তুমি_আমার?Part_05
#Written_By_Samia_Islam
নিপা::: আমার ননদ টা যে এত জামাই পাগল আগে জানতাম না,, জামাইকে বুকে নিয়ে ঘুমাইতে হয়???
রিধি::: কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নি,,,তাই হয়তো,,,
নিপা:: আর বলতে হবেনা,,, আমরা সব জানি,,, এখন ওদিকে তাকাও দেখো কে এসেছে,,
রিধি ঘুম ঘুম চোখে দরজার দিকে মিটমিট করে তাকিয়ে যাকে দেখে রিধি অভাক হয়ে যাও,, ?
রিধি ভাইয়া বলে নয়নকে গিয়ে জড়িয়ে ধরে,,,
নয়ন::: আরে আস্তে দৌড়া পাগলী,,,,
কে শুনে কার কথা ঝড়ের বেগে এসে নয়নের গলা জড়িয়ে ধরে,,নয়নও নিধিকে জড়িয়ে ধরে,, রিধির কপালে অজস্র চুমু দেয়,,,, নিপা ওদের কান্ড দেখে হাসছে,,,
নিপা::: তোমরা এমন করছো যেন হাজার জনম পর একজন আরেকজনকে দেখছো,,, জাস্ট ৩/৪ দিনও না দেখে থাকতে পারো না,,,,?
নয়ন::: কি যে বলো নিপা,,, এই ৩/৪ টা দিনও আমার কাছে ৩/৪ হাজার বছর মনে হয়েছে,,,
রিধি::: ভাইয়া তোমারকে খুব মিস করছি,,,?
নয়ন::: আমিও খুব মিস করছি আমার পাগলী বোনটাকে,,,
নিপা:: হুম এখন ভাই বোন দুজনেই ফ্রেশ হয়ে এসো,,,আমি নাস্তা তৈরি করছি,,,
নয়ন::: ok mam….
রিধি:: ok ভাইয়ার mam,,,
নিপা::: তোমরা দুজনেই আমার মাথাটা পাগল করে দিবে,,,?
এরপর নয়ন আর রিধি ফ্রেশ হয়ে এসে সবাই একসাথে নাস্তা করে,,,নাস্তা করতে করতে সবাই গল্প করে,,,,
নাস্তা শেষ করে রিধি রুমে বসে গল্পের বই পড়ছিলো,,, তখনই নিরা আসে,,, নিরা এসে রিধিকে জড়িয়ে ধরে,,,
রিধি::: আল্লাহ এভাবে জড়িয়ে ধরে কি আমাকে মারার প্লেন করেছিস??
নিরা:: এভাবে বলছিস কেন?? যখন শান্ত ভাইয়া এভাবে ধরবে তখনতো উল্টা বলবি “”এত হাল্কা ভাবে কেউ ধরে আরোকটু জোরে জড়িয়ে ধরতে পারো না “” ??
রিধি:: ?? বেয়াদপ ভাইয়া,,,তোর আক্কেল দাঁত উঠে নাই,,, কোন দুঃখে আমি মি. বাদমেজাজি শয়তানটাকে এটা বলতে যাবো,,,??? দেশে কি ছেলের অভাব পড়ছে??
নিরা:: আরে রাগ করছিস কেন আমি মজা করে বললাম,,,
রিধি:: কিন্তুু তুই এ সময় এখানে কেন?? কোনো মতলব আছে নাকি??? ☹️
নিরা:: না,,, ভাবি আসতে বললো,,,
রিধি:: ভাবি কেন আসতে বলছে?? ??
নিরা:: জানিনা,,, এই দেখি দেখি তোর হাতে এটা কি???
রিধি:: কি?? ?
নিরা:: আরে আংটির কথা বলছি,,, ওয়াও সো নাইস,,, কে গিফ্ট করছে?? ?
রিধি:: এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবো,,, সব কিছু জেনেও জিঙ্গাস করছিস,,,,?
নিরা:: আমি সত্যি জানিনা,,,, কি হয়েছে??? ?
রিধি:: ভাবি বলেনি??
নিরা:: না,,, কি হয়েছে বল??
রিধি:: কাল শান্ত স্যারের আব্বু আম্মু আসছিলো,,, তারা পরিয়ে দিচ্ছে,,,,?
নিরা:: কি!!!!! এটা সত্যি???? ??
রিধি:: হুমমমম??
নিরা:: আল্লাহ খুশিতে মনে হয় আমি হার্ট এ্যাটাক করবো,,?? তা জানু বিয়ে টা কবে হচ্ছে,,,আর আমি খালামনি ডাক কবে শুনবো???
রিধি:: মজা করছিস???? ?
নিরা:: মজা না সত্যি,,,,
রিধি:: তোরে ড্রেনে ফেলে আসা দরকার,,, কোথায় একটু সান্তনা দিবি তা না করে উল্টা খালামনি ডাক শুনার শখ জাগছে,,,
নিরা:: আচ্ছা সরি,,, এখন বল কাল কি শান্ত ভাইয়াও আসছিলো??
রিধি:: না,,,নাহিদ ভাইয়া আসছিলো,,,?
নিরা:: তাই মন খারাপ??? ?
রিধি:: নিরা ?
নিপা::: আরে নিরা তুমি এসেছো???
নিরা:: জ্বী ভাবি,,,
নিপা:: ভালো করেছো,,, ওরাও চলে এসেছে,,,
রিধি:: ওরা কারা???
নিপা::: নাহিদ আর শান্ত,,,
রিধি::: কি!!!! ? কেন?? ?
নিপা:: এখন তোমরা শফিং এ যাবে,,, আর ৪ দির পর তোমাদের বিয়ে,,, সো যা করার খুব তাড়াতাড়ি করতে হবে,,,
নিরা:: খুব এনজয় হবে,,,,,
রিধি:: মানে কি??? আমাকে না জানিয়ে আংটি পড়ালে বিয়ে ঠিক করে ফেললে তাও আবার ৪ দিন পর,,, আমাকে কি মানুষ মনে হয়না,,, আমার কি কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারেনা,, আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করোনা,,, ? নাকি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি?? ছুঁড়ে ফেলে দিতে পারছো না, তাই এভাবে তাড়াতে চাইছো,,,??
নিপা এসে রিধি কে জড়িয়ে ধরলো,,,
নিপা:: এসব কি বলছো?? কখনো ছেলে মেয়ের আষা করিনি,, কারণ তুমি আমার ছেলে আমার মেয়ে,, তোমার মুখের দিকে তাকালে আমাদের ছেলে মেয়ে অভাব পূরণ হয়ে যায়,, কেন তোমাকে তাড়াবো,,, এই সবকিছু তোমার,,,
রিধি::: ??
এর মধ্যে হঠাৎ রুমে নাহিদ আর শান্ত আসে,,, রিধির গায়ে একটা টপস্ আর ফ্লাজু ছিল,, রিধি ওরনা খুজতে অস্থির,,, ওরনা না পেয়ে ব্ল্যানকেট গায়ে জড়িয়ে নেয়,,,
নিপা::: তোমরা থাকো আমি আসছি,,
রিধি আর শান্ত কে রুমে রেখে নিপা,নিরা, নাহিদ রুম থেকে বেরিয়ে গেল,,, রিধির খুব ভয় করছে,,, কারণ এক তো রুমে একা শান্ত আছে তার উপর ওরনাটাও খুজে পাচ্ছে না,,, ওরা রুম থেকে বেরুলেই শান্ত দরজা অপ করে দেয়,,, রিধি চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে,,, শান্ত গিয়ে রিধির পাশে বসে,, রিধি বুঝতে পারছে যে শান্ত তার অনেকটা কাছেই আছে,,, কারণ শান্ত কাছে আসলেই রিধির হার্টবির্ট পুল স্প্রিডে চলতে থাকে,,, শান্ত আস্তে করে রিধির হাতের উপর হাত রাখলো,,, রিধি ভয়ে হাত সরিয়ে নেয়,,,চোখ খুলে শান্তর দিকে তাকিয়ে দেখে শান্ত রিধির অনেকটা কাছে,, রিধি শান্তর দিকে তাকিয়ে দেখে,, শান্ত কালো একটা শার্ট পড়েছে,,, শার্টের সামনের বোতাম দুটু খোলে রেখেছে যার জন্য বুক থাকা লোমগুলা দেখা যাচ্ছে,,, রিধির ইচ্ছে করছে একবার ছুঁয়ে দেখতে,,, রিধি শান্তর মুখের দিকে তাকাতেই তিলটা দেখতে পায়,,,
শান্ত রিধির হাত ধরে টেনে রিধিকে তার বুকের সাথে মিশিয়ে ফেলে,,, রিধি দুই হাত দিয়ে শান্তর শার্ট খামছে ধরে আছে,,, শান্ত রিধির ঘাঁড় থেকে চুলগুলো পিছনে সরিয়ে দিল,,, রিধির ঘাঁড়ে ঠোট ছুঁয়াতেই রিধি কেঁপে উঠে,, রিধি শান্তর শার্ট টা আরো জোরে খামছে ধরে,,, শান্তরতো রিধির প্রতি নেশাটা আরো বেড়ে যায়,,,, রিধির ঘাঁড়ে স্লাইড করতে থাকে,, শান্তর প্রত্যেকটা ছোঁয়ায় রিধি কেঁপে উঠছে,,, শান্ত রিধির ঠোটের দিকে এগুতেই দরজায় কেউ নক করে,,, রিধি শান্তর কাছ থেকে অনেকটা দূরে চলে যায়,,
শান্ত:: এটা আমি কি করতে যাচ্ছিলাম,,,,, ( মনে মনে)
রিধি দৌড়ে ওয়াশরুমে চলে গেলো,, আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে,,,
রিধি::: এটা কি করতে যাচ্ছিলেন আমি স্যারকে বাঁধা দিলাম না কেন??? ?
রিধি চোখ বন্ধ করলোই শান্তর প্রত্যেকটা ছোঁয়া অনূভব করে,,,
এইদিকে শান্ত দরজা খুলে দেখে নিরা এসেছে,,,,
নিরা:: ভাইয়া রিধিকে রেডি হয়ে আসতে বলেন,,,
শান্ত:: তুমি এখানে থাকো আমি যাচ্ছি,,,,
শান্ত রুম থেকে বেরিয়ে গেল,,,নিরা এসে ওয়াশরুমে নক করে,,,
নিরা;: রিধি তাড়াতাড়ি বেরিয়ে আয়,,,, ,
রিধি:: আসছি,,,
রিধি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে,,,
নিরা:: এমন কি কি করলি যে সোজা শাওয়ার নিতে হলো,,,
রিধি:: মাইর খাইবি?? ?
নিরা:: sorry,,,, এই নে এই ব্ল্যাক জামাটা পড়,,
রিধি:: ব্ল্যাক কেন???
নিরা:: দেখিস নাই,, ভাইয়ার ড্রেসও ব্ল্যাক,,?
রিধি:: আর এই জন্য আপনি আর নাহিদ ভাইয়াও নীল কালার পড়ছেন,,,
নিরা:: আরে না না,,
রিধি:: না না কি??? কার সাথে কি মেচ করছেন দেখতেই তো পারছি,,,
নিরা:: আমি ইচ্ছে করে পড়িনি,,, কিভাবে মেচ হলো আমি জানিনা,,
রিধি:: আমি এতটা বোকা না,,, সব বুঝি দাড়ান আপনাকেও নিয়ে যাওয়ার ব্যাবস্থা করছি,,,,?
নিরা:::?? ধুরর কি বলিস এসব???
নিরা ড্রেসটা রেখে দৌড়ে চলে গেল,,,
রিধি তৈরি হয়ে ড্রয়িংরুমে গিয়ে দেখে সবাই একাএে বসে গল্প করছে,,, রিধি ওদের সামনে যেতেই শান্ত রিধিকে দেখে হা হয়ে যায়,,,,ড্রেসটায় রিধিকে অনেক মানিয়েছে,,, শান্ত রিধি কেউ কারো থেকে কম না,,,
নাহিদ::: ভাইয়া এভাবে হা করে তাকিয়ে আছো কেন??( ফিসফিস করে)
শান্ত রুধির থেকে চোখ সরিয়ে নিলো,,,
নয়ন::: তোমরা তাড়াতাড়ি বাসায় ফিরো,,,
শান্ত:: জ্বী ভাইয়া,,,
নিপা::: নিরা তুমিও ওদের সাথে যাও,,,,
নিরা::: অ..অ..অ…আমি কেন???
নিপা:: তুমি রিধিকে হেল্প করবে,,,
রিধি::: হ্যাঁ নিরাকে ছাড়াতো আমি যাবই না,,, ?
নাহিদ নিরাকে ইশারায় কিছু বলছে,,, শান্ত আর রিধি এটা খেয়াল করলো,,,
শান্ত:: হ্যাঁ নিরা তুমিও চলো,,
সবার জোরাজোরি তে নিরাও ওদের সাথে গেল,,,, শান্ত আর নাহিদ সামনে বসলো,, রিধি আর নিরা পিছনে বসলো,,,শান্ত ড্রাইব করছে,,, রিধি আর নিরা বকবক করেই যাচ্ছে,,, শান্ত লুকিং গ্লাস টা গুরিয়ে দিল যাকে রিধিকে দেখতে পায়,,,,, রিধি কথা বলতে বলতে লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখে শান্ত তার দিকে তাকিয়ে আছে,,,, রিধি অনেক্ষণ ধরেই লক্ষ্য করছে শান্ত মনোযোগ দিয়ে ড্রাইব না করে বারবার তার দিকে তাকাচ্ছে ,,,, মেইন রোডে এরকম আনমনা গাড়ি চালানো অনেব রিক্সের ,,,,,, রিধি নিরাকে বলল তার সিটে আসতে,,, নিরা রিধির সিটে আসলো আর রিধি নিরার সিটে বসলো,,, শান্ত এটা দেখে খুব রেগে গেল,,, শান্তু হঠাৎ করেই গাড়ি ব্রেক করলো,,,,
নাহিদ:: ভাইয়া কি হয়েছে??
শান্ত;: তোমরা যাও আমি পরে আসছি,,,?
নাহিদ:: কেন ভাইয়া?? ?
শান্ত কোনো কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে যায়,,,,,
রিধি বুঝতে পারে,,, রিধি সিট চেন্জ করেছে হয় তো এজন্যই রেগে গেছে,,, শান্ত গাড়ি থেকে নেমে পিছন দিকে চলে যেতে লাগলো,,, রিধি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে শান্তর সামনে দাঁড়ালো,,
রিধি:: কোথায় যাচ্ছেন???
শান্ত:: তোমাকে বলতে হবে?? ?
রিধি:: এরকম করে কথা বলছেন কেন??
শান্ত:: তোমরা যাও আমি পরে আসবো,,
রিধি:: আমাদের সাথে গেলে প্রবলেম কি??
শান্ত:: আমি তোমাদের সাথে গেলে আর কারো না হোক তোমার তো প্রবলেম হবে,,,,
রিধি:: আপনি সামনে তাকিয়ে ড্রাইব করছিলেন না,,, তাই তো সিট চেন্জ করলাম,,,
শান্ত:: এখন তুমি আমাকে ড্রাইবিং শিখাচ্ছো?? ?
রিধি:: না মনে মেইন রোডে এভাবে ড্রাইব করা ঠিক না,,,
শান্ত:: Sorry আমার ভুল হয়েছে,,, এখন তোমরা যাও,,,
রিধি:: আপনাকে ছাড়া যাচ্ছি না,,,
শান্ত:: মানে টা কি??? ?
রিধি:: আপনি যদি না যান,,,তাহলে আমিও যাচ্ছি না,,
শান্ত:: রাগ বাড়াতে চাইছো??? ?
রিধি:: আপনি যাবেন না???
শান্ত:: একটা কথা দুবার বলার ইচ্ছে আমার নেই,,,,,?
রিধি:: ok,,, মনে হয় আমার জন্য আপনাদের প্রবলেম হচ্ছে,,,, আপনি নাহিদ ভাইয়া আর নিরা সাথে যান,,আমি আসছি,,,,
রিধি মন খারাপ করে সামনের দিকে হেটে হেটে যেতে লাগলো,, শান্ত এমনিতেও রেগে আছে রিধির এসব কথা শুনে আরো রেগে গেল,,, রিধি কিছুদূর যাওয়ার পর একটা রিকশা ডাক দিলো,,,
রিধি যেই রিকশাতে উঠতে যাবে তখনি শান্ত রিধির হাত ধরে টেনে নিয়ে রিকশাচালক কে টাকা দিয়ে রিধিকে টেনে গাড়িতে বসিয়ে দিল,,,রিধি তো পুরু ব্যাপারটার জন্য হা করে আছে,,,
রিধি চুপচাপ গাড়িতে বসে যায়,,, শান্ত গাড়িতে বসে লুকিং গ্লাসটা রুমাল দিয়ে বেঁধে দেয়,,,তারপর ড্রাইব করতে শুরু করে,,, সবাই বুঝতে পেরেছে যে শান্ত রেগে আছে তাই কেউ কিছু না বলে চুপচাপ বসে আছে,, রিধির সবকিছু দেখে অনেক হাসি পাচ্ছে,,, কিন্তুু শান্তর জন্য শব্দ করে হাসতে পারছে না,,,
চলবে,,,,,,,,,