তি_আমো পর্ব ২২

0
342

#তি_আমো
পর্ব ২২
লিখা- Sidratul Muntaz

নিহার বেডরুমের সামনের ঘরটায় গোল হয়ে বসে আছি আমরা, মানে মেয়েরা। সবাই গল্পে মশগুল থাকলেও আমি নিশ্চুপ। আমাকে নিয়ে কারো তেম মাথাব্যথাও নেই এখানে। নিজেকে বিচ্ছিন্ন কোনো বস্তু মনে হচ্ছে। কারো সাথে কথা বলতেও মন চাইছে না। তবে নিহা থাকলে এভাবে মনখারাপ করে থাকতে হতো না আমাকে। ঠিকই আমার মনোরঞ্জনের চেষ্টায় নানান কান্ড করতো সে। কিন্তু আজ নিহা বড্ড ব্যস্ত। আজ সে বিয়ের কনে।

প্রায় ঘণ্টা দুয়েক আগে নিহাকে মেকআপ করানোর জন্য পার্লার থেকে মেয়েরা এসেছে। তারা এখনও মেকাপ করেই যাচ্ছে। কি এতো সাজাচ্ছে কে জানে? আমার খুব অসহ্য লাগছে। তার উপর আশেপাশের মেয়েদের ঘ্যানঘ্যানানি আমার বিরক্তির মাত্রা তীব্র করে তুলছে। এর প্রধান কারণ সামিয়া। সে আমার মাথা অর্ধেক খেয়ে নিচ্ছে। ঈশানের কথা আমি ভুলে থাকতে চাইলেও এই মেয়েটার জন্য একদমই পারছি না।

সামিয়া প্রত্যেকটা বাক্যে কমপক্ষে তিন থেকে চারবার করে ঈশানের নাম নিচ্ছে। বাকিরা খুব মনোযোগ দিয়ে গিলছে সামিয়ার বকবকানি। ঈশানের সাথে সে চৌদ্দটা সেল্ফি তুলে ইন্সট্রাগ্রামে আপ্লোড করেছে। সেই ছবিগুলোয় আবার ঈশান লভ রিয়েক্টও দিয়েছে। এইসব নিয়েই চলছে আলোচনা।

হঠাৎ মাহাথি ভাইয়ার আগমন ঘটল। উনি সামিরাকে ডাকতে এসেছেন। ঈশান নাকি সামিরাকে খুঁজছে। কথাটা শুনে সামিরার মুখে পূর্ণিমার চাঁদের মতো হাসি ফুটে উঠল। কিন্তু আমার মুখটা অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। অন্যসময় হলে এ নিয়ে আমি মাথা ঘামাতাম না। কিন্তু এখন এই সামান্য বিষয়টাও মানতে কষ্ট হচ্ছে। যেখানে আমি সকাল থেকে যন্ত্রণায় ছটফট করছি, সেখানে ঈশান কিনা সামিয়ার সাথে সময় কাটিয়ে সুযোগের সদ্ব্যবহার করছে! সব ছেলেমানুষ একরকম। আসলেই একরকম। আমার প্রচন্ড রাগ লাগছে।

সামিয়ার মতো একটা কিউট মেয়ে ঈশানের পেছনে ঘুরছে, ঈশান কি তাকে পাত্তা না দিয়ে পারে! শত হলেও পুরুষ মানুষ বলে কথা। নিশ্চয়ই সে খুব আনন্দিত। মনে একেবারে লাড্ডু ফুটছে! এতো এতো সুন্দরীদের ভীড়ে আমার কথা কি আর তার মনে আছে? যাইহোক, এসব ভেবে দুঃখ পাওয়াও বোকামি। সে যখন আমাকে অবহেলা করছে তাহলে আমি কেনো শুধু শুধু তার পেছনে কষ্ট পেয়ে মরব? আমারও উচিৎ তাকে ভুলে থাকা। যেভাবেই হোক, ভুলে থাকা।

নিহার বেডরুমের দরজা এতোক্ষণে খোলা হলো। আমি সুযোগ পেয়েই ঢুকে পড়লাম। কতক্ষণ ধরে নিহার সাথে দেখা হচ্ছে না! মনটা আনচান করছিল। আমি ঘরে ঢুকতেই নিহা সর্বপ্রথম বলল,

“এই তারু, দেখতো আইল্যাশটা ঠিক আছে কি-না? চোখটা কেমন জ্বালাপোড়া করছে।”

আমি নিহার আইল্যাশ ঠিক করে দিতে লাগলাম। মনে মনে একটা বিষয় চিন্তা করছি, নিহাকে কালরাতের ঘটনাটা জানাবো কি-না! আমার জানানোর প্রয়োজন হলো না। নিহা নিজে থেকেই বলল,” তোর কি মনখারাপ? এমন গুম মেরে আছিস কেন?”

আমি সংকোচ কাটিয়ে বলে ফেললাম কাল রাতে যা যা হয়েছিল। কিছুই বাদ দিলাম না। সামিয়ার ব্যাপারটাও খোলাশা করলাম। নিহা হাসতে হাসতে বলল,” তুই কি পাগল? সামিয়া আর ঈশান ভাইয়া? ইম্পসিবল! ”

” তাহলে ঈশান কেন সকাল থেকে সামিয়ার সাথে চিপকে রয়েছে? আমাকে জ্বালানোর জন্য?”

নিহা ভ্রু কুচকে কিছু চিন্তা করে বলল,” না। ঈশান ভাইয়া এতো চীপ কাজ করবে না। তোর উনার সাথে ঝগড়া হয়েছে তো, সেজন্যই এমন মনে হচ্ছে।”

” কিন্তু সামিয়ার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে ঈশান তার বয়ফ্রেন্ড।”

নিহা কৌতুকপূর্ণ কণ্ঠে বলল,” তুই অনেক বেশি পজেসিভ হয়ে যাচ্ছিস তারু। এতো জেলাস করছিস কেন? মাই গড!”

আমি থতমত খেয়ে বললাম,” জেলাসের কি আছে? চোখের সামনে যা দেখছি তাই তো বলছি।”

” আচ্ছা শোন, যা করেছিস ভালো করেছিস। কালরাতের ঘটনায় তোদের দু’জনেরই ভুল ছিল। তুই ভালোভাবে বুঝিয়ে নিষেধ করতে পারতি। হুট করে চড় মারা ঠিক হয়নি। তবুও তুই তোর ভুলের জন্য ‘স্যরি’ বলে দিয়েছিস। তাহলে তোর দিক থেকে তুই ক্লিয়ার। যদিও তোর জায়গায় আমি হলে জীবনেও ‘স্যরি’ বলতাম না।”

আমি মৃদু হেসে বললাম,” তোর ‘স্যরি’ বলার প্রয়োজনই হতো না। কারণ সাফিন ভাইয়া ঈশানের মতো এগ্রেসিভ না। তিনি খুবই সুইট।”

নিহা সামান্য হেসে বলল,” তা অবশ্য ঠিক বলেছিস।”

আমি নিহার হাত ধরে প্রশ্ন করলাম,” এখন আমার কি করা উচিৎ? ”

” যেভাবে চলছে, চলতে দে। তুইও কিছু বলিস না। দেখবি ঈশান ভাইয়া নিজে থেকেই তোর সাথে কথা বলবে।”

” আমিও তাই ভাবছি৷ উনি নিজে থেকে না এলে আমিও যাব না।”

” ভেরি গুড।”

আমি আবার চিন্তিত হয়ে বললাম,” কিন্তু ঈশানকে নিয়ে সামিয়ার এই ঢংটা আমি সহ্য করতে পারছি না।”

নিহা খিলখিল করে হেসে বলল,” তাহলে তুইও ঢং শুরু কর!”

” মানে?”

” ঈশান ভাইয়া যেমন সামিয়ার সাথে ঢলাঢলি করছে, তেমনি তুইও অন্যকারো সাথে ঢলাঢলি কর। টিট ফর ট্যাট। ”

নিহার বুদ্ধিটা আমার পছন্দ হলো। সবার আগে ফাহিম ভাইয়ের নামটাই মাথায় এলো। ঈশানের সামনে আমি ফাহিম ভাইয়ের হাত ধরে হাঁটছি, আর ঈশান জ্বলে-পুড়ে মরছে। এর চেয়ে মজার দৃশ্য আর কি হতে পারে?

আমি ঈশানের উপহার দেওয়া লাল শাড়িটা নিয়ে এসেছিলাম। সেটাই বের করলাম। এই শাড়ি পরে সুন্দরমতো সেজে-গুজে ঈশানের মাথা ঘুরিয়ে দিতে হবে। তারপর দেখব, কতক্ষণ সে কথা না বলে থাকে।

বাগানে স্টেজ সাজানো হয়েছে। আমি তৈরী হয়ে যখন বের হলাম তখন ঈশান ক্যামেরাম্যানের সাথে গেইটের সিন ভিডিও করার ব্যাপারে আলাপ করছে। কোন এংগেল থেকে ভিডিও করতে হবে, কাদের বেশি ছবি তুলতে হবে, কিভাবে লাইট আসবে, হেনতেন। আমি একদম ঈশানের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর প্রত্যাশিতভাবেই তার নজর আমার উপর পড়ল। ঈশান ঝড়ের গতিতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল। এমনভাবে তাকাল, যেন কোনো ভূত দেখছে! আমি জানি, যেখানে সব মেয়েরা ভারী লেহেঙ্গা পরে হুলুস্থুল বাঁধিয়েছে সেখানে আমি লাল শাড়ি পরে সাধারণ সাজে বের হবো এটা হয়তো ঈশান কল্পনাও করেনি। আর শাড়িটাও তো তারই দেওয়া! ঈশান আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার দিন-দুনিয়ার কোনো হুশ নেই। ক্যামেরাম্যান কিছু প্রশ্ন করছেন। ঈশান উত্তরও দিচ্ছে না। তার সমস্ত মনোযোগ আমার দিকে। আমি মিষ্টি করে হাসলাম। অতঃপর ঈশানকে চমকে দিয়ে তাকে পাশ কাটিয়েই ফাহিম ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম।

” ফাহিম ভাইয়া, কি করছেন?”

ফাহিম ভাইয়া আমাকে দেখে বিস্ফোরিত দৃষ্টিতে বলল,” তারু, ইউ আর লুকিং মারভেলাস! তোমাকে মারাত্মক লাগছে!”

আমি একহাতে চুল কানে গুজে লাজুক কণ্ঠে বললাম,” থ্যাঙ্কিউ। ”

” সম্পর্কে ভাবী না হলে তোমার প্রেমে পড়ে যেতাম।”

আমি ভ্রু কুচকে বললাম,” মানে? আমি আপনার ভাবী কেন হবো? ছি, ছি!”

ফাহিম ভাই মুখ গোজ করে বলল,” হয়েছে আর ড্রামা করতে হবে না। তোমার আর ঈশান ভাইয়ের ব্যাপার সব জানি আমি।”

আমি অবজ্ঞার সুরে বলল,” আরে ধূর, ওইসব কিছুই না। আপনি ভুল জানেন। ঈশান ভাইয়ের সাথে কি আমার যায় বলুন? বদমেজাজি একটা রাক্ষস টাইপ মানুষ। আমার জন্য পারফেক্ট আপনার মতো সুইট কেউ।”

ফাহিম ভাই বিভ্রান্ত হয়ে বলল,” আমার সাথে ফ্লার্ট করছ না তো?”

আমি আঁড়চোখে পেছনে চাইলাম। ঈশান এখনও এদিকে দেখছে। কাজেই ফাহিম ভাইয়ের কাঁধে হাত তুলে দিয়ে বললাম,” একদম না। ফ্লার্ট কেন করব? আপনার মতো মানুষের সাথে কি ফ্লার্ট করা যায়?”

ফাহিম ভাই অবাক হয়ে তাকিয়ে রইল। আমি অভিমানী দৃষ্টিতে বললাম,” আপনি না বলেছিলেন আমাকে গিটার বাজিয়ে শুনাবেন? এখনও কিন্তু শোনালেন না। কষ্ট পেয়েছি।”

ফাহিম ভাই আবেগে গলে গিয়ে বলল,” শুনাবো তো। কখন শুনতে চাও, বলো?”

” এখনি চলুন।”

আমি ফাহিম ভাইয়ের হাত ধরলাম। ঠিক সেই মুহূর্তে ঈশান আমাদের সামনে এসে দাঁড়াল।।ঈশানকে দেখে ফাহিম ভাইয়ের মুখ কাঁচুমাচু। সঙ্গে সঙ্গে আমার হাতটা ছেড়ে দিল। আমি মৃদু গলায় বললাম,” এক্সকিউজ মি, আপনি একটু সামনে থেকে সরুন। আমরা একটা জরুরী কাজে যাচ্ছি।”

ঈশান হাত ভাজ করে গম্ভীর কণ্ঠে বলল,” তার আগে তোমার সাথে আমার জরুরী কথা আছে।”

আমি কঠিন গলায় বললাম,” স্যরি। আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে আগ্রহবোধ করছি না। ”

ঈশান এবার ফাহিম ভাইয়ের দিকে চেয়ে বলল,” তুই এখানে কি করছিস? ওদিকে সাউন্ডবক্সে কি যেন প্রবলেম হচ্ছে। গিয়ে দেখে আয়।”

ফাহিম ভাই নিম্ন কণ্ঠে বলল,” কিন্তু সাউন্ডবক্স তো ঠিকঠাকই চলছে..”

ঈশান গরম দৃষ্টিতে তাকানো মাত্রই ফাহিম ভাই দ্রুত ‘আচ্ছা যাচ্ছি’ বলে চলে গেল।

আমি বিড়বিড় করে বললাম,” ভীতুর ডিম একটা! ”

ফাহিম ভাই চলে যাওয়ার পর ঈশান আমার হাত টেনে ধরে বলল,” এদিকে এসো।”

আমি রেগে বললাম,” আমার হাত ছাড়ুন। আমি আপনার সাথে কোথাও যাব না।”

ঈশান হেসে বলল,” তোমাকে যেতেই হবে।”

আমিও কম জেদী না। ঝটিতে হাত ছাড়িয়ে বললাম,” যাব না মানে যাব না।”

আমি সামনে হাঁটতে লাগলাম৷ ঈশানও আমার পেছন পেছন আসছে। আমি পাত্তা দিলাম না। তবে আমি চাই, সে এভাবেই আমার পেছন পেছন ঘুরুক। ঈশান ফিসফিস করে বলল,” তারিন বোঝার চেষ্টা করো, কথাটা সত্যি জরুরী।”

আমি হৃষ্টচিত্তে জবাব দিলাম,” আমি শুনতে চাই না!”

স্টেজে উঠতেই মেঘলা আমার হাত টেনে ধরে বলল,” এই তারু, তোর এই অবস্থা কেন?”

আমি অবাক হলাম,” কি অবস্থা?”

মেঘলা আমার কানের কাছে মুখ এনে বলল,” পেছন থেকে সেফটিপিন খুলে গেছে। পুরো পিঠের অর্ধেক অংশ দেখা যাচ্ছে।”

আমি সাথে সাথে পিঠে হাত দিলাম। অস্বস্তিতে লাল হয়ে এলো আমার মুখ। ঈশানকে দেখলাম আমার দিকেই চেয়ে আছে। এতোক্ষণে বুঝলাম তার জরুরীর কথা আসলে কি ছিল! আমি তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেলাম।

মোহনা আন্টিকে আজ অত্যন্ত সুন্দর লাগছে। এমনিতেও ভদ্রমহিলা যথেষ্ট সুন্দরী। তার উপর আজ সেজেছেনও বেশ জাঁকজমকপুর্ণভাবে। পেস্ট কালার সিল্কের শাড়ির সাথে কলারওয়ালা গোল্ডেন ব্লাউজ। তবে স্লিভলেস। মোহনা আন্টিকে আমি স্লিভলেস ব্লাউজ ছাড়া অন্যকোনো ব্লাউজ জীবনে পড়তেই দেখলাম না। অবশ্য তাকে এভাবেই সবচেয়ে ভালো মানায়। ঠিক যেন বলিউডের কোনো নায়িকা। আমি মোহনা আন্টির পাশে বসলাম। আন্টি ব্রাউনিশ চুলগুলো এক সাইডে সরাতে সরাতে বললেন, “কেমন আছো তারিন?”
আমার বলতে ইচ্ছে হল, ” আপনার গুণধর ছেলের জন্য কি ভালো থাকা যায়?” কিন্তু চাইলেই তো সবকিছু বলা যায় না। আমি ঠোঁট প্রসারিত করে জবাব দিলাম,” ভালো আছি।”

মোহনা আন্টি মলিন কণ্ঠে বললেন,” ঈশানের সাথে কথা বলেছিলে?”

আমি ইতস্তত হয়ে বললাম,” জ্বী না। এই বিষয়ে কথা বলা হয়নি।”

মোহনা আন্টির চেহারা মুহূর্তেই গাঢ় বিষাদের ছায়ায় ঢেকে গেল। আমি হাসিমুখে বললাম,” মনখারাপ করবেন না। আমি ঈশানকে বোঝাব। সব ঠিক হয়ে যাবে।”

মোহনা আন্টি মৃদু হাসলেন তবে আমার কথায় খুব একটা ভরসা পেলেন না সেটা বোঝা গেল। হঠাৎ করেই কোথ থেকে যেন আরিশা ছুটে এলো। মোহনা আন্টিকে জড়িয়ে ধরেই বলে উঠল,” কেমন আছ মাদার ইন লো।”

আরিশার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মোহনা আন্টি হাসতে হাসতে বললেন,” খুব ভালো। আমার ডটার ইন লো কেমন আছে?”

” ভেরি ফাইন। কিন্তু আমি তোমার কাছে একটা কমপ্লেইন নিয়ে এসেছি।”

” কমপ্লেইন?”

” হ্যাঁ। তোমার ছেলের নামে। সে আমাকে আইসক্রিম কিনে দিবে বলে কোথায় হারিয়ে গেছে। আর খুঁজেই পাচ্ছি না।”

” আহারে, আচ্ছা আমি তোমাকে আইসক্রিম কিনে দেব কিউটি। মনখারাপ করে না।”

তারপর মোহনা আন্টি আমার দিকে চাইলেন। আমি এতোক্ষণ হা করে আরিশার কথা গিলছিলাম৷ মোহনা আন্টি তাকাতেই আমি জোরপূর্বক হাসলাম। মোহনা আন্টি বললেন,” এটা হচ্ছে আমাদের পাকনি বুড়ি।”

আরিশা আমার দিকে একবার আঁড়চোখে চেয়েই মোহনা আন্টিকে প্রশ্ন করল,” তুমি তারি আপুকে চেনো?”

” হ্যাঁ চিনি তো।”

তারপর মোহনা আন্টি একটু দুষ্টমি করেই বললেন,” তুমি যেমন ঈশানের ছোট গার্লফ্রেন্ড তেমনি তারিন আপু হলো ঈশানের বড় গার্লফ্রেন্ড।”

আরিশা ভ্রু কুচকে আমার দিকে চেয়ে বলল,” তুমি ঈশানের গার্লফ্রেন্ড?”

আমি মাথা নেড়ে বললাম,” না তো।”

আরিশা হেসে বলল,” জানতাম। ঈশান আমার সাথে চিট করতেই পারে না।”

তার এই কথা শুনে মোহনা আন্টি হেসে ফেললেন। আর আমি কেমন রিয়েকশন দেওয়া দরকার খুঁজে পেলাম না। শুধু মনে হলো, আরিশার বয়সে থাকতে আমি প্রেমের অর্থটাও বুঝতাম না। আর এই মেয়েকে দেখে মনে হচ্ছে মায়ের পেট থেকেই প্রেমের বিষয়ে পিএইচডি করে বেরিয়েছে। ইঁচড়েপাকা!

বরযাত্রীর সামনে লাল ফিতা বেঁধে দাঁড়িয়ে আছি আমরা। আমি সামনে দাঁড়াতে চাইনি, কিন্তু মেঘলার জোরাজোরিতে দাঁড়াতে হল। কারণ মেঘলার ধারণা, আমি নাকি তর্ক খুব ভালো জানি৷ সামিয়া আমার বাম পাশটায় দাঁড়িয়ে। তার হাতে শরবত। মেঘলার হাতে বাটিভর্তি রসগোল্লা। এসব দিয়ে বরযাত্রীকে বরণ করা হবে। মেঘলা কাটাচামচ দিয়ে একটা রসগোল্লা তুলে সাফিন ভাইয়ার মুখের সামনে ধরল। সাফিন ভাইয়া হা করতেই মেঘলা হাত গুটিয়ে নিয়ে বলল,
” উহুম। আগে বায়না দিতে হবে। তারপরেই না মিষ্টিমুখ!”

রিফাত ভাইয়া তাচ্ছিল্যের সাথে বলল, ” কিসের বায়না আবার?”

সামিয়া জবাব দিল,” বাঃ রে! এতো কষ্ট করে আয়োজন সাজিয়েছি। মিষ্টি, শরবত বানিয়েছি। আর আমাদের কিছু দিবেন না?”

ঈশান তখন বলল, “আয়োজন তোমরা সাজাওনি। সাজিয়েছে ডেকোরেটরটা। আর মিষ্টি- শরবত এসব কিছুই তোমরা বানাও নি। শুধু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেই হলো? যারা আসলেই পরিশ্রম করেছে পারিশ্রমিক কেবল ওরাই পাবে। এবার এসব ঝামেলা সরাও। ভিতরে আসতে না দিলে কিন্তু হামলা হবে।”

ঈশানের সাথে তাল মিলিয়ে ছেলেরা সবাই আওয়াজ তুলল।

মেঘলা হাত বাড়িয়ে বলল, “ওয়েট, ওয়েট। তার মানে আপনি কি বলতে চান আমরা কোনো কাজ করিনি? এইযে এই শরবত আমি বানিয়েছি। মিষ্টি আমাদের তারু বানিয়েছে। এই ফিতা, ফুল এইসব কিছু আমরাই অ্যারেঞ্জ করেছি। আপনাদের ওয়েলকাম করার জন্য এতোকিছু করলাম অথচ আপনারা কিপটামি করছেন?”

সামিয়া ক্ষুব্ধ হয়ে বলল, “আর তাছাড়া এটাও তো ঠিক না ঈশান ভাইয়া। আপনি বউয়ের কাজিন। তাই আপনার উচিৎ ছিল আমাদের সাইড নেওয়া। তা না করে আপনি বরপক্ষের সাইড নিচ্ছেন কেন?”

মাহাথি ভাইয়া গলা উঁচিয়ে বলল,” নিবে না কেন? আগে হলো ফ্রেন্ডশীপ, তারপর অন্যকিছু।”

মেঘলা হাত ঠেঁকিয়ে বলল,” সে যাই হোক, আমরা আদর-আপ্যায়নের কোনো কমতি রাখিনি। তাই আমাদের ন্যায্য পাওনা দিতেই হবে। নয়তো গেইট ছাড়ছি না। ”

ঈশান ভ্রু কুচকে বলল,” তোমাদের এক্সট্রা আদর-আপ্যায়ন দেখানোর প্রয়োজন নেই৷ এসব শরবত, রসগোল্লা দূরে সরাও। দেখেই তো কেমন লাগছে!আল্লাহই জানে কি দিয়ে বানিয়েছ। খেলে আবার পেটখারাপ হবে না তো? ”

ঈশানের কথায় হাসির রোল পড়ে গেল। আমি ক্রুদ্ধ স্বরে বললাম,” এতো সমস্যা মনে হলে আপনি খেয়েন না। এমনিতেও কুকুরের পেটে ঘি হজম হয় না৷ ”

আমার এই কথায় মেয়েরা হেসে উঠল। ঈশান রাগী দৃষ্টিতে বলল,” হোয়াট ডু ইউ মিন বাই কুকুর? তুমি কাকে কুকুর বলছ?”

আমি মুচকি হেসে বলল,” কথা হয় সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। আফসোস!”

ঈশান আরও কিছু বলতে নিচ্ছিল। তখন সাফিন ভাই থামালেন,” আরে, তোরা কি ঝগড়া করেই রাত পার করে দিবি নাকি? ওরা যা চায় তা দিয়ে দে ভাই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে।”

রিদিতা মজা করে বলল,”অয়হয়, দুলাভাইয়ের মনে হয় বউয়ের কাছে যাওয়ার জন্য আর তর সইছে না। আচ্ছা যান, আপনাদের উপর দয়া করলাম। বেশি না মাত্র পঞ্চাশ হাজার টাকা ছাড়ুন। আমরা গেইট ছেড়ে দিব।”

টাকার পরিমাণ শুনে ছেলেদের চোখ কপালে গিয়ে উঠল। অবশেষে অনেক তর্কাতর্কির পর আমরা ত্রিশ হাজার টাকা আদায় করতে সক্ষম হলাম। তারপর বরকে মিষ্টি, শরবত খাওয়ানো হলো। সামিয়া ঈশানের মুখেও একটা মিষ্টি তুলে দিতে চাইল। ঈশান বাঁধ সেধে বলল,” উহুম। আমি এসব থার্ডক্লাস মিষ্টি খাই না।”

আমি রেগে তাকালাম। মেঘলা ভ্রু কুচকে বলল,” কি বললেন? এটা থার্ড ক্লাস মিষ্টি?”

ঈশান অতি স্বাভাবিক স্বরে বলল,” নো ডাউট।”

সামিয়াকে দেখলাম ঠোঁট বাঁকা করে হাসছে। যেন ঈশানের এই কথায় সে খুব মজা পেয়েছে। আমি আর সেখানে দাঁড়ালাম না। রাগে শরীরটা চিড়বিড় করে উঠছিল। স্টেজের পেছনে একটা চেয়ার নিয়ে বসলাম। বিশ্বাস হচ্ছে না, ঈশান এইভাবে ইনসাল্ট করল আমাকে? তাও আবার সামিয়ার সামনে? প্রচন্ড রাগ হচ্ছে। ভুল তো আমারই। ঈশানের সাথে সম্পর্কে জড়ানোই আমার সবথেকে বড় ভুল। ওমন আবেগমাখা চিঠি, মিষ্টি মিষ্টি বুলি সবাই আওরাতে পারে। কিন্তু সত্যিকারভাবে কয়জনই বা ভালোবাসতে পারে? শুধুমাত্র একটা চড়কে কেন্দ্র করে ঈশান আমার সাথে যা করছে, সত্যিকারের ভালোবাসলে কখনোই এমনটা করতে পারতো না। তার মতো ছেলের জন্য সামিয়াই ঠিকাছে। আমি তো তার কাছে থার্ড ক্লাস। তাহলে সে ফার্স্ট ক্লাস নিয়েই ভালো থাকুক!

পাঠক হিসেবে আপনি কাকে সাপোর্ট করেন? ঈশান নাকি তারিন? একটা ভোট হয়ে যাক। টিম ঈশান অথবা টিম তারিন।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here