তুমি_আমার?Part_03

0
2444

তুমি_আমার?Part_03
#Written_By_Samia_Islam

রিধি:: দ…দ..দেখুন এটা ঠিক না,,,

শান্ত:: আমিও জানি এটা ঠিক না,,, বাট বউয়ের সাথে তো এটা করতেই পারি,,,?

রিধি একেবারে দেওয়ালের সাথে মিশে গেল,,, শান্ত রিধির খুব কাছে চলে গেলো,,রিধির দুপাশে দুহাত রেখে দাড়ালো,,যাতে রিধি পালাতে না পারে,,, রিধির হার্টবির্ট ফুল স্প্রিটে উঠানামা করছে,,,,

রিধি:: স..স…স্যার প্লিজ এমন কিছু করবেন না,,,?

শান্ত:: এখন ভয় পাচ্ছো কেন? ( রিধির অনেকটা কাছে চলে এসেছে)

রিধি::.অ..অ.. আমি ভয়,,,

শান্ত:: গলায় প্রবলেম হচ্ছে,,,

রিধি:: ন..ন..না মানে আপনি একটু সরে দাড়ান,,,

শান্ত:: কেন??? ( শান্ত আরো কাছে চলে গেল,,, এতটা কাছে যে রিধির নিশ্বাস শান্তর বুকে ছিটকে পড়ছে,,,,)

রিধি:: দেখুন স্যার আমি কিন্তুু চিৎকার করবো,,,,

শান্ত:: যত জোরে পারো করো,,, কিন্তুু এখানে কেউ আসবেনা,,,সবাই জানে আমরা হাজবেন্ড ওয়াইফ,,,,

রিধি ধাক্কা দিয়ে শান্তকে সরিয়ে দিল,,,

রিধি:: আমি যদি জানতাম ছোট্ট একটা ভুলের জন্য আমাকে এতটা পস্তাতে হবে তাহলে কখনো পুলিশ স্টেশনের কাছেও যেতাম না,,,

শান্ত:: কিন্তুু ভুলটা তো করেই ফেলেছো,,, তোমার জন্য এখন ফ্যামেলি থেকে আমার উপর টর্চার চলছে,,,

রিধি:: মানে???

শান্ত:: তুমি ঐ দিন নাহিদকে কি বলেছিলে??

রিধি:: কোন নাহিদ??? আমি কোনো নাহিদকে চিনি না,,

শান্ত:: এখন তো সবই ভুলে গেছো,,, তুমি নাহিদ কে বলেছো আমাদের রিলেশান ছিলো তারপর বিয়ে করি আর বিয়ের এক বছরও হয়ে গেছে কিন্তুু ফ্যামেলিতে কাউকে বলতে পারছি না,,, তাই না???

রিধি:: কিন্তুু ঐ টা আপনার ফ্যামেলির লোকজন কিভাবে জানতে পারলো??

শান্ত:: কারণ নাহিদ আমার কাজিন,,

রিধি:: হায় আল্লাহ এটা আমি কি করলাম,,, ?

শান্ত:: এখন দেখো আমার উপর কত প্রেশার যাচ্ছে,,,

রিধি:: আচ্ছা আমি নাহিদ ভাইয়াকে বুঝিয়ে বলবো,,,

শান্ত:: কোনো লাভ হবেনা,,, আব্বু অলরেডি ৫ বার থ্রেড দিয়ে গেছে ৭ দিনের মধ্যে তোমাকে বাসায় নিয়ে না গেলে আমাকে বাসা থেকে বের করে দিবে,,,

রিধি:: ? মানছি দোষটা আমার কিন্তুু এখন আমি কি করবো,,,?

শান্ত:: এখন সত্যি সত্যি আমাকে বিয়ে করবে,,,

রিধি:: কি?? ?

শান্ত:: জ্বী হ্যাঁ ম্যাম,,,

রিধি:: আমার মাথা খারাপ হয়নি যে আপনার মতো বদমেজাজি লোককে বিয়ে করতে যাবো,,

শান্ত:: কি বললে আমি বদমেজাজি??

রিধি:: হ্যাঁ,,,, তাছাড়া আমি পুলিশদের একদম সহ্য করতে পারিনা,,,

শান্ত:: কেন??

রিধি:: কারণ আপনারা এক নাম্বার ঘুষখোর,,, আপনারা যদি ঠিক থাকতেন তাহলে সমাজের আজ এই অবস্থায় হতো না,,,, আপনারা আইন নিয়ে বসে থাকেন কিন্তুু কার প্রয়োগ নেই,,,

শান্ত:: সবাই এক না,,,

রিধি:: হ্যাঁ জানি সবাই এক না,,, কিন্তুু সৎদের মধ্যে আপনিও যে একজন এটা কিভাবে প্রোভ করবেন???

শান্ত:: এটা কথায় নয় কাজে প্রমান পাবে,,,,

রিধি:: ok… এখন আমি যাচ্ছি,,,

শান্ত:: কথাটা ভেবে দেখো,,

রিধি:: ভাবতে হবেনা,,, আমি না বললাম সো এটা কখনো হ্যাঁ হবেনা,,,,

রিধি চলে যেতে লাগলে শান্ত রিধিকে টেনে আবার দেওয়ালের সাথে দাড় করিয়ে দেয়,,,

রিধি::: এসব কি?? ??

শান্ত:: তোমার জন্য আমি আমার ফ্যামেলি ছেড়ে থাকতে পারবো না,,,?

রিধি:: আর আমিও ছোট একটা ভুলের জন্য আপনাকে বিয়ে করতে পারবো না,,,?

শান্ত:: কি মনে করো তুমি নিজেকে?? আমি তোমাকে পাওয়ার জন্য হাত পেতে বসে আছি,,, জাস্ট আব্বু আম্মুকে হ্যাপি রাখতে ইচ্ছার বিরুদ্ধে এটা করতে হচ্ছে,,, না হলে তোমার মত মেয়ে আমার পিছনে হাজারটা ঘুড়ে,,, ?

রিধি:: তাহলে তাদের সবাইকে বিয়ে করে নিলেই তো পারেন, আমাকে ডির্স্টাব করছেন কেন?? ?

শান্ত:: আমি তোমাকে ডিস্টার্ব করছি??? ? নিজেকে কি মনে করো?? চ্যালেঞ্জ করছি তোমাকে ৭ দিনের মধ্যে বিয়ে করবো আর সেটাও তোমাদের ফ্যামেলির সবার মতামত নিয়ে,,,

রিধি:: ok except your challenge,,,,

শান্ত:: খুব তাড়াতাড়ি মিসেস শান্ত হওয়ার জন্য তৈরি হয়ে যাও,,,

রিধি:: আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে,,,,

শান্ত:: আমি যে রকম স্বপ্ন দেখতে জানি,,তেমনি স্বপ্নটা কিভাবে বাস্তবে রুপান্তরিত করবো সেটাও খুব ভালো করই জানি,,,

রিধি:: দেখা যাবে,,,,

রিধি চলে যেতে লাগলো,,

শান্ত:: মিসেস শান্ত,,,

রিধি:: Excuse me,,,মিসেস শান্ত না,মিস রিধি,,,

শান্ত:: সেটা তো আর মাএ ৬ দিনের জন্যে,,,,

রিধি:: ?

রিধি চলে গেলে,,,, শান্তও মুচকি হেসে চলে গেলো,,,

রিধি ক্লাসে এসে ধম করে নিরার পাশে বসে পড়লো,,,,

নিরা:: শান্ত স্যার কি বলেছে???

রিধি:: ( রিধি বড়বড় চোখ করে নিরার দিকে তাকালো,,,?)

নিরা:: sorry কিছু জিঙ্গাস করবো না,,

ক্লাস শেষে দুজনেই পাকিং এ গিয়ে বসে থাকে,,,, নিরাও চুপ করে আছে রিধি তো চুপ করে রাগে ফুসছে,,,,,

নিরা:: রিধি কিছু তো বল,,, মানে শান্ত স্যার উল্টা পাল্টা কিছু করে নাই তো???

রিধি:: কি বলতে চাইছিস???

নিরা:: না মানে ওটা মিন করি নাই আমি তো শুধু এটা,,,,

রিধি:: ঐ শান্ত বলেছে আমাকে নাকি ৭ দিনের মধ্যেই বিয়ে করবে,,, তাও আবার আমার ফ্যামেলি সবার মতামত নিয়ে,,,

নিরা:: সত্যি!! ?

রিধি:: তোর কি মনে হয় আমি কৌতুক বলছি??

নিরা:: আরে না,,, বলছি যে তাহলে তো খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবো,,,,

রিধি:: কুত্তী তোকে আমার বান্ধবী বলতেও কষ্ট হচ্ছে,,

নিরা:: আচ্ছা শান্ত স্যার হঠাৎ এটা বলল???

রিধি:: আরে সব শয়তানের গুরু তো ঐ নাহিদ,,,

নিরা:: নাহিদ??

রিধি:: হুম সকালে যার সাথে তুই কথা বলছিলি,,,

নিরা:: উনি আবার কি করলেন?? আর কিভাবে??

রিধি:: মি. নাহিদ শান্তু স্যারের কাজিন,,,

নিরা:: কি?? ? তারপর কি হলো বল,,,,,

রিধি:: ( এরপর রিধি নিরাকে সবকিছু বলল )

নিরা:: এতকিছু হয়ে গেলো?? ?

রিধি:: হ্যাঁ ?

নিরা:: এখানে শান্তু স্যারের কি দোষ বল??? উনি তো পরিস্থিতির চাপে পড়ে এমন করতে বাধ্য হচ্ছে,,,,

রিধি:: তাই বলে আমি নিজের জীবনটা এভাবে কুরবানি দিব????

নিরা:: এভাবে বলছিস কেন??? স্যার কোন দিক দিয়ে খারাপ???

রিধি:: কোন দিক দিয়ে ভালো???

নিরা:: সবদিক দিয়া,,,

রিধি:: তোকে বলছে,,, এত ভালো হলে তুই বিয়ে করে নে,,,,

নিরা:: আমি!! ? ঐ তোর মাথা খারাপ হয়েগেছে,,,,,

রিধি:: ঐ নিরু আমি বলে রাখছি স্যার যতি সত্যি এমন কিছু করে তাহলে তোকেও ঐ নাহিদ স্যারের গলায় ঝুলাবো,,,?

নিরা:: আচ্ছা আগে তো তোদের ব্যাপারটা ক্লিয়ার হোক,,,

রিধি:: তোরে সত্যি এখন কি করতে ইচ্ছা করছে,,,

নিরা:: আচ্ছা এখনো ৬ দিন সময় আছে,,, পরেরটা পরে দেখা যাবে,,,এসব ভেবে এখন মন খারাপ না করাই ভালো,,, চল বাসায় যাবো,,,

রিধি:: হুমম চল,,,

রিধি বাসায় গিয়ে মুখ গোমড়া করে বসে আছে,,,

নিপা:: রিধি ,,,,,

রিধি:: জ্বী ভাবি বলো,,,,,

নিপা:: তোমার কি মন খারাপ??

রিধি:: না ভাবি,,,

নিপা:: তাহলে মুখটা এরকম বাংলা পাঁচ এর মতো করে রাখছো কেন??? বুঝেছো তোমার ভাইয়ার জন্য মন খারাপ??

রিধি:: ভাইয়া কবে আসবে??

নিপা:: আর ৩/৪ দিন পর চলে আসবে,,,,

রিধি:: ওহহহ,,,,,

নিপা:: তোমার কিছু লাগবে???

রিধি:: না লাগবেনা,,, ভাবি আজ তোমার সাথে থাকবো,,,

নিপা:: বারণ করছে কে?

রিধি:: Thank you ভাবি?

পরের দিন,,,,,

নিরা আর রিধি একটা রিকশায় করে কলেজের দিকে যাচ্ছিলো,,, হঠাৎ মাঝ রাস্তায় কিছু লোকের ভীর দেখা গেলো,,,রিধি রিকশা থামিয়ে ভীরের দিকে গেলো কি হয়েছে দেখার জন্য,,, নিরা বারণ করেছিল কিন্তুু রিধি শুনেনি,,,,

রিধি ভীর ঠেলে ভিতরে গিয়ে দেখে শান্তু কয়েকটা ছেলেকে অনেক মারছে ছেলেগুলার নাক মুখ থেকে রক্ত পড়ছে,,,

রিধি দৌড়ে গিয়ে শান্তকে বাঁধা দিতে গেলে শান্ত না দেখে রিধির উপর ও হাত তুলে কিন্তুু পরে রিধিকে দেখে হাত নামিয়ে ফেলে,,, রিধি শান্তর দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে যায়,,,,,,,কারণ এই মুহূর্তে শান্তকে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী মনে হচ্ছে ,,,,,,

শান্ত এমনিতে অনেক সুন্দর,, এখন রাগে চোখ আর মুখটা লাল হয়ে গেছে,,,,

রিধি:: আপনি কি মানুষ??? এভাবে কাউকে কেউ মারে??? পুলিশ হয়েছেন বলেকি সবার জীবনটা কিনে নিয়েছেন?? যখন যা ইচ্ছা হবে তাই করবেন???

নিরা::: আরে রিধি চুপ কর,,,

রিধি::: চুপ কেনন করবো?? উনার কি মনুষ্যত্ব বলতে কিছু নেই,,, পশুর মতো মানুষ গুলাকে মারছে,,, এরা আপনার কি ক্ষতি করেছে যে রাস্তার মাঝে এভাবে এনাদের মারছেন?? নাকি ইউনিফর্ম টা গায়ে দিলে নিজেকে খুব বড় কিছু মনে করেন,,,?

ভীরের থেকে একটা মেয়ে এসে রিধির সামনে দাড়ায়,,,,

মেয়েটা::: আপু তুমি কেন স্যারকে এভাবে বলছো,,, উনি সময় মতো না আসলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতো,,?

রিধি:: মানে??? ?

মেয়েটা::: আপু ছেলেগুলো অনেকদিন ধরে আমাকে বাজে অপার দিয়েছে কিন্তুু আমি রাজী হয়নি বলে আমাকে জোর করে উঠিয়ে নিতে চাইছিলো,,,? ভাগ্য ভালো ঐ সময় স্যার এসেছিল না হলে এতক্ষণে সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় ছিলনা, ?

মেয়েটার কথা শুনে রিধি একদম চুপ হয়ে যায়,,আস্তে আস্তে সবাই চলে যেতে থাকে,,, নাহিদ ছেলেগুলোকে গাড়িতে উঠিয়ে নেয়,, রিধি শান্তর দিকে তাকিয়ে আছে,,, শান্তর চোখ থেকে আগুন বের হচ্ছে ,,,কারণ এর আগে কেউ তার সামনে এভাবে উঁচু গলায় কথা বলতে পারেনি,,,,

শান্ত রিধির সামনে এসে দাঁড়াল রিধি কিছু বলার আগেই শান্ত রিধির গালে খুব জোরে চড় মারে,,, রিধি মুখে হাত দিয়ে শান্তর দিকে তাকিয়ে আছে চোখের পানি টলমল করছে মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে পড়বে,,, আওয়াজ শুনে নিরাও অনেক ভয় পেয়ে যায়,,, নাহিদ নিরাকে টেনে দূরে নিয়ে আসে,, কারণ নাহিদ জানে শান্ত একবার রেগে গেলে কার সাথে কেমন ব্যবহার করে ও নিজেও বলতে পারেনা,,,

শান্ত::: তুমি আমাকে আমার ডিউটি শিখাচ্ছো?? ইউনিফর্ম গায়ে থাকলে আমরা মানুষ থাকি না??? হ্যাঁ আমরা পশু কারণ আমরা চোখের সামনে কেনো অন্যায় দেখতে পারি না,, আমরা একটা মানুষ কে মেরে ফেলতেও কোনো দ্বিধা বোধ করি না কিন্তুু সেটা মানুষ নামের অমানুষ,,, আমাদের ইউনিফর্ম আমাদের হাত গুটিয়ে বসে থাকার কথা শিখায় না,,, আর তুমি যদি মেয়ে না হতে এতক্ষণে তোমান এমন অবস্থা করতাম যাতে নিজের চেহারাটা নিজেই চিনতে না পারো,,, আমার সামনে দাড়িয়ে কেউ কখনো ভালো কিছু বলতেও ভয় পায় আর তোমার তো সাহসের প্রশংসা না করে পারছি না,,, নেক্সট আমার সামনে কিছু বলার বা করার আগে হাজার বার ভাববে,,,,

শান্ত রিধির দিকে রাগী মুডে তাকিয়ে চলে গেল,,, রিধি গালে হাত দিয়ে শান্তর যাওয়ার দিকে তাকিয়ে আছে,,,

নিরা এসে রিধির কাধেঁ হাত রাখে,

নিরা:: চল,,,

রিধি নিরার দিকে তাকাতেই চোখের পানি গড়িয়ে পড়ে,,,

নিরা:: রিধি কান্না করছিস কেন??? তুই তো জানতি যে শান্ত স্যার অনেক রাগী তারপরেও এমন করতে গেলি কেন?? আচ্ছা বাদ দে যা হয়েছে সব ভুলে যা,,, এখন চল বাসায় চলে যাই ক্লাসে এখন আর ভালো লাগবেনা,,

রিধি:: না বাসায় গেলে ভাবি নানারকম প্রশ্ন করবে তার চেয়ে ভালো ক্লাসেই চল,,,

রিধি ক্লাসে চলে গেল,,

রিধি ক্লাসে একটা কথাও বলেনি,, ভাবতে অভাক লাগে যে মেয়েটা বকবক করতে করতে সবার মাথা পাগল করে পেলে সে মেয়েটা আজকে একটা শব্দও করছে না,,,,, যে যা কিছু বলছে সবকিছু চুপচাপ শুনে যাচ্ছে,,,

বিকালে ক্লাস শেষ করে রিধি বাসায় চলে যায়,, বাসায় ডুকতেই নিপা রিধিকে দেখে,,

নিপা::: রিধি তোমার মুখে কি হয়েছে??

রিধি:: ক্লাসে পড়ে গিয়েছিলাম তাই হয়তো,,,

নিপা:: রিধি তুমি দেখে শুনে চলতে পারো না,,, এত বড় হয়েছো এখনো লাফালাফি বন্ধ হলোনা?? আচ্ছা শুন সন্ধ্যায় তোমাকে দেখতে আসবে,,,,

রিধি:: দেখতে আসবে মানে??

নিপা:: মানে তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে,,, আমি তো তোমার ভাইয়াকে বারণ করেছিলাম কিন্তুু তোমার ভাইয়া বলল ফ্যামেলিটা অনেক ভালো,,, তাই তিনি না করলেন না,

চলবে,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here