জা মানে জালিম সূচনা পর্ব

0
1672

জা মানে জালিম
সূচনা পর্ব
লেখাঃ নুসরাত হক
#সত্য_ঘটনা_অবলম্বনে

আমার বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে।
ওই মুহুর্তে আমার বরের গায়ে কোনো কাপড়ই ছিলো না।
আমার জা ও আসে। কোনো রকম ওড়না একটা গায়ে চেপে।

তারপর আমার বর আমার জাকে বলে বটি নিয়ে আসো।
ওনি বটি নিয়ে আসে।
আর আমার গলার কাছে ধরে বলে যদি কখনও কাউকে বলিস বা চিৎকার করিস মেরে ফেলবো।

আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম।

তারপর আমার জা গোসল করে এসে আমাকে কোরআন ধরাই আর আমার বর ওই অবস্থাই বটি নিয়ে আসে।

আমাকে কোরআন ধরে বলতে বলে আমি ও জীবনের ভয়ে কোরআন ধরে বলি।

আর তারা আমাকে ছাড়ে৷
ওই সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে আর বলি নি। শুধু নামাজ পড়ে আল্লাহকেই বলতাম।

আর ভয়টা ছিলো কোরআন ধরছি তাই।
পরের দিন সকালে সব নরমাল।এমন ভাব যেন কিছুই হয়নি।

কয়েকদিন পর জানতে পারলাম আমার জা কনসিভ করছে।
আমার ভাসুর শুনে তো খুশি৷

রাতের বেলা আমার বর আমার জাকে বলতেছে যে বাচ্চা নষ্ট করে ফেলো।
আমার জা বলতেছে ৩ টা করলাম আর কয়টা করবো এটা রেখে দি। তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম।
এটা নিয়ে আমার বর আর তাদের মধ্যে ঝগড়া হয়।
তারা ১০ দিন আর কেউ কারো সাথে মাতে নি।

তো আমার জা ইদানীং আর আমার সাথে তেমন ভেজাল করে না।
২০১৩ সাল শুরু হলো আমার জায়ের ৭ মাস। এখন আর আমার যা মনে শারীরিক সম্পক করতে পারে না।
একদিন আমাকে বলে
আমার জা আমি সুস্থ হওয়া পযন্ত ওর সাথে সহবাস করিস৷

বলেতে ভুলে ওই ঘটনার পর থেকে আমার বর আর জা সবকিছু ওপেনলি করে।
আগে আমার থেকে লুকাতো এখন আর লুকায় না।

যা করে সামনা সামনি।

আমার বুকটা ফেটে যেতো।
মাঝে মাঝে তারা চুমু খেতো আমার সামনে।
লজ্জা লাগছে আমার এগুলো বলতে।

এরপর আমার জায়ের মরা বাচ্চা হয়।

ওই দিন আমার অনেক খুশি লেগেছে।
আমি তাকে বললাম আপনি ঠিক মতো বাচ্চা ও জন্ম দিতে পারেন না।
কারন আমার বাচ্চা মরে যাওয়ার পর আমাকে অনেক কথা বলত।

ওমা সে বরকে বলে দেয় আমার বর আমাকে অনেক মারে৷

মার খাওয়ার পর আমি ১ম বিয়ের ১০ বছর পর একা একা বাপের বাড়ি চলে যায়।

পরের দিন আমার বর আনায় নিতে আসে যদি কিছু বলে দি।

আমি আসার কিছুখন পর শশুর বাড়িতে খবর পায় আমার বাবা মারা যায়।

গেলাম ৪০ দিন ছিলাম। মন দিন অনেক খারাপ ছিলো।
মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়।

আসলে যার বাবা নাই সে বুজবে বাবা কি জিনিস।

এদিকে আমি আবার কনসিভ করি।

এবার কনসিভ করার সাথে সাথে বাপের বাড়ি চলে আসি।

কিন্তুু পরে শুনলাম আমার জা নাকি বাচ্চা টা নষ্ট করার জন্য আমার বরকে চাপ দিতো।
এনিয়ে তাদের অনেক ঝগড়া হয়।

তো দিন এভাবে যাচ্ছে।

৭ মাসের সময় কি কাজে আমি শশুর বাড়িতে যায়।
১ রাত ছিলাম পরের দিন সকালে আমার জা আমার সাথে ঝগড়া করে অনেক বলার মতো না।
তো আমি পুকুর ঘাটে হাতধোয়ার জন্য গেছিলাম আমার জার ছেলেটা পুকুরে নামার সময় ঘাটের উওর পড়ে যায় আর আমি ও তার ধাক্কা খেয়ে পড়ে যায় সাথে সাথে রক্ত পাত শুরু হয়।

আমি শুধু ওমাগো ওমাগো বলে চিৎকার করছিলাম৷

আমাকে হাসপাতাল নেয় সিজার করে বাচ্চা বের করে কিন্তুু বাচ্চা টা পেটেই মারা যায়।

১৫ দিন হাসপাতালে ছিলাম।
এরপর মনে মনে সিদ্ধান্ত নি আর ওর সংসার করবো না।

কারন আমি তিক্ত হয়ে গেছি।

একদিন আমার জাকে বলতে শুনি ওকে ছেড়ে দাও আমরা বিয়ে করে নি।

চলবে কি……..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here