তুমি_আমার?Part_01
#Written_By_Samia_Islam
রিধি::: ভাবি তাড়াতাড়ি নাস্তা দাও,,, দেরি হয়ে যাচ্ছে তো,,,
নিপা::: এই তো দিচ্ছি আরেকটু অপেক্ষা করো,,,
কিছুক্ষণ পর,,,,
নিপা::: এই নাও,,,
রিধি:: ভাবি,,,, ভাইয়া কোথায়???
নিপা::: সকালেই অফিসে চলে গেছে,,, জরুরী কাজ ছিল তাই,,,,
রিধি:: ও,,, ভাবি আজ আসতে একটু লেইট হবে,,,
নিপা::: কেন?? কোথাও যাবে??
রিধি:: হুম,,, নিরাদের বাসায় যাবো,,, আন্টি সকালে ফোন করে বলেছে যেতে,,, কলেজ শেষ করে নিরার সাথে যাবো,,,সন্ধ্যার আগেই চলে আসবো,,,
নিপা::: আচ্ছা কিন্তুু তাড়াতাড়ি চলে এসো,,, তোমার ভাইয়াকে তো চিনো,,, তুমি এক মিনিট দেরি করে আসলেই টেনশন করতে করতে শেষ হয়ে যাবে,,,
রিধি:: আচ্ছা তোমরা এমন বরো কেন??? আমি কি এখনো সেই পিচ্চি নাকি যে হারিয়ে যাব??
নিপা::: কিন্তুু ভয় তো হয়,,, তোমার ভাইয়ার প্রাণ তো তুমিই,,,
রিধি:: আচ্ছা ভাবি এখন যাচ্ছি,,, নিরা দাড়িয়ে আছে,,,
নিপা::: সাবধানে যেও,,,
রিধি:: ok ok…
রিধি বাসা থেকে বেরিয়ে গেল,,, তারপর নিরার সাথে একএে দাড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে,,,
নিরা::: তোর জন্য দাড়িয়ে থাকতে থাকতে আজ বাস ও পাবোনা,,,
রিধি:: আমি কি করলাম??
নিরা::: তুই জানিস আজ কয়মিনিট দাড়িয়ে ছিলাম???
রিধি:: কয়মিনিট???
নিরা::: ৪৭ মিনিট,,, তুই কি কখনো টাইম মেন্টেইন করতে পারবি না,,,
রিধি:: আচ্ছা সরি নিরু কাল থেকে আর দাড়িয়ে থাকতে হবেনা,,,
নিরা::: আজ কিন্তুু আম্মু তোকে নিয়ে যেতে বলেছে,,,
রিধি:: হ্যাঁ আন্টি সকালে ফোন করে বলছে,,, ভাবিকে বলে এসেছি,,,,
[[[[[ রিধি হল গল্পের নায়িকা,,, নয়ন চোধুরীর একমাএ বোন,,, ছোট বেলায় নয়ন আর রিধিকে রেখে তাদের বাবা মা মারা যায়,,, সেই থেকে নয়ন রিধির বাবা মা ভাই বোন সবকিছু,,, নয়ন অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে,,,,, কখনো বোনকে কষ্ট পেতে দেয়নি, কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি,, বোনের আদর যত্ন কম হবে বলে এখনো কোনো সন্তান নেয়নি,,, আর রিধির ভাবী নিপাও রিধিকে নিজের বোনের মতো আগলে রাখে,, মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি,,, নিরা হল রিধির ফ্রেন্ড, স্কুল লাইফ থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়, আর এখনো টিকে আছে,,, ]]]]
দুজনেই রাস্তার একপাশে দাড়িয়ে আছে,,, রিধি হাতে ফোন নিয়ে গেমস্ খেলছিল,, হঠাৎ একটা রিকশা রাস্তার একপাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ড্রেনে জমে থাকা পানির উপর চাকা পড়ে পানিগুলো ছিটকে রিধির জামায় পড়ে,,, একে তো বাস এর জন্য দাড়িয়ে অাছে তার উপর ড্রেস নষ্ট হয়ে গেছে,,, রিধির মাথা থেকে আগুন বের হচ্ছে,,,,,, ??
রিধি::: এটা কি করলে??? ?
রিকশাচালক টা রিকশা থেকে নেমে রিধির সামনে আসলো,, লোকটার বয়স বেশি হলে ৩০ বা ৩২ হবে,,,
লোকটা:: ভুল হয়েগেছে আপা,,, আমি খেয়াল করতে পারি নাই,
রিধি::: চোখ কি রিকশার সিটের নিচে থাকে?? ? ঠিক ভাবে রিকশা চালাতে না পারলে রাস্তায় নামেন কেন??? এখন যে আমার ড্রেসটা নষ্ট করলেন?? ?
নিরা::: আরে রিধি ঝগড়া করছিস কেন?? ছেঁড়ে দে উনাকে, বলছে তো দেখতে পায়নি,,,
রিধি::: ওই নিরুনীর বাচ্চা তুই চুপ থাক,,, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খাবো,,,?
লোকটা::: আপা আমি এখন যাই??
রিধি::: আপনাকে যেতে বলছি আমি??? আপনি আমার সাথে থানায় চলেন আপনার নামে কেস করবো,,,
নিরা::: পাগল হয়ে গেছিস?? সামান্য একটা কারণে থানায় যাবি???
রিধি::: তোরে চুপ থাকতে বললাম না?
রিধি:: এই যে আপনি আমার সাথে আসেন,,,,
লোকটা:: আপা এইবারের মতো মাপ কইরা দেন,,????
রিধি::: এত সহজে মাপ হবেনা,,, আপনি চলেন আমার সাথে,,,
রিধি এক প্রকার জোর করেই লোকটাকে থানায় নিয়ে গেল,,,নিরা তো অনেকবার বারণ করলো কিন্তুু রিধি কিছুই শুনলো না,,,,
থানায়—-
একটা পুলিশ ::: জ্বী বলেন কেন এসেছেন??
রিধি::: আপনাদের ওসি সাহেব কোথায়??
পুলিশ:: স্যার তো একটা কাজে বাইরে গেছে,,,,
রিধি:: ওহ,,, তাহলে এই নেন একে আটকে রাখুন,,,
লোকটা::: আপা আমারে মাপ কইরা দেন???? আমি এইহানে থাইকলে আমার বউ বাচ্চা না খাইয়া থাকবে,,,
রিধি::: ওটা আমার ড্রেস নষ্ট করার আগে মনে ছিলনা,,,
পুলিশ::: ইনি কি করেছে??
রিধি:: কি করে নাই সেটা বলেন,,, রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম আর এই লোকটা ইচ্ছা করে আমার হায়ে কাঁদায় মাখা পানি মারলো,,,
লোকটা::: আমি ইচ্ছা কইরা মারি নাই স্যার,,, রিকশার চাকা গর্ত পইড়া গেছিল,,,
পুলিশ:: এই সামন্য একপা বিষয় নিয়ে এখানে আসার প্রয়োজন হয়,,,? তাছাড়া ইনি তো বলছেন এটা ইচ্ছে করে হয়নি,,,
নিরা::: হ্যাঁ আমিও এটাই এতক্ষণ বুঝিয়েছি,,,,
রিধি::: তোরে চুপ থাকতে বললাম না?,,, আর হ্যাঁ আপনাদের ওসি কে??
পুলিশ:: শান্ত চোধুরী,,,
রিধি::: আমি কে জানেন???
পুলিশ::: না তো,,, কে আপনি??
রিধি::: আপনাদের স্যার মানে শান্তর বউ,,,,
নিরা::: আরে রি,,,
রিধি:: নিরুনী চুপ থাকবি,,,??
পুলিশ::: কিন্তুু স্যার তো বিয়ে করেন নি,,,??
রিধি::: করেছে,, কিন্তুু উনার ফ্যামেলিকে বলতে পারছে না,,,, তাই বিষয়টা গোপন রাখছে,,
পুলিশ::: সত্যি????
রিধি:::আজব ব্যাপার আমাকে দেখে কি চোর মনে হয় যে মিথ্যা বলবো,,,,?
পুলিশ::: না,,,sorry mam,,,আপনাকে চিনতে পারি নাই,,,
রিধি::: it’s ok,,, এখন এনাকে গ্রেপ্তার করুন,,, না হলে শান্তকে বলে আপনাকে ট্রেন্সপার করার ব্যবস্থা করবো,,,
পুলিশ::: ok mam আমি এক্ষুনি গ্রেপ্তার করছি,,,
নিরা আর রিধি বাইরে চলে আসলো,,,
নিরা::: তুই মিথ্যা বললি কেন???
রিধি::: কি মিথ্যা বললাম???
নিরা::: এই যে বললি,,,শান্ত তোর হাজবেন্ড,,,
রিধি:: না হলে তো লোকটাকে গ্রেপ্তার করতো না,,,
নিরা::: যদি শান্ত স্যারকে সব বলে দেয়,,,
রিধি:: বললে আমার কি?? আমাকে তো আর ধরতে পারবে না,,,
নিরা::: তোর কপালে খুব খারাপ কিছু আছে,,
রিধি:: তুই বকবক করিস না তো,,, রিধি ওই সামান্য ওসি কে ভয় পায়না,,, এরকম অনেক শান্ত আমার পকেটে আছে,,
নিরা::: তোর পকেটও আছে ,,,,
রিধি::আরে গাধা কথার কথা বললাম,, তুই চুপ থাকতো,,
নিরা::: আমার কিন্তুু খুব ভয় করছে,, মনে হচ্ছে তুই কোনো বিপদ ডেকে আনবি,,,,,
রিধি:: আরে টেনশন নিস না,,, যদি কোনোদিন ঐ শান্তকে দেখতেও পাই তাহলে ওর ১২ টা বাজিয়ে ছাড়বো ??
নিরা::: ১২ টা তুই বাজাবি নাকি তোকে বাজাবে এটা দেখা যাবে,
রিধি:: হুম দেখে নিস,,,
নিরা::: আচ্ছা এখন তো ক্লাসে যাওয়া যাবেনা ,,, চল আমাদের বাসায় চলে যাই,,,
রিধি:: হুম ঠিক বলেছিস,,, ইশশ আন্টির হাতের বিরিয়ানি খুব মিস করছি,, ??
নিরা::: এই জন্যই আম্মু তোর জন্য বিরিয়ানি রান্না করছে,,,
রিধি:: দেখতে হবেনা আন্টিটা কার?
নিরা::: আহারি,,,,☹️
রিধি:: তোকে পুরাই বান্দরনী লাগছে,,,?
৩ দিন পর,,,,
রিধি আর নিরা কলেজে ক্যাম্পাসে বসে কথা বলছিলো,,
শান্ত আর দুইজন পুলিশ কোনো একটা কাজে কলেজে এসেছিলো,,,,
পুলিশ:: স্যার,,, ঐ যে ম্যাম,
শান্ত::: ম্যাম মানে???
পুলিশ:: স্যার ঐ দিন আপনাকে বললাম না, ম্যাম থানায় এসে একটা লোককে ধরিয়ে দিয়ে গেছে,,,,
শান্ত::: কোন মেয়েটা,,,? ?
পুলিশ::: ম্যামকে চিনতে পারছেন না??
শান্ত:: ফাজলামি রাখো,,, কোন মেয়েটা ঐটা দেখাও,,,, ?
পুলিশ:: ঐ তো স্যার ঐ তো ম্যাম,,,( হাত দিয়ে দেখিয়ে দিল, )
শান্ত:: ok,,,, তোমরা এখানে দাড়াও,, আমি আসছি,,
শান্ত সানগ্লাস টা শার্টের মধ্যে ঝুলিয়ে দিয়ে রিধির দিকে গেল,,,
শান্ত:: Excuse me,,,,
রিধি:: হ্যাঁ বলেন,,,? ( ঘুরে শান্তর দিকে তাকিয়ে)
শান্ত::: আপনার নাম??
রিধি::: আমার নাম দিয়ে আপনি কি করবেন??? যেটা বলতে এসেছেন সেটা বলেন??
নিরা::: রিধি আস্তে দেখতে পাচ্ছিস না উনি পুলিশ,,,,
রিধি::: পুলিশের ভয় আমাকে দেখাচ্ছিস??? এসব পুলিশ কে রিধি ভয় পায়না,,
শান্ত::: আচ্ছা তাই নাকি?? তো আপনি এমন কে যে পুলিশ কে ভয় পান না?? ?
রিধি::: আমি আমি আমি হলাম ধুর মনেই পড়ছে না,, ওই যে আপনাদের স্যার আছেনা কি যানি নাম ?
শান্ত:: কে?? শান্ত স্যার??
রিধি::: হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে শান্ত,,, আমি হলাম শান্তর ওয়াইফ,,
শান্ত:: তো আপনার আর স্যারের বিয়েটা কবে হলো??
রিধি::: এই তো ১ বছর হলো,,,
শান্ত:: লাভ ম্যারেজ???
রিধি::: হ্যাঁ কিন্তুু আপনি এতকিছু জিঙ্গাস করছেন কেন??
শান্ত:: না ভাবছি যে আমি প্রেম করলাম বিয়ে করলাম,,,আর বিয়ের এক বছরও পার হয়ে গেল কিন্তুু এখনও কিছু জানতে পারি নাই,,,,অভাক করা বিষয় না??
রিধি:::.ম..ম..ম….মানে??? ??
শান্ত:: মানে আমিই শান্ত চৌধুরী,,,,
রিধি::: কি??? ??
শান্ত:: হাজবেন্ড কে চিনতে পারছো না,,,?
রিধির দিকে একপা একপা করে এগিয়ে যেতে লাগলো,, রিধি ভয় পেয়ে পিছাতে লাগলো,,,,,
রিধি::: S..s…sorry sir,, I am really sorry,,,, আমি আসলে আপনাকে চিনতে পারিনি,,,
শান্ত:: আমাদের ফাস্ট নাইট এখনো হয়নি তাই চিনতে পারছো না,,, সো হবে নাকি,,,,,
রিধি:::?? ছিঃ ছিঃ কি বলেন এসব??
শান্ত:: ছিঃ ছিঃ কেন,,, তুমি যেহেতু আমার ওয়াইফ সো এরকম হতেই পারে,,,
রিধি::: আল্লাহ আমি নাই,,,,
রিধি এক দৌড়ে কলেজ থেকে বেরিয়ে গেল,,, নিরাও রিধির পিছন পিছন দৌড় দিল,,, তারপর দুজনেই তাড়াতাড়ি করে একটা CNG নিয়ে রিধির বাসায় চলে গেল,,,
শান্ত::: আমার বউ হয়ে সবাইকে ভয় দেখানো,,, এবার তো তুমি বুঝবে শান্ত চৌধুরীর নাম বলে এসব বলার পরিণাম কি হয়,,,এত তাড়াতাড়ি তোমাকে ছাড়ছিনা মিস রিধি,,,,,,
চলবে,,,,,,,,