তুমি প্রাক্তন নও আমার ভালোবাসা #পর্ব-২ শ্যামবতী নয়না

0
24

#তুমি প্রাক্তন নও আমার ভালোবাসা
#পর্ব-২
শ্যামবতী নয়না

অন্যদিকে,,
ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো সে আমাকে চিনে না,,, ঘৃনায় হয়তো আমার চেহারাও ভুলে গেছে আমি তাকে বেইমানির পরিচয় দিয়েছি কিন্তু আমার যে কিছু করার ছিলো না ,,, চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়লো

সন্ধ্যায় ফোন এর রিং বেজেই যাচ্ছে একটু পর রিসিভ করলাম..

আমি : আসসালামু আলাইকুম কে বলছেন?
ওপাশ থেকে : আপনি কি মিস ফারিয়া প্রভা বলছেন
আমি : জ্বী
ওপাশ থেকে : congratulations… MRI কোম্পানিতে আপনার জব কনফার্ম,,ফারহান স্যার এর পিএ আপনি..
আমি : thank you,,(এক্সাইটেড হয়) কবে থেকে জয়েন করতে হবে?
ওপাশ থেকে : কাল থেকেই জয়েন করতে হবে,, আপনি কাল সকাল ৮:০০ অফিসে উপস্থিত থাকবেন,,বাই
আমি : জ্বী ঠিক আছে।

জবটা পেয়ে খুব আনন্দ লাগছে 😍,,কিন্তু ফারহানকে প্রতি দিন দেখলে তো তার মায়ায় পড়ে যাবো,,,,জবটা ছেড়ে দেওয়াটাও পসিবল না😫😫

আচ্ছা ফারহান কি তার বউকে খুব ভালোবাসে
,,,আমাকে কি সত্যি ভুলে গেছে নাকি নতুন করে আর আমাদের মাঝে কোন সম্পর্ক তৈরি করতে চায় না,,,সত্যিটা বলে যদি ওর কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করবে তো,,,এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম,,

ঘুম ভাঙলো সকাল ৭:৩০ এ তাড়াতাড়ি উঠে ফ্রেস হয়ে নাস্তা না করেই একটা শাড়ি পরে বের হলাম,, রাস্তায় জ্যাম পড়ায় ১০ মিনিট লেট হয়ে গেছে,,,
উফফ আজকে প্রথম দিনই মনে হয় জব চলে যাবে (ভাবতে ভাবতে অফিসে চলে এলাম)

অফিসে ডুকার সাথে সাথে একটা লোক এসে বলে,,
কফিল : হাই আমি কফিল তুমিই ফারিয়া right?
আমি : হুম,,
কফিল : এতো লেট করে আসছো কেন,,আসো স্যার তোমাকে ডাকে ভিতরে??
আমি : হুম চলুন (বলে কফিল এর পিছনে যেতে লাগলাম,, খুব ভয় করছে যদি জবটা চলে যায়)

কেবিনে গিয়ে কফিল বললো
কফিল : আসবো স্যার?
ফারহান : yes come ( ল্যাপটপ এ কাজ করতে করতে বললো)
কফিল : স্যার মিস ফারিয়া আসছেন?
ফারহান : প্রথম দিনই ১০ মিনিট লেট বাকি দিন গুলো তো পড়েই আছে,,, এভাবে চললে জব করা যাবে না মিস ফারিয়া(কাজ করতে করতে)
কফিল তুমি যাও এখন,,,
কফিল : জ্বী স্যার

ফারহান : মিস ফারিয়া বসুন আপনি,,
আমি : জ্বী স্যার,,থ্যাংকস(বসে বসলাম)

নিশু কিছু না বলেই ফারহানের কেবিনে ডুকে বললো..
নিশু : good morning,, farhan
ফারহান : morning nishu
নিশু : ফারহান ওর কি জব কনফার্ম হয়ে গেছে(আমার দিকে তাকিয়ে)
ফারহান : হুম নিশু ও আজ থেকে আমার পিএ
নিশু: what farhan?? তাহলে আমি কি?? আমার পোস্ট আমি ছেড়ে দিবো না তুমি ওকে অন্য জায়গায় পোস্ট কর?(রেগে)
ফারহান : বস কে আমি না তুমি,,,আমি যা বলছি শুনেছো না now go 🤬🤬🤬🤬(রেগে)

নিশু রেগে চলে গেলো কেবিন থেকে

ফারহান : মিস ফারিয়া ফাইল গুলো কমপ্লিট করে দিন,,, জ্বী স্যার( বলেই ফাইল নিয়ে উঠে কেবিন থেকে বের হবো তখনি)
ফারহান : আপনাকে আমি কোথাও যেতে বলেছি আমার সামনে বসে সব ফাইল চেক করুন,,
আমি : কিন্তু স্যার..
ফারহান : কোন কিন্তু নয় এখানে বসেই কাজ করুন ওকে😡(আজ এক বছর পর তোমায় এতো কাছ পেলাম,, দূরে দূরে থাকতে দেই কি করে my jaaan.. মনে মনে)

আমি ফাইল গুলো দেখছিলাম তখন দেখি তেলাপোকাটা মনের সুখে ফোন টিপছে আর মুচকি মুচকি হাসছে,, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখছে ,,,মনে হয় মোবাইলে কোন মাইয়ার লগে ইটিসপিটস করে শালা,, বান্দর,,তুমি আমার কথা হয়তো ভুলেই গেছো, আমি যে অসম্পূর্ণতা ভুগছি,, তোমার কাছে থাকাটা পসিবল ছিলো না আমার 😞😞 এইসব ভাবছি আর তার মায়াভরা চোখের দিকে তাকিয়ে আছি তখনি ফারহান বলে উঠলো

ফারহান : আমি এতোটাও সুন্দর না যে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে,,সুন্দর হলে কেও আমাকে ছেড়ে চলে যেতো না,,, 😐😐😐(গম্ভীর ভাবে)
আমি : ফারহান বিশ্বাস করো..
ফারহান : বেঈমানকে বিশ্বাস করা যায় না।যারা টাকাকে ভালোবাসে অন্যের অনুভুতির কোন মূল্য দেয় না..
আমি : সত্যি বলতে আমি…(আর কিছু বললাম না)
ফারহান : আমার জন্য কফি নিয়ে আসুন?
আমি : আমি কেন,, কফি আনতে যাবো
ফারহান : কারণ আপনি আমার পিএ আমি যা বলবো তা শুনতে হবে,, let’s go(😡😡)
আমি : ওকে(বলে বিরক্তি নিয়ে কেবিন থেকে বের হতেই একটা লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম
সাথে সাথে লোকটাকে,,, ইতর,, বিলাই,,গাধা,,প্লাস্টিক চোখে দেখেন না উগান্ডা থেকে আমদানি হইছে মনে হয় বলেই উঠতে যাবো তখনি লোকটা হাত বাড়িয়ে দিলো আমি তার হাত ধরে উঠবো তখনি ফারহান এসে আমাকে আমার হাত ধরে উঠিয়ে দিলো,,, আর বললো আমি ডাকা ছাড়া আমার কেবিনে আসবেন না ওকে (রেগে বললো)

আর লোকটা….

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here