তুমি_আমার??Part_12
#Written_By_Samia_Islam
রাইসা:: আচ্ছা তুমি ঠিকমতো মেডিসিন খেও,,, আমি এখন আসছি,,, সারাদিন অনেক ঘুরাঘুরি করলাম এখন একটু রেস্ট নিতে হবে,,,
রিধি:: খাট্টাশ মাইয়া তোরে কি এখানে কেউ থাকতে বলছে,,, তুই রেস্ট নে না হলে সারারাত সমুদ্রে গিয়া বইসা থাক তাতে আমার কি,,,( মনে মনে)
নিরা::ok ভাবি,,,,
রাইসা চলে গেলে রিধি বড়বড় চোখ করে নিরার দিকে তাকিয়ে থাকে,,,,
নিরা::: আমি আবার কি করলাম ???
রিধি:: এত ভাবি ভাবি করার কি আছে,,,??
নিরা:: আজব তো,,, কয়েকদিন পর তো রাইসা এমনিতেই ভাবি হবে তাই আগে থেকেি প্রেক্টিস করছি,,,
রিধি:: এত প্রেক্টিস করতে হবে না,,,
নিরা:: ফিলিংস জেলাস!! ?
রিধি:: জেলাস হবো কেন????
নিরা:: তাহলে!!!
রিধি:: আমি কিছু জানিনা,,,তবে আমার সামনে রাইসা পেতনীকে যদি আর কখনো ভাবি ভাবি করতে শুনি তোকে করলার রস খাওয়াবো,,,
নিরা:: কিন্তুু শান্ত ভাইয়া বলছে রাইসাকে ভাবি ডাকতে,,,আর যাই হোক ভাইয়ার কথা তো ফেলতে পারিনা,,,,
রিধি:: এই দেখ যে ডাই বলুক আমার সামনে রাইসাকে ভাবি ডাকতে পারবিনা এন্ড এটাই ফাইনাল,,,
নিরা:: কিন্তুু,,,,,
রিধি:: কিন্তুু কি হুম?
নিরা:: কিছু না,,, বলছি যে রাইসাকে তো ভাবি ডাকতে পারবো না তাহলে কাকে ডাকবো??? ?
রিধি:: কাউকে ডাকতে হবেনা,,, সময় হলে যাকে ডাকার তাকে ডাকতে পারবি,,
নিরা:: জানিস রিধি শান্ত ভাইয়া কিন্তুু অনেক রোমান্টিক রাইসা ভাবিকে
রিধি::??
নিরা:: Sorry,,,, রাইসা আপুকে অনেক সুন্দর রুপার নূপুর গিফ্ট করছে,,, আর জানিস ভাইয়া যখন সবার সামনে সেটা আপুর পায়ে পড়িয়ে দিচ্ছিল তখন ভাইয়াকে যা লাগছিল তোকে বলে বুঝানো সম্ভব না,,,??
রিধি:: ??
নিরা:: আর জানিস ভাইয়া যখন রাইসাকে প্রপ্রোজ করেছিল ঐ দিনতো ভাইয়াকে অনেক সুন্দর লাগছিল,,, উপপ কি না প্রপ্রোজ করার স্টাইল,,, যে কোনো মেয়েই রাজি হয়ে যাবে,,, ?
রিধি:: আমি ঘুমাবো,,,,
নিরা:: সে কি ডিনার করবি না,,,
রিধি:: ইচ্ছে করছে না,,,তুই করে নে,,,
নিরা:: এই ডিনার না করলে মেডিসিন কি করে খাবি,, ?
রিধি:: মেডিসিন গুলা তুই খেয়ে ঘুমিয়ে যা,,?আমাকে ডিস্টার্ব করবি না,,,
রিধি অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে যায়,,,
নিরা:: আমি আবার এমন কি বললাম যে আমার উপর সব রাগ জরাচ্ছে,,, ? জানিনা বাবা এই মেয়েটার মাথার মধ্যে কখন কোন বিষয় নিয়ে ভূত চাপে,,,
নিরা আর কি করবে গোমড়া মুখ করে ডিনার করতে যায়,,,
নাহিদ:: রিধি আপু আসেনি??
নিরা:: না,,, উল্টা বকাঝকা করে আমাকে পাঠিয়ে দিলো,,,
নাহিদ:: ডক্টর বলছে খাওয়া দাওয়ায় অনিয়ম করা যাবে না,,, কিন্তুু আপু এগুলা কি শুরু করছে,, ইচ্ছে করেই অসুস্থ হয়ে যাচ্ছে,,,,,,
রাইসা;:: আমি ডেকে আনবো??
শান্ত:: তোমাকে কেউ ডাকতে বলছে?? যার ইচ্ছে হবে সে খাবে,,, তুমি চুপচাপ নিজের টা খাও,,,,
রাইসা:: কিন্তুু রিধি তো অসুস্থ,,,,
শান্ত:: সো হোয়াট,,, সবার কথা ভাবলে নিজেকেই না খেয়ে থাকতে হবে,,, সো অন্যের কথা না ভেবে নিজেরটা ভাবো,,,
নাহিদ:: ভাইয়া তুমি এভাবে বলছো কেন??
শান্ত:: তো কি করে বলবো!!!! যার জন্য তোমরা সবাই এত টেনশন করছো সে কে?? তার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই,,,, তাহলে কেন আমরা ওর জন্য টাইম ওয়েস্ট করবো,,,,
নিরা:: আমি আসছি,,, ( নিরা উঠে চলে যেতে লাগলো,,,)
নাহিদ::: তুমি কোথায় যাচ্ছো???
নিরা:: কথা গুলো হজম করতে পারছি না,,, আর এমনিতেও আমার খিদা নেই,,, তোমরা খেয়ে নাও,,,
নিরা সবার আড়ালে চোখের পানি মুছে চলে আসলো,,, নিরার পিছন পিছন নাহিদ ও উঠে গেল,,,
নাহিদ:: ভাইয়া আমারও খিদা নেই,, তোমরা খেয়ে নাও,,,
নাহিদও উঠে নিজের রুমে চলে গেলো,,,,
রাইসা:: তুমি এমনটা না করলেও পারতে ,,,,,,
শান্ত:: মানেটা কি!!!! আমি কি কিছু ভুল বলছি,,? ? বাইরের একটা মেয়েকে নিয়ে এভাবে সিনক্রিয়েট করা ঠিক না,,, তোমাদের সবার মাথায় মধ্যে কি ডুকছে আল্লাহই জানে,, আসার পর থেকেই মেয়েটাকে নিয়ে পড়ে আছো,,,? তুমি খাও আমি যাচ্ছি,,,
শান্তও উঠে চলে গেলো,,, রাইসা একলা বসে থেকে কি করবে তাই রাইসাও চলে গেলো,,, নিরা রুমে গিয়ে কাঁদতে থাকে,,, কথা গুলো রিধিকে বললেও নিরার গায়ে কাটার মতো বেঁধে আছে,,, সেই ছোট বেলা থেকে রিধি আর নিরার বন্ধুত্ব,,, কখনো কাউকে ছেড়ে কেউ যায়নি,,, ঝগড়া হলে ২-৩ দিন কথা বলতো না,,কিন্তুু তারপরে দুজনেই আবার সব ঝগড়া ভুলে এক হয়ে যেতো,,, নিরা ফ্লোরে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে,,,, রিধি হাল্কা ঘুমিয়ে পড়েছিল কিন্তুু কারো কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেল,,, রিধি চোখ মুছে তাকিয়ে দেখে ফ্লোরের এক কোণায় বসে নিরা কাঁদছে,,, রিধি তাড়াতাড়ি নেমে রিধির পাশে ফ্লোরেই বসে যায়,,,,
রিধি:: এই নিরু, নিরু কি হয়েছে?? কাঁদছিস কেন?? তোকে কি কেউ কিছু বলেছে?? কি হয়েছে বল আমাকে?? নিরু প্লিজ কান্না বন্ধ কর,,,
নিরা রিধিকে জড়িয়ে ধরলো কান্নার বেগটা যেন আরো বেড়ে গেল,,,,
নিরা:: শান্ত ভাইয়া সবসময় তোকে এমন কিছু কেন বলে ?? ?
রিধি:: কি বলেছে?? আচ্ছা বললে আমাকে বলেছে কিন্তুু তুই কাঁদছিস কেন??
নিরা:: ছোট বেলা থেকে দেখে আসছি আমাকে কোনো মেয়ে কিছু বললে তুই তাকে একা ডেকে নিয়ে অনেক মারতি,তুই ছাড়া কেউ যদি আমার সাথে ঝগড়া করতো হয়তো তার নোট লুকিয়ে ফেলে স্যার দের কাছে বকা খাওয়াতি না হলে কোনো একটা বাহানায় এর বদলা নিয়ে নিতি ,, সব সময় বলতি আমরা দুই দেহ এক প্রাণ,,, তাহলে বল তোকে যে আজ এসব কিছু বলেছে এগুলা আমার গায়ে লাগেনি ,,, ?
রিধি:: তুই এখানে থাক আমি আসছি,,,
নিরা:: কোথায় যাচ্ছিস?? ?
রিধি:: ঐ শান্তকে আমি দেখে নিবো,,?
নিরা:: এই তুই উল্টা পাল্টা কিছু করিস না প্লিজ,,,
রিধি:: এমন কিছু করবো না,,,
রিধি রাগে লাল হয়ে শান্তর রুমের দিকে গেলো,,,,,, গিয়ে দেখলো নাহিদ সোপায় বসে ফোনে কিছু করছে,,,আর শান্ত বেডে বসে আছে,,, রিধি নক করা ছাড়াই ডুকে গেল তাই শান্ত আর নাহিদ দুজনেই ভূত দেখার মতো চমকে উঠলো,,, নাহিদ দাড়িয়ে গেল,,শান্ত রিধিকে দেখে অন্য দিকে তাকিয়ে রইলো,, রিধির রাগটা আরো দ্বীগুণ বেড়ে গেল,,,
নাহিদ:: আপু তুমি?? কোনো প্রবলেম হইছে??
রিধি:: ভাইয়া আপনি ৫ মিনিটের জন্য একটু বাইরে যাবেন???
নাহিদ:: ok আপু,,,
নাহিদ বাইরে গেলে রিধি খুব জোরে আওয়াজ করেই দরজাটা লক করে,,,কিন্তুু শান্ত তবুও রিধির দিকে তাকায় নি,,, শান্ত নিজের ল্যাপটপ টা নিয়ে রিধিকে না দেখার মত করে কাজ করতে থাকে,, রিধি শান্ত কাছে গিয়ে ল্যাপটপ টা নিয়ে বেডে রেখে দেয়,,, শান্ত রিধির দিকে না তাকিয়ে বেড থেকে উঠে চলে যেতে লাগলে রিধি শান্তর সামনে এসে দাড়ায় তারপর শান্তর শার্টের কলার চেপে ধরে শান্তর দিকে বড়বড় চোখ করে তাকায়,,,
রিধি::: আপনার সাহস কি করে হয় আমার সম্পর্কে আজেবাজে কথা বলার,,,, কতটুকু জানেন আমার সম্পর্কে?? কতটুকু চিনেন আমাকে?? আমি যদি জানতাম এখানে আপনিও আসবেন তাহলে কখনোই আসতাম না,,, আপনি যা বলার আমার সামনে বলতেন কিন্তুু আপনি নিরাকে এসব বলেছেন কেন?? ?
শান্ত:: বলা শেষ হলে যেতে পারো,,,
রিধি:: প্রবলেম কি আপনার?? কি ভাবেন নিজেকে??
শান্ত:: বললাম তো যদি বলা শেষ হয়ে থাকে তাহলে যেতে পারো,,,
রিধি রাগ কন্ট্রোল করতে না পেরে শান্তকে ধাক্কা দিয়ে বেডে ফেলে রিধি শান্ত উপড়ে উঠলো,,
রিধি:: আমার কথাগুলো ভাষণ মনে হচ্ছে?? এতক্ষণ ধরে যা বললাম তার কোনো আনসার কাছে নেই?? নাকি বলতে চাচ্ছেন না???
শান্ত উঠে যেতে লাগলো কিন্তুু রিধি শান্তর উপর থাকায় উঠতে পারছে না,,,
শান্ত:: রাইসা আসলে আমাকে ভুল বুঝবে তুমি এখান থেকে যাও,,,
রিধি:: কি ভুল বুঝবে?? কে হয় রাইসা?? দুইদিনের মেয়ে তাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন??
শান্ত:: রাইসার সম্পর্কে কিছু শুনতে চাই না,,, কারণ রাইসা আমার ওয়াইফ,,,
রিধি:: বিয়ে ছাড়া ওয়াইফ,,,
শান্ত:: হয়নি তবে হতে কতক্ষণ??
রিধি:: হয়নি আর হবেও না,,, আমি বেঁচে থাকতে রাইসাকে কি করে বিয়ে করেন সেটাও দেখে নিবো,,,
শান্ত:: তোমার সামনেই রাইসাকে বিয়ে করবো,,, আর সেটাও খুব তাড়াতাড়ি,,,,
রিধি:: করে দেখান,,,,?
শান্ত রিধিকে ধাক্কা দিয়ে ওর উপর থেকে সরিয়ে দিলো,,,রিধি বেডের উপর থেকে ল্যাপটপ টা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে,,,
শান্ত:: এটা কি করলে?? পাগল হলে নাকি?
রিধি:: ঐ চুপ? মাএ তো ল্যাপটপ টা ভাংলাম আর যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার বাড়িতে গিয়ে সবকিছু ভেঙ্গে দিয়ে আসবো,,,,,,
রিধি চোখ বড়বড় করে শান্তর দিকে তাকিয়ে তারপর রুম থেকে চলে গেলো,,,
রিধি রুমে থেকে বেরিয়ে দুই তিন পা ফেলতেই রাইসাকে দেখতে পায়,,, রাইসাকে দেখে রিধি ইচ্ছে করে ওরানাটা হিরোয়িন দের মতো ঠিক করতে করতে আসে,,,
রাইসা:: আরে রিধি তুমি??? নাহিদের কাছে গিয়েছিলে?
রিধি:: না,,, নাহিদ ভাইয়াতো রুমে নেই,,
রাইসা:: তাহলে কেন গিয়েছো??
রিধি:: আসলে কিভাবে যে বলি,,,?
রাইসা:: কি হয়েছে বলো,,???
রিধি:: শান্ত স্যার আমাকে একা ডেকেছিলেন তাই,, ??
রাইসা:: শান্ত তোমাকে ডাকছে?? ? তাও একা,,,কিন্তুু কেন??
রিধি:: সেটা আমি বলতে পারবো না?
রাইসা::মানে কি তুমি কি বুঝাতে চাইছো,,,
রিধি:: আচ্ছা আপু আপনিও তো মেয়ে,,,, তাহলে এটা বুঝেন না,,, একটা মেয়েকে একটা ছেলে একা এত রাতে কেন ডাকে,,,
রাইসা:: শান্ত তোমাকে,,,? তোমাদের রিলেশন টা কত দিনের???
রিধি:: ১ বছর হলো,,,
রাইসা:: শান্ত আমাকে এসবের কিছুই বলেনি,,,?
রিধি:: উনি আমাকেও বারণ করেছে যাতে আপনাকে না বলি,,, আর আপনার সামনে আমার সাথে খারাপ বিহেভ করলেও পরে সব পুষিয়ে দেয়,,,?
রাইসা:: শান্তকে আমি ছাড়বোনা,, আমার সাথে এক্টিং করা হচ্ছে,,,
রিধি:: হি হি এবার বুঝবে মি. শান্ত কত ধানে কত চাল,,,, আমার সাথে পাঙ্গা নিতে আসছে,,, এখন যে মি. শান্তর অবস্থা কি হবে সেটা ভাবতেই খুব হাসি পাচ্ছে,,, এখন বুঝবে বিয়ে করার শখ কেমন,,,, ?
উপপ এখন তো ইচ্ছে করছে ডান্স করতে,,, একটু পর মি. শান্তর রুমের ভিতর ঘূর্ণিঝড় শুরু হবে,,, তার আগেই এখান থেকে আমি কেটে পড়ি,,,, রিধি লাফাতে লাফাতে রুমে এসে দরজা লক করে সোজা গিয়ে বেডে শুয়ে যায়,,,,
নিরা:: কি হয়েছে রিধি এমন করে শুয়ে পড়লি কেন???
রিধি:: এক গ্লাস পানি নিয়ে আয়,,,
নিরা পানি এনে রিধিকে দিল,,, রিধি পানি খেয়ে আবার শুয়ে যায়,,,
নিরা:: এখন বল কি করে এসেছিস??
রিধি:: খুব মহান একটা কাজ করেছি,,,এখন বুঝবে মি. শান্ত রিধিকে আজেবাজে কথা বলার পরিণাম কি হয়,,,,
নিরা::: কি করেছিস???
রিধি:: ( এরপর রিধি রাইসাকে যা যা বলেছিলো সবকিছু বলল)
নিরা:: তুই এটা কি করলি??
রিধি:: ঠিক কাজটাই করছি,,
নিরা:: এটা ঠিক কাজ,,,??
রিধি:: ভুলের তো কিছু দেখলাম না,,, এটাই উনার শাস্তি,,, বজ্জাত ছেলে এবার বিয়ে করার শখ মিটবে,,,
নিরা:: তাই বলে এত বড় মিথ্যা বলবি,,,
রিধি:: হুম,,,১০০ বার বলবো তোর তাতে কি??
নিরা:: না না আমার কিছুই না,,
রিধি:: তাহলে বকবক না করে ঘুমা,,,
এরপর রিধি নিরা দুজনেই শুয়ে পড়ে,,,,
এইদিকে,,,
রাইসা:: শান্ত আমি কখনো ভাবিনি তোমার কারেক্টটার এত খারাপ,,,
শান্ত:: প্লিজ রাইসা আমার কথাটা শুন,,,
রাইসা:: কি শুনবো বলো??? একটা মেয়েকে এত রাতে রুমে একা কেন ডাকে,,,, আমি তো আর ছোট নই যে এসব বুঝি না,,,
শান্ত:: রিধি তোমাকে মিথ্যা বলছে,,,, আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি,,,
রাইসা:: ও তার মানে এমনি এমনি রুমে ডেকেছিলে??
শান্ত:: আমি ডাকি নি রিধি নিজ থেকেই এসেছে,,,
রাইসা:: তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করোনা,,, আমি জানি তোমাদের এক বছর ধরে রিলেশান চলছে,,, আর আমার সামনে রিধির সাথে যেরকম বিহেভ করো সবটাই এক্টিং,,,,
শান্ত:: রিধি তোমাকে যা বললো তাই বিশ্বাস করে নিলে,,, আরে ও তো তোমাকে ভুল বুঝিয়ে আমার থেকে আলাদা করার চেষ্টা করছে,,,
রাইসা:: আর তুমি কি করার চেষ্টা করছো?? সত্যিটা কি এত সহজে গোপন করা যায়,,,,
শান্ত:: সত্যিটা তো আমি বলছি,,, আমার কথাটা বিশ্বাস করো,,
রাইসা:: তাহলে ও রুম থেকে বেরুনোর সময় ওরনা ঠিক করছিলো কেন??
শান্ত:: হয়তো তোমাকে দেখানোর জন্য,,,
রাইসা:: আচ্ছা মেনে নিলাম,,, কিন্তুু তবুও তোমাকে পুরুপুরি বিশ্বাস করতে পারলাম না,, আমি সবটা জেনে এর পর তোমাকে বলবো,,, কিন্তুু শুনে রাখো আমি যদি এটা শুনতে পাই যে তোমার সাথে ওর রিলেশান ছিল,,,তাহলে আমি কিন্তুু সুইসাইড করবো,,,আর এর জন্য তুমি দায়ী থাকবে,,,
শান্ত:: এটা কি বলছো?
রাইসা:: যা বলছি সেটাই করবো,,,
শান্ত:: আমি জানি তুমি এখন খুব রেগে আছো,,,এখন ঘুমাতে যাও প্লিজ পরে আমি সব তোমাকে বুঝিয়ে বলবো,,,
রাইসা:: লাগবে না,, আমি নিজেই জেনে নিবো,,,
শান্ত:: আমাকে বিশ্বাস করো না???
রাইসা:: করি বলেই তো এখনো এখানে আছি,,,
শান্ত:: আচ্ছা অনেক রাত হয়েছে এখন ঘুমাতে যাও,,,
রাইসা:: নাহিদ কোথায়??
শান্ত::বাইরে গেছে এক্ষুনি চলে আসবে,,,
রাইসা আর কিছু না বলে চলে গেল,,, শান্ত যেন হাপ ছেড়ে বাঁচলো,,,
সকালে,,,,
রিধি ঘুম থেকে উঠে বারবার রাইসার রুমে উঁকি ঝুঁকি দিচ্ছে,,,
রিধি:: কি ব্যাপার রাতে কতগুলা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বললাম কিন্তুু মেয়েটা এখনো না গিয়ে খামটি মেরে রুমে বসে আসে,,, আমার কথাগুলো কি বিশ্বাস করেনি,,,,, নাকি ঐ শান্ত সত্যিটা বলে দিছে,,, ধুররর ভাবছিলাম ঝগড়া করে কাল রাতেই বিদায় হয়ে যাবে কিন্তুু এটার তো রুম থেকে বেরুনোর নামই নেই,,,,( বিড়বিড় করে,,,,)
রিধি গোমড়া মুখ করে রুমে চলে আসলো,,,
নিরা:: মুখটা বাংলা পাঁচ কেন?? কি হয়েছে??
রিধি:: রাইসা শাঁকচুন্নি টা এখনো যায় নি,,,☹️
নিরা:: যায় নি মানে?? আপু কি কোথাও যাওয়ার কথা ছিল??
রিধি:: যাওয়ার কথা ছিলনা মানে,,, আমিতো ভাবছিলাম কালকের কথাগুলো শুনে রাতে রাতেই এখান থেকে চলে যাবে,,,বাট লুচ্চা মাইয়াটা সকাল পেরিয়ে বিকাল হতে চললো এখনো গেলনা,,,☹️
নিরা:: যাবেও না,,,,
রিধি:: কেন???
নিরা:: তুই জানিস না রাইসা আপু শান্ত ভাইয়াকে কতটা ভালোবাসে,,, ভাইয়ার সম্পর্কে আরো হাজারটা কথা শুনলেও উনাকে ছেড়ে যাবেনা,,,
রিধি:: মানে কি??? তাহলে শাকঁচুন্নি টাকে কি করে তাড়াবো???
নিরা:: তাড়াবি কেন???
রিধি:: ওরে না তাড়ালে শা,,,,
নিরা:: কি বল,,,
রিধি:: কিছুনা,,, আচ্ছা আজ আমরা কোথায় যাবো বল না,,,,
নিরা:: আজ মনে হয় শফিং এ যাবে তবে এখন না রাতে,,, আর কাল সকালে ব্যাক করবো,,,,
রিধি:: এত তাড়াতাড়ি ?
নিরা:: এত তাড়াতাড়ি মানে,,,তোর মনে আছে আজ কয়দিন হলো,,
রিধি:: আর কয়েকটা দিন থাকলে কি হতো,,,? ?
নিরা:: কিছুই হতো না,, বাট শান্ত ভাইয়ার আর নাহিদের ছুটি শেষ,,,
রিধি:: ধুররর ভালো লাগেনা,,?
নিরা:: হুম তো এখন কি করবি??
রিধি:: কি আর করবো,,,এখন যাই রাইসা আপুকে আরেকটু তেল দিয়ে আসি,,,?
চলবে,,,,,,,,,