তুমি প্রাক্তন নও তুমি আমার ভালোবাসা #পর্ব-৩ শ্যামবতী নয়না

0
26

#তুমি প্রাক্তন নও তুমি আমার ভালোবাসা
#পর্ব-৩
শ্যামবতী নয়না

ফারহান : কারণ আপনি আমার পিএ আমি যা বলবো তা শুনতে হবে,, let’s go(😡😡)
আমি : ওকে(বলে বিরক্তি নিয়ে কেবিন থেকে বের হতেই একটা লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম
সাথে সাথে লোকটাকে,,, ইতর,, বিলাই,,গাধা,,প্লাস্টিক চোখে দেখেন না উগান্ডা থেকে আমদানি হইছে মনে হয় বলেই উঠতে যাবো তখনি লোকটা হাত বাড়িয়ে দিলো আমি তার হাত ধরে উঠবো তখনি ফারহান এসে আমাকে আমার হাত ধরে উঠিয়ে দিলো,,, আর বললো আমি ডাকা ছাড়া আমার কেবিনে আসবেন না ওকে (রেগে)

আর লোকটা আমার দিকে কেমন লোলুপ চোখে তাকিয়ে বলে উঠলো how sweet😍

ফারহান : ও sweet না মিরাজ শেখ ওর নাম ফারিয়া প্রভা আমার পিএ( দাঁত চেপে)
মিরাজ : but ওকে তো আগে দেখিনি (আমার দিকে তাকিয়ে)
ফারহান : আমার নিউ পিএ,,, চলুন ভিতরে,,,আর মিস ফারিয়া আপনাকে কাজ দিয়েছি এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে বলিনি,,নিজের কাজ করুন let’s go (রেগে)
আমি : ওকে স্যার (বলেই লোকটার দিকে এগিয়ে যাই,,, সেটা দেখে ফারহান রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে,,,,আমিও ফারহানকে রাগানোর জন্য লোকটার কাছে গিয়ে বললাম…
আমি : হাই আমি ফারিয়া প্রভা (হাত বাড়িয়ে দিয়ে)
মিরাজ : হ্যালো আমি মিরাজ শেখ,, ধাক্কা দেওয়ার জন্য i’m sorry.. আমি দেখতে পাইনি(মুচকি হাসি দিয়ে)
আমি : it’s ok ( বলেই চলে গেলাম কফি বানাতে,,,

সেখানে গিয়ে মিরাজ বেটাকে বির বির করে গালি দিচ্ছিলাম,,,শালা,,উগান্ডা চোখে দেখে না মেয়েদের গায়ের উপর পড়ে লুচু কোথাকার,,এহহ আসছে আবার স্যরি বলতে,,আইএম তলি আমি দেকতে পাইনি হুহ (গাল বাকা করে বললাম) তখনি পিছন থেকে কে যেন বলে উঠলো,, বাহ এক দিনে তো ভালোই হাত করে নিয়েছো ফারহানকে,,কথাটা শুনে পিছন ফিরে দেখি নিশু প্রেত্নিটা দাঁড়িয়ে আছে,, তাকে দেখে আমার রাগ উঠে গেলো

আমি : ওহ আপনি!! কি করছেন এখানে?
নিশু : তা কি তোমাকে বলতে হবে নাকি!
আমি : হুম বলতে হবে?
নিশু : এই মেয়ে একদিন হলো অফিসে জয়েন করেছো তোমাকে কেন আমি কৈফিয়ত দিতে যাবো তুমি জানো আমি কে আমি ফারহানের পিএ (রেগে)

আমি : হাহাহা😂 কি বললেন পিএ,, সেটা তো ছিলেন আজ থেকে আমি ফারহানের পিএ 😎আর অফিস টাইমে কাজ ফেলে এইদিক সেইদিক ঘুরাফেরা করছেন কেন? যান নিজের কাজ করুন😡😡
নিশু : তোমার চাকরি তো কেড়ে নিবোই আমি আর তোমাকেও দেখে নিবো( আমার কাছে এসে মুখের উপর আংগুল তুলে)

আমি : আংগুল নামিয়ে কথা বলুন মিস নিশু ওরফে ময়দা প্রেত্নি(বিড়বিড় করে)
নিশু : এই মেয়ে কি বললে তুমি তোমাকে তো আমি huh ( বলেই মুখ বাকা করে চলে গেলো)

আর আমি ওর হিংসা দেখে মিটিমিটি হাসতে লাগলাম,,,

১ঘন্টা পর,,,, ফারহানের কেবিনের দিকে যেতেই দেখি মিরাজ শেখ ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বের হচ্ছে আমি কিছু না বলেই চলে যেতে নিলে আমার হাত ধরে টান দেয় আর আমি…

চলবে…

(আমি একটু ব্যস্ত তাই সাজিয়ে লিখতে পারিনি ঠিক মত স্যরি😔😔,,পরের বার ইনশাল্লাহ ঠিক ভাবে দিবো😘)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here