের বোন। আপনি আমার আপু, আমার মা, চাচি, খালা সব। আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না।
একটা মেয়ের মায়া হলো নিবিড়ের প্রতি। বেচারাকে এতোক্ষন ধরে অনেক মে’রেছে। তাই মায়া দেখিয়ে বলে,
– আচ্ছা ও যেহেতু কথা দিয়েছে যে আর কোনো মেয়ের সাথে রিলেশন করবে না। তাহলে এখন ছেরে দে তাকে।
আরেকটা মেয়ে বলে,
– দাড়ান আপু, ওকে আগে শপথ করানো দরকার।
তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলে,
– বল, আমি শপথ করিতেছি যে,,,
নিবিড়ও ভয়ার্ত গলায় বলে,
– আমি শপথ করিতেছি যে,,,
তারপর মেয়েটা বলে,
– জীবনে সব মেয়েকে নিজের বোনের নজরে দেখিবো।
নিবিড় এবার থেমে গিয়ে বলে,
– তাহলে বৌ হবে কে?
আশে পাশের সব মেয়ে এবার কোমড়ে হাত দিয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে।

রাত তখন প্রায় ১১ টা। মেয়েগুলো নিবিড়কে রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে গেলো। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে নিবিড়।
শরিরের ব্যাথায় সামনের দিকে পা বাড়ানোর শক্তিটুকু পাচ্ছে না সে। তবুও হেটে চলছে। যাই হোক বাসায় তো পৌছাতে হবে।
কিছুটা গিয়েই একটা দেওয়াল ধরে কিছুক্ষন দাড়ায় সে। আবার কিছুটা হেটে আরেকটা দেওয়াল ধরে দাড়ায়। এভাবেই হাটতে হাটতে বাসার দিকে চললো সে।

বাসায় এসে গেটে কয়েকবার টোকা দিলে দাড়োয়ান চোর চোর বলে চেচানো শুরু করলো। নিবিড় ক্লান্ত গলায় বার বার বলছে,
– চাচা আমি নিবিড়।
কিন্তু চাচার কানে সেই কথা পৌছাচ্ছে না। কিছুক্ষনের মাঝে তুষার লাঠি নিয়ে বেড়িয়ে আসে। আর তার পিছে রাজ আর রুশান।
তুষার গেট খুলেই দেখে বাইরে গেটের সাথে হেলান দিয়ে ক্লান্ত শরির নিয়ে নিচে বসে আছে নিবিড়। তুষার এবার লাঠি ফলে নিবিড়কে ধরে তোলে।
রুশান সামনে এগিয়ে এসে আরেক হাত তার কাধে নিয়ে নিবিড়কে ভেতরে নিয়ে যেতে যেতে বলে,
– কিরে কারা মে’রেছে তোকে?
তুষার বলে,
– কে মা’রবে আর? নিশ্চই কোনো মেয়ের সাথে আকাম করতে গিয়ে মানুষের হাতে ধরা পরে রাম কেলানি খেয়ে এসেছে।
নিবিড় ক্লান্ত গলায় বলে,
– ছি ছি ভাই এসব কি অপবাদ দিচ্ছিস। আমি এতোটাও খারাপ না। জীবনেও এসব করতে যাইনি আমি।
তুষার তাকে ধরে হাটতে হাটতে বলে,
– তাহলে এই অবস্থা কে করেছে তোর?
পাশ থেকে রাজ বলে,
– ভাই দেখছো ও ক্লান্ত, আগে ওকে ঘরে নিয়ে চলো, তারপর না হয় এসব জিজ্ঞেস করবে।
,
,
রাগে হটাৎ ফোন দিলো রিমা। রুশান ঘুমু ঘুমু চোখে ফোন রিসিভ করে বলে,
– হুম বল, এতো রাতে ফোন দিলি কেন?
রিমা স্বাভাবিক ভাবে বলে,
– কেন ফোন দিলে কি সমস্যা? আর প্রেমিক-প্রেমিকারা তো গভির রাত অব্দি ফোনে কথা বলে কাটিয়ে দেয়।
রুশান হাই তুলে বলে,
– ওসব আলগা পিরিত আমার নেই। ভোর রাত অব্দি জেগে বাবু সোনা ডাকার মাঝে ভালোবাসার প্রকাশ হয় না। আর এসব কথা আমাকে শুনাচ্ছিস কেন? আমি কি তোর বর নাকি প্রেমিক কোনটা?
রিমা এবার কিছুটা রেগে বলে,
– আমি আপনার কিছুই না?
রুশান স্বাভাবিক ভাবে বলে,
– হুম, খালাতো বোন।
– শুধুই খালাতো বোন? তাহলে ওই দিন গলার মাঝে লেখাটা লিখেছেন কেন?
– ওটা লিখেছি যেন তুই হিজাব পরে চলিস তাই।
রিমা অভিমান করে বলে,
– তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো?
রুশান আবার হাই তুলে তুলে বলে,
– আমি কি সেটা বলেছি নাকি?
রিমা একটু হাস্যজ্জল মুখে বলে,
– তার মানে ভালোবাসেন তাই তো?
রুশান আবার বলে,
– আমি কি সেটাও বলেছি নাকি?
রিমার রাগ হলো একটু। তবুও তা সামলিয়ে বলে,
– আচ্ছা যাই হোক, আজ কয় তারিখ?
রুশান এক কাত হয়ে শুয়ে বলে,
– কেন ২২ তারিখ।
রিমা একটু মুচকি হেসে বলে,
– আর ৩ দিন পরে কি? মনে আছে কিছু?
রুশান একটু দুষ্টুমি করে বলে,
– হুম মনে আছে তো।

রিমার কেমন জানি খুব আনন্দ হলো ভেতর ভেতর। তার মানে রুশাম বিশেষ দিনের কথা ঠিকই মনে রেখেছে। তবুও উৎসাহ নিয়ে বলে,
– বলেন তো কি?
রুশান স্বাভাবিক ভাবে বলে,
– আজ ২২ তারিখ মানে ৩ দিন পর হবে ২৫ তারিখ। এটা তো সবাই জানে।
রিমা এবার রাগে ‘ধুর’ সুচক শব্দ উচ্চারণ করে ফোন রেখে দিলো। ফোন রেখে আবার ঘুমিয়ে গেলো রুশান।
,
,
গভির রাতে খুব জ্বর উঠলো নিবিড়ের। ঘড়ির কাটা তখন ৩ টা পার হয়ে গেলো। নিবিড়ের এমন অবস্থা দেখে ঘুমায়নি তুষার।
তুষার পাশে বসে নিবিড়ের মাথায় জলপট্টি দিচ্ছে।
আর নিবিড় বিড় বিড় করে বলছে,
– ভাই, মেয়ে মানুষ যে এতো ভয়ঙ্কর তা আগে জানতাম না আমি। বিশ্বাস কর ভাই, ওরা সবাই মিলে আমাকে মারতে মারতে মারতে মারতে,,,,
তুষার এবার নিবিড়ের বিড়বিড় থামিয়ে বলে,
– ভাই চুপচাপ শুয়ে থাক তো। ওসব মনে করতে থাকলে জ্বর আরো বাড়বে তোর।
,
,
পরদিন সকালে রুমে নাস্তা নিয়ে আসে ফরিদা আন্টি। নিবিড়ের কপালে হাত রেখে দেখে জ্বর এখনো পুরোপুরি ছারেনি। হাতে কয়েকটা মারের দাগ দেখে বলে,
– ইশ একেবারে ঝাঝড়া করে ফেললো। দেখি জামা খোলো তো।
নিবিড়ের একটু লজ্জা লাগলেও ফরিদা আন্টি তার টি-শার্ট খুলে পিঠের দিকে তাকিয়ে দেখে শুধু মা’র আর মা’রের দাগ।
তবে তিনি সবচেয়ে বড় অবাক হয়েছে নিবিড়ের পিঠে বড় একটা কা’টা দাগ দেখার পর। দেখে মনে হচ্ছে অনেক পুরুনো এই দাগ।
কৌতহল বসত সে প্রশ্ন করলো,
– তোমার পিঠে এই কাটা দাগ টা কিসের নিবিড়?
নিবিড় স্বাভাবিক ভাবে বলে,
– আমি নিজেও জানিনা আন্টি। তবে ছোট থেকেই দেখছি এটা।
ওটা নিয়ে আর প্রশ্ন করলো না সে। নিবিড়কে আবার টি-শার্ট পরিয়ে খাইয়ে দিতে লাগলো। যেন নিবিড় তার নিজেরই ছেলে।

To be continue……..

#ছদ্মবেশ (পর্ব ২৩)
#মেহেদী_হাসান_রিয়াদ

তীব্র গরমে অতিষ্ট হয়ে উঠেছে চার পাশ। রাতে যে একটু পরিবেশ শীতল হওয়ার বিপরিতে গরমই পরছে বেশি। মাথার উপর ফ্যান টা শা শা করে ঘুরছে। তার নিচে দুটি চেয়ারে সামনাসামনি বসে আছে রুশান আর সেই লোকটা। ফ্যান এর বাতাশেও এই গরম গোছাতে পারছে না। লোকটার কপাল বেয়ে ঘাম গড়িয়ে গলায় নেমে এলো।

রুশান একটু পাশে ফিরে তার সহকারি আজিমকে বললো,
– এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো।

কিছুক্ষনের মাঝেই আজিম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলে রুশান তা টেবিলে রেখে লোকটাকে ইশারা করে বলে,
– হালকা কথা বলতে গিয়েই অনেক হাপিয়ে গেছেন। এবার পানি খেয়ে একটু শান্ত করুন নিজেকে।
লোকটা গ্লাস হাতে নিয়েই ঢক ঢক করে সব পানি শেষ করে এক হাতে মুখ মুছে আবার রুশানের দিকে তাকালো।

সামনে টেবিলে একটা পেপার পরে আছে। যেখানে একটা লোক মিসিং এর খবর ছাপানো। সাথে একটা ছবিও এড করে দিয়েছে। লোকটা আর কেও না, রুশানের সামনে বসে থাকা সেই লোকটাই।

লোকটা পানি খেয়ে গ্লাস রাখার পর রুশান তার দিকে একটু ঝুকে বসে প্রশ্ন করলো,
– তো কোথায় যেন ছিলাম আমরা?
লোকটা একটু ঘাবড়ে যাওয়ার হালকা চমকে বলে,
– কোথায়?
রুশান এবার একটু হেসে চেয়ারে হেলান দিয়ে বলে,
– ভয় পেয়েছেন?
তার পর কিছুক্ষন চুপ থেকে বলে,
– যাই হোক, আপনাদের প্লেন টা কি ছিলো?
লোকটা এবার মনে করতে পেরে বলে,
– ওহ্ হ্যা, এবারের প্লেন টা বড়। এক রাতে নেমে শতাধিক মানুষ কালেক্ট করতে হবে। সেটা হোক বাচ্চা, হোক প্রাপ্ত বয়স্ক। দেশের বিভিন্ন জায়গায় ৪৭ টা টিম ছড়িয়ে যাবে। প্রত্যেক টিমে লিডার থাকবে এক জন করে।

রুশান এবার কিছুটা সিরিয়াস লুক নিয়ে বলে,
– কোন দিন সেটা?
হটাৎ করে রুশানের এমন অগ্নি মাখা প্রশ্নে কিছুটা ভয় পেয়ে গেলো লোকটা। তারপর শান্ত ভাবে বলে,
– ২৭ তারিখ রাতে।

আজ ২৩ তারিখ। তার মানে খুব একটা বেশি বাকি নেই। সময় খুবই সীমিত। এর মাঝে সব কিছু প্লেন করে সাজাতে হবে। যা এতোটাও সহজ কাজ নয়। প্রয়োজনে লাইফ রিক্স নিতে হবে। তবুও এটা শতাধিক মানুষের জীবনের প্রশ্ন।

হয়তো বিষয়টা ঘটে গেলে কয়েকদিন সোশাল মিডিয়া তোলপাড় থাকবে। অপরাধী দের খুজে বেড়াবে। এর পর কয়েক দিন পার হলেই সবাই ভুলে যাবে সব।
তাই যা করার সময় থাকতেই করতে হবে।

৪৭ টা টিম দেশের কোন কোন জায়গায় কাজ করবে তা লোকটার থেকে জেনে নিলো রুশান। তারপর প্রধান সহকারি আজিমকে সব বুঝিয়ে দিয়ে বেড়িয়ে গেলো সে।

আজ রাত পার হলেই কালকে ২৪ তারিখ। বাকি থাকে মাঝখানে ২৫-২৬ দুই দিন। ২৭ তারিখ সহ তিন দিন। এর মাঝেই সব করতে হবে। তাছাড়া ২৫ তারিখে আবার রিমার বার্থ-ডে। যাই হোক এখন বার্থ-ডে সেলিব্রেট করার সময় নয়। এটা শতাধিক মানুষের বাচা ম’রার প্রশ্ন।
,
,
আজ ২৪ তারিখ। ব্যাগ গোছগাছ করছে রুশান। ২৭ তারিখের আগে আর এখানে ফেরা হবে না।
রুমে এসে নিবিড় তার পাশে এসে বসলো। নিবিড় এখন মোটামুটি সুস্থ হয়েছে। দুই দিন কষ্ট পেয়ে আজ একটু ভালোর দিকে৷ প্রেম করার স্বাদ বরাবরের মতো মিটে গেছে তার।

নিবিড় পাশে বসে বলে,
– ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস ভাই। আমাদের ছেরে চলে যাবি নাকি?
রুশান একটু হেসে বলে,
– না রে, বাড়ি থেকে ফোন দিয়েছে ইমার্জেন্সি। জায়গা-জমির ঝামেলা। হয়তো কয়েকদিন আর ফেরা হবে না। মিস করবো তোদের।
বলেই ব্যাগ কাধে নিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে বিদায় নিলো রুশান। নিবিড় ও তাকে জড়িয়ে ধরে বলে,
– সাবধানে যাবি।

এর পর রুশান একই কথা বলে একে একে সবাইকে বিদায় নিয়ে বেড়িয়ে গেলো। আজ কেন যানি একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে তার। যদি মিশন থেকে বেচে ফিরতে না পারে তাহলে এটটাই হয়তো সবার সাথে শেষ দেখা তার।
,
,
একটা বড় কেক নিয়ে প্রথমেই চলে গেলো রিমাদের বাসায়। আরিশা আন্টি তখন দুপুরের জন্য রান্না বসিয়েছে। রুশানকে দেখে কিছুটা অবাক হলো সে। কারণ আজ না বলেই হটাৎ করে এসে পরেছে।

আরিশা আন্টির হাতে কেকের বক্সটা এদিয়ে দিয়ে বলে,
– এখানে কেক আছে। রিমার প্রিয় চকলেট কেক। কালকে ওর জন্মদিন। কালকে আমি থাকতে পারবো না। একটা জরুরি কাজ পরে গেছে। তাই আজকেই নিয়ে আসলাম। এটা ফ্রিজে রেখে দিবেন। রিমাকে বলার দরকার নেই। কালকে সময় হলে বের করে ওর সামনে দিবেন। আমার হাতে তেমন একটা সময় নেই। এখন গেলাম আন্টি। দোয়া করবেন আমার জন্য।

বলেই আবার বেড়িয়ে গেলো রুশান। কেকের বক্স টা হাতে নিয়ে ‘থ’ হয়ে দাড়িয়ে রইলো আরিশা আন্টি। কিছুই মাথায় ঢুকলো না তার। তার বেশিক্ষন না ভেবে চুপচাপ কেক টা নিয়ে ফ্রিজে রেখে দিলো সে।
,
,
আজ ২৫ তারিখ। ২৭ তারিখের মিশন হলেও আজ রাতটা খুব ভয়ঙ্কর একটা রাত। কেন ভয়ঙ্কর তা একটু পর বুঝতে পারবেন।

রুশান নিজের টিম সেট করতে ব্যস্ত। কে কোন জায়গায় থাকবে, কার কাজ কি তা সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে। সেই সাথে সে নিজেও মেইন জায়গাটা বেছে নিয়েছে।

আর এদিকে রুশানের নিয়ে আশা চকলেট কেকটা রিমার সামনে এনে রাখলো তার মা। রিমার মন টা আনন্দে নেচে উঠলো যখন শুনলো রুশান নিয়ে এসেছে এটা। তার মানে রুশানও এসেছে আজ।

কিন্তু যখন শুনতে পেলো রুশান আসেনি। বরং গতকাল এটা দিয়েই আবার চলে গেছে, তখন রিমায় সব খুশি হাওয়ায় মিলিয়ে গেলো। কিছুক্ষন নিশ্চুপ থেকে সামনে থাকা কেকটা ছুড়ে ফেলে দিলো সে। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেলো কেক। রাগি দৃষ্টিতে রিমা বলে উঠে,
– আমি কারো দায়িত্ব বা করুনা হতে চাইনি। আর কাউকে বলিওনি দায়িত্ব পালন করতে বা করুনা দেখাতে। কি এমন বিজি থাকে যে আসার সময় পায় না? আমি কি তার কাছে কেক চেয়েছি? নানি শুধুই নিজের দায়িত্ব ভেবে এটা দিয়ে গেছে। এসব করুনা করা জিনিস আমার লাগবে না।
বলেই সেখাত থেকে চলে গেলো রিমা।

আরিশা আন্টি আর গিফ্টের পেকেট টা তাকে দিলো না। কারণ এই মুহুর্তে এর ভেতর অমুল্য রতন থাকলেও তা এই কেকের মতোই হবে। আর গিফ্ট শব্দটাই তো অমুল্য। যার কোনো মুল্য নেই।
,
,
কেও ভাবেনি আজ ২৫ তারিখে এসে সেই কয়েকদিন আগে তুষারের সাথে ঘটে যাওয়া ঘটনা টা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সব তো ঠিকঠাকই ছিলো।
এদিকে রুশানও নেই। সে চলে যাওয়ার খবর শুনতেই তাদের সেই শত্রুতা আবার জেগে উঠলো।

নিলয়ও নেই রুশানও নেই আজ ফ্রেন্ডস মহলে আছে শুধু তিনজন। রাজ, নিবিড় আর তুষার। বাসা থেকে নে নেমে রাস্তার পাশে সিমেন্টে বাধানো একটা জায়গায় বসলো তারা। নিবিড় কিছুটা হেটে একটা দোকান থেকে তিন জনের জন্য তিন কাপ চা নিয়ে আসলো। তিন বন্ধু মিলে চায়ের কাপে চুমুক দিলো আর গল্প করছে নিজেদের মতো। আজ শুক্রবার হওয়ায় রাজও যায়নি আরোহিকে পড়াতে। তাই তিনজন এক সাথেই।

ফ্রেন্ডস মহলে এক দুইজন উদাও হয়ে গেলে তা খালি খালি মনে হবে এটাই স্বাভাবিক। ওদেরও তাই হচ্ছে। নিলয় নেই রুশান নেই শুন্যতা তো অনুভব হবেই। আর এতোদিন খুজেও নিলয়ের কোনো খোজ পাওয়া গেলো না।

হটাৎ পেছন থেকে কয়েকজন লোক এসে রাজ, নিবিড়, ও তুষারের মুখে রুমাল চেপে ধরলো। প্রথমে বিষয়টা বুঝতে পারলেও, পরক্ষনে আর কিছু মনে নেই তাদের।
সামনে একটা গাড়ি এসে দাড়ায়। আর লোক গুলো চার দিকে তাকিয়ে ওদের তিনজনকে গাড়িতে তুলে নিয়েই আবার স্বাভাবিক ভাবে রাস্তায় ছুটে চললো।

To be continue…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here