তুমি_আমার?Part_04
#Written_By_Samia_Islam
নিপা:: রিধি তুমি দেখে শুনে চলতে পারো না,,, এত বড় হয়েছো এখনো লাফালাফি বন্ধ হলোনা?? আচ্ছা শুন সন্ধ্যায় তোমাকে দেখতে আসবে,,,,
রিধি:: দেখতে আসবে মানে??
নিপা:: মানে তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে,,, আমি তো তোমার ভাইয়াকে বারণ করেছিলাম কিন্তুু তোমার ভাইয়া বলল ফ্যামেলিটা অনেক ভালো,,, তাই তিনি না করলেন না,
রিধি:: ভাবি এখন এসব ?
নিপা:: মন খারাপ করোনা,,,মেয়ে হয়ে যখন জন্মেছো তখন তো একদিন না একদিন শশুর বাড়ি যেতেই হবে,,,
রিধি:: ভাবি আমার এখন ভালো লাগছে না,,,
নিপা:: তুমি এখন রেস্ট নাও,,, সন্ধ্যার আগে তোমাকে ডেকে দিব,,,
রিধি:: হুমম??
সন্ধ্যায় —-
নিপা সন্ধ্যার আগে অনেকবার রিধি কে ডেকে গেল, কিন্তুু রিধি উঠেনি,,, সন্ধ্যার পর ছেলের পক্ষের সবাই চলে আসে,,, নিপা রিধিকে টেনে তুলে,,,
রিধি::: ভাবি,,?
নিপা::: রিধি সবাই চলে এসেছে,,,এখন যদি তুমি এভাবে ঘুমাও ওনারা কি ভাববে বলো তো,,,, প্লিজ রিধি তাড়াতাড়ি উঠে শাড়িটা পড়ে নাও,,,( একটা শাড়ি এগিয়ে দিয়ে)
রিধি:: তুমি তো জানো ভাবি,,,এসব শাড়ি আমি কখনো ছুয়েঁও দেখিনি পড়বো কিভাবে???
নিপা::: আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি পরিয়ে দিচ্ছি,,,
রিধি:: না পড়লে হয়না,,
নিপা::: বিয়ের পরতো সবসময় এগুলা পড়তে হবে,,,
রিধি:: ??
নিপা::: আচ্ছা মন খারাপ করোনা,, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না,
রিধি:: হুমমম,,
নিপা::: তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, , আমি উনাদের নাস্তা দিয়ে আসছি,,,,,
রিধি:: okk…
নিপা বেরিয়ে গেলে,, রিধি ফ্রেশ হয়ে আসে,,, তারপর নিপা এসে রিধিকে শাড়ি পরিয়ে দেয়,,,,
রিধি:: ভাবি আমার কেমন জানি লাগছে,,,
নিপা:: কেমন লাগছে??
রিধি:: মনে হচ্ছে শাড়িটা এক্ষুণি খুলে যাবে,,
নিপা:: এই ফাস্ট পড়ছো তো তাই এমন মনে হচ্ছে,,, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে,,,
রিধি:: আমি তো হাটতে পারছি না,,
নিপা:: আমি তো আছি আস্তে আস্তে চলো,,,
এরপর নিপা রিধিকে নিয়ে মেহমানদের সামনে বসালো,,, রিধিকে একজন মধ্যবয়সী মহিলা তার পাশে বসালেন,,, রিধি সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী লোকও আছে,,, আর তার পাশে নাহিদকে দেখে অনেকটা অভাক হয়,,,, রিধির আর বুঝতে বাকি রইলো না এরা কারা,,, নাহিদ রিধির দিকে তাকিয়ে হাসছে,,
মহিলাটি::: কেমন আছো মা???
রিধি:: জ্বী ভালো আছি,,,আপনি কেমন আছেন আন্টি??
মহিলাটি::: হ্যাঁ মা আমিও ভালো আছি,,,,, কিন্তুু আন্টি কেন??? আমি তো তোমার মায়ের মতো তাই এখন থেকে মা বলেই ডাকবে,,,
মহিলাটির কথা রিধির অনেক ভালো লাগে,,, কত সহজে রিধির সাথে মিশে গেল ,,, রিধিও হাসিমুখে সবার সাথে কথা বলে,,,
লোকটা::: এবার তাহলে আংটিটা পরিয়ে দাও, ,,,,
মহিলাটি::: হ্যাঁ দিচ্ছি,,,
মহিলাটি রিধির হাতে আংটি পরিয়ে রিধির কপালে চুমু দিল,,,
রিধি তো পুরাই অভাক কারণ এখন শুধু দেখতে আসার কথা ছিলো কিন্তুু উনারাতো আংটিও পরিয়ে দিয়ে গেলেন,,
নাহিদ:: আমি কি ভাবির সাথে আলাদা একটু কথা বলতে পারি,,?
নিপা::: হ্যাঁ,,,, রিধি তুমি নাহিদকে তোমার রুমে নিয়ে যাও,,,,
এরপর নাহিদকে নিয়ে রিধি রুমে চলে আসলো,,, আর রিধির ভাবি আর শান্তর আব্বু আম্মু উনারা কথা বলছে,,
নাহিদ:: ভাবি তোমার কি মন খারাপ???
রিধি:: না,,,, ?
নাহিদ:: আমি বুঝতে পারছি ভাবি,,, এরকম একটা সিচুয়েশন এ কার মন ভালো থাকে,,,,
রিধি:: তেমন কিছু না,,,?
নাহিদ:: তুমি হয়তো আমার উপর রেগে আছো,,,,
রিধি:: না না,,, আপনার উপর রাগ করবো কেন???
নাহিদ:: আমি খুব ভালো করেই বুঝতে পারছি,,,, কিন্তুু ভাবি তুমি ঐ দিন যেভাবে বলেছিলে আমি ভেবেছিলাম ভাইয়া সত্যি এরকম কিছু করেছে,,, তাই আমি ছোট মা আর ছোট আব্বুকে এটা বলেছি ,,,,,
রিধি:: এতে আপনার কি দোষ,,, সবই আমার ভুলের শাস্তি,,,,
নাহিদ:: এমন ভাবে বলোনা ভাবি,,, তুমি হয়তো ভাইয়াকে মন থেকে মেনে নিতে পারছো না,,, বাট একবার ভাইয়াকে বুঝার চেষ্টা করো দেখবে তোমার এটাই মনে হবে যে পৃথিবী তে ভালো কোনো ছেলে থাকলে সেটাই ভাইয়া,,,,
রিধি:: No response……
নাহিদ:: হ্যাঁ মানছি ভাইয়া একটু রাগী একটু না অনেকটা রাগী কিন্তুু মনটা অনেক ভালো,,,
রিধি::No response……
নাহিদ:: তুমি হয়তো ভাইয়ার বাইরের রুপটা দেখেছো কিন্তুু ভিতরের টাও দেখার চেষ্টা করো,,, ভাইয়াকে কখনো হারাতে চাইবেনা,,,,
রিধি::No response…… ?
নাহিদ:: বিয়েটা হয়তো তোমার ইচ্ছার বিরুদ্ধে হবে,,, কিন্তুু একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে,,,,
রিধি::No response……
নাহিদ:: ভাবি,,,, আমাকে মাপ করে দাও, ।,
রিধি:: আরে ছিঃ ছিঃ এটা কি বলছেন??? আপনার উপর কোনো রাগ নেই সত্যি,,,,
নাহিদ:: তাহলে আজ থেকে আমাকে তোমার ছোট ভাই মনে করবে??
রিধি:: জ্বী ভাইয়া,,,
নাহিদ:: ছোট ভাইকে কেউ আপনি করে ডাকেনা,,, তুমি করেই বলবো,,,
রিধি:: চেষ্টা করবো,,?
নাহিদ:: তোমার এই গোমড়া মুখটা আমাদের বাসায় নিয়ে গিয়ে হাসি ফুটাবো,,,
রিধি:: ??
নাহিদ:: আচ্ছা তুমি ঠিক ভাবে বসো,,, কয়েকটা পিক তুলে নিই, ভাইয়াকে দেখাতে হবে তো,,,?
রিধি::?
নাহিদ:: আরে ভাবি মুখ বন্ধ করো,,, হা করা পিক তুললে ভাইয়া কি ভাববে বলোতো,,?
রিধি::??
নাহিদ:: এখন ঠিক আছে,,,,
নাহিদ রিধির অনেকগুলা ছবি তুললো,,,
রাতে তারা চলে গেলো,,, শান্তর আব্বু আম্মু বলেছে নয়নের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ডেইট দিবে,,, রিধি মন খারাপ করে বসে আছে,,, শান্ত যে এত তাড়াতাড়ি তার চ্যালেঞ্জ জিততে এটা করবে সেটা কখনো ভাবেনি,,, আর নয়ন ভাইয়াকে কি করে সবকিছু মানালো কিছুই মাথায় ডুকছে না রিধির মাথায়,,,,
নিপা এসে রিধির কাধে হাত রাখলো,,,
নিপা::: চিন্তা করোনা,,, আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে,,,
রিধি:: কিন্তুু ভাবি তোমরা একটা কথা জানো না,,,
নিপা::: কি কথা???
রিধি:: ভাবি,,, আমি শান্ত স্যারকে আগে থেকেই চিনতাম,,,?
নিপা::: শান্ত কে চিনতে?? ? কিন্তুু কি করে??
রিধি:: ওটা একটা দূর্ঘটনা ,,,,, জানিনা কি থেকে কি করে ফেললাম,,,?
নিপা::: আমাকে সবকিছু বলো,,, ?
রিধি:: ( এরপর রিধি প্রথম থেকেই নিপা কে সবকিছু বলল)
নিপা সবকিছু শুনে হাসতে হাসতে গুটিগুটি হয়ে যাচ্ছে,,,
রিধি::: ভাবি তুমি হাসছো? ?
নিপা::: এটা ছাড়া আর কি করবো বলো??? ?তোমাদের কান্ড দেখে তো আমার ইচ্ছা করছে যা কিছু হয়েছে তা আবার লাইভে বসে বসে দেখি,,,
রিধি:: ভাবি?,,,,,
নিপা::: আরে কি হলো?? ?
রিধি::তুমি আমার কথা গুলাকে মজা ভেবে উঁড়িয়ে দিচ্ছো???
নিপা::: আরে তা নয়,,,, আচ্ছা আমি যতদূর জানি শান্ত অনেক ভালো ছেলে,,,
রিধি:: ছাই জানো তুমি,,, ঐ বাদমেজাজি লোকের সাথে আমি একটা সেকেন্ড ও থাকতে পারবো না,,,, কারণে অকারণে রেগে আগুন হয়ে যায়,,,আমার জীবন টাকে কয়লা বানিয়ে ফেলবে,,,?
নিপা::: যারা রাগী তাদের মনটা অনেক ভালো হয়,,, এটা তো জানো???
রিধি:: হ্যাঁ বাট ঐ শান্ত স্যার অন্য গ্রহের মানুষ,,, উনি অন্য মানুষদের মতো না,,,
নিপা:::হ্যাঁ অন্যদের মতো না,,, অন্যদের থেকে অনেক ব্যাটার,,,
রিধি:: তুমি শান্ত স্যারকে এত সাপোর্ট করছো কেন???
নিপা::: কারণ শান্তকে দেখে অনেক ভালো মনে হয়েছে,,,
রিধি:: তুমি দেখেছো??
নিপা::: হুম,,, নাহিদ একটা ছবি দিয়ে গেছে,,,
রিধি:: কোথায়?? ?
নিপা::: ওরে আল্লাহ জামাইকে দেখার জন্য এখনি পাগল হয়ে যাচ্ছো??
রিধি:: আমি কখন দেখতে চাইলাম?? ?
নিপা::: বুঝেছি লজ্জায় বলতে পারছো না,,,
রিধি:: আরে না ভাবি,,?
নিপা::: এই নাও আমার ফোনে আছে,,, দেখা হয়ে গেলে ফোনটা দিয়ে যেও,,,
নিপা ফোনটা রিধির হাতে দিয়ে চলে গেল,,,
রিধি::: আজব তো,,, আমি কখন দেখতে চাইছি?? আর আমি দেখতে যাবো কেন?? ওরকম বদমেজাজি লোককে দেখার ইচ্ছে নাই আমার,,,
রিধি ফোনটা পাশে রেখে দিল,,, তারপর ফ্রেশ হতে চলে গেল,, রিধি ফ্রেশ হয়ে এসে ফোনটা দেখে ভাবলো একবার ছবিটা দেখি,,,
রিধি ফোনটা নিয়ে ছবিটা দেখতে লাগলো,,, রিধি ছবিটা দেখেই ক্রাশ খেল,,, সত্যি শান্ত অনেক সুন্দর,,, তার মধ্যে মুখে একটা তিল,,, রিধি ছবিটা জুম করে তিলটার দিকে তাকিয়ে আছে,,, রিধি শান্তর হাসি থাকা ফেইস কখনো দেখেনি,, কিন্তুু ছবিটাতে শান্ত মুচকি হাসছে তাই অনেক সুন্দর লাগছে,,, তাছাড়া খোচাখোচা দাড়িতে একদম হিরোদের মতো লাগছে,,,
রিধি::: মি. বদমেজাজি তো দেখছি পুরাই হিরো,,, স্যারের রাগটা বেশি হলেও চেহারাটা অনেক মায়াবি,,,, আগে কখনো সেরকম ভাবে দেখা হয়নি,,, দেখবোই বা কি করে যখন দেখা হয়েছে তখনই তো হয়ত ঝগড়া করেছি না হলে আমার উপর রাগ দেখিয়েছে,,,
রিধি এসব ভাবতে ভাবতে ফোনটা বুকের উপর রেখেই ঘুমিয়ে যায়,,,
অন্যদিকে নাহিদ তো আছে তার কাজে,,, শান্ত যখন ওয়াশ রুমে গেছে,,, নাহিদ চুপিচুপি এসে এসে শান্তর ফোনে রিধির সব ছবি শেয়ার করে দেয়,,,তারপর Wallpapers এ ও রিধির ছবি সেটিং করে দেয়,,, গ্যালারিতে রিধির ছবিতে ভর্তি করে দেয়,,,,তারপর ফোনটা আবার আগের জায়গায় রেখে নাহিদ চুপিচুপি কেটে পরে,,, শান্ত ওয়াশ রুম থেকে এসে এক হাত দিয়ে চুলগুলো থেকে পানি ফেলার চেষ্টা করছে,,,অন্য হাতে ফোনটা নিয়ে অন করতেই একটা শক খায়,,
শান্ত::: এই মেয়েটার ছবি আসার ফোনে কি করে এলো?? ??
কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারছে যে এটা কার কাজ,,,, কিন্তুু শান্ত কিছু না বলে ফোনটা বেডে রেখে দেয়,,, তারপর ড্রেস পড়ে নেয়,,, শুয়ার সময় বেডের উপর থাকা ফোনটার দিকে চোখ পড়লে ফোনটা নিয়ে গ্যালারিতে ডুকে চোখটা বড়বড় হয়ে যায়,,,পুরা গ্যালারিতে শুধু রিধির ছবি,,, শান্ত শুয়ে শুয়ে একটা একটা দেখতে লাগলো,,,
শান্ত::: মেয়েটা ঝগড়াটে হলেও চেহারাটা অনেক মায়াবী,,,,,
অনেকগুলা ছবি দেখার পর একটা ছবিতে শান্তর চোখ আটকে গেল,,, শাড়ি পরা ছবিটা,,, মনে হচ্ছে আজকের তোলা,,,, শাড়িতে অনেক সুন্দর লাগছে,,, কিন্তুু রিধি ফেইসটা যেরকম করে রেখেছে মনে হচ্ছে ও পিচ্চি মেয়ে আর কেউ জোর করে ওকে বিয়ে করতে চাইছে,,, হাত পা সব গুটিয়ে বসে আছে,,,,
শান্ত ছবিগুলো দেখে মুচকি মুচকি হাসছে,, কিছুক্ষণ দেখে ফোনটা পাশে রেখেই ঘুমিয়ে পড়ে,,,
সকালে,,,
নিপা সকালে রিধিকে ডাকতে এসে রিধির অবস্হা দেখে হাসতে থাকে,,, তারপর রিধিকে টেনে তুলে দেয়,,,
নিপা::: আমার ননদ টা যে এত জামাই পাগল আগে জানতাম না,, জামাইকে বুকে নিয়ে ঘুমাইতে হয়???
রিধি::: কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নি,,,তাই হয়তো,,,
নিপা:: আর বলতে হবেনা,,, আমরা সব জানি,,, এখন ওদিকে তাকাও দেখো কে এসেছে,,
রিধি ঘুম ঘুম চোখে দরজার দিকে মিটমিট করে তাকিয়ে যাকে দেখে রিধি অভাক হয়ে যাও,, ?
চলবে,,,,,,,,,