তুমি_আমার?Part_06

0
2129

তুমি_আমার?Part_06
#Written_By_Samia_Islam

রিধি যেই রিকশাতে উঠতে যাবে তখনি শান্ত রিধির হাত ধরে টেনে নিয়ে রিকশাচালক কে টাকা দিয়ে রিধিকে টেনে গাড়িতে বসিয়ে দিল,,,রিধি তো পুরু ব্যাপারটার জন্য হা করে আছে,,,

রিধি চুপচাপ গাড়িতে বসে যায়,,, শান্ত গাড়িতে বসে লুকিং গ্লাসটা রুমাল দিয়ে বেঁধে দেয়,,,তারপর ড্রাইব করতে শুরু করে,,, সবাই বুঝতে পেরেছে যে শান্ত রেগে আছে তাই কেউ কিছু না বলে চুপচাপ বসে আছে,, রিধির সবকিছু দেখে অনেক হাসি পাচ্ছে,,, কিন্তুু শান্তর জন্য শব্দ করে হাসতে পারছে না,,,

শফিং মলে গিয়ে শান্ত সবার পিছন পিছন হাটছে,,,,,নিরা আর রিধি একসাথে হাটছে আর নাহিদ ওদের পিছনে,,,

নিরা:: রিধি তুই এখন ভাইয়ার সাথে থাকা দরকার,,, ( ফিসফিস করে বলল)

রিধি:: কেন??? ?

নিরা:: দেখছিস না রাগে লাল হয়ে আছে,,,

রিধি:: তো আমি কি করবো??

নিরা:: তুই কি করবে মানে??? রাগ না ভাঙ্গালে কখন কি করে বসবে কে জানে,,,

রিধি:: আমার তো ভয় করছে,,,

নিরা:: ভয় পেয়ে লাভ নেই,,, আমি যাচ্ছি তুই ভাইয়ার সাথে আয়,,,

রিধি:: যাবো??

নিরা:: যাবি মানে কি?? যা??

রিধি:: ok,,,, দোয়া করিস,,,

নিরা আর নাহিদ আগে চলে গেল,, রিধি কিছুক্ষণ দাড়িয়ে থাকলো তারপর যেই শান্তর দিকে যাবে তখনি দেখলো শান্ত একটা মেয়ের সাথে দাড়িয়ে দাড়িয়ে কথা বলছে,,, রিধি কিছুক্ষণ দাড়িয়ে এটা দেখলো,,, শান্ত মেয়েটির সাথে হেসে হেসে কথা বলছে,,, রিধির মাথা পুরাই গরম হয়ে,,,,

রিধি::: লুইচ্ছা ছেলে,,,কয়েকদিন পর বিয়ে আর এখন মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে,, না জানি এর আগে কি কি করছে,,,? এই খাট্টাশ ছেলে কেন আল্লাহ আমার কপালে রাখছে কে জানে,,,

রিধি অনেক্ষণ ধরে দাড়িয়ে রইলো কিন্তুু শান্ত আসার নামই নেই,,, রিধি এবার রেগে ওদের দিকে গেল,,, রিধি ওদের কাছে যেতেই শান্ত রিধির দিকে তাকায়,,,

শান্ত::: তুমি এখানে কেন?? ওদের সাথে যাও নি??

মেয়েটা:: এটা কে শান্ত?? ?

শান্ত::: আমার কাজিন,,,

রিধি:: কি আমি আপনার কাজিন?? লজ্জা করেনা মিথ্যা বলতে,,, নিজের বউকে কাজিন বানিয়ে দিলেন,,, ঐ মেয়ে কে তুমি?? তোমার সাহস কি করে হয় ৩২ টা দাঁত বের করে উনার সামনে কথা বলতে,,, কে হন উনি তোমার??? এক্স নাকি এখনো রিলেশান আছে,,, এই শুন যদি এখনো রিলেশান থেকে থাকে তাহলে এই মুহূর্ত থেকে সবকিছু ভুলে যাও না হলে কিন্তুু তোমাদের দুজনকেই গোবরের পুকুরে ১ দিন ডুবাই রাখবো,,,??

মেয়েটা:: শান্ত এসব কি??

শান্ত::: রিধি চুপ করো,,,,

রিধি:: কি চুপ করবো হুম?? ভালোয় ভালোয় মেয়েটির সাথে ব্রেকআপ করেন না হলে কিন্তুু খুব খারাপ হবে,,,??

শান্ত:: তৃণা তুমি এখন যাও,,, আমরা পরে কথা বলবো,,

রিধি::: এই কোথাও যাবেনা তুমি ? আর হ্যাঁ কি বললেন আপনি?? পরে কথা বলবেন মানে কি?? আমি বললাম না এখন ব্রেকআপ করতে,,,? বিয়ের পরেও অন্যজনের সাথে রিলেশান রাখবেন আর আমি বউ হয়ে আপনাদের রিলেশানে জোড়া লাগাবো ভাবছেন? ?এরকম মেয়ে আমি না,,,,

তৃণা:: দেখো তুমি ভুল ভাবছো,,,

রিধি:: ঐ মেয়ে তোমাকে চুপ থাকতে বললাম না,,, ?

শান্ত:: রিধি,,,,

রিধি::: কি?? কি বলবেন??? ? আমাকে এতটা সস্তা মনে করেন?? নাকি ভেবেছেন বিয়ে করে দুদিন পর আমাকে ডিবোর্স দিয়ে এই মেয়েকে নিয়ে বাসায় তুলবেন?? ? এরকম কখনো হবেনা,,, মরার আগ পর্যন্ত আমি কোথাও যাবনা,, ?

শান্ত:: তৃণা প্লিজ তুমি এখন যাও,,,,??

রিধি:: কেন যাবে?? আমি যেতে বারণ করলাম না,,

শান্ত:: রিধি চুপ থাকতে বলছি,,, ?

শান্তর বকা শুনে রিধির চোখে পানি চলে আসলো,, রিধি হাতে থাকা ফোনটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারলে,, তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে লাগলো,,, শান্ত ও রিধির পিছন পিছন নামতে লাগলো,,,

শান্ত:: রিধি দাড়াও,,, রিধি,,,,

রিধি কয়েকটা সিঁড়ি নামার পর হোচট খেয়ে পড়ে যেতে লাগলে শান্তু হাত ধরে টেনে ওর বুকে জড়িয়ে ধরে,,,,, রিধি ভয় পেয়ে শান্তকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ,,,,,,, সবাই ওদের দিকে তাকিয়ো আছে আবার কেউ কেউ ছবিও তুলছে,,,

শান্ত:: রিধি সবাই তাকিয়ে আছে,,,,( রিধির কানে কানে বলল)

রিধি শান্তকে ছেঁড়ে দিল,,,

রিধি:: আমাকে কোলে নিন,,,,

ছোট বাচ্চার মতো দু হাত শান্তর দিকে বাড়িয়ে,, ,,,,

শান্ত:: সবাই দেখবে তো,,,,

রিধি:: ok নিতে হবেনা,,,

রিধি নিচের দিকে নামতে লাগলে শান্ত আচমকা রিধিকে কোলে তুলে নেয় ,,,,,, সবাই কে দেখিয়ে রিধির ঠোটে কিস করে,,, রিধি তো রীতিমত হা হয়ে যায়,,,, সবাই চিৎকরে অল দা বেস্ট জানায়,,,, শান্ত রিধিকে কোলে নিয়ে উপরে যেতে লাগে,,, উপরে উঠে তৃণাকে দেখতে পেয়ে রিধি শান্তর গলা জড়িয়ে ধরে শান্তর গালে কিস করে,,, তৃণা হা করে তাকিয়ে থাকে,,,

রিধি তৃণাকে ভেংচি কেটে শান্তর বুকে মুখ লুকিয়ে রাখে,,, কিছুদূর যাওয়ার পর যখন তৃণাকে দেখতে পাচ্ছিল না তখন রিধি নামার জন্য লাফালাফি করে,,,

রিধি:: এখন নামিয়ে দেন,,,

শান্ত:: এতক্ষণ তো কোলে নেওয়ার জন্য লাফালাফি করছিলে এখন নামতে ইচ্ছে হলো কেন???

রিধি:: তখন তো তৃণা না মনে এমনি মন চাইছিল,,,কিন্তুু এখন বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে তাই নামতে চাইছি,,,,

শান্ত:: তোমার মতো মেয়েকে কোলে নিয়ে আমি ১০০ মি. দৌড় প্রতিযোগিতায় ও এটেন্ড করতে পারবো,,,

রিধি:: হুম দেখছি তো,,, যেই না বডি বিল্ডার আপনি,,,?

শান্ত:: বিশ্বাস হচ্ছে না?? প্রোভ করবো??

রিধি:: না না দরকার নেই,,? পরে আমার আমাকে ফেলে দিয়ে হাত পা ভেঙ্গে দিবেন,,,?

শান্ত রিধিকে একটা দোকানে ডুকালো যেখানে নিরা আর নাহিদ রিধির জন্যে শাড়ি সিলেক্ট করছে,,, নিরা আর নাহিদ, শান্ত আর রিধিকে এই অবস্থায় দেখে হা করে আছে,,,

নাহিদ:: কি হয়েছে ভাইয়া?? ?

শান্ত:: রিধির পায়ে মচকে গেছে তাই,,,

রিধি তাড়াতাড়ি নেমে নিরা পাশে চলে আসে,,,নিরা,নাহিদ,রিধি বসে বসে শাড়ি দেখছিলো,,,আর শান্ত মোবাইলের দিকে তখন থেকেই তাকিয়ে আছে,,,রিধি এটা দেখে খুব রেগে গেল,,,

রিধি:: এই যে মোবাইলটা গিলে না খেয়ে এগুলা দেখেন,,,

শান্ত:: তোমরা গুলা তুমি সিলেক্ট করো,,,( মোবাইলের দিকে তাকিয়ে)

রিধি:: মানে কি?? তাই বলে আপনি দেখবেনও না?? ☹️

শান্ত:: আমার মেয়েদের জিনিসের প্রতি কোনো আইডিয়া নেই,,,,

রিধি:: নিরা আমি গেলাম,,,তোদের যেটা ভালো লাগবে ঐটা নিয়ে আসিস,,,?

রিধি উঠে যেতে লাগলে নিরা রিধির হাত ধরে বসিয়ে দেয়,,,

নিরা::: পাগলামী করিস না,,, ভাইয়া হয়তো কোনো কাজ করছে তাই,,,

রিধি::: আমাকে বুঝাতে আসিস না,,, ৫ মিনিটও কি আমার জন্য টাইম দিতে পারবে না,,,, ?

শান্ত দেখলো যে রাগে রিধির চোখ লাল হয়ে গেছে,,,আরেকটু হলেই কান্না করে দিবে,,, শান্ত রিধির পাশে গিয়ে বসে,,,

শান্ত:: Sorry,,,,,

রিধি:: ?? লাগবেনা,,,,

শান্ত:: কাজ করছিলাম তাই,,, ok আমি চুজ করছি,,,

রিধি::??

এরপর শান্ত রিধির জন্য পার্পেল, ব্লু, ব্ল্যাক এন্ড অরেন্জ কালারের ৪ টা শাড়ি সিলেক্ট করে,,, রিধি তো হেব্বি খুশি কারণ শাড়ি গুলা রিধিরও অনেক পছন্দ হয়েছে,,, রিধির যত রাগ ছিল এক নিমিষে সব হাওয়া হয়ে গেল,,,,,,

এরপর জুয়েলারিও শান্ত সিলেক্ট করে দেয়,,,রিধি শান্তর জন্য ৩ টা পান্জাবি নিয়ে নেয়,,,হলুদ, কালো এন্ড পার্পেল কালার,,,,, তারপর নিরা, নাহিদ আর বাকি সবার জন্য কিছু না কিছু কিনে নেয়,,, দুপুরে তারা রেস্টুরেন্ট এ খেয়ে নেয়। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেলো,,,

হলুদের দিন সকালে,,,,

রিধি আরামের ঘুম হারাম করে নিরা এক গ্লাস পানি নিয়ে রিধির মুখের উপর ঢেলে দিলো,,,,রিধি লাফ দিয়ে উঠে গেলো,,,

রিধি::: কোন শয়তান রে আমার মুখে পানি দিল,,, শুনে রাখ এই জীবনে তোর আর বিয়া হবেনা,,

নিরা:: আমার বিয়ের কথা না ভেবে তোর বিয়ের কথা ভাব,,,

রিধি;: প্লিজ জানু আরেকটু ঘুমাতে দে,,,,এরপর যেটা বলবি সেটাই ভাববো,,,

রিধি ধপাস করে শুয়ে পড়ে,,, নিরা আবার রিধিকে টেনে তুলে বসিয়ে দেয়,,,,

নিরা:: এখন আর ঘুমাতো যাবেনা,,, সব রিলেটিভস্ রা আসতে শুরু করেছে,,,এখন যতি সবাই এসে দেখে নতুন বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে সবাই কি ভাববে বলতো,,

রিধি;: নতুন বউ বলে কি একটু ঘুসাতে ও পারবো না,,,আল্লাহ এটা কেমন বিচার?????

নিরা:: কান্না কাটি ভাইয়া নিয়ে যাওয়ার সময় করিস,,, এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়,,,

রিধি;: তোরে এর থেকে দ্বীগুণ বেশি জ্বালামো,,,? দেখে নিস,,,

নিরা:: হুম দেখবো,,, এখন তোকে একটু জ্বালিয়ে নিয়,,, কালকের পর থেকেতো তোকে রুম থেকে বের করতেও কষ্ট হবে,,?

রিধি;: মাইর খাইবি,,,??

নিরা:: আরে সত্যি কথা বলছি বলে এত রাগ,,,,???

রিধি:: তোরে তো আমি,,,,,,,

শুরু হয়ে গেলো দুজনের দৌড় প্রতিযোগিতা,,, রিধি নিরাকে দৌড়াতে দৌড়াতে ড্রয়িংরুমে নিয়ে আসলো,,, রিধি দৌড়াতে দৌড়াতে একটা বুড়ি দাদুর সাথে ধাক্কা খেল,,,

দাদুটা ছিল পাশের ফ্লাটের,,,,

রিধি:: Sorry দাদু দেখতে পাইনি,,,?

দাদু:: আজকাল কার পোলা পাইনের গো কাম দেখলে চক্ষে ভর ধরেনা,,??

রিধি:: দাদু আপনি ভাষা গুলা তো বুঝতে পারতেছিনা,,, ??বাংলায় বলেন,,,

দাদু:: এই ছ্যামড়ি তুই আমারে কি কইলি,,,??

দাদুটা যেই লাঠি দিয়ে রিধিকে মারতে লাগলো ওমনি রিধি এক দৌড়ে চলে গেল,,, ?

চলবে,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here